অন্তরালাপ

  • Home
  • অন্তরালাপ

অন্তরালাপ Never Give Up Hope.....You Will Be Wine.... Online Podcast

10/11/2024

(A)_|_Part 3_|_Addressing_Homosexuality_LGBTQ_and_Moral_Lessons_from_His_Time

এই ভিডিওতে আমরা হযরত লুত (আঃ)-এর জীবনের তৃতীয় অংশ তুলে ধরছি, যেখানে সমকামিতা, উভকামিতা এবং LGBTQ বিষয়গুলোর উপর ইসলামিক দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করা হয়েছে। হযরত লুত (আঃ)-এর জাতির সম্মুখীন হওয়া কঠিন পরীক্ষাগুলো আমাদের বর্তমান যুগের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। আরও প্রেরণাদায়ক গল্প এবং ইসলামিক শিক্ষার জন্য অন্তরালাপ -এ সাবস্ক্রাইব করুন।

্তরালাপ

06/11/2024

্রাচীন_চীনে_পুরুষাঙ্গ_কেটে_খোজা_বানানোর_সংস্কৃতি অন্তরালাপ

প্রাচীন চীনে পুরুষদের খোজা বানানোর রীতি ছিল একটি গুরুত্বপূর্ণ সামাজিক প্রথা। এই প্রথায়, যুবকদের শারীরিকভাবে নির্দিষ্ট পরিবর্তন করা হতো, যাতে তারা রাজকীয় প্রাসাদে বা গুরুত্বপূর্ণ কাজে নিযুক্ত হতে পারে। এটি ছিল ক্ষমতা, প্রভাব এবং সামাজিক শৃঙ্খলার একটি অংশ, যা রাজপরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।

সতর্কতা মূলক পোস্ট :আপনি দক্ষ বা অদক্ষ চালোক এটা বিষয় নয় । রাস্তায় আপনার আসেপাশে দক্ষ অদক্ষ সচেতন অসচেতন  সকল ধরনের গাড়ি...
01/11/2024

সতর্কতা মূলক পোস্ট :
আপনি দক্ষ বা অদক্ষ চালোক এটা বিষয় নয় । রাস্তায় আপনার আসেপাশে দক্ষ অদক্ষ সচেতন অসচেতন সকল ধরনের গাড়ি চালোক থাকে৷ তাদের ভুলের কারনে আপনার ক্ষতি হতে পারে। বা আপনি এই ভাবে বাইক চালিয়ে বাইকের ভারসাম্য হারিয়ে ফেলতে পারেন। বেবি নিয়ে এত এত ব্যাগ নিয়ে বাইকে চলা কখনোই ঠিক নয় হোক সেটা হোক সেটা কম দূরত্বের পথ। আমার সামনেই ছিলো এই ভাই। তিনি এই ভাবে ঢাকা শহরের খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো অতিক্রম করলেন কিন্তুু কোন ট্রাফিক পুলিশ তাকে দেখে তেমন কিছুই বললেন না।

করনীয় :
১. আমাদের কাছের মানুষদেরকে এ বিষয়ে সতর্ক করা।
২. আপনার পাড়ায় /মহল্লায় /শহরে এমন দেখলে তাদের সতর্ক করা।
৩. সচেতনতা মূলক ক্যাম্পেইন / পোস্টের / সচেতনতা মূলক ভিডিও মেক করা৷
৪. ট্রাফিক পুলিশ বা সড়ক পরিবহন সেক্টরে যারা আছেন তাদের উচিত এ বিষয়ে পদক্ষেপ নেয়া।

25/10/2024

Story of Prophet Hazrat Lut (A) | Part 2| Lessons from His Life and Trials
Join us in this first part of the series on the life of Prophet Hazrat Lut (A). Discover the inspiring story of his mission, the trials he faced, and the powerful lessons we can learn from his journey. Explore the wisdom from his life that remains relevant today in this in-depth discussion. Don't forget to subscribe for more episodes on the stories of the Prophets.
https://www.youtube.com/
https://youtu.be/iFG_N8SiHcc?si=AjQ-g0MNPlPTraUW

25/10/2024

প্রাচীন চীনে পুরুষাঙ্গ কেটে খোজা বানানোর সংস্কৃতি

20/10/2024

অনেক প্রতিক্ষার পরে আজ আসতে যাচ্ছে, লুত(আঃ) এর ২য় পর্ব।

কী ঘটেছিলো পাঁচ বছর আগে ?? বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েটের ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভা...
11/10/2024

