
17/09/2025
মাত্র ছাব্বিশ বছরের এক তরুণী
হাসিখুশি জীবন ছিল তার
হঠাৎ শরীরের একপাশে আগুনের মতো ব্যথা
চোখ ভিজে যায় অঝোর অশ্রুতে
প্রথমে ভেবেছিল সাধারণ ফুসকুড়ি
কিন্তু না, এটি ছিল হার্পিস জোস্টার—শিংলস
চিকেনপক্সের ভাইরাস ঘুম ভেঙে
তার জীবনে নামিয়ে আনলো দুঃস্বপ্ন
চিকিৎসায় দেরি হওয়ায় ফোসকা শুকালেও
যন্ত্রণার আগুন থামছে না
—এই ব্যথা হয়তো
বছরের পর বছর থাকবে সঙ্গী হয়ে
হার্পিস জোস্টার শুধু ত্বকের রোগ নয়
চোখ কেড়ে নিতে পারে আলো
কান কেড়ে নিতে পারে শ্রবণ
আর রেখে যেতে পারে আজীবনের অসহ্য যন্ত্রণা
প্রথম ৭২ ঘণ্টার ভেতর চিকিৎসা শুরু করলে
এ ভয়াবহতা কমানো সম্ভব
তাই শরীরের একপাশে হঠাৎ ফোসকা, জ্বালা বা ব্যথা দেখলেই
অবহেলা করবেন না
আজ আপনার সচেতনতা হয়তো
একজন তরুণীর সারাজীবনের হাসি বাঁচিয়ে দেবে
পেইজটি ফলো করুন ও এই
পোস্টটি শেয়ার করুন
হয়তো আপনার এক শেয়ার
কারও চোখের আলো, কারও জীবনভর যন্ত্রণা থেকে মুক্তি এনে দেবে
Dr-Abdur Rahman
এমবিবিএস শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল,
ডিওসি( চর্ম-যৌন), পিজিটি( সার্জারী),
সিসিডি( বারডেম),
এফসিপিএস (অর্থোপেডিক্স)এফপি
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল