Md Abdur-Rohim

Md Abdur-Rohim welcome to my page

আপনার মোবাইল ইন্টারনেট ফেসবুক যদি আপনার ইনকাম বা ব্যবসার কাজে না লাগে.. শুধু শুধু এই ডিজিটাল টেকনোলজি ইউস বা নিজেকে ডিজি...
24/05/2024

আপনার মোবাইল ইন্টারনেট ফেসবুক যদি আপনার ইনকাম বা ব্যবসার কাজে না লাগে.. শুধু শুধু এই ডিজিটাল টেকনোলজি ইউস বা নিজেকে ডিজিটাল ভেবে কি লাভ?..

প্রযুক্তি মোবাইল ইন্টারনেট ফেসবুক ব্যবহার করে যদি প্রেম …ভালোবাসা করা যায় ..কমিউনিকেশন করা যায় …রাজনীতি করা যায় …গেম খেলা যায় …নাটক ফিল্ম দেখা যায় …খবর নিউজ টকশো দেখা যায়…! ইনকাম এবং ক্যারিয়ার এর জন্য কেন ভাবা যাবে না …?
কেন প্রযুক্তিকে কাজে লাগিয়ে নিজের ব্রান্ড ভ্যালু বাড়িয়ে পপুলারিটি অর্জন করা যাবে না ?

ডিজিটাল প্লাটফর্ম যদি আপনার ক্যারিয়ার বা ইনকামের কাজে না লাগে ….বুঝতে হবে প্রযুক্তি ডিজিটাল প্লাটফর্ম আপনি ব্যবহার করছেন না ….!
প্রযুক্তি ডিজিটাল প্লাটফর্ম আপনাকে ব্যবহার করে নিচ্ছে🫢
এখন আপনি সিদ্ধান্ত নেন আপনি ডিজিটাল প্লাটফর্ম এবং প্রযুক্তির কাছে ব্যবহার হবেন …? না কি ডিজিটাল প্লাটফর্ম এবং প্রযুক্তির ব্যবহার সঠিকভাবে করবেন !

ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অবসর সময়কে কাজে লাগিয়ে যদি আন্তর্জাতিক উদ্যোক্তা হতে চান বিনা পুঁজিতে সরাসরি ইনবক্স করুন

তুমি যদি এখন থেকেই তোমার স্বপ্নগুলো সত্যি করার পেছনে ছুটে না চলো, একদিন তোমাকে কাজ করতে হবে অন্যদের অধীনে- তাদের স্বপ্নগ...
23/05/2024

তুমি যদি এখন থেকেই তোমার স্বপ্নগুলো সত্যি করার পেছনে ছুটে না চলো, একদিন তোমাকে কাজ করতে হবে অন্যদের অধীনে- তাদের স্বপ্নগুলো সত্যি করার জন্য। ♥⊱╮

বর্তমানে মাষ্টার্স ডিগ্রী পাস দেয়া সার্টিফিকেট ধারী বেকারের সংখ্যাই মনে হয় বাংলাদেশে সবচেয়ে বেশি। তার একমাত্র কারন তা...
21/05/2024

বর্তমানে মাষ্টার্স ডিগ্রী পাস দেয়া সার্টিফিকেট ধারী বেকারের সংখ্যাই মনে হয় বাংলাদেশে সবচেয়ে বেশি। তার একমাত্র কারন তারা – এখনো বুঝতেই পারছে না বর্তমান ডিজিটাল বাংলাদেশের এই যুগে ঠিকে থাকতে হলে, সার্টিফিকেট এর চেয়েও দক্ষতার গুরুত্ব বেশি। তাই দক্ষতা উন্নয়নে ফাঁকিবাজি করা যাবে না, অন্যথায় বেকার বসে থাকতে হবে।

আপাতত ৫ টি সেক্টরের কথা বলছি, যেগুলোর চাহিদা বর্তমানে সব চেয়ে বেশি। আপনি নিজেকে নিম্মোক্ত ৫টির মধ্যে যে কোন একজন হিসেবে রুপ দিতে পারেন।-

১। গ্রাফিক্স ডিজাইনার
২। মাইক্রোসফট এক্সেল এক্সপার্ট
৩। ভিডিও এডিটর
৪। ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট
৫। ওয়েব ডিজাইনার

যোগ্যতার ৪টি উপাদান। ১। জ্ঞান  ২। দক্ষতা  ৩।মূল্যবোধ  ও ৪। দৃষ্টিভঙ্গি। ১) জ্ঞান  :  গাড়ি চালানোর নিয়ম কানুন জানা হলো জ্...
19/05/2024

