FLP Mahedi Hasan

FLP Mahedi Hasan Abc

 #মস্তিষ্কই_ব্যবসায়_সঠিক_মূলধন, জেনে নিন।☞ ব্যবসা করতে পুঁজি লাগে, একথা সত্য। তবে পুঁজি মানেই শুধু টাকা নয়। টাকা কেবলই প...
01/01/2024

#মস্তিষ্কই_ব্যবসায়_সঠিক_মূলধন, জেনে নিন।
☞ ব্যবসা করতে পুঁজি লাগে, একথা সত্য। তবে পুঁজি মানেই শুধু টাকা নয়। টাকা কেবলই পুঁজির অনুষঙ্গমাত্র। তেমনই মূল্যবান কিছু অনুষঙ্গ হচ্ছে আমাদের সময়, শ্রম, বিশ্বস্ততা প্রভৃতি। আর আসল পুঁজি বা মূলধন হচ্ছে আমাদের মস্তিষ্ক। আমাদের মস্তিষ্কের মূল্য কত জানেন? পাঁচ হাজার কোটি টাকা যা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আমরা চাইলে এইটাকেই ব্যবসায়িক মূলধন হিসেবে কাজে লাগাতে পারি।

☞ আমরা দেখেছি অনেক বড় বড় কোম্পানি, এমনকি বিশ্বজুড়ে খ্যাত কোম্পানিও ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হয়েছে সময়ের সাথে তাল মেলাতে না পেরে,যেমন Nokia (মোবাইল), Kodak (ক্যামেরা), HMT (ঘড়ি) Rajdoot (স্কুটার), Nippon (TV)।পক্ষান্তরে আর্থিক পুঁজিবিহীন কিছু ব্যবসা পৌঁছে গেছে সফলতার শিখরে। যেমন Facebook, Uber, Alibaba, Amazon, Paytm, airbnb এগুলো কেবলমাত্র একটা software এর নাম। সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারা বিজনেস এ সফল হওয়ার পূর্ব শর্ত। যা আমাদের স্বীকার করতে বাধ্য করে মস্তিষ্কই সবচেয়ে বড় মূলধন।

☞আমি ৭ বছর Medicine company তে চাকরি করেছি, খুবই সচ্ছল ভাবে জীবন অতিবাহিত করেছি, তবুও আমার কোন স্বপ্ন পূরণ হয়নি যা আমি লালন করেছি এবং আমার কোন ব্যক্তি স্বাধীনতাও ছিলোনা। কর্মজীবনের এই অভিজ্ঞতা আমাকে স্বাধীন ও সুখী জীবনের খোঁজ করিয়েছে প্রতিনিয়ত।এখন আমি একটা স্বাধীন বিজনেস প্রসেস এ কাজ করি এবং স্বাধীন জীবন উপভোগ করি। এই কাজটা পার্টটাইম বা ফুল টাইম করা যায়। চাকরিজীবী, ছাত্র-ছাত্রী, পুরুষ, মহিলা যে কেউ অফলাইনে বা ঘরে বসে অনলাইনে এই কাজটা শিখে করতে পারবেন। আপনি আগ্রহী হলে ফ্রীতেই কাজটি শিখে রাখতে পারেন ঘরে বসেই। বিস্তারিত জানতে মেসেঞ্জারে যোগাযোগ করুন।

