Sirajganj Engineering

Sirajganj Engineering Is the page created especially for tech lovers. Here you will find the latest tech videos.

And Electrical Engineering of Here you will find the latest videos Keep an eye on this page.

📛নিউজ📛
05/06/2023

📛নিউজ📛

05/06/2023

📛উপবৃত্তি নিউজ📛

ডিপ্লোমা কোর্সের ৩য় পর্ব (২০২১-২২ সেশন), ৫ম পর্ব (২০২০-২১ সেশন) ও ৭ম পর্ব (২০১৯-২০ সেশন) শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের লক্ষ্যে শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকা ও পে-রোল প্রস্তুতির অনুমোদন এর জন্য আজকে একটি সভা অনুষ্ঠিত হয়েছে।

আশা করা যায় শিক্ষার্থীরা শীঘ্রই উপবৃত্তির অর্থ পাবে।

© Polytechnic Notice

05/06/2023

আমার সরল মনের প্রশ্ন!!
এ দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদিত হয়েছে ১৫৬৪৪ মেগাওয়াট ১৯ এপ্রিল,২০২৩। যদি চাহিদা ১৩০০০ মেগাওয়াট হয় তবে ২৬৪৪ মেগাওয়াট বিদ্যুৎ অতিরিক্ত উৎপাদন সক্ষমতা বাংলাদেশের রয়েছে। তাহলে পায়রা ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ হয়ে যাওয়াতে দেশের এই পরিস্থিতি কিভাবে তৈরী হতে পারে?? কারন চাহিদার তুলনায় ২৬৪৪-১৩২০ = ১৩২৪ মেগাওয়াট অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা এখনও আছে কাগজে কলমে। বাকি বিষয়টা তবে কি অভিজ্ঞ ভাইয়েরা ব্যাখ্যা দিবেন।
দেশের জেনারেশন ক্যাপাসিটি নাকি ২৭,৩৬১(সূত্র পাওয়ার সেল) মেগাওয়াট সে কথা বাদই দিলাম।

04/06/2023

📛কারিগরি মেধাবৃত্তি📛

"বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড মেধাবৃত্তি - ২০২৩" এ ডিপ্লোমা শিক্ষাক্রমের সকল প্রতিষ্ঠান থেকে মোট ১৫৪ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তির জন্য নির্বাচন করা হয়েছে।

বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে রেজিষ্ট্রেশন কার্ডের মূলকপি এবং প্রতিষ্ঠানের আইডি কার্ডসহ আগামী ১৩ জুন বেলা ১২ টায় আগারগাঁওয়ের কারিগরি শিক্ষাবোর্ডে স্বশরীরে উপস্থিত হয়ে বৃত্তি গ্রহণ করতে হবে।

04/06/2023

📛ব্রেকিং নিউজ📛
দেশব্যাপী তীব্র তাপদাহের কারনে ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম আগামী ৫ জুন ২০২৩ সোমবার থেকে ০৮ জুন ২০২৩ বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে।

31/05/2023

বিয়ে করতেও দিতে হবে ক'র...!! প্রথম বিয়ের ক'র ১০০ টাকা _ ২য় বিয়ে ৫০০০ _ ৩য় বিয়ে ২০০০০ এবং ৪র্থ বিয়ের ক'র ৫০০০০ টাকা...! ডিএসসিসিতে

