সারাক্ষণ সিরাজগঞ্জ

সারাক্ষণ সিরাজগঞ্জ জীবন মানে সংগ্রাম store
(1)

08/08/2025

ছোনগাছায় আড়াই মাসে ফাটল রাস্তায়, প্রায় ১০ লাখ টাকার উন্নয়ন কাজ প্রশ্নবিদ্ধ

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের ছোনগাছা ইউনিয়নের পারপাচিল এলাকায় সদ্য নির্মিত একটি সড়ক মাত্র আড়াই মাসের মাথায় ফাটল ধরে নষ্ট হতে শুরু করেছে। প্রায় ৯ লাখ ৫৯ হাজার ২০০ টাকা ব্যয়ে নির্মিত এ সড়কটি স্থানীয়দের জন্য গুরুত্বপূর্ণ হলেও নিম্নমানের কাজের কারণে দ্রুত অচল হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। পুরনো রাস্তাগুলোর রয়েছে আরও বড় বড় ফাটল।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তার বরাদ্দ থেকে পারপাচিল বদরুজ্জামানের বাড়ি থেকে মান্নানের বাড়ির অভিমুখ পর্যন্ত রাস্তার কাজ সম্পন্ন হয়। কিন্তু কাজ শেষ হওয়ার আড়াই মাসের মধ্যেই বিভিন্ন স্থানে ফাটল ও গর্ত তৈরি হয়েছে।

এলাকার বাসিন্দা আখতারুজ্জামান বলেন, “রাস্তা বানানোর সময় ঠিকাদার রড ব্যবহার করেনি, যার ফলে দ্রুত ফাটল দেখা দিয়েছে। আমরা গ্রামবাসী এ বিষয়ে ইউনিয়ন সচিব ও প্রশাসকের কাছে অভিযোগ করেছি। এত দ্রুত ফাটল ধরা মানে সরকারি টাকার অপচয়।” আরেকজন বাসিন্দা জানান, “আমি কাজের সময় উপস্থিত ছিলাম। প্রচুর দুর্নীতি ও অনিয়ম হয়েছে, এখানে রড ব্যবহার করা হয়নি।”

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে এক পর্যায়ে তিনি স্বীকার করেন, কাজের সময় অনিয়ম ও দুর্নীতি হয়েছে।

সচেতন মহল বলছে, দায়িত্বশীল সংস্থার অবহেলা ও নিম্নমানের নির্মাণের কারণে সরকারের বরাদ্দকৃত অর্থ নষ্ট হচ্ছে, যা রোধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে সিরাজগঞ্জ শহর জামায়াতের গণমিছিল ও সমাবেশ।জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্...
05/08/2025

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে সিরাজগঞ্জ শহর জামায়াতের গণমিছিল ও সমাবেশ।

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জ শহর জামায়াতে ইসলামী এক গণমিছিল ও মিছিলপূর্ব সমাবেশের আয়োজন করেছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৩টা ৩০ মিনিটে শহরের দরগা রোড জামায়াতে ইসলামী কার্যালয় থেকে শুরু হয় এই কর্মসূচি।

মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা শাহিনুর আলম বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান ছিল এক যুগান্তকারী ঘটনা। এই অভ্যুত্থান বাংলাদেশের ছাত্রসমাজ, শ্রমিক, কৃষক, পেশাজীবী, রাজনৈতিক কর্মী এবং সাধারণ জনগণের সম্মিলিত প্রতিরোধের ফসল। আমরা দেখেছি, দেশের প্রতিটি শ্রেণি-পেশার মানুষ এই আন্দোলনে যুক্ত হয়েছে। শহীদ হয়েছেন ছাত্র, শ্রমিক ও মেহনতি সাধারণ মানুষ আজও অনেক আহত হাসপাতালের বেডে মৃত্যুর সাথে লড়াই করছেন।

তিনি আরও বলেন, আমরা লক্ষ্য করছি, পার্শ্ববর্তী একটি দেশের গোয়েন্দা সংস্থা 'র' এখনো বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্টে গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা আমাদের জাতীয় ঐক্য ভাঙার জন্য বিভিন্ন কৌশল গ্রহণ করছে, আর সেই ফাঁদে পড়ে কিছু রাজনৈতিক নেতা উদ্দেশ্যমূলকভাবে জুলাইয়ের আন্দোলনকে বিভক্ত করতে চায়।

