Firu Vaiyaa

Firu  Vaiyaa 𝟮𝟬𝗞 followers・𝟮.𝟳𝗞 following


চলো মেঘ ছুঁই,
হাটি রাস্তায় পাশাপাশি কিছু পথ ♥

24/04/2025
18/08/2024

মেয়েরা পৃথিবীর সবচেয়ে সুখি মানুষ কারন তাদের বউ নেই 😑

প্রিয় জায়গা ক্রসবার- ৩, সিরাজগঞ্জ ❤️
30/06/2024

প্রিয় জায়গা ক্রসবার- ৩, সিরাজগঞ্জ ❤️

10/05/2024

আমার এক কাজিন ৪০+ স্যালারি পেতো। বিয়ে হবার পর স্বামীকে আর পাত্তা দিতো না। একটা মেয়ে বাচ্চা হবার পর সে নিজেই স্বামী কে ডিভোর্স দেয়। কারণ পুরো ফ্যামিলি তার পক্ষে।

এভাবে ২/৩ বছর যাবার পর সে বুঝতে পারে পারিবারে তার দাম ৪০ হাজার টাকা স্যালারির কারণে। একটা সময় চরম একাকিত্ব বোধ করে অসহ্য হলে বিয়ের কথা বলে।

০৭ বছরেও একটা পাত্র জুগাতে পারেনি। ঐ মেয়ে তখন হারে হারে টের পায় বাস্তবতা কত কঠিন।

এটাও টের পায় পুরুষ কে প্রতিপক্ষ ভেবে নিজের পায়ে কুড়াল মারলো।

যে পুরুষকে তুচ্ছতাচ্ছিল্য করে ডিভোর্স দিলো ঐ ছেলে ৩ মাসের মাথায় ঠিকই একটা অবিবাহিত মেয়ে বিয়ে করে নেয়।

একটা পর্যায়ে পরিবার অতিষ্ঠ হয়ে যায়। বাবা অসুস্থ হয়ে যায় এসব টেনশনে মেয়ের দ্বিতীয় বিয়ে দেবার জন্য। সংসারে এত গেঞ্জাম লেগেছে যে ২ ভাই বিয়ে করে বাসা থেকে বের হয়ে যায়।

শেষ পর্যন্ত একটা মেয়ের লাইফ পর্যন্ত নষ্ট হয়নি সাথে মা বাবাও তিলে তিলে শেষ। একটা সময় নিজ কন্যার গ্রেজুয়েশন নিয়ে আত্মীয় স্বজন মহলে গর্ব করতো। এখন বিড়ালের মত মুখ লুকিয়ে হাফ ছাড়ে।

আমাদের বাকি খালাদের অল্পশিক্ষিত মেয়েদের সংসার দেখে আফসোস করে। কী ভয়ংকর বাস্তবতা। একটা সময় আমার অল্পশিক্ষিত যে খালাতো বোনরা এই শহুরে খালাতো বোনের গ্রেজুয়েশন দেখে আফসোস করতো। ভাবতো আমরা পিছিয়ে আছি। ঐ মেয়ে জব করে সেটেল।

আজ ঐ মেয়ে আফসোস করে ক্যানো অল্পশিক্ষিত থেকে বিয়ে হলো না।

কেন যৌবনের আনন্দ থেকে বঞ্চিত হলো। ক্যানো পরিবার আর সংসারের ছোয়া থেকে বঞ্চিত হলো।

এই ফেমিনিজম কত লাখ মেয়ের জীবন নষ্ট করেছে। সেটার হিসাব নেই। আর এই কারণেই শেষ পর্যায়ে তারা কট্টর ধর্ম বিদ্বেষী হয়ে পড়ে। কট্টর পুরুষ বিদ্বেষী হয়ে পড়ে।

তবুও একদল বাস্তবতাকে মেনে নিবে না নিছক অহংকারীতায়।

©️ নিজাম উদ্দিন ভাইয়ের ওয়াল থেকে।

আমার ছোটবেলার ছবি কোন একদিন এক স্টুডিও তে। ক্যামেরা ম্যান শুধু বলছিল সোজা হয়ে বরাবর তাকাও
07/05/2024

আমার ছোটবেলার ছবি কোন একদিন এক স্টুডিও তে। ক্যামেরা ম্যান শুধু বলছিল সোজা হয়ে বরাবর তাকাও

নিজের মূল্য বাড়ান...কচুর ডগা 🎋যেটির আন্তর্জাতিক মূল্য ৭.৯৯ ডলার বাংলা টাকায় যার মূল্য প্রায় (৯০০) টাকা।তবে স্থান বদলের ম...
08/04/2024

নিজের মূল্য বাড়ান...

কচুর ডগা 🎋

যেটির আন্তর্জাতিক মূল্য ৭.৯৯ ডলার বাংলা টাকায় যার মূল্য প্রায় (৯০০) টাকা।
তবে স্থান বদলের মধ্যে আপনিও রাস্তার পাশে পড়ে থাকা কচুর ডগার মতো মূল্যহীন।
বর্তমানে আপনি যে স্থানে বা অবস্থায় আছেন তাতে যদি আপনি মূলহীন হয়ে থাকেন, তাহলে সুযোগ বুঝে স্থান পরিবর্তন করে ফেলুন। দেখবেন আপনার মূল্য ঠিক এই সুপার শপের কচুর ডগার মতো বেড়ে যাবে।
স্থান,কাল,পাত্র বেধে অনেক সময় অনেক কিছুর মূল্য অনেক বেশি বেড়ে যায়।

সঠিক সময়ে স্থান পরিবর্তন করাটাই জরুরি.

©️

29/03/2024

এমন রসালো কথায় গলে গেলেই শেষ...

Paradise 🥀
23/03/2024

Paradise 🥀

23/03/2024

সব অভিযোগ হাসিতে ডুবে যাক,
মিথ্যে রূপ তোমাদের চোখে লেগে থাক।

Address

Sirajganj

Alerts

Be the first to know and let us send you an email when Firu Vaiyaa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Firu Vaiyaa:

Share