বিচ্ছেদ কবি

বিচ্ছেদ কবি Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বিচ্ছেদ কবি, Digital creator, Tamai, Belkuchi, Sirajganj.

সাপ্তাহিক প্রতিযোগিতা ২৬৮কবিতার নামঃ- আমার গাঁ ও মানুষ কবির নামঃ- মোঃবায়েজিদ মণ্ডল তারিখ :- ০৫/০৮/২০২৩ছন্দ মাত্রা:৪+২ আব...
05/08/2023

সাপ্তাহিক প্রতিযোগিতা ২৬৮
কবিতার নামঃ- আমার গাঁ ও মানুষ
কবির নামঃ- মোঃবায়েজিদ মণ্ডল
তারিখ :- ০৫/০৮/২০২৩
ছন্দ মাত্রা:৪+২ আবার ৪+৩

ছোট্ট এক গাঁয়ে ভাই
আমার বসবাস
সেথা কোনো অহংকার নাই
আছে সুনিবাস

মোদের গাঁয়ের ছোট বড়
সবধরণের লোক
কারো একটু আনন্দে বেজায়
খুশি হোক

জন্মস্থান আমার সেরা আমার
প্রাণের গাঁ
অন্যায়কে মোচন করতে অন্যায়ে
চালায় পা!

অতি আদরের অতি চেনা
বিবিধ রুপ
মোর গাঁয়ে সদা জ্বলে
শান্তির ধূপ

হাসি কষ্ট নিয়ে আজ
গ্রামটা সাজে
সৌন্দর্য্যের দিকে সেরা বললে
মরে যায় লাজে

প্রকৃতির সেরা দৃশ্য দেখি
মোরা দিবারাত্র
পাখিদের কিচির মিচির শব্দে
ভরে মোদের গাত্র!

শিক্ষিত বা মূর্খ সবার
আছে বিশেষত্ব
প্রকৃত শিক্ষা আছে সবার
আছে মনুষ্যত্ব!

হৃদয় নিংড়ানো ভালোবাসা সবার
নেই কারো লোভ
দু'বেলা দুমুঠো পারলে খেতে
থাকেনা আর ক্ষোভ!

রাজার মতো চায়না প্রাসাদ
করতে জীবযাপন
বিপদে_আপদে পাশে থাকে
সবাই সবার আপন

হাজার কথার পরও যে
আমার গাঁ সেরা
ভালোবাসা তাই গ্রামের প্রতি
মমত্ব ভালোবাসায় ঘেরা

বাইক টা দিছে শ্বশুরমশাই     আব্বা দিছে তেলতাই তো আমার গতির সাথে   জেট বিমান ও ফেল।দুর্ঘটনা ঘটলে ঘটুক আমার কিসের ভয়গেলে ...
04/08/2023

বাইক টা দিছে শ্বশুরমশাই
আব্বা দিছে তেল
তাই তো আমার গতির সাথে
জেট বিমান ও ফেল।

দুর্ঘটনা ঘটলে ঘটুক
আমার কিসের ভয়
গেলে যাবে বাপ-শ্বশুরের
আমার কিছু নয়।

চলরে আমার মোটরগাড়ি
জোরসে মারো টান
কে কি বলে শুনব না আজ
ধরছি চেপে কান।

আহা হা হা কি মনোরম
গাঁয়ের বাঁকা রাস্তা
ছয় শ কিলো ঘুরে এসে
করব রে আজ নাস্তা।

এমন গতি তুলবরে আজ
আমার গতি দেখে।
থমকে যাবে পথের পথিক
পন্থ চলা রেখে।

গতির চোটে কাঁপছে মানুষ
উড়ছে পথের ধুলো
লাফিয়ে উঠছে পথের ধারের
বান্ধা ছাগল গুলো।

গতি আর ও বাড়িয়ে দিলাম
পথটা পেয়ে সরু
হঠাৎ দেখি সামনে আমার
বিশাল বড় গরু।

ধাক্কা লেগে হুন্ডা আমার
পড়ল গিয়ে খাদে
আমার তখন হুঁশ ছিল না
ফিরছে দুদিন বাদে।

দু দিন বাদে জ্ঞান ফিরলে
চেয়ে দেখি ভাই
আমার যে দুই পা ছিল তার
একটা সাথে নাই।

সকল কিছু শোনার পরে
চমকে গেল গা
বাইকটা না কি ঠিকই আছে
আমার গেছে পা।

আমার শখের বাইকে এখন
অন্য মানুষ চড়ে
পা হারিয়ে কান্দি আমি
বন্ধি হয়ে ঘরে।

ঘরে বসে ভাবি যদি
পা টা পেতাম ফিরে
তিড়িং বিড়িং ছেড়ে আমি
বাইক চালাতাম ধীরে।

মনরে বলি মন যদি তুই
বুঝতে দু দিন আগে
তবে কি তোর পা হারিয়ে
পঙ্গু হওয়া লাগে!

গতির ক্ষতি
ফেরদৌস আহমেদ

জীবন নৌকা-বায়েজিদ মণ্ডলদৈবাৎ এই কুক্ষণে মোরক্লেশের সীমা নাইজীবন নৌকা অস্ত গেলোসুখের তালাশ চাইপ্রমোদে আমি সুখের নৌকায়লহরী...
03/08/2023

জীবন নৌকা
-বায়েজিদ মণ্ডল

দৈবাৎ এই কুক্ষণে মোর
ক্লেশের সীমা নাই
জীবন নৌকা অস্ত গেলো
সুখের তালাশ চাই

প্রমোদে আমি সুখের নৌকায়
লহরীর সাথে খেলি
তিয়াসা আমার মেটেনা দেদার
সুখপানে চোখ মেলি

যামিনী এখন ভিন্ন রুপী
তিলেতিলে দেয় কাঁটা
পরান আমার সোল্লাসের খোঁজে
দিগন্তহীন পথে হাঁটা

উৎকট শব্দে আক্রোশে আমি
কেঁদে চললাম রোজ
তমসার নিশার আলোকি খদ্যোত
দিল সুখের খোঁজ

সুখটা আমার জীবন নৌকা
অবিনাশী মনের সাধ
ভেসে ভেসে দেখতাম প্রকৃতির
নীরদ পাহাড় রাত

গন্তব্যহীন পথে নৌকা চলে
নয়র নীরের ভিড়ে
অকাল ক্ষণের দুখের বীণা
অন্তর যায় ছিড়ে

নিপাতের আগে জীবন নৌকা
কখনো তো থামেনা
সায়রের পানিতে ভাসমান দেহ
কেহ আর দেখেনা

নৌকার ভিতর প্রবল পিদিম
দেহটা থাকে পড়ে
অবশেষে তাই নিথর দেহ
কান্নার মতো ঝরে

জীবন নৌকা তবুও থামেনা
ছুটছে লক্ষ্য পানে
দেহটা তার চায় দিবানিশি
ভাসতে সুখের বানে

চেষ্টা করে বিজয়ের গান
গাইলো জীবন নৌকো
অশানির মতো দাঁড়ায় লোম
সুখের খোঁজে সেইকো

বৈঠা মেরে জীবন নৌকা
চলে যে ক্রমান্বয়
হার না মানা জীবনযুদ্ধে
ভয়ের পরেই জয়..

Address

Tamai, Belkuchi
Sirajganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when বিচ্ছেদ কবি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share