অধোবদন

অধোবদন যে সন্তান
তার মা বাবাকে ভালবাসে না
সে আর যাই হোক প্রেমিক হতে পারে না...

16/04/2025

যেদিন তুমি ছেড়ে গেছো এই আমাকে
সেদিন আমি মরে গেছি পৃথিবীর বুকে।
বেঁচেছিলাম যতদিন তুমি ছিলে পাশে
হোক তা ছলনা তবু গেছি ভালোবেসে।

✍️ লিমন চাকলাদার।

23/03/2025

রোজ মনে স্বপ্ন বুনে ভিন্ন বাস্তবতা
হাত পা চললে মুখও চলে, থামলেই নিরবতা।
দুনিয়ার রীতিনীতি দেওয়া নেওয়ার মাঝে
যার যত আছে তার জন্যই খই ভাঁজে।
শূন্য পকেট পূর্ণ হলেই দেখবে আরও পাবে
সুখ সময়ে হরেক সাথী দুখে একা রবে।
সুখ দু:খ যা-ই থাকুক চলছে হামেশাই
সময় চলে তার খেয়ালে জীবনও থেমে নাই।

✍️ লিমন চাকলাদার।
👉২৩ মার্চ,২০২৫ খ্রি.
মিরপুর, ঢাকা।

10/03/2025

ওগো শুভ্র বসন মেয়ে,
হৃদয় হাসে উতাল হয়ে_তোমার দেখা পেয়ে।
মেঘলা আকাশ ঝলমলে হয় _তোমার কথা ভেবে
তুমি আমার চিত্ত গহীন আপন মানুষ হবে!??

✍️লিমন চাকলাদার।

06/03/2025

প্রতিটি রাত স্বপ্নিল হয়না কারো কারো_নির্ঘুমও হয়
ঊষা আলো প্রস্ফুটিত করে না সবাইকে,দহিত করে কাউকে কাউকে
জীবনের এমন কিছু বাঁক আছে যেখানে থেমে যেতে হয়_নাহলে
একেবারে থেমে যায় জীবন।
জীবনে একটা পথ মানুষের খুব প্রয়োজন-
আমাকে একটু পথ দেখাবেন?
ভুল সঠিক বুঝিনা
পথের দিশা হারিয়েছি সে অনেক আগেই
শক্ত একটা খুঁটির জোরে টিকে যায় আস্ত একটা ঘর
ক্ষুদ্র এই জীবনে শক্ত খুঁটির প্রয়োজন নেই, প্রয়োজন একটা পথ
কোনো গন্তব্য পেলে ঠিক পৌঁছে যেতাম
একজোড়া বিশ্বস্ত হাত হলে _আর একবার ভুল করার ঝুঁকি নিতাম
নির্দ্বিধায় বেছে নিতাম দূর্গম পথ।

📖 আমাকে একটু পথ দেখাবেন
✍️লিমন চাকলাদার।
👉 ৬ মার্চ,২০২৫ খ্রি.

22/02/2025

তোমাকে ভুলেই যেতাম
দু:খ চষতে গিয়ে ভালবেসেছিলাম
তাই প্রতিটা দুখের ক্ষণে তোমাকে মনে পড়ে যায়।
সুখের বাগিচা সাজাতে চেয়েছিলাম তোমার সাথে
ভালো লাগা অনুভবে তুমি থাকো মনে আষ্টেপৃষ্টে
তোমাকে ভুলা হয়ে উঠে না তাই...

16/02/2025

তোমারে যে ভালো বাসিয়াছে ভুলে
সে যাক চলে_
দূর থেকে দেখুক সুখ বিলাস
স্মৃতিরা বাধুক বাসা,নেত্র ভিজুক জলে।
তোমারে যে চেয়েছে জীবনের পরে
সে দূর হোক তোমা থেকে_
হৃদয় চিড়ে অশ্র ঝড়ুক বেদনার বাঁকে বাঁকে।
একাকার হও প্রেম লীলায় যাকে চিত্ত ধরে
খড়ায় পুড়ুক, জ্বলে ডুবুক ভালবাসে যে তোমারে।

🔰 সুখ বিলাস
✍️ লিমন চাকলাদার।
👉 ১৬ ফেব্রুয়ারি,২০২৫ খ্রি.

30/01/2025

তুমি যদি ভুলে যাও যেতেই পারো
তোমাকে ভোলার সাধ্য নেই আমার
তোমাকে নিয়ে স্বপ্ন সাজিয়ে নিঃস্ব হলেও হতে চাই আরো
তবু তুমি ভালো থেকো চাই বারংবার।

✍️ লিমন চাকলাদার

26/01/2025

প্রিয়,
তোমায় পাওয়ার ইচ্ছাকে প্রবল করার তরে
বুকের গহীন শূন্য হলো মন ভাঙার ঝরে।
পরের হয়ে সুখে আছো এমনটা হলে
সুখের নিবাস দেখেই খুশি রয়ে আড়ালে
দূরে গিয়ে কষ্টে আছো জানতে যদি পারি
বিষাদ সিন্দু বইবে বুকে জেনো আমারি।

✍️ লিমন চাকলাদার।

22/01/2025

তুমিই থাকো সুখে প্রিয় তুমিই হও সুখী
ভুল প্রেষণা ভালবেসে, বুকে দু:খ পুষি।

✍️ লিমন চাকলাদার।

17/01/2025

রাজশাহী

29/11/2024

একদিন আয়োজন করে বিয়োজন হবে...

11/11/2024

হারিয়ে ফিরেছে বহুজন
ফিরেনি কভু হৃদয়ের তুষ্টি
পিছন ফেরে ডাকে আত্তিকজন
কোলাহলে বেদনার কৃষ্টি।
যদি আরেক জনম দেয় বিধাতা নতুন করে গড়ার
বেদনা তুর বক্ষে করবো প্রশান্তির সঞ্চার।
হারাবার ইচ্ছা নুয়ে দিয়ে আঁকড়িয়ে নিবো প্রিয়জন
ভুলে যাবো নিয়ম নীতি মেটাবো প্রয়োজন।

✍️ লিমন চাকলাদার
👉 ১১ নভেম্বর, ২০২৪ খ্রি.

Address

Sirajganj

Telephone

+8801938784811

Website

Alerts

Be the first to know and let us send you an email when অধোবদন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to অধোবদন:

Share