☞ যারা চাকুরী করেন বা একটি নির্দিষ্ট উপার্জনের উপর নির্ভর করে আছেন, একটু ভাবলেই বুঝতে পারবেন সময়ের বিবর্তনে প্রতিনিয়ত কিছু নতুন খরচ বাড়ছে। (তাছাড়া চাকুরী হারানোর ঝুঁকিতো আছেই)।
ছাত্র/ছাত্রীরা পড়ালেখা শেষ করলেই যে যোগ্যতা অনুযায়ী চাকুরী পাবেন তার কোন নিশ্চয়তা নেই। প্রতিদিন বেকারত্ব বাড়ছে, পর্যাপ্ত নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। সবকিছু চিন্তা করে সামনের দিনগুলোতে আপনার পরিবারকে নিরাপদ রাখতে একটি (বিকল্প/ পার্টটাইম/ স্বাধীন) আয়ের ব্যবস্থা করে রাখা প্রয়োজন। আল্লাহতায়ালা আমাদেরকে পাঁচ হাজার কোটি টাকার যে মূলধন দিয়েছেন তা ব্যবহার করেও আমরা একটি (বিকল্প/ পার্টটাইম/ স্বাধীন) আয়ের ব্যবস্থা করে রাখতে পারি।

☞ বেশি টাকা বিনিয়োগ করে ব্যবসা করা মানে বড় ধরনের ঝুঁকির মধ্যে থাকা। তাই এমন কিছু ভাবুন যেখানে আপনার মূলধন হবে, আপনার মস্তিষ্ক আর তার অনুষঙ্গ হবে আপনার সময়, শ্রম এবং সততা।

দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, মূল্যস্ফীতি সামাল দিয়ে স্বাধীন জীবন যাপন, এবং স্বপ্নপূরণ করা অত্যন্ত দূরহ ব্যাপার। সবকিছু চিন্তা করে সামনের দিনগুলোতে আপনার পরিবারকে নিরাপদ রাখতে একটি (বিকল্প/ পার্টটাইম/ স্বাধীন) আয়ের ব্যবস্থা করে রাখা প্রয়োজন। সফল হওয়া মানে একটা ভালো চাকরি পাওয়া না। সফল হওয়া মানে সুখে থাকা৷সুখে থাকা মানে স্বাধীন জীবন উপভোগ করা। সুখে থাকা মানে আপনার সময় আপনার ইচ্ছানুযায়ী ব্যয় করা। এটা তখনই সম্ভব যখন আপনি স্বাধীন ইনকাম প্রসেস এ থাকবেন।

☞মনে রাখবেন, “সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারা বড় সফলতা!!!

বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করে গ্রুপে জয়েন করুন!!

https://chat.whatsapp.com/GUXWK7TJMLjAdfkY5OWZbC

অথবা সরাসরি ইনবক্সে নক করুন!!

MD.MAHEDI HASAN
Entrepreneur ,
Business Consultant

উদ্দ্যোক্তা সম্মেলন,রাজশাহী!!!
27/07/2023

উদ্দ্যোক্তা সম্মেলন,রাজশাহী!!!

18/07/2023
ভোলা টু বরিশাল স্পিডবোট ভ্রমণ অসাধারণ!!!
16/07/2023

ভোলা টু বরিশাল স্পিডবোট ভ্রমণ অসাধারণ!!!

চেস্টা এবং সঠিক সিদ্ধান্ত সফলতার মূলমন্ত্র  !!!====================================এই পৃথিবীর বুকে কোন কাজই সহজ নয়,প্রত্...
09/07/2023

