
01/01/2024
#মস্তিষ্কই_ব্যবসায়_সঠিক_মূলধন, জেনে নিন।
☞ ব্যবসা করতে পুঁজি লাগে, একথা সত্য। তবে পুঁজি মানেই শুধু টাকা নয়। টাকা কেবলই পুঁজির অনুষঙ্গমাত্র। তেমনই মূল্যবান কিছু অনুষঙ্গ হচ্ছে আমাদের সময়, শ্রম, বিশ্বস্ততা প্রভৃতি। আর আসল পুঁজি বা মূলধন হচ্ছে আমাদের মস্তিষ্ক। আমাদের মস্তিষ্কের মূল্য কত জানেন? পাঁচ হাজার কোটি টাকা যা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আমরা চাইলে এইটাকেই ব্যবসায়িক মূলধন হিসেবে কাজে লাগাতে পারি।
☞ আমরা দেখেছি অনেক বড় বড় কোম্পানি, এমনকি বিশ্বজুড়ে খ্যাত কোম্পানিও ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হয়েছে সময়ের সাথে তাল মেলাতে না পেরে,যেমন Nokia (মোবাইল), Kodak (ক্যামেরা), HMT (ঘড়ি) Rajdoot (স্কুটার), Nippon (TV)।পক্ষান্তরে আর্থিক পুঁজিবিহীন কিছু ব্যবসা পৌঁছে গেছে সফলতার শিখরে। যেমন Facebook, Uber, Alibaba, Amazon, Paytm, airbnb এগুলো কেবলমাত্র একটা software এর নাম। সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারা বিজনেস এ সফল হওয়ার পূর্ব শর্ত। যা আমাদের স্বীকার করতে বাধ্য করে মস্তিষ্কই সবচেয়ে বড় মূলধন।
☞আমি ৭ বছর Medicine company তে চাকরি করেছি, খুবই সচ্ছল ভাবে জীবন অতিবাহিত করেছি, তবুও আমার কোন স্বপ্ন পূরণ হয়নি যা আমি লালন করেছি এবং আমার কোন ব্যক্তি স্বাধীনতাও ছিলোনা। কর্মজীবনের এই অভিজ্ঞতা আমাকে স্বাধীন ও সুখী জীবনের খোঁজ করিয়েছে প্রতিনিয়ত।এখন আমি একটা স্বাধীন বিজনেস প্রসেস এ কাজ করি এবং স্বাধীন জীবন উপভোগ করি। এই কাজটা পার্টটাইম বা ফুল টাইম করা যায়। চাকরিজীবী, ছাত্র-ছাত্রী, পুরুষ, মহিলা যে কেউ অফলাইনে বা ঘরে বসে অনলাইনে এই কাজটা শিখে করতে পারবেন। আপনি আগ্রহী হলে ফ্রীতেই কাজটি শিখে রাখতে পারেন ঘরে বসেই। বিস্তারিত জানতে মেসেঞ্জারে যোগাযোগ করুন।
☞ যারা চাকুরী করেন বা একটি নির্দিষ্ট উপার্জনের উপর নির্ভর করে আছেন, একটু ভাবলেই বুঝতে পারবেন সময়ের বিবর্তনে প্রতিনিয়ত কিছু নতুন খরচ বাড়ছে। (তাছাড়া চাকুরী হারানোর ঝুঁকিতো আছেই)।
ছাত্র/ছাত্রীরা পড়ালেখা শেষ করলেই যে যোগ্যতা অনুযায়ী চাকুরী পাবেন তার কোন নিশ্চয়তা নেই। প্রতিদিন বেকারত্ব বাড়ছে, পর্যাপ্ত নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। সবকিছু চিন্তা করে সামনের দিনগুলোতে আপনার পরিবারকে নিরাপদ রাখতে একটি (বিকল্প/ পার্টটাইম/ স্বাধীন) আয়ের ব্যবস্থা করে রাখা প্রয়োজন। আল্লাহতায়ালা আমাদেরকে পাঁচ হাজার কোটি টাকার যে মূলধন দিয়েছেন তা ব্যবহার করেও আমরা একটি (বিকল্প/ পার্টটাইম/ স্বাধীন) আয়ের ব্যবস্থা করে রাখতে পারি।
☞ বেশি টাকা বিনিয়োগ করে ব্যবসা করা মানে বড় ধরনের ঝুঁকির মধ্যে থাকা। তাই এমন কিছু ভাবুন যেখানে আপনার মূলধন হবে, আপনার মস্তিষ্ক আর তার অনুষঙ্গ হবে আপনার সময়, শ্রম এবং সততা।
দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, মূল্যস্ফীতি সামাল দিয়ে স্বাধীন জীবন যাপন, এবং স্বপ্নপূরণ করা অত্যন্ত দূরহ ব্যাপার। সবকিছু চিন্তা করে সামনের দিনগুলোতে আপনার পরিবারকে নিরাপদ রাখতে একটি (বিকল্প/ পার্টটাইম/ স্বাধীন) আয়ের ব্যবস্থা করে রাখা প্রয়োজন। সফল হওয়া মানে একটা ভালো চাকরি পাওয়া না। সফল হওয়া মানে সুখে থাকা৷সুখে থাকা মানে স্বাধীন জীবন উপভোগ করা। সুখে থাকা মানে আপনার সময় আপনার ইচ্ছানুযায়ী ব্যয় করা। এটা তখনই সম্ভব যখন আপনি স্বাধীন ইনকাম প্রসেস এ থাকবেন।
☞মনে রাখবেন, “সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারা বড় সফলতা!!!
বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করে গ্রুপে জয়েন করুন!!
https://chat.whatsapp.com/GUXWK7TJMLjAdfkY5OWZbC
অথবা সরাসরি ইনবক্সে নক করুন!!
MD.MAHEDI HASAN
Entrepreneur ,
Business Consultant