আমাদের শাহজাদপুর

আমাদের শাহজাদপুর আমাদের শাহজাদপুর অফিসিয়াল ফেসবুক পেজে আপনাকে স্বাগতম। শাহজাদপুরের সকল আপডেট পেতে পেজটি ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ।

বাংলাদেশের ৬৪ টি জেলার মধ্যে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা অন্যতম। এখানে রয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,রবীন্দ্র কাছারী, হযরত শাহ মখদমের মাজার আরও অনেক ঐতিহ্যবাহী স্থান। আর আমাদের শাহজাদপুরের কাছারী বাড়ি বসেই কবি গুরু রবীন্দ্রনাথ লিখেছেন কবিতা "আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। যাদের বাড়ি শাহজাদপুর, যাদের মাতৃ নিবাস শাহজাদপুর, পৈতৃক নিবাস শাহজাদপুর এবং সিরাজগঞ্জ জেলাসহ বাংলাদেশের সবাই আমাদের পেজে লাইক দিয়ে সাথে থাকুন।

উল্লাপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃসিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিয়ের দাব...
19/06/2025

উল্লাপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিয়ের দাবিতে এক প্রেমিকা তার প্রেমিকের বাড়িতে ৩ দিন যাবৎ অনশন করছে।

বৃহস্পতিবার (১৯ জুন) বেলা ১১ টায় দিকে এই রিপোর্ট লেখার আগ পর্যন্ত ওই প্রেমিকা তার প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন চালিয়ে যাচ্ছে।

এরআগে গত মঙ্গলবার সকালে উপজেলার দূর্গানগর ইউনিয়নের হেমন্তবাড়ির প্রেমিক আলাউদ্দিন এর বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নেয়।

জানা যায় উপজেলার দূর্গানগর ইউনিয়নের হেমন্তবাড়ির শহিদুল ইসলাম এর ছেলে আলাউদ্দিন এর সাথে শাহজাদপুর এর আলোকদিয়ার গ্রামের জামাত আলীর মেয়ে শারমিন আক্তার এর দীর্ঘ ৩ বছরের প্রেমের সম্পর্ক। মেয়েটির দাবি একাধিকবার হয়েছে শারিরীক সম্পর্ক।

এ বিষয়ে ভুক্তভোগী শারমিন আক্তার বলেন তার সাথে আলাউদ্দিন এর সাথে ফেজবুকের মাধ্যমে দীর্ঘ ৩ বছরের প্রেমের সম্পর্ক। বিয়ের কথা বলে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়েছে, তবে সম্প্রতি বিয়ের জন্য চাপ দিলেও তার কথা শুনছেন না আলাউদ্দিন। তাই বাধ্য হয়ে তার বাড়িতে উঠেছেন। মেয়েটি আরো জানান তাকে বিয়ে না করলে আত্মহত্যা করবে।

প্রেমিক আলাউদ্দিন বলেন তার সাথে মেয়েটির ফেজবুকে পরিচয় হয়। তিনি ভালো গণিত বুঝতেন, তাই মেয়েটিকে ফেজবুকে ভিডিওতে নিয়মিত গণিত শেখাতেন। কথাবার্তার একপর্যায়ে মেয়েটি তাকে প্রেমের প্রস্তাব দেয়, তবে সে রাজি হয়নি বলে মেয়েটি তাকে বিভিন্নভাবে আত্মহত্যার হুমকি দেয়। এ ভয়ে আলাউদ্দিন তার সাথে নিয়মিত কথা বলেছেন এবং দেখাও করেছেন বলে দাবি করেন। তবে তিনি দাবি করেন মেয়েটিকে তিনি কখনোই ভালোবাসেনি।

দূর্গানগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাফিজুর ইসলাম ও স্থানীয় ইউপি সদস্য এবাদ আলী বিষয়টি নিয়ে মিমাংসার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। এ বিষয়ে ইউপি সদস্য এবাদ আলী বলেন তিনি এবং ইউপি চেয়ারম্যান (প্যানেল) হাফিজুর ইসলাম মেয়েটির অনশনের কথা শুনে ঘটনাস্থলে যায় এবং স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করে। তবে ছেলে পলাতক থাকায় মিমাংসা করতে পারেনি।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান জানান বিষয়টি জেনেছি তবে কোন পক্ষই অভিযোগ দেয়নি।

এনায়েতপুর বেড়িবাঁধ ঘাট, শাহজাদপুর।
19/06/2025

এনায়েতপুর বেড়িবাঁধ ঘাট, শাহজাদপুর।

শাহজাদপুর সরকারি কলেজ।
19/06/2025

শাহজাদপুর সরকারি কলেজ।

মেঘাই ঘাট, কাজীপুর, সিরাজগঞ্জ।
19/06/2025

মেঘাই ঘাট, কাজীপুর, সিরাজগঞ্জ।

🎉 Facebook recognised me for starting engaging conversations and producing inspiring content among my audience and peers...
18/06/2025

🎉 Facebook recognised me for starting engaging conversations and producing inspiring content among my audience and peers!

বর্ষার রেশমবাড়ি, শাহজাদপুর।
18/06/2025

বর্ষার রেশমবাড়ি, শাহজাদপুর।

18/06/2025

আয়াতুল্লাহ খামেনি সম্পর্কে সাঈদী সাহেবের বক্তব্যটাই সঠিক হলো।
ভিডিওটি সবাই একবার দেখুন।

মানুষটার ছবি দেখলে কেমন জানি একটা মায়া কাজ করে।তার সহযোদ্ধা সকল সেক্টরের প্রধানদের শহিদ করা হয়েছে... তিনি একাই পশ্চিমাদ...
18/06/2025

মানুষটার ছবি দেখলে কেমন জানি একটা মায়া কাজ করে।তার সহযোদ্ধা সকল সেক্টরের প্রধানদের শহিদ করা হয়েছে... তিনি একাই পশ্চিমাদের লালচক্ষুকে উপেক্ষা করে লড়াই করে যাচ্ছেন।

ধর্মীয় মতপার্থক্য আছে,
কিন্তু আন্তর্জাতিক রাজনৈতিক কারণে ও অস্তিত্বের টানে পাগরিওয়ালার সাথে আছি। কুফ্ফারদের বিরুদ্ধে একাই যেনো সিংহের ভূমিকায়।
এমন মহাপুরুষ শত বছরে ক'জন জন্মায়?

আল্লাহ তায়ালা পৃথিবীতে শান্তি নাজিল করুন!
মুসলিমদের হিফাজোত করুন 🤲

হার্ড পয়েন্ট সিরাজগঞ্জ।
18/06/2025

হার্ড পয়েন্ট সিরাজগঞ্জ।

শুভ সকাল
18/06/2025

শুভ সকাল

রবীন্দ্র কাছারি শাহজাদপুর।
17/06/2025

রবীন্দ্র কাছারি শাহজাদপুর।

এনায়েতপুর বেড়িবাঁধ, শাহজাদপুর।
17/06/2025

এনায়েতপুর বেড়িবাঁধ, শাহজাদপুর।

Address

Sirajganj

Alerts

Be the first to know and let us send you an email when আমাদের শাহজাদপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share