চেস্টা এবং সঠিক সিদ্ধান্ত সফলতার মূলমন্ত্র !!!
====================================
এই পৃথিবীর বুকে কোন কাজই সহজ নয়,প্রত্যেকটা কাজই অনেক কঠিন।কিন্তু মুল বিষয় হলো যে, কে কত বেশি তার কাজকে গুরুত্ব দিচ্ছে,কত বেশি মনোযোগ দিয়ে তার কাজটাকে আয়ত্ব করছে,কাজ যত কঠিনই হোক না কেন আপনি যদি কাজটাকে আপনার আয়ত্তে নিতে পারেন অর্থাৎ শিখতে পারেন তাহলে পৃথীবির সবচেয়ে সহজ কাজ হয়ে যায় আপনার ঐ কঠিন কাজটাই।উদাহরন:আপনে একটু চিন্তা করেন তো একজন হোন্ডার মেকার যে কখনো স্কুলে গেল না সে কিভাবে হোন্ডাকে খুলে আবার জোরা লাগিয়ে দিচ্ছে,অথচ এই কাজটা করার কথা ছিল একজন ইন্জিনিয়ারের, কিন্তুু কিভাবে একজন কম শিক্ষিত বা অশিক্ষিত লোক এই কাজটা করে দিচ্ছে ? আপনে কাজটা পারেন কি না একটু চিন্তা করেন তো?একটা মানুষ যে কখন স্কুলে গেল না পড়াশোনা করলো না সে লন্ডন থেকে ২ বছর পর ঘুরে এসে সবসময় ইংলিশে কথা বলে,একজন কখনও আরবি পড়লো না পড়তে জানেও না কিন্তু দুই বছর সৌদিতে কাজ করে আসার পর কিভাবে আরবিতে কথা বলে,কিন্তু আমি আপনি তো অনেক শিক্ষিত কিন্ত আরবি বা ইংলিশে কথা বলতে পারিনা কেন?কারন হলো পরিবেশ আপনে যখন যে পরিবেশে থাকবেন আপনি সেই ভাবেই গড়ে উঠবেন।তাই কোন কাজ শুরু করার আগেই এত বেশি চিন্তা নয় শুরু করে তার পর চিন্তা করুন এখন কিভাবে এই কাজটা সম্পাদন করা যায়।আসুন আমরা নিজেকে তৈরি করি।আর নিজের সফলতা নিজে অর্জন করে নেই। তা না হলে চিন্তা করতে করতে জীবন চলে যাবে, শেষে আর কিছুই করার থাকবে না!!!!

========================
রাজশাহী উদ্দ্যোক্তা সম্মেলন
স্থান :রাজশাহী C & B মোর
হোটেল রেইনী পার্ক,রাজশাহী।

জাপান, কোরিয়া বা চায়নাতে নাম বলতে কিছু নেই,ওরা বাচ্চা হওয়ার পর হাত থেকে একটা স্টিলের বাটি ফেলে দেয়, তারপর যে আওয়াজ টা হয়...
08/07/2023

জাপান, কোরিয়া বা চায়নাতে নাম বলতে কিছু নেই,
ওরা বাচ্চা হওয়ার পর হাত থেকে একটা স্টিলের বাটি ফেলে দেয়, তারপর যে আওয়াজ টা হয় ওইটাই নাম হিসেবে রাখে।

চিং চাং চুং! :)ওয়াং চিং পং😀ডিং,ডাং,ডুং ইত্যাদি..

07/07/2023

পিছনে ইচ্ছামত বদনাম করে,আর সামনে খুব আন্তরিকতা দেখায় এরকম মানুষ নামের জানোয়ার থেকে সাবধান,এরা প্রকাশ্য শত্রুর চেয়েও অনেক ভয়ংকর হয়!!!

সাধু সাবধান!!!===================[[
05/07/2023

সাধু সাবধান!!!
===================[[

 # ধৈর্য্য থাকলে পোস্ট টি পড়বেন।ঘটনা থেকে শেখার আছে অনেক কিছু....♦২ টি ঘটনা: ১. Yahoo কোম্পানি Google কে প্রত্যাখ্যান কর...
04/07/2023

# ধৈর্য্য থাকলে পোস্ট টি পড়বেন।
ঘটনা থেকে শেখার আছে অনেক কিছু....

♦২ টি ঘটনা:
১. Yahoo কোম্পানি Google কে প্রত্যাখ্যান করেছিল
২. Nokia কোম্পানি Android কে প্রত্যাখ্যান করেছিল

