Ë𝕡ś 𝕃ī𝕗ē 𝕃ïńè

Ë𝕡ś 𝕃ī𝕗ē 𝕃ïńè Digital Content Creator Guideline

দক্ষিণ কোরিয়ায় সরকারীভাবে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের সার্কুলার🫰
17/02/2024

দক্ষিণ কোরিয়ায় সরকারীভাবে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের সার্কুলার🫰

13/02/2024

জরুরি নোটিশ

ইপিএস কর্মসূচির আওতায় দক্ষিণ কোরিয়ার উৎপাদন শিল্প, জাহাজ নির্মাণ শিল্প, কনস্ট্রাকশন ও মৎস্য (সমুদ্র ও উপকূলবর্তী) খাতে বাংলাদেশি প্রার্থীদের চাকরির লক্ষ্যে দক্ষিণ কোরিয়ারি নির্ধারিত জব রোস্টারে অন্তর্ভুক্ত জন্য কোরিয়ান ভাষা পরীক্ষায় (ইউবিটি) অংশগ্রহণের জন্য অনলাইন নিবন্ধন সম্পন্ন করা হবে। প্রার্থীর যোগ্যতা নিম্নরূপ:

১। শিক্ষাগত যোগ্যতা এসএসসি/সমমান;
২। কোরীয় ভাষা পড়া, লেখা ও বোঝার পারদর্শিতা থাকতে হবে;
৩। বয়স সীমা ১৮ থেকে ৩৯ বছর
৪। পাসপোর্ট-এর মেয়াদ ১৯ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত হালনাগাদ থাকা সাপেক্ষে;
৫। পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে নাম ও জন্ম তারিখ এবং ছবির মিল থাকতে হবে;
৬। 3D (Dirty, Difficult and Dangerous) কাজ করার আগ্রহ থাকতে হবে;
৭। উৎপাদন, জাহাজ নির্মাণ, কনস্ট্রাকশন ও মৎস্য (সমুদ্র ও উপকূলবর্তী) কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে;
৮। কালার ব্লাইন্ডনেস বা রঙ বোঝার সক্ষমতার সমস্যা মুক্ত হতে হবে;
৯। পোশাক-পরিচ্ছদ, আচার-আচরণ ও কথোপকথনে মার্জিত হতে হবে;
১০। মাদকাসক্ত/সিফিলিস শনাক্ত ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন;
১১। ফৌজদারি অপরাধে জেল বা অন্য কোনো শাস্তি প্রাপ্ত ব্যক্তির অযোগ্য বলে বিবেচিত হবেন;
১২। দক্ষিণ কোরিয়ায় অবৈধভাবে অবস্থানকারীগণ অযোগ্য বলে বিবেচিত হবেন;
১৩। দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আছে এমন ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন এবং
১৪। ই-৯ বা ই-১০ ভিসায় কোরিয়াতে ৫ বছরের বেশি অবস্থানকারীগণ অযোগ্য বলে বিবেচিত হবেন।

নিবন্ধনের পদ্ধতি
এইচআরডি কোরিয়ার চাহিদা মোতাবেক মোট ৪৩,০৫২ (তেতাল্লিশ হাজার বায়ান্ন) জন প্রার্থী নিম্নবর্ণিত দুই ধাপে কোরিয়ান ভাষা পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে। সম্ভাব্য প্রার্থীর সংখ্যা নিম্নরূপ:
১। কোরিয়ান ভাষা পারদর্শীদের বিশেষ পদ্ধতিতে ৩০,৬৫২ জন (উৎপাদন শিল্প-১৭৪৬০, মৎস্য-৭৭৬০ ও কনস্ট্রাকশন-৪২৬৮ এবং জাহাজ নির্মাণ-১১৬৪);
২। লটারি পদ্ধতিতে ১২,৪০০ (উৎপাদন শিল্প) জন।
৩। প্রার্থীর যেকোনো একটি ধাপে আবেদন করতে পারবে।
৪। কোনো প্রার্থী দুই ধাপে আবেদন করলে তার নিবন্ধন বাতিল বলে গণ্য হবে।

উক্ত কার্যক্রমের প্রস্তুতি চলছে। যথা শিঘ্রই এ সংক্রান্ত চূড়ান্ত নোটিশ বোয়েসেল ওয়েবসাইট ও এ পেইজে প্রচার করা হবে।

সংশ্লিষ্ট সকলকে বহুল প্রচারের জন্য শেয়ার করার পরামর্শ দেয়া হলো।
সূত্র: BOESL

২০২৪ সালে কোরিয়ার ইপিএস সিস্টেমে বাংলাদেশ সহ ১৬টি দেশে প্রথম পর্বের এমপ্লয়মেন্ট পারমিট ইস্যর তারিখ ঘোষণা~~ সব সেক্টরের ম...
19/01/2024

২০২৪ সালে কোরিয়ার ইপিএস সিস্টেমে বাংলাদেশ সহ ১৬টি দেশে প্রথম পর্বের এমপ্লয়মেন্ট পারমিট ইস্যর তারিখ ঘোষণা~~

সব সেক্টরের মোট কোটা ৩৫০০০ জনের
বাংলাদেশ থেকে যে দুই খাতে লোক নেয় সেই দুই খাতের ভিতরে ম্যানুফ্যাকচারিং কোটা ২৩,২৩২ জন,শিপবিল্ডিং কোটা ১৫০০ জন।

মালিকদের আবেদনঃ জানুয়ারী ২৯ থেকে ফেব্রুয়ারী ৮ তারিখ পর্যন্ত
মালিকদের ফলাফল ঘোষণাঃ ফেব্রুয়ারী ২৮তারিখ
ইস্যুঃ ২৯শে ফেব্রুয়ারী থেকে ৮ই মার্চ

বাংলাদেশ থেকে কতজনের ইস্যু হবে এটা মালিকদের চাহিদার উপর নির্ভর করবে।

12/01/2024

Welcome To Ë𝕡ś 𝕃ī𝕗ē 𝕃ïńè

Address

Sirajganj

Alerts

Be the first to know and let us send you an email when Ë𝕡ś 𝕃ī𝕗ē 𝕃ïńè posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share