Shariyar Islam Emon

Shariyar Islam Emon Welcome to my world

26/08/2024

ফারাক্কা বাঁধের ১০৯টি গেইট খুলে দিয়েছে ভারত। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে ১১ লাখ কিউসেক পানি!
বাংলাদেশের উত্তরাঞ্চলে বন্যার শঙ্কা

সাংবাদিকঃ কি হলো পালাচ্ছেন কেন? আনসারঃ ছাত্ররা আসতেছে তাই🤣ছাত্রদের দেখে দৌড়ে পালালো আনসার বাহিনী।
25/08/2024

সাংবাদিকঃ কি হলো পালাচ্ছেন কেন?
আনসারঃ ছাত্ররা আসতেছে তাই🤣

ছাত্রদের দেখে দৌড়ে পালালো আনসার বাহিনী।

25/08/2024

-ইচ্ছাটা পূরণ হোক
সিরাজগঞ্জে যেন আনসার বের হয়।🙂
ওদের একটু দেখব🙂

-আলহামদুলিল্লাহআজকে বিকাল ৫ টায় ক্রসবার-৩ এ আমাদের গাছ লাগানোর কর্মসূচী সম্পূর্ণ হলো। ধন্যবাদ জানাই পলি ম্যাম ও পরিবেশ অ...
20/08/2024

-আলহামদুলিল্লাহ
আজকে বিকাল ৫ টায় ক্রসবার-৩ এ আমাদের গাছ লাগানোর কর্মসূচী সম্পূর্ণ হলো।

ধন্যবাদ জানাই পলি ম্যাম ও পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জ শাখার সহকারি পরিচালক স্যার কে আমাদের সাথে থাকার🥰

-নিকুঞ্জ-২ এলাকার।-এই জায়গায় কোন শিক্ষার্থী ছিলো না। তারপরও মানুষ লাইন ধরে ফুটওভার ব্রিজে উঠছে, লাইন ধরে রিক্সা দাঁড়িয়ে ...
18/08/2024

-নিকুঞ্জ-২ এলাকার।

-এই জায়গায় কোন শিক্ষার্থী ছিলো না। তারপরও মানুষ লাইন ধরে ফুটওভার ব্রিজে উঠছে, লাইন ধরে রিক্সা দাঁড়িয়ে আছে, ভাবা যায়!
পরিবর্তনটা নিজে শুরু করুন। অন্যরাও এসে লাইনে দাঁড়াবে। 🙂

-আপনারা সদর হসপিটালের তত্তবধায়কের আপডেট চেয়েছিলেন তাদের জন্যউচিৎ শিক্ষা হয়েছে হাউন আঙ্কেল প্রো ম্যাক্সের।ছিলো সিরাজগঞ্জ ...
13/08/2024

-আপনারা সদর হসপিটালের তত্তবধায়কের আপডেট চেয়েছিলেন তাদের জন্য

উচিৎ শিক্ষা হয়েছে হাউন আঙ্কেল প্রো ম্যাক্সের।
ছিলো সিরাজগঞ্জ সদর হসপিটালের তত্ত্বাবধায়ক, হয়ে গেলো "ওএসডি"
🖕"Stand released"🖕কেমন লাগে দেখ।
মিশন বরিশাল...

"ওএসডি" এর পূর্ণরুপ👇
ওএসডি বলতে দায়িত্ব হীন কর্মকর্তাকে বুঝানো হয়। তিনি হতে পারেন কোন পদায়নের জন্য অপেক্ষমাণ বা অপরাধের দায়ে বহিষ্কৃত বা দায়িত্ব থেকে অব্যাহতিপ্রাপ্ত। এ ধরনের কর্মকর্তাদের সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রতিদিন হাজির দিয়ে, নির্দিষ্ট জায়গায় বসে দাপ্তরিক সময় পার করতে হয়।
ধন্যবাদ সিরাজগঞ্জ জেলা ডিসি মহোদয়কে।
ধন্যবাদ সকলেই।

11/08/2024

ডিয়ার এক্স বিয়ের দাওয়াত পাইলে আমি তোমাকে নতুন একটা ভাঙ্গা থালা গিফট দিতে চাই🐸

হায়দার হোসেন🧑‍🎤স্বাধীনতা মানে কী বৈশাখী মেলায় পান্তা ইলিশ খাওয়া ?  ME: স্বাধীনতা মানে কি অন্য ছাত্র*লীগের ভাইদের হাতে মা...
15/07/2024

হায়দার হোসেন🧑‍🎤
স্বাধীনতা মানে কী বৈশাখী মেলায় পান্তা ইলিশ খাওয়া ?

ME: স্বাধীনতা মানে কি অন্য ছাত্র*লীগের ভাইদের হাতে মার খাওয়া ?

