Ariba vlog

Ariba vlog Alpona khatun
Sirajganj
(8)

28/08/2025

টাইম লাইনে রেখে দেন কাজে আসতে পারে

🩺 রোগ অনুযায়ী কোন ডাক্তার দেখাবেন

🔹 মাথা, মস্তিষ্ক ও স্নায়ুর সমস্যা

মাথা ব্যথা, খিঁচুনি, পক্ষাঘাত, স্নায়ুর ব্যথা → নিউরোলজিস্ট (Neurologist)

মস্তিষ্কের অস্ত্রোপচার, টিউমার → নিউরোসার্জন (Neurosurgeon)

---

🔹 চোখের সমস্যা

চোখের ঝাপসা, লাল হওয়া, ছানি, গ্লুকোমা → চক্ষু বিশেষজ্ঞ (Ophthalmologist)

---

🔹 কান, নাক ও গলার সমস্যা

কানে কম শোনা, কানে পুঁজ পড়া, টনসিল, সাইনাস, নাক দিয়ে রক্ত পড়া → ইএনটি বিশেষজ্ঞ (ENT Specialist)

---

🔹 দাঁত ও মুখের সমস্যা

দাঁতের ব্যথা, মাড়ির সমস্যা, দাঁত তোলা/ব্রেস → ডেন্টিস্ট (Dentist)

---

🔹 হৃদরোগ ও রক্তচাপ

বুক ধড়ফড়, হার্ট ব্লক, হার্ট অ্যাটাক, উচ্চ/নিম্ন রক্তচাপ → কার্ডিওলজিস্ট (Cardiologist)

হার্টের অপারেশন লাগলে → কার্ডিয়াক সার্জন (Cardiac Surgeon)

---

🔹 শ্বাসকষ্ট / ফুসফুস

হাঁপানি, শ্বাসকষ্ট, কাশি, যক্ষ্মা → মেডিসিন / চেস্ট বিশেষজ্ঞ (Pulmonologist)

---

🔹 পেট ও হজমের সমস্যা

গ্যাস্ট্রিক, পেট ব্যথা, লিভারের সমস্যা, আলসার → গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট (Gastroenterologist)

---

🔹 কিডনি / প্রস্রাবের সমস্যা

কিডনির পাথর, প্রস্রাবে জ্বালা, ইউরিন ইনফেকশন → নেফ্রোলজিস্ট (Nephrologist)

অপারেশন লাগলে → ইউরোলজিস্ট (Urologist)

---

🔹 হাড়, জয়েন্ট ও মেরুদণ্ড

কোমর ব্যথা, হাঁটু ব্যথা, হাড় ভাঙা, বাত → অর্থোপেডিক সার্জন (Orthopedic Doctor)

---

🔹 ত্বক ও যৌন রোগ

চুলকানি, চুল পড়া, ফুসকুড়ি, যৌন রোগ → ডার্মাটোলজিস্ট (Skin & VD Specialist)

---

🔹 নারী রোগ

মাসিকের সমস্যা, গর্ভাবস্থা, সন্তান জন্ম → গাইনোকলজিস্ট (Gynecologist & Obstetrician)

---

🔹 শিশু রোগ

শিশুদের জ্বর, ডায়রিয়া, নিউমোনিয়া → পেডিয়াট্রিশিয়ান (Child Specialist)

---

🔹 মানসিক রোগ

দুশ্চিন্তা, ডিপ্রেশন, ঘুম না আসা, সিজোফ্রেনিয়া → সাইকিয়াট্রিস্ট (Psychiatrist)

---

🔹 সাধারণ অসুখ

সর্দি, কাশি, জ্বর, ডায়রিয়া, শরীর ব্যথা → মেডিসিন বিশেষজ্ঞ (Medicine Specialist)

জরুরি বা ছোটখাটো সমস্যা → MBBS ডাক্তার (General Physician)

Creative Technology 01

আমরা সবাই-যদি স্ট্রোক (Stroke) এর এই ছোট্ট সাধারণ শণাক্তকরণ উপায় টা শিখে ফেলি,তবে হয়তো আমরা স্ট্রোকের ভয়ংকর অভিজ্ঞতা ...
11/08/2025

