Freelancer Rifat

Freelancer Rifat I am a professional Digital marketer.

মানুষের পুরো জীবনটা হচ্ছে একটা সরল অংক, যতই দিন যাচ্ছে ততই আমরা তার সমাধানের দিকে যাচ্ছি ।— হুমায়ুন আহমেদ #কাষফুল
14/10/2023

মানুষের পুরো জীবনটা হচ্ছে একটা সরল অংক, যতই দিন যাচ্ছে ততই আমরা তার সমাধানের দিকে যাচ্ছি ।
— হুমায়ুন আহমেদ

#কাষফুল

👉👉সুখী ও সমৃদ্ধ জীবন চান? সবাইতো চায়... কিন্তু পায় না কেন? চলুন.... উত্তর খুজে বের করার চেষ্টা করি??? 👉 ব্যর্থতার দিনগুল...
11/10/2022

👉👉সুখী ও সমৃদ্ধ জীবন চান?
সবাইতো চায়... কিন্তু পায় না কেন?
চলুন.... উত্তর খুজে বের করার চেষ্টা করি???

👉 ব্যর্থতার দিনগুলো , ক্ষণগুলো সফলতার পথে অসাধারণ শক্তি সঞ্চয় করে চলে.... ব্যর্থতাকে যারা হাসিমুখে বরন করে তারা সফল হবেই... সুনিশ্চিত 🥰
মনে রাখবেন.... ব্যর্থতাকে অতিক্রম করার নামই সাফল্য 🤗

👉 সাফল্যের জন্য মৃত্যু অবধি শ্রেষ্ঠতম নিরন্তর প্রচেষ্টা অব্যাহত রাখার অপর নাম জীবনযুদ্ধ ✌️

👉 সুন্দর পৃথিবীতে সুন্দর জীবন বিনির্মানে আমাদের শিরা-উপশিরায়, ধমনীতে প্রতিটি মুহুর্তে জীবনীশক্তি প্রবাহিত হচ্ছে...প্রয়োজন শুধু পজিটিভ মানসিক নিয়ে তাকে সঠিক লক্ষ্যে পরিচালনা করা 😊

#ফ্রিল্যান্সিং #ফ্রিল্যান্সিং_করে_নিজের_ক্যারিয়ার_গঠন_করা_যাবে_কিনা

👉👉👉জীবনে উপভোগ করতে চান? তাহলে প্রতিমুহূর্তকে উপভোগ করার মানসিকতা ওসুযোগ সৃষ্টি করুন 🥰👉জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান। ...
25/09/2022

👉👉👉জীবনে উপভোগ করতে চান?
তাহলে প্রতিমুহূর্তকে উপভোগ করার মানসিকতা ওসুযোগ সৃষ্টি করুন 🥰

👉জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান। তাই প্রতিটি মুহূর্ত আমাদের কাজে লাগানো উচিত🙏

👉 সময় এমন একটি সম্পদ, যা সঞ্চয় করা যায় না, একবার হারিয়ে ফেললে তা কখনো ফিরে আসবে না 🤗

👉মানুষ স্বভাবতই স্মৃতিপ্রবন... অতীতে বাস করতে, অতীতের অভিজ্ঞতায় থাকতে পছন্দ করে.... কিন্তু অতীত শুধুমাত্র অতীত যা নিয়ে হাজার চিন্তা করলেও তা কখনো ফিরে আসবে না😰

👉ভবিষ্যতে আমাদের জন্য কি অপেক্ষা করছে তা আমরা কেউই জানি না। তাই ভবিষ্যত নিয়ে অযথা দুশ্চিন্তা এখনই বন্ধ করুন 😊

👉আমাদের হাতে যদি কিছু থেকে থাকে তা হলো আমাদের বর্তমান। চলুন... বর্তমান কে কাজে লাগাই, তাকে উপভোগ করি.... সমৃদ্ধ ভবিষ্যৎ বিনির্মাণ হয়ে যাবে অজান্তেই 🥰


Time is precious.
Time Management is life management😍

- জীবনে উন্নতি করার গোপন সূত্র হলো,কাজ শুরু করাফ্রিল্যান্সিং সেক্টরে মেয়েদের জন্য রয়েছে সবচাইতে বড় সুবিধাজনক অবস্থা |...
23/09/2022

- জীবনে উন্নতি করার গোপন সূত্র হলো,
কাজ শুরু করা

ফ্রিল্যান্সিং সেক্টরে মেয়েদের জন্য রয়েছে সবচাইতে বড় সুবিধাজনক অবস্থা |

ফ্রিল্যান্সিং করার ফলে তাদেরকে বাসা থেকে বের হয়ে কোথাও গিয়ে চাকরি করতে হচ্ছে না, বা কারো দ্বারপ্রান্ত হতে হয় না |

এখন বাসায় বসেই লাখো লাখো ফ্রিল্যান্সার ভাইবোনেরা নিজের ক্যারিয়ার গড়তে অনলাইনের মাধ্যমেই ইনকাম করছেন প্রতিনিয়ত |
#ফ্রিল্যান্সিং_কিভাবে_শুরু_করবেন #ফ্রিল্যান্সিং_করে_নিজের_ক্যারিয়ার_গঠন_করা_যাবে_কিনা

