BK Nihan 1

BK Nihan 1 Healthy Entertainment

06/10/2024
24/01/2024

আর আমাদের জীবন নিয়ে কতই না হতাশা ,😅😅😅

Send a message to learn more

22/11/2023

funny Cricket Moment

15/11/2023
আইসিসির রুলবুক অনুযায়ী মোট 10 ভাবে কোনও ব্যাটার আউট হতে পারেন। একনজরে দেখে নিন সেই সমস্ত আউটের নিয়মাবলী -🔴 বোল্ড আউট (LA...
06/11/2023

আইসিসির রুলবুক অনুযায়ী মোট 10 ভাবে কোনও ব্যাটার আউট হতে পারেন। একনজরে দেখে নিন সেই সমস্ত আউটের নিয়মাবলী -

🔴 বোল্ড আউট (LAW 32) - কোনও বোলারের করা বৈধ ডেলিভারি উইকেটে এসে লাগার পর যদি বেল পড়ে যায়, তাহলে ব্যাটার বোল্ড আউট হন।

🔴 কট আউট (LAW 33) - কোনও বোলারের করা বৈধ ডেলিভারি ব্যাটারের ব্যাট অথবা গ্লাভসে (ব্যাটের সঙ্গে গ্লাভসের স্পর্শ থাকাকালীন) লাগার পর যে-কোনও ফিল্ডারের হাতে জমা পড়লে ব্যাটার কট আউট হন।

🔴 হিট দ্য বল টোয়াইস (LAW 34) - কোনও বৈধ ডেলিভারি ব্যাটে লাগার পর যদি ব্যাটার ইচ্ছাকৃত ভাবে সেই বলটা হাত দিয়ে আটকানোর চেষ্টা করেন (ফিল্ডার যাতে সেই বলটা ধরতে না পারেন, অথবা বল যাতে উইকেটে না লাগে), সেক্ষেত্রে আম্পায়ারের পরামর্শ অনুযায়ী আউট দেওয়া হতে পারে। তবে একবার ব্যাটে লাগার পর দ্বিতীয়বার ব্যাট দিয়ে বা পা দিয়ে সেই বল আটকানো যেতে পারে।

🔴 হিট উইকেট (LAW 35) - কোনও বৈধ ডেলিভারি ফেস করার পর ব্যাটারের ব্যাট বা শরীরের কোনও অংশ লেগে যদি স্টাম্পের বেল পড়ে যায়, তাহলে সেই ব্যাটার হিট উইকেট আউট হন। তবে রান নেওয়ার সময় যদি কোনও ব্যাটারের সঙ্গে উইকেটের সংঘর্ষে বেল পড়ে যায়, তাহলে সেটা আউট হিসেবে গণ্য হয় না।

🔴 লেগ বিফোর উইকেট (LAW 36) - কোনও বৈধ ডেলিভারি ফেস করার সময় ব্যাট বা গ্লাভসের বদলে বল যদি প্যাড বা শরীরের অন্য কোনও অংশে এসে লাগে, এবং আম্পায়ার যদি মনে করেন যে বল উইকেটে লাগতে পারত, তাহলে ব্যাটারকে LBW আউট দেওয়া হয়।

🔴 অবস্ট্রাকটিং দ্য ফিল্ড (LAW 37) - কোনও ডেলিভারি ফেস করার পর বা দৌড়ানোর সময় স্ট্রাইকার অথবা নন-স্ট্রাইকার ব্যাটার যদি ইচ্ছাকৃতভাবে ফিল্ডারের থ্রোয়িং লাইনের সামনে চলে আসেন, অথবা ক্যাচ ধরার পথে বাধা হয়ে দাঁড়ান, অথবা ফিল্ডারকে কোনওভাবে বিভ্রান্ত করার চেষ্টা করেন, তাহলে সেই স্ট্রাইকার অথবা নন-স্ট্রাইকারকে 'অবস্ট্রাইকটিং দ্য ফিল্ড'-এর আন্ডারে আউট দেওয়া হয়।

