AK grup

AK grup Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from AK grup, Digital creator, AK grip, Sirajganj.

18/05/2023

- পৃথিবীতে কেউ কারো জন্য অপরিহার্য নয়.!🙂

- দিনশেষে আপনার নিজের ভালো থাকাটা,আপনার নিজেকেই খুঁজে নিতে হবে.!!🖤🥀

15/05/2023

মেসের খালাকে জিজ্ঞেস করলাম, "মাছ ধুয়ে রান্না করেন না?"

খালা পান খাওয়া দাঁত গুলা বের করে হাসি দিয়ে বললো, "মাছ তো পানিতেই থাকে, আবার ধোয়ার কি দরকার!"🙂

10/04/2023

প্রিয় সন্তান,
আমি যখন বার্ধক্য উপনীত হব আমি আশা করবো তুমি আমাকে বুঝবে এবং আমার সাথে ধৈর্য্যশীল হবে।
ধরো আমি যদি হঠাৎ থালা ভেঙ্গে ফেলি অথবা টেবিলে স্যুপ ফেলে নষ্ট করি, কারন আমি আমার দৃষ্টি শক্তি হারিয়ে ফেলছি। আশা করি তুমি আমার প্রতি চিৎকার করবে না।

বয়স্ক মানুষ খুব স্পর্শকাতর। তুমি যখন চিৎকার করে কথা বলো তখন তারা নিজের কাছে খুব ছোট হয়ে যায়। অসহায় আর অপরাধী মনে করে নিজেকে!!

যখন আমার শ্রবনশক্তি শেষ হয়ে আসছে এবং আমি শুনতে পারছি না তুমি কি বলছ!!
তোমার তখন আমাকে “বধির” বলা উচিৎ নয়।
দয়া করে তুমি পুনরায় বল অথবা লিখে দেখাও।
আমি দুঃখিত বাবা আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি, আমার পা দুর্বল হয়ে আসে।
আমি মনে মনে চাই তোমার সে ধৈর্য্য থাকবে আমাকে দাঁড়াতে সাহায্য করার জন্য।
যেখাবে আমি তোমার পাশে ছিলাম, যখন তুমি ছোট ছিলে হাঁটতে শিখছিলে পা পা করে . . .

আমার কথা শোন
আমি যখন অসহায়ের মত তোমার নিকট কথা বলবো ... ভাঙ্গা রেকর্ডের মত
আমি চাইবো তুমি শুধু আমার কথাটুকু শুনবে . . .
আমাকে নিয়ে ঠাট্টা করো না … অথবা আমার কথা শুনে বিরক্ত হয়ো না।
তোমার মনে আছে??
তুমি ছোট থাকতে আমার কাছে একটা বেলুন চেয়েছিলে!!!
সেটা না পাওয়া পর্যন্ত তুমি বারবার আমাকে সেটাই বলতে . . . সারাক্ষন জিজ্ঞাসা করতে . . . “কখন দেবে কখন দেবে” . . .
..এবং আমার গন্ধ সহ্য করো
বৃদ্ধের মতই আমার গন্ধ হবে
এজন্য দয়া করে আমাকে গোসল করার জন্য জোর করোনা।
আমার শরীর দুর্বল
ঠান্ডায় বয়স্ক মানুষেরা খুব দুর্বল হয়ে পড়ে।
আমার আশা আমি তোমাকে অমার্জিত করিনি।
তুমি যখন ছোট ছিলে আমাকে তোমার পিছনে দৌড়াতে হত কারণ তুমি গোসল করতে চাইতে না।

আমি যখন সহজে রেগে যাই . . . . .
এটা বয়স্ক হবার একটা সাধারণ দোষ
বার্ধক্য আসলে তুমি নিজেই বুঝতে পারবে।
আর যখন তোমার অলস সময় থাকবে
আমি আশা করবো তুমি আমার সাথে একটু সময়ের জন্য হলেও কথা বলো . . . . . . . .
আমি এ সময় সর্বদা একাকিত্বে ভুগি এবং কথা বলার মানুষ পাই না।
আমি জানি তুমি ব্যস্ত থাকো কাজের মাঝে ।
যদিও তুমি আমার কথায় ও গল্পে আনন্দ না পাও
আমার জন্য কিছু সময় রেখো...
তুমি যখন ছোট ছিলে তোমার কী মনে পড়ে?
তোমার খেলনা টেডি বিয়ারের কথাও আমি শুনতাম!