আমরা সবাই-যদি স্ট্রোক (Stroke) এর এই ছোট্ট সাধারণ শণাক্তকরণ উপায় টা শিখে ফেলি,তবে হয়তো আমরা স্ট্রোকের ভয়ংকর অভিজ্ঞতা থেকে আমাদের প্রিয়জনদের রক্ষা করতে পারবো।

একটি সত্যি গল্পঃ
একটা অনুষ্ঠানে গিয়ে একজন ভদ্রমহিলা হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গেলেন। উঠে দাঁড়িয়ে তিনি বললেন, সবকিছু
ঠিক আছে, মেঝের টাইলসে তার নতুন জুতোর হীল বেঁধে যাওয়ায় তিনি পড়ে গিয়েছিলেন। কেউ একজন এম্বুলেন্স ডাকার কথা বললেও তিনি তাতে রাজি হলেন
না। সবকিছু ঠিকঠাক করে, পরিস্কার করে তিনি নতুন করে প্লেটে খাবার নিলেন। যদিও মনে হচ্ছিলো যেন তিনি একটু কেঁপে কেঁপে উঠছেন।

অনুষ্ঠানের সম্পূর্ণ সময় জুড়েই তিনি উপস্থিত
থাকলেন। পরদিন দুপুরে ভদ্রমহিলার স্বামী ফোন
করে জানালেন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সন্ধ্যা ছয়টার সময় তিনি মারা গেলেন। মূল যে ঘটনা ঘটেছিল, তা হলো,তিনি অনুষ্ঠান চলাকালীন সময় স্ট্রোক করেছিলেন। সেখানে যদি কেউ জানতেন, কিভাবে স্ট্রোক শনাক্ত করা সম্ভব,তাহলে হয়তো ভদ্র মহিলা আজও বেঁচে থাকতেন।

সবাই যে মৃত্যুবরণ করে, তা নয়। অনেকের ঠাই হয় বিছানায়,সাহায্যহীন, ভরসাহীন মূমুর্ষূ অবস্থায়।মাত্র কিছু সময় নিয়ে এটা পড়ে ফেলুন।

একজন মস্তিষ্ক বিশেষজ্ঞ বলেছেন, যদি একজন স্ট্রোকের শিকার রোগীকে স্ট্রোক হবার তিন ঘন্টার মধ্যে হাসপাতালে নেয়া যায়,
তবে তাকে সম্পূর্ণভাবে সুস্থ অবস্থায় ফেরত
পাওয়া সম্ভব। শুধু আমাদের জানতে হবে কিভাবে স্ট্রোক চেনা যায় এবং কিভাবে রোগীকে উল্লেখ্য সময়ের মধ্যে মেডিকেল কেয়ারে নেয়া যায়।

স্ট্রোককে_চিনুন…

সহজ তিনটি ধাপঃ- S T ও R…পড়ুন এবং জানুন!
মাঝে মাঝে স্ট্রোকের উপসর্গ শনাক্ত করা অনেক কঠিন হয়ে পড়ে। আমাদের অজ্ঞতার কারণেই নেমে আসে যাবতীয় দুর্যোগ। স্ট্রোকের শিকার রোগীর মস্তিষ্কে যখন ভয়ানক
রকম ক্ষতি হয়ে যাচ্ছে, পাশে দাঁড়ানো প্রিয় জনটিই হয়তো বুঝতে পারছে না, কি অপেক্ষা করছে তাদের কাছের মানুষের জীবনে।সহজ উপায়ে স্ট্রোক শনাক্ত করার উপায়।

সহজ তিনটি প্রশ্ন জিজ্ঞেস করুনঃ
S – Smile রোগীকে হাসতে বলুন।
T – Talk রোগীকে আপনার সাথেসাথে একটি বাক্য বলতে বলুন।
উদাহরণঃআজকের দিনটা অনেক সুন্দর।
R – Raise hands. রোগীকে একসাথে দুইহাত উপরে তুলতে বলুন।এর কোনো একটিতে যদি রোগীর সমস্যা বা কষ্ট হয় তৎক্ষণাৎ দেরি না করে তাকে হাসপাতালে নিয়ে যান এবং চিকিৎসককে সমস্যাটি খুলে বলুন।

