FA Eslam power

FA Eslam power Allah is always watching me
কার খবর কে রাখে -
হাসলেই কি সবাই ভালো থাকে 😒🖤

04/06/2025

কি ভাইয়া কেমন দিলাম🤣🤣

24/04/2025

মেয়েদের সেজদা করার নিয়ম।🥰 # # # #

24/04/2025

নামাজে সেজদা দেওয়ার সঠিক নিয়ম।🥰

23/04/2025

জামত মিস করলে কী করবেন দেখেনিন.???

23/04/2025
23/04/2025

নামাজের সেজদার মাঝখানে কী পড়তে হয়।দেখেনিন।🥰🥰

Mi opradsilo vitar😭
22/04/2025

Mi opradsilo vitar😭

গাঁজাবাসী তোমাদের কে সেলুট জানাই🥰🥀
06/04/2025

গাঁজাবাসী তোমাদের কে সেলুট জানাই🥰🥀

06/04/2025

Global strike for Ga'za.
7th April.

আগামীকাল বিশ্বব্যাপী হরতাল পালনের আহবান জানিয়েছে আমাদের মজলুম গা'জাবাসী ভাইবোনেরা। গণহ'ত্যা বন্ধ করার দাবিতে বিশ্বের সকল দেশে একযোগে স্কুল,কলেজ,ভার্সিটি, অফিস,আদালত সব বন্ধ রাখার আহবান জানিয়েছে তারা।

কিন্তু মানুষ কিংবা মুসলিম হিসেবে এসব বন্ধ রাখাতেই আমাদের দায়িত্ব সীমাবদ্ধ হওয়া উচিত নয় বরং দল মত নির্বিশেষে সারাদেশের ছাত্র জনতা একসাথে রাজপথে নেমে ইস'রাইলি খু'নিদের বিরুদ্ধে প্রতিবাদ জানানো উচিত।

আমরা হয়তো এই মুহূর্তে আমাদের গা'জার ভাইদের পাশে দাঁড়িয়ে লড়াই করতে পারবো না। কিন্তু তাদের লড়াইয়ের সাথে একত্বতা ঘোষণা করতে নিজ ভূমির রাজপথে অন্তত নামতে পারবে।

NCP, BNP, জামায়াত; কিংবা অন্য কোনো দলের ব্যানারে নয় বরং দল-মত নির্বিশেষে "বাংলাদেশ" ব্যানারে আগামীকাল আমরা রাজপথে নেমে গাজার গণহত্যার বিরুদ্ধে দাঁড়াতে পারি। খু'নি, র'ক্তপিপাসু নেতা'নিয়াহুর বিপক্ষে স্লোগান দিতে পারি ।

প্রত্যেক জেলায় ছাত্র জনতার প্রতিনিধি হিসেবে কয়েকজন মিলে দায়িত্ব নিয়ে ঐক্যবদ্ধভাবে এই কর্মসূচি পালিত হোক। ৭ এপ্রিল কোনো দল, মত, পক্ষের হয়ে নয় বরং বাংলাদেশের পক্ষ হতে গা'জার মজলুম মানুষের পক্ষে হোক।

March for Ga'za.
Bangladesh for Ga'za.

13/02/2025

রাসুল (সা.) বিখ্যাত নারী সাহাবি উম্মে সালামা (রা.)-কে বলেছিলেন, তোমাদের কেউ কি এতে খুশি নয় যে সে যখন স্বামীর পক্ষ থেকে গর্ভবতী হয় এবং স্বামী তার প্রতি সন্তুষ্টও থাকে, তখন (এই গর্ভকালীন) সে আল্লাহর সন্তুষ্টির জন্য সর্বদা রোজা পালনকারী ও সারা রাত নফল ইবাদতকারীর মতো সওয়াব পেতে থাকবে। তার যখন প্রসব ব্যথা শুরু হয়, তখন তার জন্য নয়ন শীতলকারী কী কী নিয়ামত লুকিয়ে রাখা হয়, তা আসমান-জমিনের কোনো অধিবাসীই জানে না। সে যখন সন্তান প্রসব করে, তখন তার দুধের প্রতিটি ফোঁটার পরিবর্তে একটি করে নেকি দেওয়া হয়।

এ সন্তান যদি কোনো রাতে তাকে জাগিয়ে রাখে (অসুধ ইত্যাদির কারণে বিরক্ত করে মাকে ঘুমাতে না দেয়) তাহলে সে আল্লাহর পথে নিখুঁত ৭০টি গোলাম আজদে করার সওয়াব পাবে।

(তাবরানি, হাদিস: ৬৯০৮)

প্রশ্ন: স্বপ্নদোষ হলে পুরো বিছানার চাদর ধৌত করতে হবে কী? ▬▬▬▬💠🌀💠▬▬▬▬উত্তর: গ্রহণযোগ্য মতে, মনী বা বীর্য পবিত্র। আদম ও হা...
23/01/2025

প্রশ্ন: স্বপ্নদোষ হলে পুরো বিছানার চাদর ধৌত করতে হবে কী?