কী ঘটেছিলো পাঁচ বছর আগে ??
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েটের ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ড কেন্দ্র করে পাঁচ বছর আগে উত্তাল হয়ে উঠেছিলো বুয়েট সহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান। সেই সাথে প্রতিবাদ বিক্ষোভে সোচ্চার হয়ে উঠেছিলো দেশের রাজনৈতিক অঙ্গন। এটি তখন শিরোনাম হয়েছিলো বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে।
এবার আওয়ামী লীগ সরকার বিরোধী যে আন্দোলন গড়ে ওঠেছিলো সেখানেও আন্দোলনকারীদের মিছিল, ব্যানার, প্ল্যাকার্ড, পোস্টার ও শ্লোগানে আবরার ফাহাদের নাম উঠে এসেছে বারবার।

একই সঙ্গে আবরার হয়ে ওঠেন ‘ভারতীয় আগ্রাসন বিরোধী’ আন্দোলনের একটি প্রতীকে।
ওই হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড আর পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছিলো ঢাকার একটি আদালত। তবে রায়ের বিরুদ্ধে করা আপিল আবেদনের এখনো নিষ্পত্তি হয়নি।

হত্যাকাণ্ডটি যেভাবে হয়েছিলো:
২০১৯ সালের ৬ই অক্টোবর দিবাগত রাতে বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগের একদল নেতা-কর্মীর নির্মম নির্যাতনে নিহত হন আবরার ফাহাদ।
ঘটনায় বর্ণনা পাওয়া যায় যে - সেদিনই কুষ্টিয়ার বাড়ি থেকে বুয়েটে এসে শেরে বাংলা হলে নিজের ১০১১ কক্ষে এসেছিলেন আবরার।
ফেসবুকে ভারত বিরোধী একটি পোস্টের জের ধরে রাত আটটার দিকে তাকে ডেকে নিয়ে যায় বুয়েট ছাত্রলীগের একদল নেতাকর্মী। পরে রাত তিনটার দিকে জানা যায় যে আবরারকে হত্যা করে একতলা ও দোতলার সিঁড়ির মাঝামাঝি ফেলে রাখা হয়েছে।
পরে জানা যায় আবরারকে ‘শিবির আখ্যা’ দিয়ে দুই দফায় দুটি কক্ষে নিয়ে মারধর করা হয় এবং পরে বুয়েট মেডিকেলের ডাক্তার এসে তাকে মৃত ঘোষণা করেন।এর মধ্যে খবর পেয়ে রাত দুইটার দিকে টহল পুলিশের একটি দল হল গেইটে গেলে তাদের হলে ঢুকতে দেয়া হয়নি। পরে চারটার দিকে পুলিশ আবার হলে যায়। এরপর ডাক্তার মৃত ঘোষণার পর তারা মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
পরে পুলিশের পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে বলা হয় যে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
পরে ঘটনাটির তদন্ত শেষে তখনকার কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম সে সময় সংবাদ সম্মেলন করে বলেছিলেন যে, আবরার ফাহাদকে শিবির হিসেবে সন্দেহ করার বিষয়টি হত্যাকাণ্ডের পেছনে অন্যতম কারণ ছিল, কিন্তু সেটাই একমাত্র কারণ নয়।
“অভিযুক্তদের সমীহ করে সালাম না দেয়ার বিষয়টিও আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পেছনে অন্যতম কারণ। তারা র‍্যাগিং-এর নামে আতংক তৈরি করেছে। হত্যাকাণ্ডে অভিযুক্তরা আবরার ফাহাদকে পিটিয়ে অন্যদের মাঝেও আতঙ্ক তৈরি করতে চেয়েছিল, যাতে করে অন্য শিক্ষার্থীরাও তাদেরকে সমীহ করে এবং সালাম দেয়। অভিযুক্তরা বুয়েটে 'ভয়ের রাজত্ব' কায়েম করার ধারাবাহিকতায় আবরার ফাহাদের উপর হামলা করে।

হত্যাকাণ্ডের দুইদিন আগে পাঁচই অক্টোবর ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন আবরার ফাহাদ, যার বিষয়বস্তু ছিলো বাংলাদেশ ভারত সম্পর্ক।

