Maruf Billah

Maruf Billah সবার আগে সেটআপ ক্লিয়ার করতে হবে

14/12/2024

জামায়াতকে নিয়ে জালাল উদ্দীনের বিদ্বেষ ও হিংসাত্মক মূলক বক্তব্য।

13/12/2024

জামায়াতকে নিয়ে বিএনপির এতো চুলকানি কেন?
নিজ ইউনিয়ন হিসেবে এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
উল্লাপাড়া উপজেলা সলঙ্গা ইউনিয়ন বিএনপি সভাপতি জালাল উদ্দিনের বিদ্বেষী, হিংসাত্মক বক্তব্য। এই ভাষা তো এতোদিন ফ্যাসিস্টরা ব্যবহার করেছে। আপনাদের মতো ব্যক্তিদের কারনেই রাজনীতিতে বাজে পরিবেশ তৈরী হয়েছে।
জামায়াতকে নিয়ে এতো ভয় কেন আপনাদের? পেশি শক্তি দিয়ে বেশিদিন টিকে থাকা যায় না। যা এতোদিন ফ্যাসিস্ট একটা দল করেছিলো। পারলে আদর্শ দিয়ে জামায়াতকে মোকাবেলা করতে আসুন।
জামায়াত কারো চোখ রাঙ্গানিকে ভয় পায় না। জামায়াতে ইসলামী পূর্বেও ছিলো, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ

12/12/2024

Bangladesh Vs West Indies cricket live match | Today live Match Bangladesh vs West Indies.

01/08/2024

সবকিছু সাকিব আল হাসান করেছে আমরা কিছুই করতে পারিনি দেশের জন্য। আর কতো সহ্য করতে হবে এই মহামারি নিয়মিত নির্যাতন।

01/08/2024

কোটা আন্দোলন আজকের খবর | আজ কোথায় গেলে আমার সেই ছাত্র ভায়েরা তাদের কি ফিরিয়ে দিতে পারবে যারা হত্যা করেছো।

24/07/2024

বাংলাদেশের অবস্থা দেখলেন তো ইন্টারনেট বন্ধ রেখে কিভাবে দাবার চাল চাললো।
পাবলিককে হাওয়াই মিঠাই খাওয়াই দিলো।

18/07/2024

সাইদি সাহেবের ভবিষ্যৎ বাণী এখন প্রমাণিত হওয়া শুরু করেছে

17/07/2024

মানবতার সেলিব্রেটিরা কোথায় গেলো। বন্যা হলে ডাক দিও আর রক্ত বন্যা হলে বাদ দিও।

17/07/2024

১৯৫২'র আন্দোলন দেখিনি কিন্তু ২৪'র কোটা সংস্কার আন্দোলন দেখেছি।
আমি সালাম, রফিক, জব্বারদের দেখিনি,
তবে আসিফ, রাফি, আদনান, সাঈদ ভাইদের দেখেছি!

Address

Sirajganj
6721

Telephone

+8801303943999

Website

Alerts

Be the first to know and let us send you an email when Maruf Billah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share