23/08/2024
"আব্বু-আম্মুকে ফেলে যাচ্ছেন কেন? আপনারা নৌকা থামান, আমি তাঁদের ছাড়া যাবো না..."
কান্নারত শিশুটিকে কিভাবে বুঝাই, শুধু তাঁকে আর দাদির জায়গা হবে নৌকাতে,ফেলে আসতে হচ্ছে মা-বাবাদের
চিরতরে বিদায়ের মতো বিচ্ছেদের কান্না আসে কানে, বিস্ময় কাটে না শিশুর চোখেমুখে,নৌকা ছেড়ে দেয়ার আগে সন্তানকে জড়িয়ে ধরে, চুমু খেয়ে মা বলেন, "পানির কাছে যেও না, দাদির আঁচল ছেড়ো না..."
এই যন্ত্রণা কেমনে ভুলে স্বেচ্ছাসেবীরা, নির্দয়ের মতো ইঞ্জিন চালিয়ে দেয় নৌকার, পিছনে ফেলে আসে ভালোবাসার মানুষগুলোকে 😓
আজ ফুলগাজীর ধরমপুর আর জগতপুরের মানুষদের
উদ্ধারের কাজ করছে স্বেচ্ছাসেবীরা
~ কালেক্ট