08/10/2025
পুরুষ আসলে নারীর কিছুতেই আটকায় না, পুরুষ যখন চরিত্রবান হয় বিশ্বস্ত হয় তখন সবচেয়ে অসুন্দর নারীকেও রানী করে রাখে।❤️
যে তোমাকে সত্যিকার ভালোবাসবে,তোমাকে নিয়ে তার আগামী পঞ্চাশ বছরের প্ল্যান থাকবে।
যে পুরুষ তোমাকে সত্যিকার অর্থেই ভালোবাসবে, সে তোমাকে নিয়ে পরিকল্পনা করবেই। গভীর রাতে শুধু ভবিষ্যতের কথা বলে ফ্যান্টাসিতে ভাসাবে না। তোমাকে নিয়ে তার আরও কিছু অতিরিক্ত স্বপ্ন থাকবে, পরিকল্পনা থাকবে, ভালোবাসা চাওয়ার আগে ভালোবাসবে।
যিনা করতে পারার ক্ষমতা কাউকে 'পুরুষ' বানায় না।
একটার পর একটা গার্লফ্রেন্ড পাল্টানো কারো পুরুষত্বের ক্রাইটেরিয়া নয়!
"সত্যিকারের পুরুষ হলো যারা দায়িত্ব নিতে জানে! সত্যিকারের পুরুষ যিনার পথ বন্ধ করে! সত্যিকারের পুরুষ বিয়ের পথ বেছে নেয়! সত্যি কারের পুরুষ জানে এই বিয়ে কোনো ওয়ান নাইট স্ট্যান্ড নয়; এটা চ্যালেঞ্জ, স্যাকরিফাইজ; যা সবাই পারে না!"
এর জন্য শুধু 'Male' হলে হয় না, 'Man' হতে হয়!!