08/08/2025
ছোনগাছায় আড়াই মাসে ফাটল রাস্তায়, প্রায় ১০ লাখ টাকার উন্নয়ন কাজ প্রশ্নবিদ্ধ
সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের ছোনগাছা ইউনিয়নের পারপাচিল এলাকায় সদ্য নির্মিত একটি সড়ক মাত্র আড়াই মাসের মাথায় ফাটল ধরে নষ্ট হতে শুরু করেছে। প্রায় ৯ লাখ ৫৯ হাজার ২০০ টাকা ব্যয়ে নির্মিত এ সড়কটি স্থানীয়দের জন্য গুরুত্বপূর্ণ হলেও নিম্নমানের কাজের কারণে দ্রুত অচল হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। পুরনো রাস্তাগুলোর রয়েছে আরও বড় বড় ফাটল।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তার বরাদ্দ থেকে পারপাচিল বদরুজ্জামানের বাড়ি থেকে মান্নানের বাড়ির অভিমুখ পর্যন্ত রাস্তার কাজ সম্পন্ন হয়। কিন্তু কাজ শেষ হওয়ার আড়াই মাসের মধ্যেই বিভিন্ন স্থানে ফাটল ও গর্ত তৈরি হয়েছে।
এলাকার বাসিন্দা আখতারুজ্জামান বলেন, “রাস্তা বানানোর সময় ঠিকাদার রড ব্যবহার করেনি, যার ফলে দ্রুত ফাটল দেখা দিয়েছে। আমরা গ্রামবাসী এ বিষয়ে ইউনিয়ন সচিব ও প্রশাসকের কাছে অভিযোগ করেছি। এত দ্রুত ফাটল ধরা মানে সরকারি টাকার অপচয়।” আরেকজন বাসিন্দা জানান, “আমি কাজের সময় উপস্থিত ছিলাম। প্রচুর দুর্নীতি ও অনিয়ম হয়েছে, এখানে রড ব্যবহার করা হয়নি।”
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে এক পর্যায়ে তিনি স্বীকার করেন, কাজের সময় অনিয়ম ও দুর্নীতি হয়েছে।
সচেতন মহল বলছে, দায়িত্বশীল সংস্থার অবহেলা ও নিম্নমানের নির্মাণের কারণে সরকারের বরাদ্দকৃত অর্থ নষ্ট হচ্ছে, যা রোধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।