শিক্ষার আলো

শিক্ষার আলো এই পেজে নতুন নতুন তথ্যমূলক আপডেট পাওয়া যায়।
যার মাধ্যমে আপনি সত্য তথ্য সম্পর্কে জানতে পারবেন।

23/12/2025

নেতার নাই আইডি কার্ড
জনগনকে দিবে ফ্যামিলি কার্ড,
তাউ বলে ৫০ কোটি দেশে মানুষ ২০ কোটি 🤣
আর সব তাহলে নেতার কাছেই থাকবে 😊

এক হাদীর মৃত্যুতে লক্ষ হাদীর জন্ম হবে, ইনশাআল্লাহ।
20/12/2025

এক হাদীর মৃত্যুতে লক্ষ হাদীর জন্ম হবে, ইনশাআল্লাহ।

বি.এন.পির জেতা নিশ্চিত। 😁।কেউ সিরিয়াসলি নিবেন না,  মজা করার জন্য এটা।
14/12/2025

বি.এন.পির জেতা নিশ্চিত। 😁।

কেউ সিরিয়াসলি নিবেন না, মজা করার জন্য এটা।

আবার আরেকজনেরা শুরু করছে। 😥BD
10/12/2025

আবার আরেকজনেরা শুরু করছে।
😥BD

আসলে সমস্যা টা কোথায়?
30/11/2025

আসলে সমস্যা টা কোথায়?

28/11/2025

খালেদা জিয়ার এই সঙ্কটাপন্ন অবস্থাতেও তারেক জিয়া লন্ডনে! যদি এইমুহুর্তে লন্ডন থেকে না ফিরেন তবে আর কখনো তার এদেশে ফেরার দরকার নেই।

খালেদা জিয়ার ডাকে 'মার্চ ফর ডেমোক্রেসি' কর্মসূচিতে কেউ মাঠে না নামলেও গুলির মুখে বিক্ষোভ করেছিল ছাত্রশিবির। এই ইতিহাস তো...
28/11/2025

খালেদা জিয়ার ডাকে 'মার্চ ফর ডেমোক্রেসি' কর্মসূচিতে কেউ মাঠে না নামলেও গুলির মুখে বিক্ষোভ করেছিল ছাত্রশিবির। এই ইতিহাস তো স্বয়ং খালেদা জিয়াও মনে রেখেছিল।

২০১৩ সালের ২৯ ডিসেম্বর 'মার্চ ফর ডেমোক্রেসি' কর্মসূচিতে রাজধানীর মালিবাগে ছাত্রশিবিরের নেতাকর্মীরা মিছিল করার সময় ফ্যাসিস্ট হাসিনার খুনে বাহিনীর গুলিতে মনসুর নামের শিবিরের এক নেতা শাহাদাত বরণ করেন। মানসুর রাজধানীর আশকোনা ৩ নম্বর ওয়ার্ডের শিবিরের সভাপতি ছিল। তিনি বনানীর সিটি ইউনিভার্সিটির আইন বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

সেদিন নৃশংস স্বৈরাচার হাসিনার পুলিশের হামলার ভয়ে রাজধানীতে একটা মিছিলও করেনি বিএনপি-ছাত্রদল। খালেদা জিয়ার ডাকে তাঁর দলের কেউ মাঠে না নামলেও ঠিকই ছাত্রশিবির নেতাকর্মীরা সরাসরি গুলির মুখে স্বৈরাচার প্রতিরোধ আন্দোলন শুরু করলে পুলিশ নির্বিচারে হামলা শুরু করে। সেখানে অনেক শিবির নেতাকর্মী হতাহত হয়। পরবর্তীতে বেগম খালেদা জিয়াকে বালির ট্রাক দিয়ে অবরুদ্ধ করে রেখে ২০১৪ সালে একটি একতরফা নির্বাচন করে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। ওই ঘটনার পরই কার্যত দেশের গণতন্ত্রকে ধ্বংস করে ফেলে তারা।

এইসব ইতিহাস সবাই ভুলে গেলেও খালেদা জিয়া নিজে কখনো ভুলে যান নি।

উনার সম্পর্কে কোনো কথা নাই। যে যেরকম করে মানুষ তাকে তেমনি বলে। দেশ প্রেম তার কাছে থেকে শেখা উচিত BNP এর লোকজনের। আল্লাহ ...
28/11/2025

উনার সম্পর্কে কোনো কথা নাই।
যে যেরকম করে মানুষ তাকে তেমনি বলে। দেশ প্রেম তার কাছে থেকে শেখা উচিত BNP এর লোকজনের।

আল্লাহ তাকে সুস্থতা দান করুন।

কোন রাজনৈতিক দল কোন দেশের দালাল দেখে নিন: বাংলাদেশ জামায়াত ইসলামির টুইটার একাউন্ট লোকেশন হলো - বাংলাদেশ বিএনপির টুইটার এ...
24/11/2025

কোন রাজনৈতিক দল কোন দেশের দালাল দেখে নিন:

বাংলাদেশ জামায়াত ইসলামির টুইটার একাউন্ট লোকেশন হলো - বাংলাদেশ

বিএনপির টুইটার একাউন্ট লোকেশন হলো - আমেরিকা

আওয়ামীলীগের টুইটার একাউন্ট লোকেশন হলো - ইন্ডিয়া

দেখান আপনারা যা ভালো মনে করেন 🙂
ali

23/11/2025

super over 🔥

আজ সন্ধ্যায় জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল...
23/11/2025

আজ সন্ধ্যায় জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল।

এসময় খালেদা জিয়াকে শারীরিক ভাবে বেশ অসুস্থ মনে হচ্ছিল।

#খালেদাজিয়া

Address

Kutirchar Bhadraghat
Sirajganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when শিক্ষার আলো posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share