(রোগী বলতে স্ট্রোকে

থাইরয়েড কী?থাইরয়েড হলো গলার সামনের দিকে অবস্থিত একটি প্রজাপতির মতো দেখতে হরমোন উৎপাদনকারী গ্রন্থি। এটি শরীরের বিপাকক্রিয়...
11/08/2025

থাইরয়েড কী?

থাইরয়েড হলো গলার সামনের দিকে অবস্থিত একটি প্রজাপতির মতো দেখতে হরমোন উৎপাদনকারী গ্রন্থি। এটি শরীরের বিপাকক্রিয়া, ওজন, তাপমাত্রা, হৃদস্পন্দন, ঘুম ও মনোভাবের ওপর নিয়ন্ত্রণ রাখে।

থাইরয়েডের প্রধান হরমোন:

▪️ T3 (Triiodothyronine)

▪️ T4 (Thyroxine)

এই হরমোন দুটি শরীরকে সচল রাখে—অর্থাৎ কতটা শক্তি তৈরি হবে, কতটা দ্রুত শরীর কাজ করবে, তা নির্ধারণ করে।

থাইরয়েডের দুই প্রধান সমস্যা:

১. হাইপোথাইরয়েডিজম (Hypothyroidism)

যখন থাইরয়েড কম হরমোন তৈরি করে

লক্ষণ:

ক্লান্তিভাব

ওজন বেড়ে যাওয়া

ঠাণ্ডা লাগা

চুল পড়া ও ত্বক শুষ্ক হওয়া

মনোযোগে ঘাটতি ও বিষণ্নতা

মূল কারণ:

হ্যাশিমোটো ডিজিজ

আয়োডিনের ঘাটতি

থাইরয়েডের আংশিক অপসারণ

২. হাইপারথাইরয়েডিজম (Hyperthyroidism)

যখন থাইরয়েড অতিরিক্ত হরমোন তৈরি করে

লক্ষণ:

ঘাম হওয়া ও গরম লাগা

দ্রুত হৃদস্পন্দন

ওজন কমে যাওয়া

নার্ভাসনেস বা উদ্বিগ্নতা

ঘুমের সমস্যা

মূল কারণ:

গ্রেভস ডিজিজ

থাইরয়েড নডিউল

অতিরিক্ত আয়োডিন

থাইরয়েড সমস্যা নির্ণয়ের উপায়:

TSH, T3 ও T4 রক্ত পরীক্ষা

থাইরয়েড স্ক্যান ও আলট্রাসোনোগ্রাফি

অ্যান্টিবডি টেস্ট (Autoimmune সমস্যা শনাক্তে)

চিকিৎসা:

▪️ হাইপোথাইরয়েডিজমে: হরমোন রিপ্লেসমেন্ট ওষুধ (যেমন লেভোথাইরক্সিন)

▪️ হাইপারথাইরয়েডিজমে: অ্যান্টিথাইরয়েড ওষুধ, রেডিওআইডিন থেরাপি বা অপারেশন

যা মনে রাখা জরুরি:

১. থাইরয়েড সমস্যা থাকলে আজীবন নজরদারি দরকার।

২.নিয়মিত রক্তপরীক্ষা করে চিকিৎসকের পরামর্শে চলা উচিত।

৩.নিজের মতো করে ওষুধ শুরু বা বন্ধ করা বিপজ্জনক হতে পারে।

৪.স্বাস্থ্যকর জীবনযাপন ও মানসিক চাপ নিয়ন্ত্রণ রাখতে হবে।

৫.একটি সুস্থ জীবন শুরু হয় সঠিক জ্ঞান ও সচেতনতায়।

থাইরয়েডকে অবহেলা নয়—জেনে রাখুন, যত্ন নিন!