সমাবেশে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ পৌর জামায়াতের আমির অধ্যাপক আব্দুল লতিফ এবং সঞ্চালনা করেন পৌর শাখার সেক্রেটারি মাওলানা মোস্তফা মাহমুদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি ও সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলাম। তিনি বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান শুধু একটি রাজনৈতিক আন্দোলন নয়, এটি ছিল গণমানুষের আত্মচেতনার প্রকাশ। জামায়াতে ইসলামী অতীতে যেমন জনগণের পক্ষে ছিল, ভবিষ্যতেও থাকবে।

এছাড়াও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. শহীদুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নাজিম উদ্দিন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট সাইদুল ইসলাম এবং ছাত্রশিবির শহর শাখার সভাপতি শামীম রেজা।

সমাবেশ শেষে একটি গণমিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে জামায়াতের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণেরও উপস্থিতি লক্ষ্য করা যায়।

২০২৪-এ জুলাই দ্বিতীয় স্বাধীনতা কিনা লুৎফর রহমান বাবরকে জিজ্ঞাসা করুন : সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির ২০২৪-এ জুলাই দ্বিতী...
05/08/2025

২০২৪-এ জুলাই দ্বিতীয় স্বাধীনতা কিনা লুৎফর রহমান বাবরকে জিজ্ঞাসা করুন : সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির

২০২৪-এ জুলাই দ্বিতীয় স্বাধীনতা। এই দ্বিতীয় স্বাধীনতাকে ঘিরে একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা বলেছেন, ২০২৪-এ জুলাই গণ অভ্যুত্থানে দেশে কোন দ্বিতীয় স্বাধীনতা হয়নি। আমি সম্মানের সহিত ঐ নেতাকে বলতে চাই, আপনি আপনার দলের শীর্ষ নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর রহমান বাবরকে জিজ্ঞাসা করুন, ২০২৪-এ জুলাই দ্বিতীয় স্বাধীনতা কিনা। কেননা দ্বিতীয় স্বাধীনতার কারনে আজ বাবরের ফাসি হয়নি। এখনো স্বৈরাচার হাসিনা ক্ষমতায় থাকলে আজ বাবরের ফাসি হয়ে যেত। জুলাই গণঅভ্যুত্থান বাবরের কাছে দ্বিতীয় স্বাধীনতা। যারা জেলে গিয়েছে, তাদের কাছে দ্বিতীয় স্বাধীনতা। আপনার কাছে এটি দ্বিতীয় স্বাধীনতা নাও হতে পারে। কেননা, আপনিতো আর জেলে যাননি। আপনি বিদেশে পালিয়ে ছিলেন। আপনি দ্বিতীয় স্বাধীনতার কথা কি বুঝবেন। আপনিতো জুলাই আন্দোলনে বিদেশে এসি রুমে বসে ছিলেন। দ্বিতীয় স্বাধীনতা না পেলে আপনার কিছু হত না। সিরাজগঞ্জ পৌরসভা জামায়াতে ইসলামীর উদ্যোগে মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মাওলানা শাহিনুর আলম একথাগুলো বলেন।
তিনি আরো বলেন, জামায়াত কোন মুনাফিকি দল না। মুনাফিকি করলে ১৯৯১তে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যেত পারত না। মুনাফিকদের নিয়ে কেন সিরাজগঞ্জ ২ আসনে আপনি ২০০১ সালে এমপি হয়েছেন। মুনাফিকদের নিয়ে আপনার স্ত্রী ২০০৮ সালে এমপি হয়েছে। আজ আপনাদের চাদাবাজি বিপক্ষে থাকায় জামায়াত মুনাফিক দল বলে প্রচার করছেন।
তিনি আরো বলেন, ২৪ এর গণঅভ্যুত্থান এদেশের আপামর ছাত্র-ছাত্রী, রাজনৈতিক দলসমূহ, শ্রমিক, সাংস্কৃতিক সংগঠনসমূহসহ সকল শ্রেণী পেশার সমন্বয়ে সংগঠিত হয়েছে। বাংলাদেশের সকল রাজনৈতিক আন্দোলনে যেমন হয়েছে এখানেও তাই হয়েছে। এ আন্দোলনে শহীদ হয়েছে ছাত্র, শ্রমিক মেহনতি সাধারণ মানুষ। আহতরা এখনও হাসপাতালে মৃত্যুর সহিত পাঞ্জা লড়ছে।
পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থ 'র' আজও যড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের বিছানো ফাঁদে কোন কোন রাজনৈতিক নেতা পা দিয়ে জুলাইয়ের ঐক্যকে বিনষ্ট করে ফায়দা লুটতে চায়।