শহীদ আবরার ফাহাদ তার পোস্টে লিখেছিলো :
১. ৪৭ এ দেশভাগের পর দেশের পশ্চিমাংশে কোন সমুদ্রবন্দর ছিল না। তৎকালীন সরকার ৬ মাসের জন্য কলকাতা বন্দর ব্যবহারের জন্য ভারতের কাছে অনুরোধ করল। কিন্তু দাদারা নিজেদের রাস্তা নিজেদের মাপার পরামর্শ দিছিলো। বাধ্য হয়ে দুর্ভিক্ষ দমনে উদ্বোধনের আগেই মোংলা বন্দর খুলে দেওয়া হয়েছিল। ভাগ্যের নির্মম পরিহাসে আজ ইন্ডিয়াকে সে মোংলা বন্দর ব্যবহারের জন্য হাত পাততে হচ্ছে।
২.কাবেরি নদীর পানি ছাড়াছাড়ি নিয়ে কানাড়ি আর তামিলদের কামড়াকামড়ি কয়েকবছর আগে শিরোনাম হয়েছিল। যে দেশের এক রাজ্যই অন্যকে পানি দিতে চাই না সেখানে আমরা বিনিময় ছাড়া দিনে দেড় লাখ কিউবিক মিটার পানি দিব।
৩.কয়েকবছর আগে নিজেদের সম্পদ রক্ষার দোহাই দিয়ে উত্তরভারত কয়লা-পাথর রপ্তানি বন্ধ করেছে অথচ আমরা তাদের গ্যাস দিব। যেখানে গ্যাসের অভাবে নিজেদের কারখানা বন্ধ করা লাগে সেখানে নিজের সম্পদ দিয়ে বন্ধুর বাতি জ্বালাব।

তার হত্যাকাণ্ডের পর বুয়েটের শিক্ষার্থীদের অনেকেই দাবি করেন যে মূলত এই পোস্টের কারণেই আবরার ফাহাদকে নির্যাতন করে হত্যা করা হয়েছে।
পরে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনও ‘ভারতীয় আগ্রাসনের বিরোধিতাকারী’ হিসেবে আবরার ফাহাদকে উল্লেখ করেন।
আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনার খবর জাতীয় সংবাদমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমেও উঠে আসে। কয়েকটি গণমাধ্যমে ঘটনার পর যে তুমুল ছাত্রবিক্ষোভ হচ্ছিলো তার খবরও নিয়মিত প্রকাশিত হয়েছে।
বিবিসি নিউজে ২০১৯ সালের ৯ই অক্টোবর প্রকাশিত সংবাদে বলা হয়েছিলো যে চার ঘণ্টা ধরে পিটিয়ে হত্যা করা হয় আবরার ফাহাদকে।
তখন বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছিলো ‘ভারতের সঙ্গে বাংলাদেশের ক্ষমতাসীন সরকারের পানি চুক্তির সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেয়ায় আবরারকে পিটিয়ে হত্যা করা হয়’।

ক্ষমতাচ্যুত স্বৈরাচাররা সাধারণত গণতান্ত্রিক দেশগুলোকে আশ্রয় নিতে চায় না:বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ...
08/10/2024

ক্ষমতাচ্যুত স্বৈরাচাররা সাধারণত গণতান্ত্রিক দেশগুলোকে আশ্রয় নিতে চায় না:
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পর থেকে নানা আলোচনা চলছে যে তিনি কি শেষ পর্যন্ত ভারতেই থাকবেন নাকি অন্য কোন দেশে আশ্রয় নেবেন?
সম্প্রতি আবারো সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে বলছেন যে শেখ হাসিনা ভারতে থেকে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছেন। দু দেশের অফিসিয়াল কোন স্টেটমেন্ট না থাকায় এটি শতভাগ নিশ্চিত হওয়া যায় না, তবে শেখ হাসিনা দিল্লি ছেড়ে মধ্যপ্রাচ্যের কোনও দেশে চলে গেছেন, এ খবর ভারতের শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তারা সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেও দেশি-বিদেশি উল্লেখযোগ্য গণমাধ্যমের তথ্য মতে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছে।
যুক্তরাষ্ট্রের শিকাগো ইউনিভার্সিটির দ্য জার্নাল অব পলিটিক্স-এ আবদেল এসক্রিবা এবং ড্যানিয়েল ক্রাকমারিক এক গবেষণা মূলক নিবন্ধে লিখেছেন,
ক্ষমতাচ্যুত স্বৈরাচাররা সাধারণত গণতান্ত্রিক দেশগুলোকে আশ্রয় নিতে চায় না বলে উল্লেখ করেন আবদেল এসক্রিবা এবং ড্যানিয়েল ক্রাকমারিক।
অতীতে দেখা গেছে, মুসলিমপ্রধান দেশগুলো থেকে পালিয়ে যাওয়া স্বৈরাচারদের অনেকেই সৗদি আরবে আশ্রয় নিয়েছে। ২০২২ সালে মিডল ইস্ট আই পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে, সৌদি আরব যাদের আশ্রয় দিয়েছে তাদের অধিকাংশের ক্ষেত্রে খরচ বহন করেছে সৌদি সরকার। এছাড়া পশ্চিমা দেশে আশ্রয় নেবার নজিরও রয়েছে। সুতরাং সব দিক বিবেচনায় আমরা ধরেই নিতে পারি স্বৈরাচার শেষ হাসিনা আরব আমিরাতে আছে।