30/05/2023

📛উপবৃত্তি নিউজ📛
ডিপ্লোমা পর্যায়ের যে সমস্ত পর্বের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণ কার্যক্রম চলমান রয়েছে..
🛑২০২২-২৩ সেশনে ভর্তিকৃত শিক্ষার্থীদের ১ম পর্বের ডাটা অনুমোদিত হয়েছে। ডাটা সমূহ ইতিমধ্যেই পেমেন্টের জন্য পে-রোল হ'য়েছে। (শিক্ষার্থীরা বর্তমানে ১ম পর্বে অধ্যয়নরত রয়েছে)
🛑২০২১-২২ সেশনের শিক্ষার্থীরা ২য় পর্বের ফলাফলে উত্তীর্ণ থাকা সাপেক্ষে বর্তমানে ৩য় পর্বের জন্য উপবৃত্তি প্রাপ্ত হবে। (শিক্ষার্থীরা বর্তমানে ৩য় পর্বে অধ্যয়নরত রয়েছে)
🛑২০২০-২১ সেশনের শিক্ষার্থীরা ৪র্থ পর্বের ফলাফলে উত্তীর্ণ থাকা সাপেক্ষে বর্তমানে ৫ম পর্বের জন্য উপবৃত্তি প্রাপ্ত হবে। (শিক্ষার্থীরা বর্তমানে ৫ম পর্বে অধ্যয়নরত রয়েছে)
🛑২০১৯-২০ সেশনের শিক্ষার্থীরা ৬ষ্ঠ পর্বের ফলাফলে উত্তীর্ণ থাকা সাপেক্ষে বর্তমানে ৭ম পর্বের জন্য উপবৃত্তি প্রাপ্ত হবে। (শিক্ষার্থীরা বর্তমানে ৭ম পর্বে অধ্যয়নরত রয়েছে)
🔻২০২২-২৩ অর্থ বছরের আওতায় ডিপ্লোমা,
✅১। ২০২২-২৩ সেশনের শিক্ষার্থীরা ১ম পর্বের উপবৃত্তি প্রাপ্ত হবে।
✅২। ২০২১-২২ সেশনের শিক্ষার্থীরা ৩য় পর্বের উপবৃত্তি প্রাপ্ত হবে।
✅৩। ২০২০-২১ সেশনের শিক্ষার্থীরা ৫ম পর্বের উপবৃত্তি প্রাপ্ত হবে।
✅৪। ২০১৯-২০ সেশনের শিক্ষার্থীরা ৭ম পর্বের উপবৃত্তি প্রাপ্ত হবে।
আশা করা যায়,জুনের ৩য় সপ্তাহে ধাপে ধাপে শিক্ষার্থীদের সচল একাউন্ট গুলোতে উপবৃত্তির অর্থ প্রবেশ করবে।

28/05/2023

📛উপবৃত্তি নিউজ📛
২ দিন ব্যাংক ছুটি থাকার পর আজ ব্লক/বাউন্সড একাউন্টে বঞ্চিত শিক্ষার্থীদের উপবৃত্তি প্রেরণের কার্যক্রম চলমান রয়েছে। সকলকে নিজেদের একাউন্ট সচল রাখুন।

Ismartu Technology BD LTDটেকনো আইটেল মোবাইল ফ্যাক্টরী বেশ কিছু সংখক (২০০ জন) অপারেটর নেয়া হবেভাইবা আগামী 27,28 তারিখ  সক...
27/05/2023

Ismartu Technology BD LTD
টেকনো আইটেল মোবাইল ফ্যাক্টরী
বেশ কিছু সংখক (২০০ জন) অপারেটর নেয়া হবে
ভাইবা আগামী 27,28 তারিখ সকাল ১০ টায়।
বেতন :- ৮২৫০ তিন মাস পরে ৯০০০ টাকা। ওভারটাইম ঘন্টা ৫০ টাকা।
ডিউটি সকাল ৮ থেকে ৫ টা
এর পরে ডিউটি হলে সেটা ওভার টাইম
যোগ্যতা :- ssc/hsc
Diploma( যেহেতু ইঞ্জিনিয়ারিং/টেকনোলজি সাইট তাদের অভিজ্ঞতা অর্জনে কাজে লাগবে)
#সাথে প্রোয়োজনীয় কাগজ
সিভি,ছবি,সার্টিফিকেট,মার্কসীট/রেজিস্ট্রেশন কার্ড
NiD/জন্মসনদ
যার NiD কার্ড নেই অবশ্যই সাথে অর্জিনাল জন্মসনদ এবং অবশ্যই ssc/hsc/diploma যেকোন একটি রেজিস্ট্রেশন অর্জিনাল
নিয়ে আসতে হবে
অর্জিনাল না থাকলে দয়া করে কেউ আসবেন না
সব কিছুর ফটোকপি জমা দিতে হবে এবং অরজিনাল গুলো দেখাতে হবে (just for show)
অনেকে ভুয়া বা বানিয়ে কাগজ পত্র নিয়ে আসে ] এজন্য অরজিনাল দেখতে চায় সন্দেহ হলে!
ঠিকানা :- মেঘনা ইন্ডাস্টিয়াল ইকোনোমিক জোন, ত্রিপদ্রী মোঘড়াপাড়া
সোনারঁগা, নারায়নগঞ্জ
আগ্রহী গন নিম্ন নাম্বারে যোগাযোগ করবেন
01407682182
sajib

Address

Sirajganj
6730

Telephone

+8801746106281

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sirajganj Engineering posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sirajganj Engineering:

Share