৫ আগষ্ট ২০২৫ইং তারিখে জুলাই গণঅভ্যুত্থান ১ম বার্ষিকী উপলক্ষ সিরাজগঞ্জ পৌরসভা জামায়াতের উদ্যোগে একটি মিছিল শহরের প্রদক্ষিন করে। প্রদক্ষিন শেষ সিরাজগঞ্জ জেলা জামায়াতের কার্যালয়ের সম্মুখে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিরাজগঞ্জ পৌরসভা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল লতিফ সাহেবের সভাপতিত্বে পৌরসভা শাখার সেক্রেটারি মাওলানা মোস্তফা মাহমুদের সঞ্চালানায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি ও সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলাম।

আরো বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি মোঃ শহীদুল ইসলাম, সদর উপজেলা আমির এ্যাডভোকেট নাজিম উদ্দীন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এ্যাডভোকেট সাইদুল ইসলাম, ছাত্রশিবির শহর শাখার সভাপতি শামীম রেজা প্রমুখ।

04/08/2025

নারায়ণগঞ্জে মর্মান্তিকভাবে নিহত বৃষ্টি আক্তার মিমের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ করেছে হিজড়া সম্প্রদায় ও গ্রামবাসী। সোমবার (৪ আগস্ট) সকাল ১১টার দিকে সিরাজগঞ্জ শহরের স্টেশন বাজার এলাকায় মানববন্ধনের আয়োজন করে তারা। মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিলসহ সদর থানা ঘেরাও করে ‘ফাঁসি চাই, ফাঁসি চাই’ স্লোগানে মুখর করে তোলে থানা এলাকা।

৬ দফা দাবিনামা বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচিস্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত ম...
08/07/2025

৬ দফা দাবিনামা বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন পূর্বক স্নাতক/সমমান সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, এবং পদন্নোতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানসহ ৬ দফা দাবিনামা দ্রুত বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জেও স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে।

মঙ্গলবার (৮ জুলাই) সকালে বাংলাদেশ স্বাস্থ্য সহকারী এসোসিয়েশন সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে সিভিল সার্জন কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনের সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি সেলিম রেজা
সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মোন্নাফ সাস্থ্য সহকারী জেলা শাখার সমন্বয়ক রাশিদুল আলম শিশির ও দাবি বাস্তবায়ন কমিটির সমন্বয়ক জাহাঙ্গীর আলমসহ প্রমুখ।

অবস্থান কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য সহকারী জেলার প্রধান সমন্বয়ক মিনা খাতুন, স্বাস্থ্য সহকারী চৌহালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন, কাজীপুর উপজেলার সাধারণ সম্পাদক মনোয়ার হোসেনসহ বিভিন্ন উপজেলার কর্মরত কয়েক শতাধিক স্বাস্থ্য সহকারীবৃন্দ।

উল্লেখ্য, অবস্থান কর্মসূচির ৬দফা দাবিগুলো হলোঃ
১. নির্বাহী আদেশ নিয়োগ বিধি সংশোধন শিক্ষাগত যোগ্যতা স্নাতক/সমমান করে ১৪ তম গ্রেড।

২. ইনসার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদাসহ বেতন স্কেল ১১ তম গ্রেডে উন্নতিকরণ।

৩. পদন্নোতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড নিশ্চিতকরণ।

৪. স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শকগণ পূর্বের নিয়োগ বিধি দ্বারা নিয়োগ প্রাপ্ত হলেও সকলেই প্রশিক্ষণ বিহীন স্নাতক পাশ স্কেলে অন্তর্ভুক্ত করতে হবে।

