Safayat—সাফায়াত

Safayat—সাফায়াত 🎥 ছোট গল্প, ডায়লগ আর মজার ভিডিও
🍫 মজা আর শেখা—দুটো একসাথে
💡 Follow করে হাসি আর অনুপ্রেরণা জিতো
(1)

05/11/2025

🙂🙂

31/10/2025

ভাই এর সংসারে অশান্তি করে পা এর উপর পা তুলে মজা নিব কারণ আমি ননাশ 😁

বউ পা'গলা দেখছি বাট এই ছেলেটার মতো বউ পা'গলা দেখি নাই। টুকটাক মিউজিক ভিডিও করে, বিয়ে করেছিলো ঔশি নামে এক বিশ্বসুন্দরীকে।...
31/10/2025

বউ পা'গলা দেখছি বাট এই ছেলেটার মতো বউ পা'গলা দেখি নাই। টুকটাক মিউজিক ভিডিও করে, বিয়ে করেছিলো ঔশি নামে এক বিশ্বসুন্দরীকে। কিছুদিন পর তার পাখি অন্য কারো ডালে, বউ তাকে তা'লা'ক দিয়ে অন্য এক ছেলেকে বিয়ে করেছে,সেই ক'ষ্টে ছেলেটি শেরওয়ানি পরে সারাদিন ফেসবুকে পো'স্টাচ্ছে 😅আর আফ'সোস করতেছে...

কি মনে করছেন, জীবন এতো সুন্দর? জি না, ঠিক এরকম মুহুর্তে আপনার বাচ্চার পটি পাবে। সে ডায়াপারে পটি করবে, তাকে ক্লিন করার জন...
30/10/2025

কি মনে করছেন, জীবন এতো সুন্দর?

জি না, ঠিক এরকম মুহুর্তে আপনার বাচ্চার পটি পাবে। সে ডায়াপারে পটি করবে, তাকে ক্লিন করার জন্য ছুটাছুটি করবেন।

তারপর বাচ্চার মুড সুইং শুরু হবে। সে চার হাত পা চারিদিকে ছড়ায় কান্না শুরু করবে। তারে থামাইতে আপনারা দুইজন উঠেপড়ে লাগবেন। তারপর বাচ্চার খুধা লাগবে, তার জন্য বানায় আনা খিচুরি তারে আপ্রান চেষ্টা করে গিলাবেন।

এরপর ঝালমুড়িওয়ালা, চা ওয়ালা, বাদাম ওয়ালা আপনাকে এসে জ্বালাবে। ফটোগ্রাফারওয়ালা জ্বালাবে।

এরপর আপনার জামাইর একটা জরুরি ফোন আসবে, সে ফোনে ভ্যাজর ভ্যাজর শুরু করবে।

ঠিক সেই মুহুর্তে আপনার মেজাজ খারাপ হয়ে যাবে। দুই ঝাড়ি দিয়া বলবেন, বাসায় চলো 🥱🥱🥱।

মামলা ডিসমিস
©️

28/10/2025

অত:পর আপনি কেউই না🙂

new feature unlocked 🥲
19/10/2025

new feature unlocked 🥲

19/10/2025

সত্য কথা একটু তিতাই হয়...😅

দেশের ৫ কোটি বাচ্চাকে নাকি টাইফয়েডের টিকা দিবে।টাইফয়েড নিয়ে গবেষণা করছে আইসিডিডিআর,বি।তারা একটা গবেষণা করে দেখেছে, বাংলা...
17/10/2025

দেশের ৫ কোটি বাচ্চাকে নাকি টাইফয়েডের টিকা দিবে।

টাইফয়েড নিয়ে গবেষণা করছে আইসিডিডিআর,বি।

তারা একটা গবেষণা করে দেখেছে, বাংলাদেশে ১ লক্ষ লোকের মধ্যে ৯১৩ জন টাইফয়েড আক্রান্ত হয়। তাহলে টাইফয়েড আক্রান্তের শতকরা পরিমাণ প্রায় ১%।

তারমানে- প্রাকৃতিকভাবে বছরে টাইফয়েডে আক্রান্ত হয় না- ৯৯%।
আবার আইসিডিডিআর,বি টাইফয়েডের টিকা নিয়ে গবেষণা করে দেখেছে-