©️

আজ ৫'ই আগস্ট!! ফ্যাসিস্ট মুক্ত একবছর! 🇧🇩🇧🇩 ফিরে দেখা ৫'ই আগস্টশেষে মজা আছে🙂
05/08/2025

আজ ৫'ই আগস্ট!!
ফ্যাসিস্ট মুক্ত একবছর! 🇧🇩🇧🇩 ফিরে দেখা ৫'ই আগস্ট

শেষে মজা আছে🙂

আসসালামু আলাইকুম🥰আর্টিফিশিয়াল ফুলের গহনা ।অফার প্রাইস এ গহনা গুলো নিতে চাইলে অর্ডার করে ফেলুন দ্রুত😍 (কালার ও ডিজাইন কাস...
05/08/2025

আসসালামু আলাইকুম🥰

আর্টিফিশিয়াল ফুলের গহনা ।অফার প্রাইস এ গহনা গুলো নিতে চাইলে অর্ডার করে ফেলুন দ্রুত😍 (কালার ও ডিজাইন কাস্টমাইজড করে বানিয়ে দেওয়া যাবে 🥰)

অর্ডার করতে আপনার নাম,ঠিকানা,ফোন নাম্বার, পণ্যের ছবি সহকারে ইনবক্স করুন।

🛒ডেলিভারি সময়:
৫ থেকে ৭ দিন হাতে সময় নিয়ে অর্ডারটি কনফার্ম করুন।

একটা ছোট ভুল, একটা পরিবার শেষ…রাত তখন প্রায় ১টা। একটি শান্ত, মধ্যবিত্ত পরিবারের স্বামী-স্ত্রী একটি সামাজিক অনুষ্ঠান শেষ...
28/07/2025

একটা ছোট ভুল, একটা পরিবার শেষ…

রাত তখন প্রায় ১টা। একটি শান্ত, মধ্যবিত্ত পরিবারের স্বামী-স্ত্রী একটি সামাজিক অনুষ্ঠান শেষে ঘরে ফিরলেন। সবার মতো তারাও ক্লান্ত, একটু বিশ্রামের অপেক্ষায়।

ঘরে ঢুকেই স্ত্রীর প্রথম কথাটি ছিল,
— “একটা অদ্ভুত গন্ধ পাচ্ছো? কেমন যেন গ্যাসের মতো…”

স্বামী মাথা নাড়িয়ে বললেন, “হ্যাঁ, আমি দেখি রান্নাঘরে গ্যাস লিক হচ্ছে কিনা।”
সে দৌড়ে গেল কিচেনে এবং খুব স্বাভাবিকভাবে, অবচেতন মনে আলো জ্বালিয়ে ফেললো…

এক মুহূর্তেই সব শেষ।

একটা বিকট শব্দে কেঁপে উঠলো পুরো এলাকা। বিস্ফোরণের শব্দ এতটা তীব্র ছিল যে, ২০০ মিটার দূরের বাসিন্দারাও জানালার কাঁচ কেঁপে উঠতে দেখেছে।
ঘরের দেয়াল ভেঙে পড়ল।
পুরো বাড়িটা আগুনে পুড়ে ছাই।
স্বামী ঘটনাস্থলেই প্রাণ হারালেন। স্ত্রী কিছুদিন জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত চলে গেলেন…



এই দুর্ঘটনার কারণ?

রান্নাঘরে জমে থাকা গ্যাস, আর সেই গ্যাসের মাঝে একটি সাধারণ সুইচ অন করা – যা তৈরি করেছিল ক্ষুদ্র একটি আগুনের ফুলকী (spark), আর সেটিই হয়ে উঠেছিল মৃত্যু-ফাঁদ।



গ্যাসের গন্ধ পেলে?
1. কখনোই কোনো বৈদ্যুতিক সুইচ, ফ্যান বা ফ্রিজ চালু করবেন না।
কারণ এতে ইলেকট্রনিক স্পার্ক হতে পারে।
2. সব জানালা-দরজা খুলে দিন।
যেন গ্যাস বের হয়ে যায়।
3. পারলে মেইন সুইচ অফ করে দিন।
4. সতর্কভাবে বাড়ি থেকে সবাইকে বের করে নিন।



