Best friend

Best friend বেস্ট ফ্রেন্ড নিয়ে সকল interest ভিডিও দেখতে পেজ টাকে follow দিয়ে রাখুন
ধন্যবাদ 😊

17/06/2025

তারপর একটা ভাইয়া বলতেছে Trust me...
আমি আমার লাইফে এমন একটা 'বেস্ট ফ্রেন্ড' পেয়েছি যার সাথে হাজার ঝগড়া, ত্যারামি, রাগ, অভিমান করি না কেনো দিন শেষে আমার 'বেস্ট ফ্রেন্ড' আমাকে পাগলের মতো ভালোবাসে..!🙂

23/08/2024

হে আল্লাহ,
আজকে পবিত্র জুম্মা'র উছিলায় আমাদের সবাইকে ক্ষমা করে দিন,দেশবাসীকে বন্যার হাত থেকে রক্ষা করুন
আমিন ❤️

23/08/2024

"আব্বু-আম্মুকে ফেলে যাচ্ছেন কেন? আপনারা নৌকা থামান, আমি তাঁদের ছাড়া যাবো না..."

কান্নারত শিশুটিকে কিভাবে বুঝাই, শুধু তাঁকে আর দাদির জায়গা হবে নৌকাতে,ফেলে আসতে হচ্ছে মা-বাবাদের

চিরতরে বিদায়ের মতো বিচ্ছেদের কান্না আসে কানে, বিস্ময় কাটে না শিশুর চোখেমুখে,নৌকা ছেড়ে দেয়ার আগে সন্তানকে জড়িয়ে ধরে, চুমু খেয়ে মা বলেন, "পানির কাছে যেও না, দাদির আঁচল ছেড়ো না..."

এই যন্ত্রণা কেমনে ভুলে স্বেচ্ছাসেবীরা, নির্দয়ের মতো ইঞ্জিন চালিয়ে দেয় নৌকার, পিছনে ফেলে আসে ভালোবাসার মানুষগুলোকে 😓

আজ ফুলগাজীর ধরমপুর আর জগতপুরের মানুষদের
উদ্ধারের কাজ করছে স্বেচ্ছাসেবীরা

~ কালেক্ট

23/08/2024

আমরা মৌমিতার জন্য কেঁদেছিলাম, তারা আমাদের পানিতে দেখে হাসতেছে!

18/08/2024

চোখ বন্ধ করলেই মৌমিতা রে** কেসের বর্ণনা চোখে ভাসতেছে and my whole body is shaking!

18/08/2024

গত ২৪ ঘন্টায় "এডাল্টপ-র্ণ" সাইটগুলোতে ভারতে সবচেয়ে বেশি সার্চ করা নাম হলো - মৌমিতা।

18/08/2024

একটা বিষয় কি খেয়াল করেছেন? গত এক মাসে কোনো ফালতু জিনিস ভাইরাল হয় নি। হিরো আলম, জায়েদ খান, প্রিন্স মামুন, এইসব টপিক একদম উধাও! ফেসবুকের নিউজফিড থেকে রিলের অত্যাচার কমে গেছে। মানুষজন বড় বড় লেখা লিখছে, সেগুলি সবাই পড়ছে। মানুষ বই পড়ছে, আর্টিকেল পড়ছে, প্রশ্ন করছে, জানতে চাইছে, জবাবদিহিতার মুখোমুখি করছে সবাইকে।

যদি এটা স্থায়ী হয়, তাহলে অসাধারণ একটা ব্যাপার হবে। আন্দোলন থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাপ্তি এটাই হবে। প্রশ্ন করা এবং পড়া জারী রাখুন। "কথা ক"ওয়া এবং "আওয়াজ উডা"নোর গুরুত্ব আমরা দেখেছি গত কিছুদিন।

18/08/2024

মাঝে মধ্যে ভাবি আম্মু না থাকলে আমার কি হবে, এই মানুষ'টা ছাড়া আমার আর কোনো অস্তিত্ব নেই!

18/08/2024

মৌমিতাকে গ্যাং রে ই প করার সময় যে দুইজন দুপাশ থেকে ওর হাত ধরে রেখেছিলো তাদের মধ্যে একজন মৌমিতারই ফিমেল কলিগ।

18/08/2024

আসিফার বাবা বলেন, "আমরা আসিফাকে সব জায়গায় খুঁজেছিলাম, কিন্তু মন্দিরের ভেতর খুঁজিনি। কারণ আমরা জানতাম মন্দির অত্যন্ত নিরাপদ জায়গা.." 🙂

18/08/2024

When Roll 82 came, Someone said “ম্যাম এটা মুগ্ধ, ও আর না-ই, কিন্তু ও আমাদের সাথেই আছে..!!!!"
And the silence after that broke by tears of us including mam thyself..!!!! 🙂🙂🙂

17/08/2024

'ভালো দিন' আসবে! অবশ্যই আসবে৷ তখন সব ইচ্ছে পূরন হবে৷ প্রিয় মানুষগুলো কে কাছে পাওয়া যাবে৷ মা বাবা খুশি থাকবে। খারাপ কিছু হলেও সেটা আর গায়ে লাগবে না। মন খারাপ হলেও সেটাকে পাত্তা দিবো না। যা কিছুই হোক, সেটা আমার পক্ষেই আসবে। অনেক অনেক বাজে সময় কাটানোর পর ফাইনালি মনে হবে 'আল্লাহর পরীক্ষা করা শেষ!'
ভালো দিন আসবে! আসবেই! ❤️

Address

Sirajganj

Telephone

+8801732501999

Website

Alerts

Be the first to know and let us send you an email when Best friend posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Best friend:

Share