04/10/2024

Story of Prophet Hazrat Lut (A) | Part 1 | Lessons from His Life and Trials

Join us in this first part of the series on the life of Prophet Hazrat Lut (A). Discover the inspiring story of his mission, the trials he faced, and the powerful lessons we can learn from his journey. Explore the wisdom from his life that remains relevant today in this in-depth discussion. Don't forget to subscribe for more episodes on the stories of the Prophets.

https://www.youtube.com/
https://www.youtube.com/watch?v=xXBecLsnlD8

03/10/2024

অনেক প্রতিক্ষার পরে আজ রাত ৯ টায় আসছে, হযরত লুত(আঃ) কে নিয়ে আমাদের ১ম পর্ব।

বিটিএস ৭ সদস্যের দক্ষিণ কোরিয়ান বয় ব্যান্ড। এ ৭ সদস্যের ব্যান্ড বিগহিট মিউজিক এর অধীনে ২০১০ সালে ট্রেইনি হিসেবে এবং ২০...
03/10/2024

বিটিএস ৭ সদস্যের দক্ষিণ কোরিয়ান বয় ব্যান্ড। এ ৭ সদস্যের ব্যান্ড বিগহিট মিউজিক এর অধীনে ২০১০ সালে ট্রেইনি হিসেবে এবং ২০১৩ সালে টু কুল ফর স্কুল অ্যালবাম নিয়ে পুরো বিশ্বের সামনে আত্মপ্রকাশ করে। তারা মূলত হিপ হপ সঙ্গীতের গ্রুপ হলেও তাদের গানগুলোতে বিভিন্ন সঙ্গীতের ধরন প্রকাশ পায়।
বিটিএস ব্যান্ডের প্রতি কেনো এত অভিযোগ?বিটিএসের গান ও আমাদের তরুণ-তরুণীদের ওপর এর প্রভাব কি?
বিটিএস আমাদের দেশের কালচারের সাথে যায় না।বাঙালি সংস্কৃতি এবং ধর্মীয় সংস্কৃতি দুটোর সাথে সাংঘর্ষিক। ছেলেরা মেয়েদের মতো আচরণ বা পোশাক পড়ে। ওদেরকে দেখলেই তাদের বিকৃত মানসিকতার মনে হয়।এই বিটিএস ইতিমধ্যে সারা বিশ্বে জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে। বাঙালি তরুণ প্রজন্মের কাছেও। কিন্তু বাঙালি তরুণ-তরুণীদের ওপর এই হিপহপ গান নেতিবাচক প্রভাব নিয়ে আসবে।বিটিএসদের আর্মি নামেও ডাকা হয়। ব্যান্ড দলটি পশ্চিমা সংস্কৃতির অনুসারী হওয়ায় তাদের গানে সে সংস্কৃতির দৃশ্য দেখতে পাওয়া যায়, যা বাঙালিদের ওপর চরম নেতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে তরুণ-তরুণীদের মধ্যে। এর একটি বৃহৎ অংশজুড়ে রয়েছে বাংলাদেশি যুবকেরা। সাধারণত বাঙালি হুজুগে বিশ্বাসী। বিটিএস অনেক জনপ্রিয় হলেও অধিকাংশ মানুষই এই ভাষা বুঝতে পারে না। কিন্তু কেন বিটিএসদের দিকে এত ঝোঁক, তা বলা মুশকিল। ভাষাটা মূলত কোরিয়ান। ভাষা তেমন বুঝতে না পারলেও। সেটা না বুঝেই গানের তালে মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ড্যান্স করতে বেশ ভালো বাসে ভক্তরা ; মেয়েরাও তা-ই করে থাকে। শুধু গানে নয়, আচার-আচরণ, পোশাকে—সব ক্ষেত্রে তাদের অনুসরণ করে চলছে। বাহ্যিক স্টাইলে ছেলে-মেয়ে দেখতে প্রায় একই। কারণ, চুলের কাটিং, লিপস্টিক, মেকআপ বা সাজসজ্জা একই ধরনের প্রায়। আর এই স্টাইল নষ্ট করছে আমাদের ঐতিহ্যমণ্ডিত বাঙালির সংস্কৃতি। সাথে আমাদের ধর্মের নিয়ম নিয়তির পরিপন্থী কাজকে প্রমোট করছে।
