Md.Jubayer Islam

Md.Jubayer Islam ফলো এবং শেয়ার করে ইসলাম প্রচারের কাজে যুক্ত থাকুন।কারন নবী মুহাম্মদ ﷺ বলেছে"প্রচার করো,যদি একটি মাত্র আয়াতও হয়"রেফারেন্সঃ সহীহ বুখারীর হাদিস নাম্বার ৩৪৬১।

14/09/2025

হায়েজ অবস্থায় মেয়েদের কোরআন ধরে ধরে পড়া যাবে।
আপনি এটার পক্ষে নাকি বিপক্ষে?

05/09/2025

★১★কোরআন সূরা রহমান
আয়াত ৫৫ঃ৩৩ তে কি
বৈজ্ঞানিক ভুল আছে?
ইসলাম সম্পর্কে ভুল ধারণার উত্তর।

02/09/2025

কিছু সাধারণ নাস্তিক বিতর্ক করতে চ্যালেঞ্জ করে।তাদের তো সঠিক–ভুল প্রমাণের কোনো ভিত্তিই নেই।বোকাদের কীভাবে বোঝাবো, মানদণ্ড ছাড়া বিতর্ক হয় না।

★★তারা কি সত্যি মানুষ?প্রথম বিষয়ঃতারা নবী মুহাম্মদ ﷺ-কে খুবই ঘৃণা করে। সারাদিন নবী মুহাম্মদ ﷺ-এর বদনাম করে। তারপরেও দেখব...
29/08/2025

★★তারা কি সত্যি মানুষ?

প্রথম বিষয়ঃ
তারা নবী মুহাম্মদ ﷺ-কে খুবই ঘৃণা করে। সারাদিন নবী মুহাম্মদ ﷺ-এর বদনাম করে। তারপরেও দেখবেন তাদের মুখে দাড়ি, টুপি, জুব্বা। আর তারা মুসলিমদের খুবই ঘৃণা করে। তারপরেও নাম রাখে “এক্স মুসলিম”। এর কারণ হয়তো কিছু বোকা মানুষ বুঝতে পারে না। সব আসলে সাধারণ মানুষকে ধোঁকা দেওয়ার ফন্দি, যাতে তাদের কথা সত্য বলে মানুষ মেনে নেয়। এতে করে তারাও কিছু টাকা পায়।

দ্বিতীয় বিষয়ঃ
নবী মুহাম্মদ ﷺ-এর ইতিহাস খুব বেশি দিনের নয়। নবী মুহাম্মদ ﷺ-এর সময়ে তার বদনাম করার মানুষ বা তার শত্রুর কোনো অভাব ছিল না। তারপরেও নবী মুহাম্মদ ﷺ-এর ইতিহাস থেকে এমন একটি কথাও দেখা যায় না যে—
★ তিনি ডাকাত ছিলেন।
★ আয়শা (রাঃ)-কে বিয়ে করা ভুল ছিল।
★ তিনি ধর্ষক ছিলেন ইত্যাদি।

বরং তার শত্রুরাই বলতেন নবী মুহাম্মদ ﷺ ছিলেন একজন সত্যনিষ্ঠ মানুষ। কিন্তু তার সময়ের একজন মানুষও বলেনি যে তিনি এসব খারাপ কাজ করেছেন। অথচ ১৪০০ বছর পরে এসে কিছু সাধারণ মানুষ বলছে, নবী মুহাম্মদ ﷺ খারাপ কাজ করতেন। আর কিছু বোকা মানুষ তা বিশ্বাস করে ইসলাম ধর্ম ত্যাগ করছে।

এই সব বোকারা গাধা না হয়ে মানুষ হয় কী করে? তারা কি একবারও নিজের মনকে প্রশ্ন করে না?

তাকে তো আর কম বুঝালাম না! তার পরেও তাকে ফেরাতে পারলাম না!
21/08/2025

তাকে তো আর কম বুঝালাম না!
তার পরেও তাকে ফেরাতে পারলাম না!

09/08/2025

★ সূরা আত তাওবাহ্ ৯:৮২★
অতএব, তারা সামান্য হেসে নিক এবং তারা তাদের কৃতকর্মের বদলাতে অনেক বেশী কাঁদবে।

31/07/2025

"সত্য জানতে প্রশ্ন করলে উত্তর পাবে,
কিন্তু শুধু জেতার জন্য প্রশ্ন করলে উত্তর
পেলেও মানতে পারবে না।"

27/07/2025

"একদম অতিরিক্ত কষ্ট পেলে মানুষ
কান্নার বদলে হাসতে থাকে"

22/07/2025

★আত-তিরমিজি ২৮৬৩ ★সহিহ হাদিস

আল-হারিস আল-আশ'আরী (রাঃ) থেকে বর্ণিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ........... সুতরাং তোমরা সেই আল্লাহ তা'আলার ডাকেই নিজেদেরকে ডাকবে যিনি তোমাদেরকে মুসলিম, মু'মিন ও আল্লাহ তা'আলার বান্দা নাম রেখেছেন।

সহীহ: মিশকাত (৩৬৯৪), তা’লীকুর রাগীব (১/১৮৯-১৯০), সহীহুল জামি' (১৭২৪)

17/07/2025

"তুমি নাস্তিক
কারণ তুমি মূর্খ"
কমেন্টবক্স চেক করুন বুঝতে পারবেন।
ধন্যবাশ

13/07/2025

আপনি আপনার কোন প্রশ্নের উত্তর পেলে মুসলিম হবেন?
তা আমাদের কমেন্ট করুন আপনাকে উত্তর দিচ্ছি।

05/09/2024

কিছু দিনের জন্য হয়তো পোস্ট করার থেকে বিরত নিচ্ছি।
১-২ মাস পরে হয়তো আবার আসব "ইনশাআল্লাহ"

Address

Sirajganj

Alerts

Be the first to know and let us send you an email when Md.Jubayer Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share