Porokaler Prostuti

Porokaler Prostuti ●⬤🕋⬤●
❚﷽❚
❚الحمد لله على كل حال❚
❝সব অবস্থায় আলহামদুলিল্লাহ❞
●⬤🤍⬤●

আপনারা জানেন, সম্প্রতি ই*স্ক*ন বিষয়টি আমাদের সমাজে বেশ আলোচনার সৃষ্টি করেছে। সবাই চিন্তিত কীভাবে ই*স্ক*নের ফাঁদ থেকে মুস...
26/10/2025

আপনারা জানেন, সম্প্রতি ই*স্ক*ন বিষয়টি আমাদের সমাজে বেশ আলোচনার সৃষ্টি করেছে। সবাই চিন্তিত কীভাবে ই*স্ক*নের ফাঁদ থেকে মুসলিম মেয়েদের রক্ষা করা যায়!! ইসকনের অন্যতম লক্ষ্য হচ্ছে মুসলিম মেয়েদের টার্গেট করা ও তাদের ধ*র্ষ*ণ করা।

তাই আমি আমার সকল বোনদের প্রতি আহ্বান জানাচ্ছি; নিজের ইজ্জত রক্ষায় সতর্ক থাকুন। আপনি যদি স্ট্রং হন, তাহলে কেউ আপনার ইজ্জত নিয়ে খেলতে পারবে না, কিংবা কোনো দল তাদের স্বার্থে আপনার ইজ্জতকে ব্যবহার করতে পারবে না।
আপনি যদি স্ট্রং থাকেন, তাহলে আপনার আশেপাশের বোনদের প্রতিও খেয়াল রাখুন, তাদের সচেতন করুন; যেন কেউ প্রতারণা বা কৌশলে তাদের বিপদে ফেলতে না পারে।

আমার প্রতিটি মা, বাবা ও ভাইয়ের কাছে অনুরোধ,

★আপনার মেয়ে/বোন/স্ত্রী/ ঘরের মহিলা প্রতি সচেতন থাকুন।

★তারা কোথায়, কার সাথে, কখন যাচ্ছে,এগুলো নিয়মিত জেনে রাখুন; প্রয়োজনে ফোন চেক করুন।

★ বাইরে বেরোলে আগে জানে নিন তারা কোথায় যাবে এবং নির্দিষ্ট সময়ে ফোন দিন।

★তাদের বন্ধু-বান্ধব ও পরিচিতদের নাম ও নম্বর সংগ্রহ করে রাখুন, কে তারা, কী করে, কোথায় থাকে এসব মৌলিক তথ্য রাখুন।

আমি জানি, ইসকনের বিষয়টি এখন “ট্রেন্ড”-এ এসেছে বলে সবাই এই নিয়ে কথা বলছে। কিন্তু মনে রাখবেন, ট্রেন্ড শেষ হয়ে গেলে মানুষের এই নিয়ে কথা বলা বন্ধ হয়ে যাবে তবে ইসকনের লক্ষ্য বন্ধ হবে না! তাই আমাদের সচেতন থাকতে হবে প্রতিনিয়ত।

ইসকন নিয়ে নিয়মিত কাজ করছে *Save Our Sisters* টিম। তারা সবসময় এই বিষয়ে কথা বলেছে এবং বলবে ইন-শা-আল্লাহ।
আপনারা চাইলে তাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন, কোনো সমস্যা বা তথ্য পেলে তাদের জানাতে পারেন।

ইন-শা-আল্লাহ, আমরা সবাই মিলে আমাদের বোনদের ইজ্জত ও নিরাপত্তা রক্ষায় সচেতন থাকব এবং একে অপরের পাশে দাঁড়াব।

✍️ পরকালের প্রস্তুতি

26/10/2025

`আল্লাহর সন্তুষ্টি ছাড়া সব কিছুই বৃথা`

সাহল আত-তুসতারী (রহিমাহুল্লাহ) বলেন,

الدنيا كلها جهل إلا العلم فيها، والعلم كله وبال إلا العمل به، والعمل كله هباء منثور إلا الإخلاص فيه.

পুরো দুনিয়াই হলো অজ্ঞতা, তবে দুনিয়াতে যে জ্ঞান আছে তা ছাড়া।

আর সমস্ত জ্ঞানই অনর্থক (ক্ষতির কারণ), যদি সে অনুযায়ী আমল করা না হয়।

আর সমস্ত আমলই উড়ে যাওয়া ধূলার মতো, যদি তাতে ইখলাছ (আল্লাহর সন্তুষ্টি) না থাকে।

উৎস: [আল-হিল্‌ইয়াহ লি আবি নু‘ইম আল-আসফাহানী, (খন্ড: ১০; পৃষ্ঠা: ১৯৪)]

> Post Collected

Address

Bhuiya Gati
Sirajganj
RAIGANJ

Telephone

+8801643117750

Website

Alerts

Be the first to know and let us send you an email when Porokaler Prostuti posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Porokaler Prostuti:

Share