30/11/2025
**অনুগল্প**
কোনো কিছু নিয়ে অতিরিক্ত আশা না করাই ভালো। ভাবতে থাকেন সবই আপনার মনমতো হবে, কারো ওপর ভরসা রেখে মনে মনে ধরে নেন—অবশ্যই হয়ে যাবে। কিন্তু দিনের শেষে দেখেন, ঠিক উল্টোই হল। তাই কাউকে কেন্দ্র করে বাড়তি আশা কখনো করবেন না। শেষ পর্যন্ত মন খারাপের কারণ শুধু আপনিই হয়ে থাকবেন।
নিজের যা আছে, সেটাকেই গ্রহণ করুন। দেখবেন—মন হালকা হবে, জীবনটাও ভালো কাটবে। চলতে চলতেই মানুষ অনেক কিছু শেখে, আর তখন মনে হয়—না চাইতেই হয়তো ভালো ছিল। সবসময় শুধু নিজের দিকটা নয়, সামনে থাকা অন্য মানুষের দিকটাও একটু ভেবে দেখুন। দেখবেন, দিনের শেষে মনের শান্তিটাই বেশি টিকে থাকে।
মন খারাপের একটা মুহূর্ত থেকে অকারণেই লিখে ফেললাম।