cute cela

cute cela gaming funny video block

10/09/2023

ছেলে শ্বশুরবাড়ী যাবে।🥰
বুদ্ধিশুদ্ধি একটু কম🤤 তাই মা তাকে ভাল করে শিখিয়ে দিল।
বলল, তোর শ্বশুরের অসুখ তাই আগে তাকে গিয়ে জিজ্ঞেস করবি কেমন আছেন।
উনি হয়তো বলবেন ভাল। তখন বলবি এইটাই তো আমাদের কাম্য।
তারপর তিনি কি পথ্য করছেন জানতে চাইবি।
তিনি কিছু একটা বলবেন, তুই তখন বলবি অতি উপাদেয় পখ্য, রোজ খেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন আসা করি।
তারপর জিজ্ঞেস করবি কোন ডাক্তার তার চিকিৎসা করছেন।
ডাক্তারের নাম শুনে বলতে পারবি তো, "দারুন ডাক্তার, খুব তারাতাড়ি ভাল হয়ে যাবেন !"
আর সব সময় হাসি, 😊হাসি মুখ করে থাকবি কেমন।😊
মা নেওটা ছেলে ঘাড় নেড়ে বেরিয়ে পড়ল।
শ্বশুর মশাই রোগের জ্বালায় বিছানায় শুয়ে ছটফট করছেন।😔
জামাই ঘরে ঢূকে, হাসতে,হাসতে জিজ্ঞেস করল,কেমন আছেন বাবা ?
শ্বশুরঃ- আর বাঁচার ইচ্ছা নেই, এবার মরলেই বাঁচি।
জামাইঃ- এটাই তো আমাদের কাম্য। তা কি পথ্য করছেন এখন আপনি ?
শ্বশুরঃ- (চটে গিয়ে) ঘোড়ার ডিম।
জামাইঃ- বাঃ,বাঃ,অতি উপাদেয় পথ্য,রোজ খেয়ে যান ভাল হয়ে যাবেন আসা করি। আবার হাঁসতে-হাঁসতে তা ইয়ে কোন ডাক্তারকে দেখাচ্ছেন?
শ্বশুরঃ- (আরও চটে) যম।
জামাইঃ- খুব ভাল ডাক্তার, বেশ নাম করা ডাক্তার, আপনি কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে 😁😁

10/09/2023

তিন দোস্ত
তিন বন্ধু একটি হাইরাইজ বিল্ডিংয়ের ৬০ তলায় থাকে। তারা তিনজন প্রতিদিন লিফট দিয়ে বাসায় আসা-যাওয়া করে🙄। সেদিন রাতে বাইরের এক চাইনিজ হোটেলে রাতের ডিনার করে তাদের ফিরতে বেশ দেরি হয়ে গেল।🙄 অনেক রাত বিধায় লিফট বন্ধ করে লিফটম্যান বাসায় চলে গিয়েছে😠। তাদের আজ সিঁড়ি দিয়েই উঠতে হবে। তখন এক বন্ধু বলল,😊 ‘আমাদের মধ্য থেকে দুইজন দুইটা হাসির গল্প বলবে,😌 আর একজন একটা কষ্টের গল্প বলবে।🥺 তাহলে আমরা গল্পগুলো এনজয় করতে করতে ৬০ তলায় পৌঁছে যাব।’ প্রথম জন একটা হাসির গল্প বলল, গল্প শেষ হতে হতে তারা ২৫ তলায় পৌঁছে গেল। আর একজন আরেকটি হাসির গল্প বলল, গল্প শুনতে শুনতে তারা ৫৫ তলায় পৌঁছে গেল।🥰

এবার তৃতীয় বন্ধুর কষ্টের গল্পের পালা। তৃতীয় বন্ধু বলল, ‘কষ্টের গল্প আর কী বলব, আমরা তো ফ্ল্যাটের চাবি ওই চাইনিজ হোটেলে ফেলে এসেছি😆😆😁😁😁😁😁😡

গল্প ছিল তোমাকে নিয়ে🥰,, কবিতা ছিলাম আমি,, 😌দুঃখ দিয়ে চলে গেলে 🥺,, ভুলিতে পারিনি আমি 🥺🥹
10/09/2023

গল্প ছিল তোমাকে নিয়ে🥰,, কবিতা ছিলাম আমি,, 😌দুঃখ দিয়ে চলে গেলে 🥺,, ভুলিতে পারিনি আমি 🥺🥹

08/09/2023

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when cute cela posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share