ঈদের দিনের খুশিটা বাড়াই দিলা ভাইরে😍🥰ঈদ মোবারক🥰Tanzim Hasan SakibMustafizur Rahman 😍
17/06/2024

ঈদের দিনের খুশিটা বাড়াই দিলা ভাইরে😍🥰
ঈদ মোবারক🥰

Tanzim Hasan Sakib
Mustafizur Rahman 😍

-"আরে মিয়ারা, কোক মোটেও ঐ "জায়গা"র না" লাইনটা বিজ্ঞাপনে যতবার কানে আসতেসে, অন্যরকম একটা আনন্দ হইতেসে। -প্রথমত, বয়কটে ...
10/06/2024

-"আরে মিয়ারা, কোক মোটেও ঐ "জায়গা"র না" লাইনটা বিজ্ঞাপনে যতবার কানে আসতেসে, অন্যরকম একটা আনন্দ হইতেসে।
-প্রথমত, বয়কটে নাকি তোমাদের বাপদের কিছু হয় না? তাইলে এখন প্রতি ওভার শেষে কোক মোটেও ঐ জায়গার না বলে কানতেসো কেন?
-শখে শখে নিশ্চয়ই কোন ব্র্যান্ড এমন টাকা খরচ করে কান্নাকাটি করে না?
-আর দ্বিতীয়ত, যতই সাপোর্ট করুক, ঐ জায়গা এতোটাই নোংরা যে, ঐ জায়গার নাম উচ্চারণ করার সাহস ইভেন কোকেরও হয় নাই।
অর্থাৎ, যতই সাপোর্ট করুক, ওরা যে ঘৃণারও অযোগ্য, ওদের দেশের নাম যে পাবলিকলি উচ্চারণ করা যায় না, সেইটা ওরা নিজেরাও জানে।
সত্য আর মিথ্যার তফাতটা যুগে যুগে এমনই ছিলো, এমনই আছে, ভবিষ্যতেও এমনই থাকবে।

-যারা গত একটা বছর মানুষের হাজারো টিটকারি সহ্য করেও কোকের বোতলটা দূরে সরিয়ে রেখে চলেছেন, আপনাদের সবাইকে অভিবাদন জানাই।

📌- সাদিকুর রহমান খান

17/05/2024

ব্রেকিং নিউজ
মেয়েরা চাকরি শুরু করার পর থেকেই ডি'ভো'র্সের সংখ্যা বেড়েছে।
বিস্তারিত⤵️

২৯ জুন ২০২৪ এর ছবি।ছবিটা চাঁদপুর থেকে পাঠানো হয়েছে।-ফ্যক্ট কমেন্টে🙂
15/05/2024

২৯ জুন ২০২৪ এর ছবি।ছবিটা চাঁদপুর থেকে পাঠানো হয়েছে।

-ফ্যক্ট কমেন্টে🙂

আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ -প্রিয় শায়েখ এখন মুক্ত বাতাসে🥰
02/05/2024

আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ
-প্রিয় শায়েখ এখন মুক্ত বাতাসে🥰

27/04/2024

ফরিদপুরে মুসলমান মারো হত্যার ভিডিও। ঠিকাদার চাঁদা না দেয়ায় পিটিয়ে মারা হয় আপন দুই মুসলিম ভাই কে। মন্দিরে আগুনের ঘটনা সম্পূর্ণ নাটক।

আর কি কিছু প্রমাণের দরকার আছে ?

#হিন্দুথেকেসাবধান

সবাইকে জানাই ঈদ মোবারক🥰-আলহামদুলিল্লাহ ঈদের নামাজ শেষ করে কবর জিয়ারতে আমার পরিবারের সকল সদস্য একসাথে🥰
11/04/2024

সবাইকে জানাই ঈদ মোবারক🥰

-আলহামদুলিল্লাহ ঈদের নামাজ শেষ করে কবর জিয়ারতে আমার পরিবারের সকল সদস্য একসাথে🥰

পুরাতন না হওয়ার মতো একটি কথাসবাইকে জানাই ঈদ মোবারক 🥰
10/04/2024

পুরাতন না হওয়ার মতো একটি কথা
সবাইকে জানাই ঈদ মোবারক 🥰

08/04/2024

-যে শিক্ষায় শিক্ষিত হলে নিজের ধর্মকে ভুলে যেতে হয় আমি সে শিক্ষায় শিক্ষিত হতে চাইনা।

-আমি সে শিক্ষায় শিক্ষিত হতে চাই, যে শিক্ষা আমার ধর্মকে আকরে ধরে বুকে লালন করে, নিয়ম মেনে পালন করতে পারবো আমি ঠিক সে শিক্ষায় শিক্ষিত হতে চাই।

🗣Shariyar Islam Emon

-গত রাতে সিলেটের ইতিহাসে রেকর্ড পরিমাণ শিলাবৃষ্টি হয়েছে, অসংখ্য মানুষের টিনের ঘরের টিন ছিদ্র হয়ে গেছে!😥পাশাপাশি রাস্তায় ...
31/03/2024

-গত রাতে সিলেটের ইতিহাসে রেকর্ড পরিমাণ শিলাবৃষ্টি হয়েছে, অসংখ্য মানুষের টিনের ঘরের টিন ছিদ্র হয়ে গেছে!😥

পাশাপাশি রাস্তায় থাকা অনেক মানুষ আহত হয়েছে!
রাস্তায় থাকা গাড়ি ও বিভিন্ন বাসা বাড়ির জানালার কাচ ভেঙে গেছে।
সিলেট বাসীর জন্য দোয়া করুন।🤲

Address

Bonbaria
Sirajganj
6700

Alerts

Be the first to know and let us send you an email when Shariyar Islam Emon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share