Safayat—সাফায়াত

Safayat—সাফায়াত 🎥 ছোট গল্প, ডায়লগ আর মজার ভিডিও
🍫 মজা আর শেখা—দুটো একসাথে
💡 Follow করে হাসি আর অনুপ্রেরণা জিতো
(1)

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা।। টাইমলাইনে সেভ করে রাখতে পারেন, নতুন বছরে কাজে লাগবে 😊👍
21/12/2025

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা।। টাইমলাইনে সেভ করে রাখতে পারেন, নতুন বছরে কাজে লাগবে 😊👍

আধুনিক জাপানে, প্রতি বছর একটি হৃদয়বিদারক বাস্তবতা উন্মোচিত হয়: ৩০,০০০ এরও বেশি বয়স্ক ব্যক্তি সম্পূর্ণ একা মারা যান, ত...
14/12/2025

আধুনিক জাপানে, প্রতি বছর একটি হৃদয়বিদারক বাস্তবতা উন্মোচিত হয়: ৩০,০০০ এরও বেশি বয়স্ক ব্যক্তি সম্পূর্ণ একা মারা যান, তাদের দেহ সপ্তাহ বা এমনকি মাস ধরে অনাবিষ্কৃত অবস্থায় পড়ে থাকে। এই মর্মান্তিক ঘটনাটি কোডোকুশি নামে পরিচিত - "একাকী মৃত্যু"। এর একটি বেদনাদায়ক উদাহরণ হল ওসাকার ৯১ বছর বয়সী একজন পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তি। তার স্ত্রী, যিনি তার একমাত্র যত্নবান ছিলেন, প্রথমে মারা যান। তারপর তিনি তার পাশে ক্ষুধার্ত অবস্থায় মারা যান। তাদের পচা মৃতদেহ মাত্র কয়েক সপ্তাহ পরে আবিষ্কৃত হয়। তাদের ছেলে অনেক আগে চলে গিয়েছিল... এবং কখনও তাদের খোঁজখবর নেওয়ার চেষ্টা করেনি। পারিবারিক বন্ধন ত্যাগ করলে এমনই হয়। এই কারণেই ইসলাম আত্মীয়তার বন্ধন ছিন্ন করাকে একটি মহাপাপ বলে মনে করে। আল্লাহ কুরআনে বলেছেন: "যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তাহলে কি তোমরা পৃথিবীতে দুর্নীতি ছড়িয়ে দেবে এবং তোমাদের পারিবারিক বন্ধন ছিন্ন করবে? আল্লাহ তাদেরই অভিশাপ দিয়েছেন, তাদেরকে বধির ও অন্ধ করে দিয়েছেন।" (৪৭:২২-২৩) #পারিবারিক মূল্যবোধ #ইসলামিক অনুস্মারক #কুরআন #কাটাকাটি করবেন না #পিতামাতাদের সম্মান করুন #কোডোকুশি #জাপান #একাকীত্ব মহামারী #মানবতা #সংযুক্ত থাকুন

ছবিটা হয়তো অনেকেই দেখেছেন, বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়াতে ট্র  ল করেছেন। একটা গ্রামীণ বা প্রত্যন্ত অঞ্চলের প্রাথমিক স্ক...
09/12/2025

ছবিটা হয়তো অনেকেই দেখেছেন, বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়াতে ট্র ল করেছেন। একটা গ্রামীণ বা প্রত্যন্ত অঞ্চলের প্রাথমিক স্কুলের বিদায় অনুষ্ঠানের ছবি, যেখানে ছোট ছোট ছেলেমেয়েরা সেজেছে।
মেয়েদের সাজ দেখে অনেকে বাঁকা চোখে দেখছেন— 'এ কেমন সাজ!', 'বিয়ের অনুষ্ঠান নাকি?' ইত্যাদি বলে হাসাহাসি করছেন।

আমি মনে করি, এই ছবি নিয়ে ট্র ল করাটা আমাদের 'শহুরে দৃষ্টি' এবং 'রিসোর্স-সম্পন্ন' জীবনের অ হং কা র ছাড়া আর কিছু নয়। গ্রামের প্রান্তিক অঞ্চলের এই শিশুদের জীবনকে আমরা কি সত্যিই বুঝতে পারি?

