
26/07/2025
পোড়া ও প্লাস্টিক ইনজুরি আক্রান্তদের জন্য মানবিক উদ্যোগ!
মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ডা. শফিকুর রহমান। তিনি নিজ উদ্যোগে পঞ্চাশ লক্ষ টাকা অর্থ সহায়তা দিয়েছেন এবং বিশজন অভিজ্ঞ বার্ন ও প্লাস্টিক সার্জনকে নিয়োজিত করেছেন—যেন অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষরা পায় যথাযথ চিকিৎসা।
এই উদ্যোগের আওতায়, ঢাকা শহরের ইবনে সিনা হাসপাতালের ১৮টি শাখা এবং ইসলামী ব্যাংক হাসপাতালের ৪টি সেন্টার-এ ভুক্তভোগীরা সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা ও সেবা নিতে পারবেন। কোনো প্রকার ফি দিতে হবে না — এ যেন এক নিঃস্বার্থ সেবার পরম নিদর্শন!
এমন মানবিক কর্মযজ্ঞ সত্যিই প্রশংসার দাবি রাখে। একজন চিকিৎসক হিসেবে নয়, একজন মানবদরদী মানুষ হিসেবে ডা. শফিকুর রহমান আমাদের হৃদয়ে স্থান করে নিয়েছেন।
ভালো কাজকে ভালো না বলে থাকা যায় না।
স্যালুট ও কৃতজ্ঞতা জানাই এই মহান উদ্যোগের প্রতি।
আশা করি আরও অনেকে এভাবে এগিয়ে আসবেন মানুষের পাশে।
#জনতারভাষা
#বাংলারজনতা
#আমারভাষা
#সত্যবলারচ্যানেল
#গণমানুষেরকণ্ঠ
#বাংলারকণ্ঠ
#জনগণেরপক্ষ
#বাঙলারসত্য
#নকশীপাতা
#বাকস্বাধীনতা
#স্বাধীনভাবনা
#জনতারকথা
#মানুষেরভাষা