Nijhum

Nijhum Digital Bangladesh
(2)

জীবন কাটে অপেক্ষায় ,কখনো মানুষের, কখনো সু-দিনের!  ゚viralシfypシ゚viralシalシ
21/10/2025

জীবন কাটে অপেক্ষায় ,
কখনো মানুষের, কখনো সু-দিনের!

゚viralシfypシ゚viralシalシ

শরতের শিউলি 🌸শুভ সকাল 🏵 ゚viralシfypシ゚viralシalシ
21/10/2025

শরতের শিউলি 🌸
শুভ সকাল 🏵
゚viralシfypシ゚viralシalシ

16/10/2025

অহংকার করার মতো অনেক কিছু থাকার পরেও যারা অহংকার করেনা! তারা ভীষণ সুন্দর মনের মানুষ! ❤️

16/10/2025

আমার Student এর ছোট ভাই।প্রতিদিন যখন পড়াতে যাই সে আমাকে দেখেই, দৌড়ে চেয়ারের কাছে চলে যাবে এবং চেয়ার টেনে হাত দিয়ে ঈশারা করে দেখাবে বসার জন্য। এতো টুকু বয়সে সে বোঝে ম্যামকে বসতে দিতে হবে।ওর বয়স ১ বছর ২/৩ মাস হবে।
মাশ আল্লাহ বলবেন সবাই।

゚viralシfypシ゚viralシalシ

সুন্দরবনের বাঘেরা দৈনিক ৫-১৫ কেজি হরিনের মাংস খায়, তবে সুযোগ পেলে বড় পুরুষ বাঘ ৩০ কেজি মাংসও খেতে পারে। যার বর্তমান বা...
15/10/2025

সুন্দরবনের বাঘেরা দৈনিক ৫-১৫ কেজি হরিনের মাংস খায়, তবে সুযোগ পেলে বড় পুরুষ বাঘ ৩০ কেজি মাংসও খেতে পারে। যার বর্তমান বাজার দর আনুমানিক (২০-৩০) হাজার টাকা। যদি গরু বা মহিষের মাংস খায় তারও বর্তমান বাজার দর (১৫-২০) হাজার টাকা।

অথচ বাঘের কোন ইনকাম নাই, কোনো চিন্তাও নাই।

কিন্তু আপনি ভাত খান ২৫০-৩৫০ গ্রাম!

তার জন্য আপনি চুরি করেন, সুদ খান, ঘুষ খান, অন্যের হক নষ্ট করেন। আরো কত কী...

আপনার একাউন্টে অনেক টাকা, আপনার শরীরে অনেক রোগ, আপনার সন্তানেরা কথা শুনে না, আপনার অনেক দুশ্চিন্তা।

বাঘ কি চিন্তা করে আজকে কি খাবো!

আপনি চিন্তা করেন আগামি ২০ বছর কি খাবো….?

আল্লাহ সবার রিযিকের ব্যবস্থা করে রেখেছেন, অথচ তারপরও মানুষ টেনশন করে, চুরি করে, ডাকাতি করে, সুদ খায়, ঘুষ খায়, অপকর্ম করে!

আপনার কি মনে হয়,,,? কথায় কি ভুল আছে???

আল্লাহ আমাদের কে সঠিক জ্ঞান দান করুক।

আমিন।
©

ইসলামে ৮ টি জিনিস গোপন রাখতে বলা হয়েছে:১/ সন্তানের করা ভুল,২/ দান করে গোপন রাখবেন,৩/ নিজের দুর্বলতা,৪/ নিজের পাপ,৫/ ভবি...
13/10/2025

ইসলামে ৮ টি জিনিস গোপন রাখতে বলা হয়েছে:

১/ সন্তানের করা ভুল,
২/ দান করে গোপন রাখবেন,
৩/ নিজের দুর্বলতা,
৪/ নিজের পাপ,
৫/ ভবিষ্যতে যা করতে চান,
৬/ ধনসম্পদ,
৭/ নিজের করা আমল,
৮/ পরিবারের ঝগড়া।

゚viralシfypシ゚viralシalシ

মিষ্টি বিক্রেতা মনে করে আমি তো মিষ্টি খাই না তাই মিষ্টিতে ভেজাল মেশালে আমার কোন সমস্যা নাই।বেকারির মালিক মনে করে আমি তো ...
13/10/2025

