02/03/2025
রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ
যার অন্তরে সরিষার দানা পরিমাণও (সামান্যতম) অহংকার আছে, সে জা*ন্নাতে প্রবেশ করতে পারবে না। আর যার অন্তরে সরিষার দানা পরিমাণও ঈমান আছে, সে জা*হান্নামে প্রবেশ করবে না।
মুসলিম ১৩১, তিরমিযী ১৯৯৮, আবূ দাউদ ৪০৯১
সুনানে ইবনে মাজাহ ৪১৭৩
হে আল্লাহ আপনার কাছে জা*ন্নাত চাই এবং জা*হান্নাম থেকে আশ্রয় চাই,আমিন🤲