যখন সময় আসবে আমি অসুস্থ হয়ে পড়বো এবং
বিছানায় শায়িত হয়ে পড়বো
তুমি কি আমার যত্ম করার মত ধৈর্য্য রাখবে??
আমি আশা করি তুমি এটুকু ধৈর্য্য রাখবে জীবনের শেষ মুহুর্তগুলোতে আমাকে দেখে রাখার জন্য!
আম

05/04/2023

এক ছেলে স্ট্যাটাস দিছে; "জীবনটা বেদানার" আমি বললাম; ভাই বানান ভুল হইসে। ঠিক করে লেখেন। ওইটা বেদানা না; বেদনা হবে এ সে উল্টা ঝাড়ি দিয়ে বললো; বানান ঠিকই আছে, আমার গার্লফ্রেন্ডের নাম-ই "বেদানা"🙂.

ফুল দিতে যাচ্ছিলাম। শহীদ মিনারে,,,পথ আগলে দাঁড়ালো বরকত, রফিক, সালাম, জব্বার, শফিউর ।¤ রফিক -- কই যাও ?¤ আমি -- জি, শহীদ...
21/02/2023

ফুল দিতে যাচ্ছিলাম। শহীদ মিনারে,,,
পথ আগলে দাঁড়ালো বরকত, রফিক, সালাম, জব্বার, শফিউর ।

¤ রফিক -- কই যাও ?

¤ আমি -- জি, শহীদ মিনারে যাচ্ছি ফুল দিতে।

¤ সালাম -- ফুল দিয়ে কি হবে ?

¤ আমি -- না, মানে আপনাদের স্মরণ করা জন্য,,
যাতে আপনাদের আত্মা শান্তি পায়।

¤ বরকত -- হা হা হা,
কুরআন হাদিসের কোথাও লেখা আছে,
ফুল দিলে আত্মার শান্তি হয়?
কখনো কি কবর জিয়ারত করেছো?
দুই রাকাত নামাজ পড়ে,,
আমাদের জন্য দোয়া করেছো??

¤ আমি -- জি…না, মানে…

¤ রফিক -- হুমম,
প্রতি বছর কত টাকার ফুল দিয়ে
এভাবে শ্রদ্ধা জানাও?

¤ আমি -- জি, কোটি টাকার উপরে।

¤ শফিউর -- আচ্ছা আমার মা যে চিকিৎসার
অভাবে মারা গেছে,
কেউ কি খোঁজ নিয়েছে?

¤ সালাম -- আমার আত্মীয় স্বজনরা যে
রিকশা চালিয়ে,
দিনমজুরি করে জীবিকা নির্বাহ করে,
তার কি কোন খবর রাখে কেউ?

¤ আমি -- ভাই, আসলে জীবন তো দিছেন আপনারা।
আপনাদের আত্মীয় স্বজন তো দেয় নাই।
তাদের খোঁজ কেন নিব?

¤ বরকত -- যুদ্ধ তো করছে মুক্তিযোদ্ধারা।
তাদের নাতি পুতিরা এত
সুযোগ সুবিধা পায় কেন?

¤ শফিউর -- বাদ দাও তো বরকত !
ওদেরকে বেশি উস্কে দিয়ো না।
বেশি উস্কালে হয়ত,
নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধার মত,,
নতুন প্রজন্মের ভাষা সৈনিক নামেও তারা
আরেকটা পার্টি বানাবে।
মনটা খারাপ হয়ে গেল।
বাসায় ফিরে আসলাম।
আর কোনদিন ফুল দিতে যাবো না।

(গল্পটি রূপক কিন্তু এটাই ইসলামের শিক্ষা,,
রাসূলের আদর্শ )

হে আল্লাহ !
আমার জানা অবস্থায়
তোমার সাথে শিরক করা হতে,,
তোমার নিকট আশ্রয় চাচ্ছি।

আর অজানা অবস্থায় শিরক হয়ে গেলে আল্লাহ্ আপনি আমাদের ক্ষমা করে দাও।
আমিন।

বিঃ দ্রব্য:- (গল্পটি কাল্পনিক;)

17/02/2023

স'মস্যা না করে যদি স'মস্যা হয়, তাহলে সমস্যা করে স'মস্যা করলে স'মস্যার কি সমস্যা? 🙂

17/02/2023

এই শীতে গোসলটা যদি ভোটের মত হতো তাহলে কতই না ভালো হতো, গোসল করতে যেয়ে শুনতাম আমি যাওয়ার আগে আমার গোসল হয়ে গেছে 🙂

17/02/2023

-যৌবন কালের ১টি সিজদাহ্
- বৃদ্ধ বয়সের ৮০
-বছরের ইবাদতের সমান!" 🌺❤️

16/02/2023

১৪ ই,ফেব্রুয়ারী'তে অন্যের বোনকে গোলাপ কিনে না দিয়ে!
নিজের বোনকে হিজাব কিনে দিন।❣

Address

AK Grip
Sirajganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when AK grup posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share