৫. বেতন স্কেল উন্নতিকরণের পূর্বে স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শকগণ যত সংখ্যক টাইম স্কেল(১/২/৩টি) উচ্চতর স্কেল (১/২টি) প্রাপ্ত/প্রাপ্য হয়েছেন তা উন্নীত পুনঃনির্ধারিত বেতন স্কেলের সাথে যোগ করতে হবে।

৬. পূর্বে ইনসার্ভিস ডিপ্লোমা (এস.আই.টি) কোর্স সম্পন্নকারী স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শকগণ ডিপ্লোমাধারী হিসেবে গণ্য হবে।

ওয়াসিম সেখ
সিরাজগঞ্জ
০১৭১০৭২১৬৭২

সিরাজগঞ্জে ট্রাকচাপায় বাবা-ছেলের মৃত্যু-দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবিসিরাজগঞ্জ সলঙ্গায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ট্রাক...
08/07/2025

সিরাজগঞ্জে ট্রাকচাপায় বাবা-ছেলের মৃত্যু-দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

সিরাজগঞ্জ সলঙ্গায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৭ টার দিকে সলঙ্গার চড়িয়া মধ্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সলঙ্গা ইউনিয়নের পুরনা বেড়া গ্রামের আব্দুল মান্নান খন্দকার (৭০) ও তার ছেলে জুয়েল খন্দকার (৩৫)। আহত হয়েছেন মান্নানের বড় ছেলে রাসেল খন্দকার (৪০)।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ জানান, আব্দুল মান্নান খন্দকার তার দুই ছেলেকে নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় করে সলঙ্গা থেকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে চড়িয়া মধ্যপাড়া এলাকায় পৌঁছালে হাটিকুমরুলগামী দ্রুতগামী একটি ট্রাক পেছন থেকে অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়। আহত রাসেলকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ওসি আরও জানান, এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিহতের আত্মীয় মো. সাইফুল খন্দকার বলেন, আমার চাচা মান্নান খন্দকার নিয়মিত অসুস্থ থাকতেন, সেই কারণে তার ছেলেরা তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছিল। কে জানতো, এই যাত্রাই তাদের শেষ যাত্রা হবে! আমরা এই ঘটনায় কঠোর বিচার চাই। এমন দ্রুতগতির ট্রাক চলাচল বন্ধ না হলে সাধারণ মানুষ এভাবেই মরবে।

আহত রাসেল খন্দকার সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কষ্ট করে বলেন, সব শেষ হয়ে গেল। বাবা-ভাইকে চোখের সামনে হারালাম। ট্রাকটা অনেক জোরে আসছিল। আমাদের কোনো দোষ ছিল না। আমি শুধু চাই, এমন ঘটনার বিচার হোক। যেন অন্য কেউ এভাবে না হারায় প্রিয়জন।

স্থানীয়রা জানান, হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে অধিকাংশ সময়ই যানবাহন বেপরোয়াভাবে চলাচল করে। মহাসড়কে ট্রাফিক পুলিশের উপস্থিতি খুবই কম। ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

চড়িয়া বাজারের ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, প্রায়ই দেখি এই এলাকায় গাড়ি দ্রুতগতিতে চলে। একাধিক দুর্ঘটনা ঘটেছে এর আগেও। কিন্তু কোনো পদক্ষেপ নেই। এই ঘটনার পর প্রশাসনের নজরদারি বাড়ানো উচিত।

সিরাজগঞ্জে র‍্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতারসিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানাধীন ভদ্রাঘাট বাজার এলাকা থ...
08/07/2025

সিরাজগঞ্জে র‍্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানাধীন ভদ্রাঘাট বাজার এলাকা থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ আবুল কামাল (৩৫) কে গ্রেফতার করেছে র‍্যাব-১২। মঙ্গলবার (৮ জুলাই) রাত ১২টা ১৫ মিনিটে র‍্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