শহর বা বিত্তবান পরিবারের শিশুরা তাদের অনুষ্ঠানে হয়তো 'ট্রেন্ডি' বা 'ফ্যাশন-সচেতন' পোশাক পরে। কিন্তু এই গ্রামের শিশুদের কাছে একটি লাল শাড়ি বা গয়না পরাটাই তাদের কাছে সর্বোচ্চ আনন্দের বহিঃপ্রকাশ। তাদের কাছে এটিই উৎসবের প্রতীক। আমাদের কাছে যা 'অতি-সাজ', তাদের কাছে তা 'উৎসবের পূর্ণতা'।

এই ছবিটি ট্র ল করার নয়, বরং সমাজের এই চিত্রটি নিয়ে গভীরভাবে ভাবার। প্রতিটি শিশুর আনন্দই মূল্যবান, তা
যেভাবেই প্রকাশ হোক না কেন।

নখের কুনির ইনফেকশনে দ্রুত আরাম!নখের কুনিতে পানি আসা, ব্যথা, লালচে হয়ে যাওয়া বা পুঁজ হওয়া—এসব সমস্যায় ভুগছেন?👉 মাত্র দুই ...
01/12/2025

নখের কুনির ইনফেকশনে দ্রুত আরাম!

নখের কুনিতে পানি আসা, ব্যথা, লালচে হয়ে যাওয়া বা পুঁজ হওয়া—এসব সমস্যায় ভুগছেন?

👉 মাত্র দুই ফোটা ব্যবহারেই এক সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে!
নখের পাশে যে ব্যাকটেরিয়া জমে ইনফেকশন তৈরি হয়, এটি তা দ্রুত শুকিয়ে দেয়, ব্যথা কমায় এবং নতুন ইনফেকশন বন্ধ করে।

যেভাবে ব্যবহার করবেন:
✔ প্রতিদিন ২ বার নখের কুনির জায়গায় মাত্র ২ ফোটা লাগান
✔ ৫–৭ দিনের মধ্যেই উন্নতি দেখতে পাবেন
✔ জায়গা পরিষ্কার ও শুকনা রাখবেন

যাদের কাজে লাগবে:
🔹 নখের পাশে ফোলা
🔹 লালচে ব্যথাযুক্ত কুনি
🔹 বারবার নখের পাশে ইনফেকশন হওয়া

✨ নিয়মিত ব্যবহার করলে ইনশাল্লাহ আবার সুস্থ ও স্বাভাবিক হবে!

29/11/2025

🥰🥰🥰

এরও শীত লাগে...???🙄   ゚
28/11/2025

এরও শীত লাগে...???🙄

27/11/2025

ভুমিকম্প হবার সময় মাটির দিকে বা নিচের দিকে তাকিয়ে ''আল্লাহু আকবর আল্লাহু আকবার আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা শারিকালাহু, ফাবি আইয়্যে আ'লাঈ রাব্বিকুমা তুকাজ্জিবান'' পড়তে থাকবেন যতক্ষন ভুমিকম্প শেষ না হয়।

ﺃَﻧﺖَ ﻭَﻟِﻴُّﻨَﺎ ﻓَﺎﻏْﻔِﺮْ ﻟَﻨَﺎ ﻭَﺍﺭْﺣَﻤْﻨَﺎ ۖ ﻭَﺃَﻧﺖَ ﺧَﻴْﺮُ ﺍﻟْﻐَﺎﻓِﺮِﻳﻦ
َ
আন্তা ওয়ালিয়্যুনা ফাগফিরলানা ওয়ার হাম্না, ওয়া আন্তা খইরুল গফিরিন।

অর্থ – হে আল্লাহ, আপনি যে আমাদের রক্ষক- সুতরাং আমাদেরকে ক্ষমা করে দিন এবং আমাদের উপর করুনা করুন। তাছাড়া আপনি-ই তো সর্বাধিক ক্ষমাকারী।

[ সূরা: আরাফ, আয়াত: ১৫৫]