যোগ্যতার ৪টি উপাদান।
১। জ্ঞান ২। দক্ষতা ৩।মূল্যবোধ ও ৪। দৃষ্টিভঙ্গি।

১) জ্ঞান : গাড়ি চালানোর নিয়ম কানুন জানা হলো জ্ঞান।
২) দক্ষতা : গাড়ি ভালোভাবে চালাতে পারা হলো দক্ষতা।
৩) দৃষ্টিভঙ্গি : সিগন্যালে গাড়ি নেই, সার্জেন্টে নেই , আপনি নিয়ম মানবেন কিনা, সেটা আপনার দৃষ্টিভঙ্গি।
৪) মূল্যবোধ : সব সময় নিয়ম মেনে গাড়ি চালানোর প্রতি ইতিবাচক মনোভাব তৈরি হওয়া হলো মূল্যবোধ।

,এখন চাকরি যেনো সোনার হরিণ! ভালো বেতনের চাকরি পাওয়ার জন্য প্রয়োজন বিভিন্ন ধরনের ডিগ্রি ও দক্ষতা। এর মধ্যে প্রযুক্তিগত দক...
18/05/2024

,এখন চাকরি যেনো সোনার হরিণ! ভালো বেতনের চাকরি পাওয়ার জন্য প্রয়োজন বিভিন্ন ধরনের ডিগ্রি ও দক্ষতা। এর মধ্যে প্রযুক্তিগত দক্ষতার সবার আগে প্রয়োজন। দেশে অথবা দেশের বাইরে প্রযুক্তিগত জ্ঞান থাকা মানুষের কদর দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। বেশিরভাগ প্রতিষ্ঠান কর্মী সংখ্যা কমিয়ে প্রযুক্তির সাহায্যে প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ড পরিচালনা করতে ইচ্ছুক।

আধুনিকতার এই যুগে মানুষ যেসব পেশায় সবচেয়ে বেশি নিযুক্ত হচ্ছে তারমধ্যে প্রযুক্তি অন্যতম। এই পেশাতে যেমন মানুষের আগ্রহ তৈরি হয়েছে ঠিক তেমন ভাবেই তৈরি হচ্ছে নতুন নতুন কর্মক্ষেত্র। আপনিও যদি আইটি সেক্টরে আপনার ক্যারিয়ার গড়তে চান কিংবা পড়াশোনা শেষে সফলতার সাথে ক্যারিয়ার গড়ার কথা ভাবেন তবে আইটি সেক্টর এ দক্ষ হন।

ফ্রিল্যান্সিং সহজ কথায়, ফ্রিল্যান্সিং হলো ইন্টারনেটের সাহায্যে ঘরে বসে অন্য কারো কাজ করে দেয়া এবং আয় করা। ফ্রিল্যান্সিং...
05/05/2024

ফ্রিল্যান্সিং

সহজ কথায়, ফ্রিল্যান্সিং হলো ইন্টারনেটের সাহায্যে ঘরে বসে অন্য কারো কাজ করে দেয়া এবং আয় করা।

ফ্রিল্যান্সিং বলতে বুঝায় :
- মুক্তপেশা এবং আপনি যে বিষয়ে স্কিলড সে বিষয় নিয়ে কাজ করতে পারবেন।
- অফিস মেইনটেইন করতে হয় না কিন্তু ঘরে বসে কাজ করতে হয়।
- পরিপূর্ণ স্বাধীনতা কিন্তু বায়ারকে ডেটলাইন অনুসারে কাজ জমা দিতে হবে।
- যতখানি কাজ করবেন ঠিক ততখানি পারিশ্রমিক পাবেন কিন্তু কাজের মান হতে হবে আন্তর্জাতিকমানের।

ফ্রিল্যান্সিংয়ে যে ধরনের কাজের বেশি চাহিদা-
০১) ডিজিটাল মার্কেটিং
০২)গ্রাফিক্স ডিজাইন
০৩) সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও)
০৪)ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট
০৫) ভিডিও এডিটিং
০৬) কন্টেন্ট রাইটিং
০৭) ব্লগিং
০৮) অ্যাফিলিয়েট মার্কেটিং ইত্যাদি।

সফল হতে হলে মেধা এবং পরিশ্রম উভয় টাই লাগবে ।
05/05/2024

সফল হতে হলে মেধা এবং পরিশ্রম উভয় টাই লাগবে

প্রানের শহরছারতে মনে চাই না 🥰🥰
19/04/2024

প্রানের শহর
ছারতে মনে চাই না 🥰🥰

আলহামদুলিল্লাহ, সবাই একসাথে ।
01/02/2024

আলহামদুলিল্লাহ,
সবাই একসাথে ।

17/10/2023

Address

Pa Plaja
Sirajganj
6700

Alerts

Be the first to know and let us send you an email when Md Abdur-Rohim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Abdur-Rohim:

Share