🔴 রান আউট (LAW 38) - কোনও ডেলিভারি ফেস করার পর রান নেওয়ার ক্ষেত্রে স্ট্রাইকার বা নন-স্ট্রাইকারের ব্যাট যদি পপিং ক্রিজ থেকে দূরে থাকে এবং ফিল্ডারের থ্রো করা বল উইকেটে এসে লাগে, তখন সেই স্ট্রাইকার বা নন-স্ট্রাইকার রান আউট হন। এছাড়া বল ডেলিভার করার আগে যদি নন-স্ট্রাইকার ক্রিজ ছেড়ে এগিয়ে আসেন, তাহলে বোলার তার অ্যাকশন সম্পূর্ণ করার আগে নন-স্ট্রাইকারকে রান আউট করতে পারেন।

🔴 স্টাম্পড আউট (LAW 39) - কোনও বৈধ ডেলিভারি ফেস করার সময় ব্যাটারের ব্যাট বা গ্লাভসে না লেগে বল কিপারের হাতে পৌঁছানোর পর ব্যাটার যদি ক্রিজের বাইরে থাকেন, তাহলে কিপার বল হাতে স্টাম্পে হিট করলে সেই ব্যাটার স্টাম্পড আউট হন।

🔴 টাইমড আউট (LAW 40) - কোনও উইকেট পড়ার পর নতুন ব্যাটার যদি নির্দিষ্ট সময়ের মধ্যে ক্রিজে এসে স্ট্রাইক না নিতে পারেন, সেক্ষেত্রে বিপক্ষ দলের ক্যাপ্টেন অ্যাপিল করলে আম্পায়ার সেই নতুন ব্যাটারকে টাইমড আউট ঘোষণা করেন।

🔴 রিটায়ার্ড আউট (LAW 25.4) - ম্যাচের যে কোনও মুহূর্তে যদি কোনও ব্যাটার আম্পায়ারের পরামর্শ না নিয়েই মাঠের বাইরে চলে যান, তাহলে সেই ব্যাটারকে রিটায়ার্ড আউট ঘোষণা করা হয়৷ বিপক্ষ দলের ক্যাপ্টেন চাইলে তাকে ফিরিয়ে আনতে পারেন আবার।

এর আগে 'হ্যান্ডেলড দ্য বল' নামক আরও একরকম আউট ছিল ক্রিকেটের রুলবুকে, যেটা এখন আর নেই। উল্লেখিত 10 রকম আউটের প্রত্যেকটা আউটই নিয়মের মধ্যে পড়ে, এবং রেয়ার আউটগুলোর ক্ষেত্রে ফিল্ডিং টিমের ক্যাপ্টেন এবং আম্পায়ারের সিদ্ধান্ত খুব গুরুত্বপূর্ণ ☝️

শ্রীলঙ্কার সাথে আজকের মেজ জিতে পয়েন্ট টেবিলের অবস্থা। ২০২৫ চ্যাম্পিয়ন ট্রফির স্বপ্ন জিইয়ে রাখলো।
06/11/2023

শ্রীলঙ্কার সাথে আজকের মেজ জিতে পয়েন্ট টেবিলের অবস্থা।
২০২৫ চ্যাম্পিয়ন ট্রফির স্বপ্ন জিইয়ে রাখলো।

02/11/2023

খাবার খেয়ে কিভাবে প্রতারণা করে দেখুন। সোব ফাস করে দিলো নিজেই।
#প্রতারণা #ফুড

বিশ্বকাপে টানা ষষ্ঠ হার
31/10/2023

বিশ্বকাপে টানা ষষ্ঠ হার

31/10/2023

আমি যামুগা - কিচ্ছু হইতো না
যারা নিজেকে বেশি পন্ডিত মনে করে ভিডিওটি তাদের জন্য। শেষে মজা আছে দেখতে পারেন।

23/10/2023

তামিমকে নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকদের চেপে ধরলেন সাকিব।

14/10/2023

🫣🫣🫣🫣🤣🤣🤣

Address


Alerts

Be the first to know and let us send you an email when BK Nihan 1 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share