মিষ্টি বিক্রেতা মনে করে আমি তো মিষ্টি খাই না তাই মিষ্টিতে ভেজাল মেশালে আমার কোন সমস্যা নাই।
বেকারির মালিক মনে করে আমি তো বিস্কুট খাই না, তাই পাতা টিম ময়দা দিয়ে বিস্কুট বানালে আমার কোন সমস্যা নাই।
ফল বিক্রেতা মনে করে, আমি তো ফল খাই না তাই ফলে, কেমিক্যাল দিলে আমার কোন সমস্যা নাই।
মাছ বিক্রেতা মনে করে আমি তো মাছ খাই না, তাই মাছ ফরমালিন দিলে আমার কোন সমস্যা নাই।
দিন শেষে... দেখা যায়?
মিষ্টি বিক্রেতা মিষ্টি বিক্রি করে বিস্কুট ফল, মাছ কিনে নিয়ে বাসায় যায়।
বেকারির মালিক বিস্কুট বিক্রি করে মিষ্টি ফল বিস্কুট কিনে নিয়ে বাসায় যায়।
মাছ বিক্রেতা মাছ বিক্রি করে মিষ্টি বিস্কুট ফল কিনে নিয়ে বাসায় যায়।

এরা সবাই মনে মনে নিজেদের অনেক চালাক ভাবে।
বেশি লাভ করেছে ভেবে চালাক ভাবে।
বেশি লাভ করেছে ভেবে আত্মতুষ্টির ঢেঁকুর তোলে।
আসলে তারা নিজেদেরই নিজেদের পায়ে কুড়াল মেরেছে।
অন্যের ক্ষতি করতে গিয়ে নিজেদেরই ক্ষতি করেছে, তা তারা বুঝতেও পারে না।
তাই অন্যের ক্ষতি,লোভ করার কথা চিন্তা করবেন না।
নিজের বিছানো জালে নিজেই পড়ে যাবেন। 🖤

゚viralシfypシ゚viralシalシ

আর পাঁচটা বাবা-মেয়ের মতো আমার বড়বেলাটাও এই ছবিটার মতো হতে পারতো।সময় যেনো থেমে গেছে সেই ছোট্ট বেলায় !!!! 😭😭ফেসবুকে বাবা ম...
11/10/2025

আর পাঁচটা বাবা-মেয়ের মতো আমার বড়বেলাটাও এই ছবিটার মতো হতে পারতো।সময় যেনো থেমে গেছে সেই ছোট্ট বেলায় !!!! 😭😭
ফেসবুকে বাবা মেয়ের ছবি দেখলে, অনেক কস্ট হয়।আমিও ভাবি বড় হয়ে আব্বুর সাথে ছবি থাকলে কেমন লাগত আমাকে,সেইটা দেখার খুব তীব্র ইচ্ছা।বাস্তবে চাইলেও আর কখনো সম্ভব না। হঠাৎ মনে হলো Chat GPT দিয়ে একটা ছবি বানিয়ে দেখিতো কেমন লাগে।
যদিও ছবির সাথে মিল নাই,তারপরও কেন যেনো কস্টটা আরো বেশি হচ্ছে। কেন দিল না আল্লাহ আমাকে??😭😭😭

মাটির নিচে শুয়ে আছে আমার জীবনের সব চাওয়া,পাওয়া,আবদার,আমার আশ্রয়.......আমার বাবা!!!💝

এই পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসা বাবার কাছে ছাড়া, অন্যদের কাছে থেকে পেতেও অনেক ভাগ্য লাগে।💔

বাবা ছাড়া আসলেই মেয়েদের জীবন শূন্য, বাবার সাথে মেয়ের ভাগ্যও সেদিনই মাটি হয়ে যায়!!!😭😭😭

শুভ সকাল 🌼🌼 ゚viralシfypシ゚viralシalシ
11/10/2025

শুভ সকাল 🌼🌼

゚viralシfypシ゚viralシalシ

সিরাজগঞ্জ পৌর শিশুপার্কে ডুকছিলাম ভাইয়ের মেয়েকে নিয়ে, মাশাআল্লাহ শুক্রবারেও ব্যাপক ছাত্র-ছাত্রীর উপস্থিতি। শিক্ষার প্রতি...
10/10/2025

সিরাজগঞ্জ পৌর শিশুপার্কে ডুকছিলাম ভাইয়ের মেয়েকে নিয়ে, মাশাআল্লাহ শুক্রবারেও ব্যাপক ছাত্র-ছাত্রীর উপস্থিতি। শিক্ষার প্রতি আগ্রহ দেখে, সিরাজগঞ্জের উন্নতি ছাড়া আর কিছু দেখছি না আমি 🫣 আর হ্যাঁ সাইনবোর্ডের কথাটা এখানে না লাগিয়ে সবার ঘরে লাগানো উচিত কারন পুরো পার্ক ঘুরে যা বুঝলাম গেদিরা এখানে এমনিতেই নিরব থাকে। 😉🤭

👉 আমি একজন মেয়ে হয়ে এই কথাটা বলতে বাধ্য হলাম।ছিঃ ছিঃ.. 👎👎

゚viralシfypシ゚viralシalシ

Address

Sirajganj
6700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nijhum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nijhum:

Share