Islamic Knowledge

Islamic Knowledge MM Mahdi Hasan
(1)

দুঃখ কষ্ট সহ্য করা মানুষগুলো নিশ্চিত একদিন সুখ সাগরে সাঁতার কাটবেই, পক্ষান্তরে যারা মানুষকে দুঃখ-কষ্ট দিয়ে থাকে! দুঃখ ক...
12/08/2025

দুঃখ কষ্ট সহ্য করা মানুষগুলো নিশ্চিত একদিন সুখ সাগরে সাঁতার কাটবেই, পক্ষান্তরে যারা মানুষকে দুঃখ-কষ্ট দিয়ে থাকে! দুঃখ কষ্টের কারণ হয় কোনদিনও তারা সুখী হতে পারে না !!

মানুষের মনের মধ্যে এমনভাবেনিজের জন্য জায়গা করে নাওযেন তুমি মরে গেলে তোমার জন্যতারা দুয়া করে আর বেঁচেথাকলে তোমাকে ভালবাসে...
12/08/2025

মানুষের মনের মধ্যে এমনভাবে
নিজের জন্য জায়গা করে নাও
যেন তুমি মরে গেলে তোমার জন্য
তারা দুয়া করে আর বেঁচে
থাকলে তোমাকে ভালবাসে।
এতটুকু চাওয়া পাওয়ার আশা বুকে নিয়ে জীবন পথে এগিয়ে চলা আমি এক সৈনিক,,,,,,,

নিচের ছবিতে বর্তমান প্রেক্ষাপটের কিছু একটা ইশারা বন্ধুরা জানতে ইচ্ছে করে এই টপগুলো কি বুঝাতে চায় কমেন্টে জানাবেন আশা কর...
11/08/2025

নিচের ছবিতে বর্তমান প্রেক্ষাপটের কিছু একটা ইশারা বন্ধুরা জানতে ইচ্ছে করে এই টপগুলো কি বুঝাতে চায় কমেন্টে জানাবেন আশা করছি 🙏🙏

বর্তমান সমাজে বেইমান আর স্বার্থপর মানুষগুলোই দেখছি ভালো আছে!! বাট জীবন যুদ্ধে হেরে যাচ্ছে শুধু সৎ ও বিশ্বাসী মানুষগুলা! ...
10/08/2025

বর্তমান সমাজে বেইমান আর স্বার্থপর মানুষগুলোই দেখছি ভালো আছে!!
বাট জীবন যুদ্ধে হেরে যাচ্ছে শুধু সৎ ও বিশ্বাসী মানুষগুলা! 😭

তবুও বলবো ভালো থাকুক সমস্ত বেইমান আর স্বার্থপর মানুষেরা,,

নিত্যনতুন বন্ধু তৈরি করা খুবই সহজ একটি কাজকোন ক'ঠি'ন কাজ নয়।কিন্তু! একটি বন্ধুকে সারাজীবন-টিকিয়ে রাখাতে পারা জীবন যু'দ্ধ...
10/08/2025

নিত্যনতুন বন্ধু তৈরি করা
খুবই সহজ একটি কাজ
কোন ক'ঠি'ন কাজ নয়।
কিন্তু! একটি বন্ধুকে সারাজীবন-
টিকিয়ে রাখাতে পারা
জীবন যু'দ্ধে'র সেরা জয়।

বন্ধুত্বের মুল্য শুধু তারাই জানে
যারা বন্ধু হিসেবে পেয়েছে তেমন কাউকে,
কিংবা নিজে হতে পেরেছে
বন্ধুত্বের ডোরে বেঁধে রাখকু সবাই সবাইকে।

সেই যথার্থ মানুষ যে জীবনের পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সাথে নিজেও পরিবর্তিত হয়েছে !!
09/08/2025

সেই যথার্থ মানুষ যে জীবনের পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সাথে নিজেও পরিবর্তিত হয়েছে !!

যতদিন বেঁচে থাকা ততদিন কত আপনজন পর হয়ে যাবে, কত বিশ্বাসী ভেঙে দেবে বিশ্বাস, কত স্নেহের ধন ধরবে রুদ্রমূর্তি, কত চেনা হয়...
08/08/2025

যতদিন বেঁচে থাকা ততদিন কত আপনজন পর হয়ে যাবে, কত বিশ্বাসী ভেঙে দেবে বিশ্বাস, কত স্নেহের ধন ধরবে রুদ্রমূর্তি, কত চেনা হয়ে যাবে অচেনা।
___হ্যা জানি আমি একদিন এভাবেই হয়ে যাব অচিনপুরের কেউ,,, তবুও যদি কখনো হৃদয়ে ইকটু কড়ানাড়ে,,, আমার হয়ে প্রভুর কাছে ইকটু ক্ষমা চেয়ে দিতে পারবেন না,,, 😪😪

জীবন চলার পথে বাঁধা আসতেই পারে তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই, যেখানে বাঁধা আসবে সেখান থেকেই আবার শুরু করতে হবে। এটা...
08/08/2025

জীবন চলার পথে বাঁধা আসতেই পারে তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই, যেখানে বাঁধা আসবে সেখান থেকেই আবার শুরু করতে হবে। এটাই সফল হওয়ার একমাত্র উপায়!!!

বর্তমান সমাজ ব্যাবস্থা এমনআপনি যদি কাউকে বেশী সহানুভোতি প্রদর্শন করেন তাহলে তার কাছে নিশ্চিত ভাবে একদিন আপনার কদর কমে যা...
08/08/2025

বর্তমান সমাজ ব্যাবস্থা এমন
আপনি যদি কাউকে বেশী
সহানুভোতি প্রদর্শন করেন
তাহলে তার কাছে নিশ্চিত ভাবে একদিন আপনার কদর কমে যাবে।।

পৃথিবিতে সব চাইতে কঠিন কাজ হল নিজে সংশোধন হওয়া আর সব চাইতে সহজ কাজ হল অন্যের সমলোচনা করা.........যে গুনাহের ক্ষমা নেই, এ...
07/08/2025

পৃথিবিতে সব চাইতে কঠিন কাজ হল নিজে সংশোধন হওয়া আর সব চাইতে সহজ কাজ হল অন্যের সমলোচনা করা.........যে গুনাহের ক্ষমা নেই, এমন কাজ থেকে মহান প্রভু যেন আমাদের সবাই কে হেফাজত করুন আমিন,,

শারীরিক সুস্থতা আর দৈহিক শক্তি যতই থাক না কেন, যদি মহান স্রষ্টার কৃপা না হতো অর্ধমৃত ঘুম ভেঙে সুন্দর প্রভাত দেখার তাওফিক...
06/08/2025

শারীরিক সুস্থতা আর দৈহিক শক্তি যতই থাক না কেন, যদি মহান স্রষ্টার কৃপা না হতো অর্ধমৃত ঘুম ভেঙে সুন্দর প্রভাত দেখার তাওফিক হতো না! তাই প্রভুর শুকরিয়া ❤️❤️ আলহামদুলিল্লাহ ❤️❤️

Address

Solanga
Sirajganj
6700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Knowledge posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share