
01/12/2022
দুনিয়াবি দুশ্চিন্তা থেকে বাঁচতে যে একটি কাজ করতে পারেন
— ড. ইয়াসির কাদি
রাসূলুল্লাহ (স) বলেন- مَنْ جَعَلَ الْهُمُومَ هَمًّا وَاحِدًا هَمَّ آخِرَتِهِ كَفَاهُ اللَّهُ هَمَّ دُنْيَاهُ وَمَنْ تَشَعَّبَتْ بِهِ الْهُمُومُ فِي أَحْوَالِ الدُّنْيَا لَمْ يُبَالِ اللَّهُ فِي أَىِّ أَوْدِيَتِهَا هَلَكَ - "যে ব্যক্তি তার সমস্ত চিন্তাকে একটি চিন্তায় কেন্দ্রীভূত করেছে, অর্থাৎ আখিরাতের চিন্তায়, আল্লাহ তার দুনিয়ার চিন্তার জন্য যথেষ্ট। অপর দিকে যে ব্যক্তি যাবতীয় পার্থিব চিন্তায় নিমগ্ন থাকবে, সে যেকোনো উন্মুক্ত মাঠে ধ্বংস হোক, তাতে আল্লাহ্র কিছু যায় আসে না।" (সুনান ইবনে মাজাহ ২৫৭)
কি চমৎকার এক হাদিস! যদি আপনি পরকালের চিন্তায় নিমগ্ন থাকেন...আল্লাহর কাছে আমি কী বলবো? শেষ বিচারের দিন আমি আল্লাহর কাছে কী উত্তর দিবো? কিভাবে আমি জান্নাত অর্জন করবো?
যদি এই চিন্তাগুলো আপনাকে উদ্বিগ্ন করে রাখে, আপনি যদি এভাবে আখেরাতের চিন্তায় আচ্ছন্ন থাকেন, আমাদের রাসূল (স) বলেছেন, كَفَاهُ اللَّهُ هَمَّ دُنْيَاهُ - দুনিয়াতে আপনার যত ধরণের উদ্বেগ, চিন্তা, উৎকণ্ঠা আছে আল্লাহ তার জন্য দায়িত্ব নিয়ে নিবেন। এরপর তিনি বলেন- আর যে ব্যক্তির সকল চিন্তা শুধু দুনিয়াবি বিষয় নিয়ে...অন্য কথায়, সে টাকা নিয়ে চিন্তিত, পরিবার নিয়ে চিন্তিত, ব্যবসা নিয়ে চিন্তিত, ভিসা নিয়ে চিন্তিত, মানুষের কথা নিয়ে চিন্তিত মোটকথা তার সকল মানসিক চাপ এই দুনিয়ার বিষয় নিয়ে। পরকাল নিয়ে তার কোনো ভাবনা নেই, চাপ নেই।
রাসূল (স) বলেন- এই লোক যে আখিরাত নিয়ে কোনো পরোয়া করে না, কিভাবে সে মরল আল্লাহ তার কোনো পরোয়া করেন না। কোন উপত্যকায় তার মৃত্যু হলো তাতে আল্লাহর কিছু যায় আসে না। অন্য কথায়, আল্লাহ এই লোকটাকে পরিত্যাগ করেছেন। কারণ, সে আল্লাহকে পরিত্যাগ করেছে।
এটি খুবই গভীর মনস্তাত্ত্বিক একটি হাদিস। যদি ভালোভাবে চিন্তা করেন তাহলে বুঝবেন এমনই তো হওয়ার কথা। এটা হলো অগ্রাধিকার ঠিক করা নিয়ে। যখন আন্তরিকভাবে এ বিষয়টা উপলব্ধি করবেন যে, যা আসলেই ম্যাটার করে তা হলো আখিরাত এবং আল্লাহর সন্তুষ্টি। তখন, এই দুনিয়া এবং এই দুনিয়ার সকল সমস্যা মেনেজ করা সহজ হয়ে যায়।
যখন বুঝবেন, এই দুনিয়া আর কত দিনের। দুঃখ-দুর্দশাও আর কতদিনের। শেষ ফলাফল কী হবে? তখন এটাও বুঝবেন আখেরাতের অনন্ত জীবনের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নেই।