এক ডোজ টাইফয়েডের টিকা ১৮ মাস ৮৫% শতাংশ সু-রক্ষা দেয়।

তাহলে টিকা নেয়ার পরও সু-রক্ষা দেয় না ১৫% শতাংশ।

তারমানে সমীকারণ দাড়াচ্ছে-

টিকা দিলেও টাইফয়েড হবে ১৫%।

আর না দিলে টাইফয়েড হবে- ১%

করোনার সময় প্রথমে অনেকের করোনা হয়নি,

কিন্তু টিকা দেয়ার সাথে সাথে অনেকের করোনা শুরু হয়।

এবং ক্ষেত্রে বিশেষে অনেকের কড়া লক্ষণ প্রকাশ পায়।

অনেকে হসপিটালাইজ হয়, অনেকে মারা যায়, অনেকে দীর্ঘমেয়াদী সমস্যায় ভুগতে থাকে।

আসলে টিকা হচ্ছে ঐ রোগের জীবানুর একটি অংশ বিশেষ।

যা টিকার নামে শরীরে প্রবেশ করানো হয়।

এক্ষেত্রে রোগটি যদি খুব জটিল হয়, যা হলে মৃত্যু শতভাগ অবধারিত, কিংবা রোগটির একেবারেই চিকিৎসা নেই, সেক্ষেত্রে টিকা নেয়ার কিছুটা গ্রহণযোগ্যতা আছে।

কিন্তু টাইফয়েড সেই মাত্রার কোন রোগ নয়,

কিংবা চিকিৎসা নেই- এমন রোগও নয়।

তাহলে কোন দুঃখে আগে থেকেই আমরা সেই রোগের জীবাণুখণ্ড আমাদের শরীরে প্রবেশ করাবো ?

আমরা কিন্তু একটা কথা প্রায় বলি-

অযথা কোন ওষুধ খাওয়া ঠিক নয়।

কারণ ওষুধমাত্রই পার্শ্বপ্রতিক্রিয়া আছে।

কিন্তু একটা কথা আমাদের ভুলে গেলে চলবে না-

যারা এই ওষুধগুলো তৈরী করছে কিংবা বিপনন করছে,

সেটা তাদের ব্যবসা ও অর্থ উপর্জনের মাধ্যম।

তাই তারা চাইবে সর্বোচ্চ সংখ্যক লোক যেন তাদের ওষুধগুলো ব্যবহার করে।

এতে তারা ব্যবসায়ীকভাবে লাভবান হবে।

এজন্য বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানে অর্থ ঢেলে নিজের চাহিদা মত গবেষণা ফলাফল তৈরী করে, তারপর মিডিয়াতে টাকা দিয়ে সেটা প্রচার করে, অতঃপর সরকারকে ঘুষ দিয়ে প্রভাবিত করে রাষ্ট্রীয়ভাবে বিক্রি করে অতঃপর জনগণের মধ্যে প্রয়োগ করে।

এখানে জনগণের যতটুকু লাভ আছে, তার থেকে ঢের লাভ হচ্ছে ঔষধ কোম্পানিগুলোর।

টাইফয়ের ভ্যাকসিন কিন্তু্ ইউরোপ-আমেরিকায় দেয়া হয় না,

দেয়া হয় বাংলাদেশ-ভারত-পাকিস্তান-নেপাল কিংবা আফ্রিকান দেশগুলোতে।

এসব ভ্যাকসিনের আড়লে তাদের যে ভিন্ন কোন পরিকল্পনা নেই,

সে বিষয়ে কোন পর্যাপ্ত গবেষণাও কিন্তু হয় না।

আপনি নিজেকেই প্রশ্ন করুন-

এই যে ৫ কোটি বাচ্চার শরীরে টিকা দেয়া হবে,

এর মধ্যে বড় অংশই আগে টাইফয়েড জীবাণু এক্সপোজ হয়ে শরীরে এন্টিবডি তৈরী হয়ে আছে।, তাহলে সেই শিশুগুলোকে কেন টিকা দিতে হবে ?

একটা বাচ্চার শরীরে যদি এন্টিবডি আগে থেকে থাকেই তবে টিকা দেয়ার তো দরকার নেই।

তাহলে টেস্ট না করিয়ে কেন তাদের শরীরে টিকা দেয়া হবে ?

এখানেই আসলে ব্যবসা।

গণহারে বাচ্চাদের টিকা দেয়াই বলে দেয়-

শিশু স্বার্থের তুলনায় তাদের ব্যবসা করা জরুরী।

আবার ব্যবসার পাশাপাশি, আমাদের বাচ্চাগুলোকে গিনিপিগ বা কুকুর-বিড়াল বা ইদুরের মত ব্যবহার টিকার গ্রহণযোগ্যতা তৈরী করা। গোপণ জীবাণু অস্ত্র আমাদের বাচ্চাদের শরীরে ঢুকিয়ে দেয়া, যা ভবিষ্যতে হয়ত অজ্ঞাত কোন জটিলতা তৈরী করবে।

এসব ঔষধ ব্যবসায়ী আমাদের আদরের শিশুদেরকে যে কুকুর-বিড়ালের মত ব্যবহার করছে, এটা নিয়ে কিন্তু কেউ মুখ খুলে না, কথা বলে না।