♥ কি শিখলাম:
২টি কোম্পানি আজ মার্কেটে খুব খারাপ অবস্থায় আছে
√ সময়ের সাথে নিজেকে আপডেট করুন, অন্যথায় আপনি টিকতে পারবেন না।
√ কোন ঝুঁকি না নেওয়া সবচেয়ে বড় ঝুঁকি। ঝুঁকি নিন এবং নতুন প্রযুক্তি গ্রহণ করুন।

♦আরো ২ টি ঘটনা:
১. Google কোম্পানি YouTube এবং Android কিনে নিয়েছে।
২. Facebook কোম্পানি Instagram এবং WhatsApp কিনে নিয়েছে।

♥ কি শিখলাম:
√এত শক্তিশালী হয়ে যান যে আপনার শত্রুরা আপনার মিত্র হয়ে যায়।
√দ্রুত বড় হয়ে উঠুন। প্রতিযোগিতা আপনাথেকেই নির্মুল হয়ে যাবে।

♦আরো ২ টি ঘটনা:
১. বারাক ওবামা একজন আইসক্রিম বিক্রেতা ছিলেন।
২. এলন মাস্ক ছিলেন একটি কাঠের কারখানার শ্রমিক।

♥ কি শিখলাম:
√মানুষের অতীত কাজের ভিত্তিতে বিচার করবেন না।
√ আপনার বর্তমান আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে না, আপনার সাহস এবং কঠোর পরিশ্রম তা নির্ধারণ করে।

♦আরো ২ টি ঘটনা:
১. কর্নেল স্যান্ডার্স ৬৫ বছর বয়সে KFC তৈরি করেছিলেন।
২. KFC কর্তৃক প্রত্যাখ্যাত জ্যাক মা আলিবাবা প্রতিষ্ঠা করেন।

♥ কি শিখলাম:
√বয়স শুধুমাত্র একটি সংখ্যা - আপনি যে কোন বয়সে সফল হতে পারেন।
√জীবনে কখনো হাল ছাড়বেন না - কেবল মাত্র তারাই জয়ী হবেন যারা কখনো হাল ছাড়েননি।

♦ আরো ২ টি শেষ ঘটনা:
১. ফেরারির মালিক একজন ট্রাক্টর প্রস্তুতকারককে অপমান করেছিলেন।
২. সেই ট্র্যাক্টর নির্মাতা ল্যাম্বোরগিনি তৈরি করেছেন।

♥ কি শিখলাম:
√ কখনই কাউকে অবমূল্যায়ন করবেন না বা অসম্মান করবেন না।
√ সাফল্য হল সেরা প্রতিশোধ।

★ আপনি যে কোন বয়সে এবং যেকোনো পটভূমি থেকে সফল হতে পারেন।
★ সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখুন, স্বপ্ন দেখুন, লক্ষ্য স্থির করুন,এবং কঠোর পরিশ্রম করুন।
কখনোই হাল ছাড়বেন না, জীবনে আশা হারাবেন না।

আসসালামু আলাইকুম,সবাইকে ঈদুল আযহার অগ্রিম শুভেচ্ছা....…......ঈদ আনান্দে আনন্দময় হয়ে উঠুক সবার জীবন!!""
28/06/2023

আসসালামু আলাইকুম,
সবাইকে ঈদুল আযহার অগ্রিম শুভেচ্ছা....…......
ঈদ আনান্দে আনন্দময় হয়ে উঠুক সবার জীবন!!""

স্বপ্ন আপনার,এটাকে পুর্ণ করার দায়িত্বটাও আপনার!================>================আপনার ড্রিমগুলো কি এতই সস্তা, যে কেউ যখন...
27/06/2023

