03/08/2025
সিগারেটের প্যাকেটে যেমন ক্যান্সারের হুমকি লেখা থাকলেও সিগারেটটা বেশি খাওয়া হয়, ঠিক তেমন প্রেম ভালোবাসায় কষ্ট আছে যেনেও মানুষ বারবার প্রেমে পড়তে চাই । আচ্ছা সুখ কি জীবনের সব, বেঁচে থাকার জন্য জীবনে কষ্ট পাওয়াটা ভীষণ জরুরি, সবার জীবনেই না পাওয়ার কষ্ট থাকা উচিত, এক জীবনে কাউকে কাছে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা থাকা উচিত, বিরহের সে আগুনে নিজেকে পুড়িয়ে ছাই বানানো উচিত, আবার বিরহের সে ছাই কুড়িয়ে পকেটে নিয়ে পথ চলা উচিত, আবার কেউ পাশে থাকুক না থাকুক, কেউ কাছে না আসুক অন্তত কেউ বুকের মধ্য খানে থাকুক, অন্তত কেউ একজনের নামে এই বুকের মধ্যেও কাফন থাকুক, মাঝরাতে সেই কাফনে চোখ দিয়ে জল পড়ুক, সেই জলের ফোঁটায় তার নাম থাকুক, অন্তত একজনের নামে অন্তরে বিরহের কলম তৈরি হোক, মাঝরাতে সেই কলমে কবিতা ঝরুক, সেই কবিতার লাইনে বড় বড় করে লেখা থাকুক --তুমি যদি কষ্ট হতে তাহলে আমি তোমাকে অনেক আগেই পেয়ে যেতাম কারণ আমি না চাইতেই যে জিনিসটা পেয়েছি সেই জিনিসটাই হলো কষ্ট 🙂💔❤️🩹