▬▬▬▬💠🌀💠▬▬▬▬

উত্তর: গ্রহণযোগ্য মতে, মনী বা বীর্য পবিত্র।

আদম ও হাওয়া (আ) এর বংশধর প্রত্যেক মানুষকেই মনী তথা বীর্য হতে সৃষ্টি করা হয়েছে। এটিই সত্য কথা। আল-কুরআন আমাদেরকে এই সংবাদ দিয়েছে। পরীক্ষা ও বিশ্লেষণের মাধ্যমেও তা প্রমাণিত হয়েছে। আলহামদুলিল্লাহ।

আল্লাহ তাআলা বলেনঃ

( أَلَمْ نَخْلُقْكُمْ مِنْ مَاءٍ مَهِينٍ )

• “আমি কি তোমাদেরকে তুচ্ছ পানি থেকে সৃষ্টি করি নি? (মুরসালাতঃ ২০)

আল্লাহ্ তাআলা আরও বলেনঃ

( فَلْيَنْظُرِ الْإِنْسَانُ مِمَّ خُلِقَ خُلِقَ مِنْ مَاءٍ دَافِق)

• “অতএব, মানুষের দেখা উচিত কি বস্তু থেকে সে সৃজিত হয়েছে। সে সৃজিত হয়েছে সবেগে স্খলিত পানি থেকে”। (সূরা তারিকঃ ৫-৬)

সুতরাং উপরোক্ত আয়াত দ্বয়ে যেই পানির কথা বলা হয়েছে, তা হচ্ছে স্বামী-স্ত্রীর মিলনের মাধ্যমে নির্গত মনী বা বীর্য। এটি পবিত্র না অপবিত্র, আলেমদের থেকে এ ব্যাপরে দু’টি মত পাওয়া যায়। সঠিক কথা হচ্ছে এটি পবিত্র। এই পানি পবিত্র হওয়ার ব্যাপারে অনেক দলীল রয়েছে।

▶১) সহীহ মুসলিম শরীফে আয়েশা (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেনঃ

“আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর কাপড় হতে হাত দিয়ে ঘষে মনী (বীর্যী) পরিস্কার করতাম। তিনি সেই কাপড় পরে নামায আদায় করতেন”। (সহীহ মুসলিম, হাদীছ নং- ৫৭৫ ইফা)

এটি জানা কথা যে ঘষাঘষি করে মনী পরিস্কার করলে তা সম্পূর্ণরুপে পরিস্কার হওয়ার প্রশ্নই আসে না। তাতে দাগ থেকে যাবে। আর তা সহ নামায পড়া প্রমাণ করে যে মনী অপবিত্র নয়।

▶২) এই পানি দিয়েই নবী, রাসূল অলী-আওলীয়া ও আল্লাহর সৎ বান্দাদেরকে সৃষ্টি করা হয়েছে। এ সমস্ত প্রিয় বান্দাদেরকে আল্লাহ্ তাআলা অপবিত্র উপাদান দিয়ে সৃষ্টি করবেন, তা হতেই পারে না। (দেখুনঃ আশ্ শরহুল মুমতিউ, (১/৩৮৮)

সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদের ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটির কাছে প্রশ্ন করা হয়েছিলঃ কাপড়ে মনী লাগলে কী তা নাপাক হয়ে যায়? (মনী কী নাপাক?)

উত্তরে তারা বলেনঃ মনী পবিত্র। তা অপবিত্র হওয়ার কোন দলীল আমাদের জানা নেই। (দেখুনঃ ফতোয়া নং- ৬/৪১৬)

শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমীয়া (রঃ) বলেনঃ সঠিক কথা হচ্ছে মনী পবিত্র। এটিই ইমাম শাফেঈ এবং ইমাম আহমাদ বিন হাম্মালের প্রসিদ্ধ মত। ইমাম আবু হানীফা (রঃ) বলেনঃ তা অপবিত্র। তবে ঘষাঘষির মাধমে তা দূর করাই যথেষ্ট। ইমাম মালেক

27/12/2024

❝নারীদের যদি একদিন পুরুষের চক্ষু দেওয়া হতো দুনিয়া দেখার জন্য ;
তবে পরের দিন সে নিজেকে লোহা দ্বারা মুড়িয়ে বাইরে বেরোত।❞
~হযরত আলী(রাঃ)

পুরুষের দৃষ্টিপাত 🥺
এতো সুক্ষ্ম যে, সে হাত মোজা পা মোজা বোরখা পরিধান করা কোন নারীর শরীরের সৌন্দর্য্য অনুমান করতে সক্ষম।
আল্লাহ সবাইকে সঠিক ভাবে পর্দা করার তাওফিক দান করুন।

পুরুষরা ভাই আমার আপনার দৃষ্টি অবনিত করুন।
#সবসময়ই হাসি..

Address

Sirajganj
Sirajganj
.....

Alerts

Be the first to know and let us send you an email when FA Eslam power posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to FA Eslam power:

Share