25/04/2025
১. পদ: অ্যাসিস্ট্যান্ট প্রশিক্ষক (শিল্প ডিজাইন স্টুডিও)
শিক্ষাগত যোগ্যতা: সরকার স্বীকৃত যেকোনো স্থাপত্য/আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র/শিল্প ডিজাইন/শিল্প প্রিন্টিং বিষয়ে ডিপ্লোমা (সিজিপিএ ৪.০ স্কেলে কমপক্ষে ২.৫)।
অভিজ্ঞতা: AutoCAD, SolidWorks এ দক্ষতা থাকতে হবে। ব্যবহারিক ক্লাস পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ২৩,০০০/- (নির্ধারিত), সরকারি নিয়ম অনুযায়ী ৩০% বাড়িভাড়া ও টিএ/ডিএ প্রযোজ্য হবে।
পদের সংখ্যা: ০১টি।
২. পদ: অ্যাসিস্ট্যান্ট প্রশিক্ষক (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রইং ল্যাব)
শিক্ষাগত যোগ্যতা: সরকার স্বীকৃত যেকোনো মেকানিক্যাল টেকনোলজিতে ডিপ্লোমা (সিজিপিএ ২.৫ বা তদূর্ধ্ব)।
অভিজ্ঞতা: AutoCAD, SolidWorks এ দক্ষতা থাকতে হবে। ল্যাব পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে।
পদের সংখ্যা: ০১টি।
আবেদন সংক্রান্ত শর্তাবলি:
1. প্রার্থীদের ০৫ মে ২০২৫ এর মধ্যে জন্ম গ্রহণ করতে হবে এবং বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে (অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য)।
2. পরীক্ষার জন্য ৫০০ টাকা মূল্যের ব্যাংক ড্রাফট জমা দিতে হবে।
3. পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীদের মূল কাগজপত্র সঙ্গে আনতে হবে।
4. চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগ চট্টগ্রামের বাংলাদেশ নেভাল একাডেমিতে দেওয়া হবে।
আবেদন করার শেষ তারিখ:
০৫ মে ২০২৫ (কার্যদিবসে সকাল ০৯:০০টা থেকে ১৪:০০টা পর্যন্ত)।
#চাকরির_খবর
#নিয়োগ_বিজ্ঞপ্তি
#সরকারি_চাকরি
#নেভাল_একাডেমি
#চাকরি_২০২৫
#বাংলাদেশ_নৌবাহিনী
#ডিপ্লোমা_চাকরি
#চট্টগ্রাম_চাকরি
ার্কুলার