
05/08/2023
সাপ্তাহিক প্রতিযোগিতা ২৬৮
কবিতার নামঃ- আমার গাঁ ও মানুষ
কবির নামঃ- মোঃবায়েজিদ মণ্ডল
তারিখ :- ০৫/০৮/২০২৩
ছন্দ মাত্রা:৪+২ আবার ৪+৩
ছোট্ট এক গাঁয়ে ভাই
আমার বসবাস
সেথা কোনো অহংকার নাই
আছে সুনিবাস
মোদের গাঁয়ের ছোট বড়
সবধরণের লোক
কারো একটু আনন্দে বেজায়
খুশি হোক
জন্মস্থান আমার সেরা আমার
প্রাণের গাঁ
অন্যায়কে মোচন করতে অন্যায়ে
চালায় পা!
অতি আদরের অতি চেনা
বিবিধ রুপ
মোর গাঁয়ে সদা জ্বলে
শান্তির ধূপ
হাসি কষ্ট নিয়ে আজ
গ্রামটা সাজে
সৌন্দর্য্যের দিকে সেরা বললে
মরে যায় লাজে
প্রকৃতির সেরা দৃশ্য দেখি
মোরা দিবারাত্র
পাখিদের কিচির মিচির শব্দে
ভরে মোদের গাত্র!
শিক্ষিত বা মূর্খ সবার
আছে বিশেষত্ব
প্রকৃত শিক্ষা আছে সবার
আছে মনুষ্যত্ব!
হৃদয় নিংড়ানো ভালোবাসা সবার
নেই কারো লোভ
দু'বেলা দুমুঠো পারলে খেতে
থাকেনা আর ক্ষোভ!
রাজার মতো চায়না প্রাসাদ
করতে জীবযাপন
বিপদে_আপদে পাশে থাকে
সবাই সবার আপন
হাজার কথার পরও যে
আমার গাঁ সেরা
ভালোবাসা তাই গ্রামের প্রতি
মমত্ব ভালোবাসায় ঘেরা