স্বপ্ন আপনার,এটাকে পুর্ণ করার দায়িত্বটাও আপনার!
================>================
আপনার ড্রিমগুলো কি এতই সস্তা, যে কেউ যখন তখন এসে নাড়িয়ে দিয়ে আপনাকে হতাশ করে দিতে পারে? কার এত ঠ্যাকা পড়েছে আপনাকে নিয়ে ভাবার? কার এত সাধ্য আছে আপনাকে হতাশ করার? কারই বা এত ক্ষমতা আছে আপনাকে সুখী কিংবা সফল করার? ভাই , এত ইমোশনাল কেন আপনি? আপনার লাইফটা কি ১ টাকার বেলুন? কেউ একজন ফুঁ দিয়ে বাতাস ঢুকালে ফুলে যায়, আবার কেউ সুঁই দিয়ে ছোট একটা ছিদ্র করলেই ফুলানো বেলুন চুপসে যায়? এত সস্তা কেন বানাচ্ছেন লাইফকে?

চালের সাথে ডাল মিশিয়ে কেউ কেউ চোখ বন্ধ করে স্বপ্ন দেখে একটু পরেই কাচ্চি বিরানী হয়ে যাবে, তাহলে তাকে কী বলা যায়? সোজা বাংলায় বলদ। আপনি যা করবেন তাই তো ফেরত পাবেন। কম্পিউটারে শাকিব খানের সিনেমা ডাউনলোড করে, ফোল্ডারে সালমান খানের ছবি খুঁজলে আপনাকে কী বলা যায়? আমি এগুলোকে স্বপ্ন বলি না। এগুলোকে বলি আঁতেল।

ব্যাংক একাউন্ট একটা খুলে রেখেছেন বলেই কি সেখানে অটো টাকা জমতে থাকবে? আরে ভাই, আপনাকে প্রতি মাসে সেখানে টাকা জমা দিয়ে আসতে হবে। তবেই সেখানে টাকা জমবে। লাইফটা আপনার, কাজগুলোও আপনাকে করতে হবে। বড় বড় স্বপ্ন দেখে কেউ বড় কিছু অর্জন করেনি। যা হওয়ার স্বপ্ন দেখছেন তা পূরণ করার মত ইফোর্ট আপনি দিতে পারবেন কিনা তা আগে ঠিক করুন।

লাইফে কারা বেশি হতাশ হয় জানেন? ঐ যে চাল আর ডাল মিক্স করে যারা কাচ্চি বিরানী হবে বলে আশা করে তারা। পুকুর পাড়ে বসে যতই বোয়াল মাছ ধরার স্বপ্ন দেখেন না কেন, সেই পুকুরের বোয়াল মাছ এসে আপনার সামনে বসে থাকবেনা। আপনাকে কাদা পানিতে জাল নিয়ে নামতে হবে তবেই বোয়াল মাছ খাওয়ার স্বপ্ন পূরণ হবে।ল

আরে রাখেন ভাই আপনার হাই ক্লাস চিন্তা আর উচ্চাভিলাষী স্বপ্ন! কেউ একজন মাইক্রোফোন হাতে নিয়ে মোটিভেশনাল স্পিচ দিয়ে বলতে লাগলো - 'লাইফে বড় কিছু করতে হলে বড় স্বপ্ন দেখতে হবে।" আর আপনিও মোটিভেটেড হয়ে ভাড়া বাসায় ৫০০০ টাকা বাসা ভাড়া বাকি রেখে আমেরিকায় ৫ কোটি টাকার ডুপ্লেক্স বাড়ি করার স্বপ্ন দেখছেন। আবার কোনো এক বুদ্ধিজীবী এসে আপনাকে বলে গেল - 'ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা ভালো না', আর আপনিও সাথে সাথে বড় সফলতার যোগ্যতা থাকা সত্ত্বেও স্বপ্ন দেখা বন্ধ করে দিলেন। হ্যালো ডিয়ার, লাইফটা কি আপনার নাকি অন্য কারো?

