Afrin rimu

Afrin rimu Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Afrin rimu, Digital creator, Sirajganj.

17/07/2024

যাকে তাকে নিয়ে গর্ব করা ঠিক না, মানুষ মাত্রই পরিবর্তনশীল!😥💔

11/07/2024

ভালো থাকতে গেলে কিসের প্রয়োজন????🤔

আমার ইচ্ছে করে হাউমাউ করে কাঁদতে, কিংবা যদি জীবন থেকেই পালিয়ে যেতে পারতাম! যদি হারিয়ে যেতে পারতাম সময়ের অজানা কোন স্রোতে...
23/06/2024

আমার ইচ্ছে করে হাউমাউ করে কাঁদতে, কিংবা যদি জীবন থেকেই পালিয়ে যেতে পারতাম! যদি হারিয়ে যেতে পারতাম সময়ের অজানা কোন স্রোতে, তাহলেই সম্ভবত মুক্তি মিলতো।
কিন্তু জীবন কি আর পুতুল খেলার মতো???
মন চাইলো খেললাম আর মন না চাইলেই খেলা ভেঙে দিয়ে উঠে গেলাম???
জীবন এক কঠিন বাস্তবতার নাম; এমন এক শিকলের নাম, যার বাঁধন থেকে মৃত্যু ব্যতীত কারও নিস্তার নেই!

জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো। নিজের দুঃখ কষ্ট কাউকে না দেখানোই উত্তম।জীবনে যদি কখনও খুব খারাপ সময় আসে, ত...
17/05/2024

জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো। নিজের দুঃখ কষ্ট কাউকে না দেখানোই উত্তম।

জীবনে যদি কখনও খুব খারাপ সময় আসে, তাহলে নিজের দুঃখ কষ্টগুলো নিজের মাঝে এমনভাবে আড়াল করে রেখো যেনো তোমার গা ঘেঁষে বসে থাকা মানুষটিও টের না পায় গোপনে তুমি ভেঙে গেছ খুব। পুড়ে ছারখার হয়ে গেছে মনের বন। আকস্মিক ঝড়ে ঝরে গেছে জীবন বৃক্ষের সবকয়টি সবুজ পাতা।

শক্ত হও। নিজেকে নিজেকে বুঝাও যে- এত সামান্য, বাতাসে ঝরে যেতে নেই, ভেঙে যেতে নেই অমন হাল্কা আঘাতে।

কান্না পেলে একা একা গোপনে কাঁদো, তবুও নিজের ক্ষতগুলো কাউকে দেখাতে যেও না।

মনে রেখো, যে নিজের জন্য আলো হতে পারে না, পৃথিবীর সমস্ত আলো মিলেও তাকে পথ দেখাতে পারে না।

জানোই তো মানুষ বড় নির্দ্বয়। ভেঙে যাওয়া মৌচাক দেখলে ক'টা ঢিল মেরে আরও বেশী ভেঙে দিয়ে পৈশাচিক আনন্দ পায়©

নিয়তির দোষ দিয়ে কি হবে?  একটা সময় পর বুঝতে পারবেন, অন্যরা না আপনি নিজেই সবচেয়ে বেশি অবিচার করেছেন নিজের সাথে।।  😅
03/05/2024

নিয়তির দোষ দিয়ে কি হবে? একটা সময় পর বুঝতে পারবেন, অন্যরা না আপনি নিজেই সবচেয়ে বেশি অবিচার করেছেন নিজের সাথে।। 😅

14/04/2024

কারো রুপের💃 গরম...!!
কারো টাকার💰গরম...!!
কারো আবার আইফোনের📱 গরম...😱😱

আর আমার কিছুই নাই, শুধু আছে মাথা গরম...😡😡😡

কোনো কিছু ঠিক হয় না আসলে। আমরা শুধু সময়ের সাথে মানিয়ে নিয়ে চলতে শিখে যাই, শিখে যাই সবকিছু হজম করে নিতে, নতুনকে দিয়ে পুরা...
13/04/2024

কোনো কিছু ঠিক হয় না আসলে। আমরা শুধু সময়ের সাথে মানিয়ে নিয়ে চলতে শিখে যাই, শিখে যাই সবকিছু হজম করে নিতে, নতুনকে দিয়ে পুরানের শোক ভুলে যেতে।
শখের গাছের যে ফুল একবার ঝরে যায় তা কী আর কখনো ফিরে আসে? কখনোই না....
তবুও মানুষ সেই গাছের প্রতি ভালোবাসা কেন কমায় না বলতো তো? কারণ শুকিয়ে যাওয়া ফুলের শোক ভুলিয়ে দিতে আসে নতুন সব কুঁড়ি।

এটাই জগতের নি'ষ্ঠুর নিয়ম! আর আমাদের এই নিয়মেই চলতে হয়। নিয়মের বাইরে গেলেই বিষণ্ণতার গোলকধাঁধারা ঠেসে ধরে। যা থেকে মুক্তি পাওয়া যায় না একেবারে.....

09/04/2024

পর সব সময় পর‌ই থাকে
পর কখনো আপন হয় না..!!

04/04/2024

মেয়েকে বিয়ে দেয়ার সময় ছেলে পছন্দ করার ক্ষেত্রে পরিবারের সবচেয়ে বেয়াদব ছেলেটাকে বেছে নিন,, মেয়ে সুখী হবে। শ্বশুর বাড়ির লোকেরা যত বদই হোক না কেন দেখবেন ছেলের বেয়াদবির ভয়ে বউকে সমীহ করে চলবে, হিসেব করে কথাবার্তা বলবে।
আর যদি পরিবারের ভদ্র ছেলের সাথে মেয়েকে বিয়ে দেন তাহলে সারা জীবন মেয়েকে শশুর বাড়ির লোকেদের কটু কথা আর খারাপ আচরণ সহ্য করে যেতে হবে। মেয়ের ভদ্র জামাই জীবনভর বউকে ভদ্রতা শেখাবে আর বলবে সহ্য করো😬। অপরদিকে ছেলের ভদ্রতার সুযোগ নিয়ে শশুরবাড়ির সবাই জীবনভর অত্যাচার করে যাবে মেয়েকে।

31/03/2024

বউয়ের কাছে 'সেরা জামাই' হইতে না পারলে আপনার বিয়া কইরা কোনো লাভ নাই!
আপনার নিজের ফ্যামিলি আর আপনার বউ দুইটাই আপনার ব্যালেন্স করতে জানতে হবে৷ আপনি একদিন বৃদ্ধ হবেন, তখন ফ্যামিলি পাশে থাকবে না। থাকবে আপনি যাকে বিয়ে করেছেন,সেই মেয়েটাই!
তাকে এমন ভাবে রাখুন যাতে আপনার প্রতি তার কোনো অভিযোগ,অভিমান না থাকে। আপনি যতোটা ভালোবাসা দিবেন, যত্ন করবেন,সম্মান দিবেন,এরা দ্বিগুণ ফিরিয়ে দিবে আপনাকে। 'সেরা জামাই' হোন, সংসারে সুখে শান্তি তে থাকুন ❤️

13/02/2024

আচ্ছা ভালোবাসা কোন কোম্পানির..?🤔

28/01/2024

Life is full of mistakes😔

Address

Sirajganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Afrin rimu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share