22/09/2022

What a whether 🥰

👉যারা ফ্রিল্যান্সিং শেখার আগেকিছু কথা বলে,কবে থেকে ইনকাম করতে পারব? salary  কতো? ইত্যাদি। এবং বিভিন্ন সমস্যা দেখান...তাদ...
20/09/2022

👉যারা ফ্রিল্যান্সিং শেখার আগে
কিছু কথা বলে,
কবে থেকে ইনকাম করতে পারব? salary কতো? ইত্যাদি। এবং বিভিন্ন সমস্যা দেখান...
তাদের দ্বারা কোনদিনও সম্ভব না ফ্রিল্যান্সিং করা

🌐আগে নিজেকে skills করে তুলুন, কাজ শিখুন,
কাজের অভাব থাকবে না।
👉আপনারা যারা কোর্স করার আগেই এই ধরনের কথা বলে তারাই ঝরে পড়ে ।
অনেকে এই বিষয়টাই আসলে বুঝে না, শুধু শুনে আগ্রহ দেখায়, কিন্তু বাস্তবে তারা এই বিষয়টা নিয়ে নেই।

*লেখা পড়া সবাই করেছে,বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার জন্য কোচিং করেছে। কিন্তু কেউ কি বলতে পারেন এসব কিছু টাকা ছাড়া আপনাকে শিখিয়েছে ??

* সব কিছুই " Give and take " এর উপর, তাই কোনো কিছু পেতে হলে আগে দিতে হয়।

* যারা ভাবেন YouTube থেকে সব কিছু শিখতে পারেন তাহলে তাদের কাছে প্রশ্ন available.. কেন প্রতিষ্ঠানগুলো আছে যাদেরকে সরকার অনুমোদন দিচ্ছে freelancing করার জন্য??


👉যাদের মানসিকতা কাজ শিখার মত আছে তারা একদিন Success হবেই।
ইনশাআল্লাহ. 🥰🥰



❤️❤️হ্যাপি ফ্রিল্যান্সিং❤️❤️

১৫ বছরে এই ছেলে যদি ফ্রিল্যান্সিং স্কিল ডেভেলপমেন্ট করে ১২ ঘন্টায় ২ লক্ষ টাকা ইনকাম করতে পারে আমরা কেন পারবো না?     #ফ্...
20/09/2022

১৫ বছরে এই ছেলে যদি ফ্রিল্যান্সিং স্কিল ডেভেলপমেন্ট করে ১২ ঘন্টায় ২ লক্ষ টাকা ইনকাম করতে পারে আমরা কেন পারবো না?


#ফ্রিল্যান্সিং_কিভাবে_শুরু_করবেন #ফ্রিল্যান্সিং_কী

01/07/2022

তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকেই শুরু করো, তোমার যা আছে সেটাই ব্যবহার করো আর যেটুকু পারো, সেটাই করো।
— অর্থার অ্যাশে।

জনসচেতনতা মূলক পোস্ট!!বন্যা ও বর্ষাতে চারিদিকে পানির কারণে সাপ ঘরে আশ্রয় নিতে পারে...বন্যা কবলিত এলাকায় বিষাক্ত সাপের উ...
28/06/2022

জনসচেতনতা মূলক পোস্ট!!
বন্যা ও বর্ষাতে চারিদিকে পানির কারণে সাপ ঘরে আশ্রয় নিতে পারে...

বন্যা কবলিত এলাকায় বিষাক্ত সাপের উপদ্রব থেকে রক্ষা পেতে শয়ন কক্ষে অথবা ঘরের নির্দিষ্ট স্থানে লাল রঙের লাইফবয় সাবান টুকরা টুকরা করে ছিটিয়ে রাখুন চারপাশে। কারন, লাইফবয় সাবানে কার্বক্সালিক এসিড/কার্বনিল এসিড থাকায় সাপ কাছে আসতে পারেনা।

অথবা কার্বলিক এসিডের ছিপি খুলে ঘরের কোনে রাখতে হবে। কার্বলিক সাবান অথবা কার্বলিক এসিড পাওয়া না গেলে সজিনার ডাল অথবা রসুন কেটে টুকরো টুকরো করে ঘরের চারদিকে ছড়িয়ে দিতে হবে। এতে ঘরে সাপ ঢুকবে না। অথবা শুকনো লাল মরিচ পুড়ে দিন, ঘরে সাপ থাকলে বেরিয়ে যাবে।

© প্রচারে: জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

28/06/2022

মানুষের পুরো জীবনটা হচ্ছে একটা সরল অংক ।যতই দিন যাচ্ছে,ততই আমরা তার সমাধানের দিকে যাচ্ছি ।
– হুমায়ূন আহমেদ ।

Address

Sirajganj

Telephone

+8801303771913

Website

Alerts

Be the first to know and let us send you an email when Freelancer Rifat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Freelancer Rifat:

Share