যা হতে চান তা আপনি অবশ্যই হতে পারবেন তবে ছোট্ট একটা শর্ত - আপনাকে অবশ্যই সেটা না হওয়া পর্যন্ত লেগে থাকতে হবে। এই লেগে থাকার মানসিকতা থাকেনা বলেই আমরা দুনিয়ার সব কাজ করি অথচ কোনো কাজেই সফল হতে পারিনা। এতটাই অধৈর্য আমরা, চুষে খাওয়ার সিভিট ও আমরা অল্প একটু চুষে দাঁত দিয়ে চিবিয়ে ভেঙে খেয়ে ফেলি। স্বপ্ন সেটার জন্যই দেখুন যেটা পূরণ করার জন্য আপনি হাইয়েস্ট সেক্রিফাইজ করতে পারবেন। স্বপ্ন দেখা থেকে শুরু করে পূরণ হওয়ার আগ পর্যন্ত পৃথিবীতে অনেক কিছুই ঘটে যাবে, অনেকে আপনাকে পাগলও বলবে, কেউ কেউ আপনাকে হতাশও করবে। এসব মেনে নিতে না পারলে ঘরেই বসে থাকুন। স্বপ্ন পূরণ করা আপনার কাজ না। আর এসব মেনে নিয়ে জাম্প দিতে পারলে, স্বপ্ন আপনার পূরণ হবেই। আপনার স্বপ্ন নিয়ে কাউকে নেগেটিভ বলার ফ্লোর দিবেন না। ওরা আপনাকে নিয়ে যায় বলুক, যায় করুক, ব্যঙ্গ বিদ্রুপ যা খুশি করতে দিন কিন্তু আপনাকে থামিয়ে দেয়ার ক্ষমতা যেন কারো হাতে আপনি তুলে না দেন৷।

 #মস্তিষ্কই_ব্যবসায়_সঠিক_মূলধন, জেনে নিন।📌 ব্যবসা করতে পুঁজি লাগে, একথা সত্য। তবে পুঁজি মানেই শুধু টাকা নয়। টাকা কেবলই প...
20/06/2023

#মস্তিষ্কই_ব্যবসায়_সঠিক_মূলধন, জেনে নিন।
📌 ব্যবসা করতে পুঁজি লাগে, একথা সত্য। তবে পুঁজি মানেই শুধু টাকা নয়। টাকা কেবলই পুঁজির অনুষঙ্গমাত্র। তেমনই মূল্যবান কিছু অনুষঙ্গ হচ্ছে আমাদের সময়, শ্রম, বিশ্বস্ততা প্রভৃতি। আর আসল পুঁজি বা মূলধন হচ্ছে আমাদের মস্তিষ্ক। আমাদের মস্তিষ্কের মূল্য কত জানেন? পাঁচ হাজার কোটি টাকা যা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আমরা চাইলে এইটাকেই ব্যবসায়িক মূলধন হিসেবে কাজে লাগাতে পারি।

📌 আমরা দেখেছি অনেক বড় বড় কোম্পানি, এমনকি বিশ্বজুড়ে খ্যাত কোম্পানিও ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হয়েছে সময়ের সাথে তাল মেলাতে না পেরে,যেমন Nokia (মোবাইল), Kodak (ক্যামেরা), HMT (ঘড়ি) Rajdoot (স্কুটার), Nippon (TV)।পক্ষান্তরে আর্থিক পুঁজিবিহীন কিছু ব্যবসা পৌঁছে গেছে সফলতার শিখরে। যেমন Facebook, Uber, Alibaba, Amazon, Paytm, airbnb এগুলো কেবলমাত্র একটা software এর নাম। সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারা বিজনেস এ সফল হওয়ার পূর্ব শর্ত। যা আমাদের স্বীকার করতে বাধ্য করে মস্তিষ্কই সবচেয়ে বড় মূলধন।