💬 আপনারা সবাই এ ধরনের একটি সাধারণ কিন্তু জীবন রক্ষাকারী বিষয় জানুন এবং শেয়ার করুন। হয়তো আপনার শেয়ার করা পোস্ট কারো প্রাণ বাঁচাতে পারে।



[সংবেদনশীলতা ও সচেতনতা ছড়িয়ে দিন — কারণ ছোট সতর্কতা বড় দুর্ঘটনা রোধ করতে পারে]

মেয়ের বাবা রাত ১২ টায় হঠাৎ করে বললো হ্যাপি বার্থডে বউ,,,আমার মেয়ে তখন বলে উঠলো হ্যাপি বার্থডে খায় আম্মু🙄😄
25/07/2025

মেয়ের বাবা রাত ১২ টায় হঠাৎ করে বললো হ্যাপি বার্থডে বউ,,,
আমার মেয়ে তখন বলে উঠলো হ্যাপি বার্থডে খায় আম্মু🙄😄

স্কুল কর্তৃপক্ষ খুব মন খারাপ করে আছে - বৃহস্পতিবার থেকে ক্লাস শুরু করা সম্ভব হয় নি তাই।তাই তারা ঠিক করেছে রবিবার ক্লাস শ...
24/07/2025

স্কুল কর্তৃপক্ষ খুব মন খারাপ করে আছে - বৃহস্পতিবার
থেকে ক্লাস শুরু করা সম্ভব হয় নি তাই।
তাই তারা ঠিক করেছে রবিবার ক্লাস শুরু করবে।

কী এমন হয়েছে যার জন্য ক্লাস অফ থাকবে? বাংলাদেশে এটা কী খুব অস্বাভাবিক ঘটনা?

মাঠ পরিষ্কার করার কাজ চলছে। ক্লাসরুম পরিষ্কার করা হচ্ছে। চারপাশে ব্লিচিং পাউডার ছিটিয়ে জীবানু মুক্ত করা হচ্ছে। রাজমিস্ত্রী লাগানো হয়েছে ভাঙা অংশ মেরামত করার জন্য। হয়তো।

আবার আগামী সপ্তাহ থেকে সব ঠিক হয়ে যাবে। আমি আপনি কেউ গেলে বুঝবোই না এখানে কিছু হয়েছে! আসলেই তো কিছুই হয়নি!

কেবল যারা আগুনে পুড়ে শেষ হয়ে গেলো তারা আর তাদের বাবা মারাই জানবে নরকে জন্ম নেয়ার অপরাধ কতটা ভয়াবহ।

24/07/2025

আমি যদি
১- বিএনপির অন্যায়ের বিরুদ্ধে কোনো পোস্ট করি তাহলে আমরা হয়ে যাই-লীগ,এনসিপি,জামাত ইত্যাদি দলের দালা়ল।

২- লীগের অন্যায়ের বিরুদ্ধে পোস্ট করি তাহলে আমরা হয়ে যাই- জামাত,বিএনপি,এনসিপি ইত্যাদি দলের দালাল।

৩- একইভাবে যে রাজনৈতিক দলের অন্যায়ের বিরুদ্ধেই পোস্ট আমরা ওই দল বাদে বাকি সব দলের দালাল হয়ে যাই।

৪- আবার যদি বলি শ°রী°য়া°হ্ অথবা ইসলামিক কিছু তাহলে হয়ে যাই জ-ঙ্গি, মৌ*ল*বাদী, মোল্লারা ইসলাম নিয়ে বাড়াবাড়ি করছে।

কি আজব দেশে বাস করি ভাই🙂

Milestone School and College 💔
23/07/2025

Milestone School and College 💔

😄😄😄
21/07/2025

😄😄😄

20/07/2025

Follow to Follow ✅👈
back to back ✅👈
ফলো টু ফলো ✅👈
ব্যাক টু ব্যাক✅👈

Address

Sirajganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ariba vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share