আল্লাহ সবাইকে নিরাপদে রাখুক। আমীন। ❤️

27/11/2025

***ইয়া বাসিতু--১০ বার পড়ে হাতে ফু দিয়ে মুখমন্ডলে বুলিয়ে দিব।।

**ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম-- সকালে উঠে ২০ বার। সব কাজ ইচ্ছে অনুযায়ী হবে।

***সকালে উঠে " ইয়া মালিকু ইয়া কুদ্দুসু" টাকা আসতেই থাকবে।

*** ঘরের দরজায় হাত রেখে এই আয়াত পড়লে, অকল্পনীয় রিজিক -- ইয়্যা কানাবুদু ওয়া ইয়া কানাস তাইন।

**আল্লাহুম্মা রাব্বানা ইন্নাকা লা তুখলিফুন মি আদ--- আযান শুনে বল্লে জান্নাত ওয়াজিব হয়।

***আসমানের দরজা খুলে দেয়া হয়, দুয়া কবুল হয়। নামাজের শুরুতে
আল্লাহু আকবর ক্বাবীরা
আলহামদুলিল্লাহি কাছীরা
সুবহানআল্লাহি বুখরাতাও ওয়া আছিলা।

**

*

সিজদা
১) আল্লাহুমা ইন্নি আউযুবিকা
মিন আজাবিল কাবরি,
ওয়া মিন আজাবি জাহান্নাম
ওয়ামিন ফিতনাতিল মাহইয়া
ওয়াল মামাতি ওয়া মিন সাররি,
ফিতনাতিল মাসিহীদ দাজ্জাল।

২) ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম
৩) ইয়া জালজালালি ওয়াল ইকরাম
❤️❤️❤️❤️❤️

সবসময় বিপদমুক্ত হওয়ার আগ পর্যন্ত
১) আসতাগফিরুল্লাহ
২) লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতুম মিনাজ জোয়ালেমিন।
৩) সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

৪) আগিছনী ইয়া রাহমান ( অর্থ : হে দয়ালু {আল্লাহ} আমাকে সাহায্য করুন

কোনো সম্প্রদায়....আল্লা-হুম্মাকফিনীহিম বিমা শি’তা।

হে আল্লাহ! আপনি যা ইচ্ছে তা দ্বারাই এদের মোকাবিলায় আমার জন্য যথেষ্ট হোন।

ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তাগিস ❤️

৫)বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন--তোমার রহমত থেকে আমার উপর তোমার রহমত বর্ষণ করো এবং তুমিই সর্বশ্রেষ্ঠ করুণাময়
৬) আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউজুবিকা মিং শুরুরিহিম। ’অর্থ: ‘হে আল্লাহ! আমরা তাদের মোকাবিলায় তোমাকে যথেষ্ট ভাবছি এবং তাদের অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাইছি।
৭) ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ-লি খাইরাম মিনহা -মানুষের ওপর কোনো বিপদ এলে --দোয়া পাঠ করে, তখন আল্লাহতায়ালা তাকে তার বিপদ দূর করে দেন এবং সে যা কিছু হারিয়েছে, তার বদলে তার চেয়ে উত্তম কিছু দান করেন।’
৮) আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জায়ালতাহু সাহলান, ওয়াআনতা তাজআলুল হুযনা সাহলান ইযা শিইতা।’ এর অর্থ, ‘ইয়া আল্লাহ, কোনো বিষয়ই সহজ নয়। হ্যাঁ, যাকে তুমি সহজ করে দাও। যখন তুমি চাও তখন তুমি মুশকিলকে সহজ করে দাও।
~সংগৃহীত

27/11/2025

এরা বিয়ে কেন করে 🤭🫣🤣????

26/11/2025

বিয়েটাই জীবনের শেষ অধ্যায় নয়।
দেরিতে বিয়ে করে কেউ মারা যায় নি কিন্তু একজন ভুল মানুষকে বিয়ে করে হয়তো অনেকেই ভেতর থেকে মারা গেছে।

25/11/2025

যে আপনাকে বলবে 'ধৈর্য্য ধরো, সব ঠিক হয়ে যাবে!' তারে সবার আগে জীবন থেকে বের করে দিয়েন!

Address

Ss Road, Sirajgonj
Sirajganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Safayat—সাফায়াত posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share