📌 আমি ৭ বছর Medicine company তে চাকরি করেছি, খুবই সচ্ছল ভাবে জীবন অতিবাহিত করেছি, তবুও আমার কোন স্বপ্ন পূরণ হয়নি যা আমি লালন করেছি এবং আমার কোন ব্যক্তি স্বাধীনতাও ছিলোনা। কর্মজীবনের এই অভিজ্ঞতা আমাকে স্বাধীন ও সুখী জীবনের খোঁজ করিয়েছে প্রতিনিয়ত।এখন আমি একটা স্বাধীন বিজনেস প্রসেস এ কাজ করি এবং স্বাধীন জীবন উপভোগ করি। এই কাজটা পার্টটাইম বা ফুল টাইম করা যায়। চাকরিজীবী, ছাত্র-ছাত্রী, পুরুষ, মহিলা যে কেউ অফলাইনে বা ঘরে বসে অনলাইনে এই কাজটা শিখে করতে পারবেন। আপনি আগ্রহী হলে ফ্রীতেই কাজটি শিখে রাখতে পারেন ঘরে বসেই। বিস্তারিত জানতে মেসেঞ্জারে যোগাযোগ করুন।

📌 যারা চাকুরী করেন বা একটি নির্দিষ্ট উপার্জনের উপর নির্ভর করে আছেন, একটু ভাবলেই বুঝতে পারবেন সময়ের বিবর্তনে প্রতিনিয়ত কিছু নতুন খরচ বাড়ছে। (তাছাড়া চাকুরী হারানোর ঝুঁকিতো আছেই)।
ছাত্র/ছাত্রীরা পড়ালেখা শেষ করলেই যে যোগ্যতা অনুযায়ী চাকুরী পাবেন তার কোন নিশ্চয়তা নেই। প্রতিদিন বেকারত্ব বাড়ছে, পর্যাপ্ত নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। সবকিছু চিন্তা করে সামনের দিনগুলোতে আপনার পরিবারকে নিরাপদ রাখতে একটি (বিকল্প/ পার্টটাইম/ স্বাধীন) আয়ের ব্যবস্থা করে রাখা প্রয়োজন। আল্লাহতায়ালা আমাদেরকে পাঁচ হাজার কোটি টাকার যে মূলধন দিয়েছেন তা ব্যবহার করেও আমরা একটি (বিকল্প/ পার্টটাইম/ স্বাধীন) আয়ের ব্যবস্থা করে রাখতে পারি।

📌 বেশি টাকা বিনিয়োগ করে ব্যবসা করা মানে বড় ধরনের ঝুঁকির মধ্যে থাকা। তাই এমন কিছু ভাবুন যেখানে আপনার মূলধন হবে, আপনার মস্তিষ্ক আর তার অনুষঙ্গ হবে আপনার সময়, শ্রম এবং সততা।

দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, মূল্যস্ফীতি সামাল দিয়ে স্বাধীন জীবন যাপন, এবং স্বপ্নপূরণ করা অত্যন্ত দূরহ ব্যাপার। সবকিছু চিন্তা করে সামনের দিনগুলোতে আপনার পরিবারকে নিরাপদ রাখতে একটি (বিকল্প/ পার্টটাইম/ স্বাধীন) আয়ের ব্যবস্থা করে রাখা প্রয়োজন। সফল হওয়া মানে একটা ভালো চাকরি পাওয়া না। সফল হওয়া মানে সুখে থাকা৷সুখে থাকা মানে স্বাধীন জীবন উপভোগ করা। সুখে থাকা মানে আপনার সময় আপনার ইচ্ছানুযায়ী ব্যয় করা। এটা তখনই সম্ভব যখন আপনি স্বাধীন ইনকাম প্রসেস এ থাকবেন।

📌 মনে রাখবেন, “সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারা বড় সফলতা”।
বিস্তারিত জানতে মেসেঞ্জারে যোগাযোগ করুন।
ধন্যবাদ।

MD.MAHEDI HASAN
Entrepreneur,
Business Consultant.

Address

Rajshahi
Sirajganj
6770

Alerts

Be the first to know and let us send you an email when FLP Mahedi Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to FLP Mahedi Hasan:

Share