17/09/2025
কাউকে অবহেলা করা, কম গুরুত্ব দেওয়া এই
ব্যাপারটা এক সময় ভয়ংকর হয়ে দারায়। আপনি
যখন কাউকে অবহেলা করেন,তার ম্যাছেজের রিপ্লাই
দিতে লেট করেন, তার অনুভূতি গুলোকে গুরুত্ব না দেন
তখন ইন্ডাইরেক্টলি আপনি তাকে এটা শেখাচ্ছেন,
কিভাবে আপনাকে ছারা বেচে থাকতে হয়।
প্রথম প্রথম সে হয়তো অভিমান করবে। কষ্ট পাবে,
কিন্তুু সময়ের সঙ্গে, ধীরে ধীরে অভস্ত হয়ে যাবে।
একটা সময় সে নিজেই আপনাকে ছাড়া চলতে
শিখে যাবে। আর তখন আপনি চাইলেও আগের মতো
তাকে ফিরে পাবেন না।
এই ব্যাপার অনেক শীতকালের আগুনে পোহানের মতো। শুরুতে আপনি উষ্ণতা পান, ধীরে ধীরে আপনি
যখন আগুন লাগানোর উপকরণ গুলোর ( খরকুটল)
দেওয়া অফ করে দেন তখন আগুনটা নিভে যায়।
আগুন নিভে গেলে তাপও থাকে না,আলোও থাকে
না, তখন আর অভিযোগ করেও লাভ হয় না।
তাই সময় থাকতে যাদেরকে জীবনে রাখতে চান,
তাদেরকে সময় দিন,যত্ন নিন,গুরুত্ব দিন। প্রতিটা
সম্পর্ক রক্ষা করার জন্য শুধু ভালোবাসা না, প্রয়োজন
ইগো কমানো, ক্ষমা করা আর এক্সপেকটেশন কম
রাখা।