র‍্যাব জানায়, ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি সিরাজগঞ্জ সদর থানা এলাকা থেকে ২৭ গ্রাম হেরোইনসহ আটক হয় আবুল কামাল। মামলার বিচার শেষে সিরাজগঞ্জ অতিরিক্ত দায়রা জজ আদালত-১ তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করে। রায় ঘোষণার পর থেকেই সে আত্মগোপনে চলে যায় এবং দেশের বিভিন্ন এলাকায় পরিচয় গোপন করে বসবাস করছিল।

র‍্যাব-১২, সিরাজগঞ্জ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ বলেন, “অধিনায়ক মহোদয়ের দিকনির্দেশনায় দীর্ঘ গোয়েন্দা নজরদারির পর অভিযান চালিয়ে পলাতক আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। গ্রেফতারকৃতকে কামারখন্দ থানায় হস্তান্তর করা হয়েছে।

ওয়াসিম সেখ
সিরাজগঞ্জ
০১৭১০৭২১৬৭২

সিরাজগঞ্জ জেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উদ্যোগে জুলাই পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিতসিরাজগঞ্জ জেলায় জাতীয় নাগরিক পার্ট...
07/07/2025

সিরাজগঞ্জ জেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উদ্যোগে জুলাই পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ জেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উদ্যোগে জুলাই পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৭ জুলাই) বিকাল ৬টায় বাজার স্টেশন সংলগ্ন শহিদ মিনারের সম্মুখে দেশব্যাপী পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উদ্যোগে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম এর সভাপতিত্বে জুলাই পথসভা অনুষ্ঠিত হয়।

উক্ত পথ সভা শেষে বাজার স্টেশন হতে এসএস রোড, মুড়ি পট্টি পর্যন্ত এক পদযাত্রা কর্মসূচি পালন করেন।

এসময়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ন সংগঠক (উত্তরবঙ্গ) সারজিস আলম, জ্যৈষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, সংগঠক দুতি অরণ্য চৌধুরী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাঃ তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব এ্যাড. হুমাইরা নুর, জ্যৈষ্ঠ যুগ্ন আহবায়ক সামান্তা শারমিন, যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার, যুগ্ম সদস্য সচিব (কোষাধ্যক্ষ) এস এম সাইফ মোস্তাফিজ, সিরাজগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক সজিব সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত পথ সভায় উপস্থিত নেতৃবৃন্দগণ বক্তব্যে বলেন, আমরা নতুন দেশ গঠনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে জুলাই পদযাত্রা করছি। বর্তমান প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কোন একটি দলের পক্ষ হয়ে কাজ করছেন। এরা জনগণের পক্ষে কাজ করছে না। এদের বিরুদ্ধে গিয়ে আমাদের লড়তে হবে। এছাড়া বর্তমান ডিসি ও এসপির দায়িত্বে যারা আছেন তারা কোন দলের পক্ষ হয়ে কাজ করবেন না বলে হুশিয়ারি করে দেন। পরিশেষে নেতৃবৃন্দগণ এনসিপির পক্ষে এস এম সাইফ মোস্তাফিজ এবং মাহিন সরকার কে সিরাজগঞ্জ জেলাবাসীর পক্ষে কাজ করার জন্য নাম ঘোষণা করেন।

হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এনসিপির প্রোগ্রামে যদি আসেন, এনসিপিতে যদি যোগদান করেন, তখন আপনাদেরকে বলা হয়, কয়দিন পর তো আমরাই সরকারে আসব। আমাদের এনসিপির কোন নেতাকর্মীকে যদি ভয় দেখানো হয়, আমরা স্পষ্ট করে বলছি, এনসিপি নেতাকর্মীরা আছে বলেই আমরা এখন নেতা। এনসিপির প্রান্তিক পর্যায় থেকে শুরু করে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত প্রত্যেকটি নেতাকর্মীর জন্য আমরা প্রত্যেকে জীবন দিতে প্রস্তুত। আপনারা সবাই নির্ভয়ে কাজ করুন। যদি কোনো ভয়-ভীতি দেখানো হয়, সেটি আমাদেরকে জানাবেন।

কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এইযে মাফিয়া বসুন্ধরা গ্রুপ বাংলাদেশের মিডিয়া রাজনীতি ও অর্থনীতি সবকিছু নিয়ন্ত্রণ করেছে। জনগণকে জিম্মি করেছে, মানুষের টাকা লুট করেছে, ব্যাংক গুলোকে লুট করেছে, এই সকল বসুন্ধরা গ্রুপের আমরা বিচার চাই। বসুন্ধারা, এস আলম এই দুর্নীতিবাজ লুটেরাদের অবশ্যই অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। এখনো এই গণঅভ্যুত্থানের পরেও এই সকল ব্যবসায়ীদের যারা রাজনৈতিক আশ্রয় দিচ্ছে তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে।

ওয়াসিম সেখ
সিরাজগঞ্জ
০১৭১০৭২১৬৭২

সিরাজগঞ্জের শহীদ এম.মনসুর আলী মেডিকাল কলেজ হাসপাতালে ভাংচুর চালালো স্থানীয়রাসিরাজগঞ্জের ৫'শয্যা বিশিষ্ট শহীদ এম.মনসুর আল...
07/07/2025

সিরাজগঞ্জের শহীদ এম.মনসুর আলী মেডিকাল কলেজ হাসপাতালে ভাংচুর চালালো স্থানীয়রা

সিরাজগঞ্জের ৫'শয্যা বিশিষ্ট শহীদ এম.মনসুর আলী মেডিকাল কলেজ হাসপাতালের নামকরন পরিবর্তন না করায় উদ্বোধনের নামফলক ও সাইনবোর্ড ভাংচুর করল স্থানীয়রা। সোমবার (৭ জুলাই) সকালে প্রতিষ্ঠান পাশ্ববর্তী শিয়ালকোল গ্রামের ৩/৪'শ লোকজন কলেজ ও হাসপাতাল প্রাঙ্গনে ঢুকে বিক্ষুব্দরা দুটি প্রতিষ্ঠানের সাবেক পতিত সরকারের মন্ত্রীর নামীয় নামফলক ও সাবেক প্রধানমন্ত্রী শহীদ ক্যাপ্টেন এম.মনসুর আলীর নামীয় সাইনবোর্ডে হামলা ও ভাংচুর চালায়। ভাঙচুর কারীরা হাসপাতালে সরকারি পরিচালক ডঃ আনোয়ার হোসেনের দ্রুত অপসারণ চেয়ে স্লোগানও দেন। ঠিক কে বা কারা হামলা ও ভাংচুর চালালো, হাসপাতাল ও কলেজ কর্তৃপক্ষের কেউই সে বিষয়ে বিকাল ৫ টা পর্যন্ত থানায় অভিযোগ দেননি বলেও জানা যায়।

এ বিষয়ে হাসপাতালের পরিচালক ডাঃ এটিএম নুরুজ্জামান বলেন, কারা ঠিক কি দাবিতে বা বিষয়ে সংক্ষুব্ধ হয়ে সকালে হাসপাতালে এসে বা কি কারনে হামলা ও ভাংচুর চালালো, বিষয়টি বোধগম্য নয়। থানায় অভিযোগের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ আনোয়ার হোসেন মুঠোফোনে সাড়া দেননি।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ কামরুল হাসান পারভেজ বলেন, সাবেক পতিত সরকারের একজন মন্ত্রী কর্তৃক উদ্বোধন ফলক ও তার বাবা প্রয়াত মুজিব সরকারের প্রধানমন্ত্রীর নামে কলেজটির নামকরণ নিয়ে দ্বন্দ্বের কারনে স্থানীয় লোকজন বিক্ষুব্ধ হয়ে দুটি প্রতিষ্ঠানে হামলা চালায় বলে জানা গেছে। নামকরণ পরিবর্তনের বিষয় সরকারিভাবে প্রক্রিয়াধীন রয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার ওসি মোঃ মোখলেসুর রহমান সোমবার বিকেলে জানান, মেডিকেল কলেজ ও হাসপাতাল ভাঙচুর ও হামলার ঘটনায় থানায় কেউই লিখিত অভিযোগ করেনি।

