15/04/2025
তিন সত্য -২৫
১। জাপানীরা বলে, ভুল ট্রেনে উঠে পড়লে সবচে কাছের স্টেশনে নেমে পড়ুন। নয়ত ফেরা কঠিন হবে। ভুল সম্পর্কে জড়ালেও তাই করা উচিত। নয়ত জীবন দুঃসহ হবে।
২। আমরা মলাট দেখে বই কিনে এনে পড়ার পর বুঝি টাকাটা গোল্লায় গেছে।একইভাবে বাহ্যিক রূপ দেখে সঙ্গী বেছে বুঝি জীবন গোল্লায় গেছে।
৩। শহরের সবচে স্মার্ট ছেলেটিও ঘুমানোর সময় নাক ডাকতে পারে। সবচে রূপবতী মেয়েটিও ঘুমের মধ্যে বালিশে লালা ঝরাতে পারে।এসব বাস্তবতা মেনে নিতে হবে।পারফেক্ট জীবনসঙ্গী বলে কিছু নেই।
#আসুনমায়াছড়াই
#তিনসত্য
©Badal Sayed