বিটিএসদের মূল সমস্যা হলো পোশাক বা চেহারায়। কোরিয়ান ব্যান্ড সদস্যদের সাজগোজ করার ব্যাপারটাই বেশির ভাগ বাংলাদেশি সংস্কৃতির ওপর চরম ক্ষতিকর দিক বয়ে নিয়ে আসেছে।
তাদের ফেস আর্ট সবই প্রায় এক লিঙ্গের শামিল। মানে নারী-পুরুষের ভেদাভেদ বুঝতে পারা যায় না। এ জন্য তরুণ প্রজন্ম যখন তাদের অনুসরণ করছে, তখন থেকেই পোশাক-আশাকে তাদের নীতিমালা মেনে চলছে। এ বিষয়গুলোই বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে মানানসই নয়। সংস্কৃতির চরম বাস্তব উদাহরণ দিয়ে যদি বলি, পশ্চিমারা শর্টপিস পোশাকে অভ্যস্ত বা এটাই তারা পছন্দ করে বা তাদের সংস্কৃতি। অপর পক্ষে বাঙালিরা শাড়ি, থ্রি পিস, লুঙ্গি, বোরখা ও পাঞ্জাবিতেই বেশি মানানসই। এ জন্য আমাদের দেশে এটাই প্রচলিত ও প্রশংসনীয়। এটাই হলো সংস্কৃতিগত পার্থক্য। তাই আমাদের উচিত হাজার হাজার বছরের ঐতিহ্যকে হারাতে না দেওয়া। আমাদের শ্রেষ্ঠ সংস্কৃতিকে ধরে রাখতে না পারলে হয়তো হারিয়ে ফেলতে হবে বাঙালি গান, সুর, ইতিহাস ও ধর্মীয়
ঐতিহ্য। যে সংস্কৃতি বিশ্বের মানচিত্রে শ্রেষ্ঠ আসন গেঁড়ে বসে আছে, তা এভাবে বিলুপ্ত হতে দেওয়া যায় না। উপরিউক্ত সমস্যা সমাধানের জন্য তরুণ প্রজন্মকে মানসম্মত গান, সিনেমা ও নাটক উপহার দিতে হবে। বাড়াতে হবে সুশীল সামাজিক আচরণবিধি, যেন কোনোভাবেই আমাদের সংস্কৃতি খর্বিত না হয়।
কথা এখানেই শেষ নয়- এর মধ্যে অধিকাংশই তরুণ তরুণী এবং এই সাপোর্টারদের মধ্যে মুসলিমদের সংখ্যা নেহাত কম নয়। সমকামিতাকে পজিটিভ হিসেবে উপস্থাপন করছে বিটিএস , মুসলিম তরুণ প্রজন্মের মধ্যে এই চিন্তা প্রবেশ করিয়ে দিচ্ছে তারা। অনেক মুসলিমদের মধ্যে এই চিন্তা চেতনা প্রবেশ করায় তারা সেদিকে ধাবিত হচ্ছে। তরুণ প্রজন্মকে এভাবে ইসলাম থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে তারা। শুধু ইসলাম ধর্ম থেকে দূরে সরিয়ে নিচ্ছে এমন নয় তারা সকল ধর্মের মানুষকে প্রভাবিত করে ধর্মীয় মূল্যবোধকে ধ্বংস করে ধর্মহীন নিয়মবহির্ভূত নোংরা সমাজ গড়তে চায়।
সমকামিতা শুধু মুসলিম ধর্মে নিষিদ্ধ নয় সব ধর্মেই নিষেধ করা আছে ও ভয়াবহ শাস্তির বর্ণনা দেয়া আছে। সুতরাং যারা বিটিএস সাপোর্ট করেন ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক দিক থেকে তারা এই মিউজিক থেকে দূরে থাকবেন এবং এই টক্সিক ব্যান্ডটিকে বয়কট করবেন।সকলের উচিত হবে এই ব্যান্ডের মিউজিক থেকে দূরে থাকা এবং এদের বয়কট করা।

Address


Alerts

Be the first to know and let us send you an email when অন্তরালাপ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to অন্তরালাপ:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share