প্রসঙ্গত: প্রায় সাড়ে ৭০০ কোটি টাকার সরকারি ব্যয়ে সিরাজগঞ্জের শিয়ালকোলে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালটির নির্মাণ কাজ শুরু হয় ২০১৪ সালে। সাবেক পতিত সরকারের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম একাডেমিক ভবন উদ্বোধন করেন। মোহাম্মদ নাসিমের বাবা মুজিব সরকারের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলীর নামে প্রতিষ্ঠানটির নামকরণ করেন। এরপর ২০২২ সালে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক হাসপাতালের সেবা কার্যক্রমের উদ্বোধন করেন।

ওয়াসিম সেখ
সিরাজগঞ্জ
০১৭১০৭২১৬৭২

মৃত সেনা সদস্যের ১৭ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ দ্বিতীয় স্ত্রী জুঁই উপর সিরাজগ‌ঞ্জে এক মৃত সেনা সদস্য দ্বিতী...
07/07/2025

মৃত সেনা সদস্যের ১৭ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ দ্বিতীয় স্ত্রী জুঁই উপর

সিরাজগ‌ঞ্জে এক মৃত সেনা সদস্য দ্বিতীয় স্ত্রী কর্তৃক ১৭ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

এ বিষয়ে সেনা সদস্য'র পিতা মো. আব্দুস ছাত্তার বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলার সুবর্ণগাতি গ্রা‌মের মো. শওকত আলী মে‌য়ে ত‌নিমা আকতার জুঁই এর সা‌থে বাংলাদেশ সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল আব্দুল্লাহ আল মামুন শাহীন সা‌থে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বি‌য়ের কিছ‌ু দিন পর সেনা সদস্য শাহীন জাতীসংঘ মিশনে কর্মরত থাকাকালীন আফ্রিকায় সড়ক দূর্ঘটনায় মৃত্যু বরন করলে পরিবারের গুচ্ছিত ১৭ লক্ষ টাকা নিয়ে অন্যত্র পালিয়ে যায়। এতে করে বিপাকে পড়েন সেই সেনা সদস্যর পিতা-মাতা ও দুই সন্তান। বর্তমানে অর্থলোভী ত‌নিমা আকতার জুই সেনা সদস্যর সুবিধা ভোগ করলেও অন্যত্র বিয়ে করে সংসার করারও অভিযোগ রয়েছে।

অভিযোগকারী মো. আব্দুল ছাত্তার ব‌লেন, আমার ছে‌লের প্রথম স্ত্রীর পক্ষের প্রতিবন্ধী একটি ছেলে আছে। যাহার নাম বিলওয়ার মামুন শিক্ত (১৫)। আমার ছেলের প্রথম স্ত্রী অন্যত্র পরকিয়া ক‌রে পা‌লি‌য়ে যায়। প‌রে ছেলে ডিভোর্স দিয়ে জুইকে ২য় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। সেই হইতে আমার প্রতিবন্ধী নাতি আমার নিকট থাকে। আমার ছেলের মৃত্যুর পর ছেলের জমানো প্রায় ১৭ লক্ষ টাকা টাকা নিয়ে আমার প্রতিবন্ধী নাতিকে বঞ্চিত করে অন‌্যত্র বিবাহ করে সংসার করছে। এছাড়াও ছেলের বিভিন্ন অনুদানের টাকা সে একা আত্মসাৎ করছে আমি তাহার উপযুক্ত বিচার চাই।

এবিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ওসি মোঃ মোখলেছুর রহমান বলেন, যেহেতু ২০২৩ সালের অভিযোগ আমি কিছু বলতে পারছিনা, তবে বিষয়টি প্রক্রিয়াধীন আছে, আমরা তদন্ত করে দেখব।

এ বিষয়ে অভিযুক্ত ত‌নিমা আকতার জুঁই ব‌লেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পন্ন মিথ্যা ও ভিত্তিহীন।

ওয়াসিম সেখ
সিরাজগঞ্জ
০১৭১০৭২১৬৭২

সিরাজগঞ্জে প্রান্তিক পোল্ট্রি খামারিদের নিয়ে উঠান বৈঠকে উপদেষ্টা ফরিদা আখতারমৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ...
06/07/2025

সিরাজগঞ্জে প্রান্তিক পোল্ট্রি খামারিদের নিয়ে উঠান বৈঠকে উপদেষ্টা ফরিদা আখতার

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, সরকার পোল্ট্রি খাতে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি প্রান্তিক খামারিদের ক্ষমতায়ন ও প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। হাঁস-মুরগি পালনের আধুনিক প্রযুক্তি ও সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে উঠান বৈঠক কার্যকর ভূমিকা রাখবে।