আসলে এটা আমাদেরই দোষ। আমরা ইউরোপ-আমেরিকার সাদা চামড়ারা কিছু বললেই তা ধর্মগ্রন্থের মত বিশ্বাস করি।

এটা অবশ্য তৈরী করেছে ব্রিটিশরা। তারা ২০০ বছর শাসন করে আমাদের মানসিক দাস বানিয়ে দিয়ে গেছে। এখন তাদেরকে আমরা অন্ধের মত বিশ্বাস করি।

তারা কিছু বললে তার বিপরীতে কিছু বলার চিন্তাও করতে পারি না। এখন তারা আমাদের বাচ্চাদের কুকুর-বিড়াল আর ইদুর বানাচ্ছে। দীর্ঘমেয়াদে বাচ্চাদের উপর এক কী সাইড ইফেক্ট, তা না জেনেই আমরা চোখ বন্ধ করে আমার আদরের বাচ্চার শরীরে অযথাই তাদের ইনজেকশন পুশ করছি, যা সত্যিই ভয়ঙ্কর।

আমি অভিভাবকদের অনুরোধ করবো,

এই বিনামূল্যে ভ্যাকসিন আপনার আদরের বাচ্চার শরীরে মোটেও প্রবেশ করাবেন না। এগুলো থেকে দূরে থাকুন।

copy...

এমনি জদি হয়, যারা ভাবতাছি টিকা দিবো না ,,তাহলে তো টিকা দিতে হবে...
16/10/2025

এমনি জদি হয়, যারা ভাবতাছি টিকা দিবো না ,,তাহলে তো টিকা দিতে হবে...

আম জনতা যেখানে কেক পট্টির কেক খেতে ব্যস্ত ছিলো! ঠিক তখনই বারিশা হক তার নতুন রুপে দেখা দিয়ে সব এটেনশন তার দিকে নিয়ে নিল।ব...
16/10/2025

আম জনতা যেখানে কেক পট্টির কেক খেতে ব্যস্ত ছিলো! ঠিক তখনই বারিশা হক তার নতুন রুপে দেখা দিয়ে সব এটেনশন তার দিকে নিয়ে নিল।বারিশা হকের প্রশংসা সহ্য করতে না পেরে তনি তার দ্বিতীয় বিয়ের কথা প্রকাশ করে সব এটেনশন তার দিকে নিয়ে নিল!
তারপর এ গসিপের বিতরে তিশা আইলো তার জামাইয়ের নতুন হাং' গা নিয়া!কারণ এতো কিছুর বিতরে তাগো তো মার্কেট পাওয়া জরুরী 🙂

ওমা হেই বিয়া শুরু হয়তে না হয়তে রিপন ভিডিও কট!

ধন্যবাদ বাংলাদেশ আমাকে এতো বিনোদন দেওয়ার জন্য!

হা হা হা এটাই বাস্তব 😅

এই দীপ্তরুচি বা পেপোরোমিয়া গাছের রস মাথায় দিলে ম্যাজিকের মতো কাজ করে। চুল পড়া ১ বার দেওয়াতেই কমে যায়। ১ বার দিলেই আপনি প...
16/10/2025

এই দীপ্তরুচি বা পেপোরোমিয়া গাছের রস মাথায় দিলে ম্যাজিকের মতো কাজ করে। চুল পড়া ১ বার দেওয়াতেই কমে যায়। ১ বার দিলেই আপনি পার্থক্যটা বুঝতে পারবেন। আমি একবার দেওয়ার পরেই বুঝতে পেরেছি চুল পড়া কতটা কমেছে। কিন্তু আমি কনটিনিউ দিতে পারি না, কারণ সময় পাই না আবার এই গাছ খুঁজতে আলসেমিও লাগে। আমার মনে হয় আমি যদি সপ্তাহে ২ বার দিতে পারতাম আমার চুল পড়া ০% হয়ে যেতো এতো ভালো কাজ করে। যাদের চুল পড়ে তারা নামি দামি তেলের পেছনে না ছুটে এটার রস দিতে পারেন। এটা শুধু চুল পড়া কমায় না, চুলের গোড়া শক্ত করে নতুন চুলও গোজাতে সাহায্য করে, মাথাব্যথাও কমায়। 🌿🌿
এটার ব্যবহার সম্পর্কে ফেসবুক থেকেই অনেকদিন আগে জেনেছিলাম পরে নিজে এপ্লাই করে বুঝতে পারি এর উপকারিতা ☺️

15/10/2025

কখন কি বলতে হবে...??

Address

Ss Road, Sirajgonj
Sirajganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Safayat—সাফায়াত posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share