রোববার (৬ জুলাই) সকালে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের বাশাইল গ্রামে প্রান্তিক খামারিদের নিয়ে অনুষ্ঠিত এই উঠান বৈঠক অনু‌ষ্ঠিত হয়।

উক্ত বৈঠকটি ইউটিসি উদ্যোগের অংশ হিসেবে আয়োজিত হয়। এতে গ্রামের নারী-পুরুষ খামারিরা হাঁস-মুরগি পালন সংক্রান্ত নানা সমস্যা ও অভিজ্ঞতা তুলে ধরেন। উপদেষ্টা মনোযোগ সহকারে সেসব শুনেন এবং পরামর্শ দেন।

উপদেষ্টা আরও বলেন, প্রান্তিক জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল করতে ক্ষুদ্র খামারিদের প্রযুক্তিগত সহায়তা ও ঋণ সুবিধা সহজলভ্য করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। নারী খামারিদের বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে।

উঠান বৈঠকে খামারিরা ভ্যাকসিন, খাওয়ানোর নিয়ম, বাজারজাতকরণ এবং হাঁস-মুরগির রোগব্যাধি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। শেষে উপদেষ্টা খামারিদের ধৈর্য ও পরিশ্রমের প্রশংসা করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

ওয়াসিম সেখ
সিরাজগঞ্জ
০১৭১০৭২১৬৭২

সিরাজগঞ্জে বাসা থেকে গাভীন গরু চুরিসিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলায় গভীর রাতে বাসগৃহ সংলগ্ন গোয়ালঘর থেকে একটি মূল্যবান ...
06/07/2025

সিরাজগঞ্জে বাসা থেকে গাভীন গরু চুরি

সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলায় গভীর রাতে বাসগৃহ সংলগ্ন গোয়ালঘর থেকে একটি মূল্যবান গাভীন গরু চুরির ঘটনা ঘটেছে।

রো‌বিবার (৬ জুলাই) দিবাগত রাত ১২টা ৩০ মিনিট থেকে ভোর ৬টার মধ্যে যেকোনো সময় এ চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী আব্দুর রাজ্জাক খান জানান, রাত ১২টার দিকে আমি গোয়ালঘরের তালা লাগিয়ে ঘুমাতে যাই। ভোরে উঠে দেখি তালা খোলা, গরু নাই। চারপাশ খুঁজে কোথাও পেলাম না। প্রায় ২ লাখ টাকা দামের গাভীন গরুটা ছিল, আমি খুবই হতাশ।

তিনি আরও বলেন, এখনও থানায় লিখিত অভিযোগ দেইনি, তবে খোঁজ নিচ্ছি এলাকায়। এটা পরিকল্পিত চুরি হতে পারে বলে আমার ধারণা।

এ বিষয়ে জানতে চাইলে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, এখনও লিখিত অভিযোগ পাইনি। তবে কেউ অভিযোগ করলে অবশ্যই তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, এলাকাটিতে সাম্প্রতিক সময়ে ছোটখাটো চুরির ঘটনা বেড়েছে। তারা নিয়মিত রাতের পাহারার দাবি জানিয়ে বলেন, পুলিশের টহল বাড়ানো দরকার।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। গরুটির সন্ধানে স্থানীয় লোকজন ও আত্মীয়-স্বজনরা বিভিন্ন গ্রাম ঘুরে খোঁজ করছে। তবে এখন পর্যন্ত কোনো সন্ধান মেলেনি।

এ বিষয়ে এখন পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দায়ের না হলেও, স্থানীয় জনসাধারণ দ্রুত আইনানুগ পদক্ষেপ ও তদন্ত দাবি করেছে।

ওয়াসিম সেখ
সিরাজগঞ্জ
০১৭১০৭২১৬৭২

Address

Sirajganj

Alerts

Be the first to know and let us send you an email when সারাক্ষণ সিরাজগঞ্জ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সারাক্ষণ সিরাজগঞ্জ:

Share