Abdul Ahad

Abdul Ahad ❝“𝐅𝐚𝐢𝐭𝐡 𝐨𝐯𝐞𝐫 𝐟𝐞𝐚𝐫 | 𝐀𝐥𝐥𝐚𝐡 𝐢𝐬 𝐰𝐢𝐭𝐡 𝐦𝐞”❞ 🤍

হরহামেশাই আমরা সখের বসে ফেসবুক পেজ খুলে বসি,কেউ খুলি শুধুই সখের জন্যে কেউ খুলি বিজনেস করার জন্যে।ডিজিটাল বাংলাদেশ এ অন্য...
01/10/2024

হরহামেশাই আমরা সখের বসে ফেসবুক পেজ খুলে বসি,
কেউ খুলি শুধুই সখের জন্যে কেউ খুলি বিজনেস করার জন্যে।

ডিজিটাল বাংলাদেশ এ অন্যতম আর্নিং জেনারেটর হিসেবে কাজ করে সোস্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো।

এই সকল সোস্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনারাও আর্নিং করতে পারেন কিছু এক্সট্রা টাকা।

তাই আপনাদের কাজকে আরো সহজ করার জন্যে নিচের অফার গুলো নিয়ে এলাম।👇👇👇

🔥Social Media Service Offer🔥
BD🇧🇩 + Lifetime Guarantee + 100% Non Drop Service..💯

📣 Facebook -

❤️Facebook profile follow, 1k = 180 Tk💸
❤️page follow, 1k = 200 Tk💸
❤️page like + follow, 1k = 250 Tk💸
❤️Facebook comments Customs, 1k=1200 Tk💸
❤️Facebook Watch time, 60k = 500 Tk💸
❤️Facebook Post react, 1k = 170 Tk💸
❤️Facebook Gruop members, 1k = 180 Tk💸
❤️Facebook Post share, 1k = 170 Tk💸
❤️Facebook friend Request, 1k=200 Tk💸
❤️Facebook Event join 1k=200 Tk💸

📣Instagram :

💥Instagram Follow, 1k = 190 Tk💸
💥Instagram Post like,1k = 170 Tk💸

📣YouTube :

❤️YouTube Subscribe,1k = 1800 Tk💸
❤️YouTube Watch time, 1k = 5500 Tk💸

Facebook🖤 Instagram💙 YouTube🤍

📣 All services are available. So, inbox to get any social media service..📩💯

কোনো কাজ সফলভাবে সম্পন্ন করার জন্য আপনার দরকার হবে জ্ঞান, সক্ষমতা ও পারদর্শিতা। দক্ষতা নামে পরিচিত এই গুণগুলো আপনাকে কোন...
21/08/2024

কোনো কাজ সফলভাবে সম্পন্ন করার জন্য আপনার দরকার হবে জ্ঞান, সক্ষমতা ও পারদর্শিতা। দক্ষতা নামে পরিচিত এই গুণগুলো আপনাকে কোনো বিষয়ে বিশেষ পারদর্শিতা অর্জন বা বিশেষজ্ঞ হতে সাহায্য করে। আর এটাই আপনার ক্যারিয়ার ও জীবনে বড় ধরনের সাফল্য নিয়ে আসে।

কোনো কাজ সফলভাবে সম্পন্ন করতে যা প্রয়োজন হয়। এটাকে স্কিল নামেও অভিহিত করা হয়।
প্রত্যেক ক্যারিয়ারের জন্যই কিছু নির্দিষ্ট, প্রয়োজনীয় বা কাঙ্খিত জ্ঞান, দক্ষতা ও সক্ষমতা রয়েছে। যা কাজে সফলতার জন্য অতীব জরুরি।

কর্মক্ষেত্রে সময় ব্যবস্থাপনা, টিমওয়ার্ক ও নেতৃত্ব, সেলফ-মটিভেশনসহ কিছু সাধারণ দক্ষতার প্রয়োজন হয়। আবার কোনো নির্দিষ্ট চাকরির জন্য বিশেষ দক্ষতার প্রয়োজন হতে পারে।

যেমন:ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইনারের চাকরির ক্ষেত্রে অবশ্যই বেসিক কম্পিউটার আপনার দক্ষতা দরকার হবে। তাই আপনার সময়টাকে কাজে লাগানোর মাধ্যমে নিজেকে দক্ষ করে তুলুন।

সফট স্কিল হচ্ছে একজন মানুষের ব্যক্তিগত গুণাবলি; যা তার চাকরি, ক্যারিয়ার বা কাজের ক্ষেত্রে সহায়ক হতে পারে। যেমন- ডিজিটাল ...
21/08/2024

সফট স্কিল হচ্ছে একজন মানুষের ব্যক্তিগত গুণাবলি; যা তার চাকরি, ক্যারিয়ার বা কাজের ক্ষেত্রে সহায়ক হতে পারে। যেমন- ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে ব্যাবসার পরিধি বৃদ্ধি করা যায় ।যার মাধ্যমে ব্যাবসার আয় উন্নতি সম্ভব।

তাই ডিজিটাল মার্কেটিং বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় সেক্টর। কিছু স্কিল বা দক্ষতা আছে যা শুধুমাত্র চাকরিদা তারাই প্রত্যাশা করেন না বরং নিজের ভূমিকা বৃদ্ধি ও অন্যদের সাথে ভালোভাবে কাজ করার জন্যও দরকার।

স্কিলকে অনেক প্রকরণ করা যায়। অনেক দক্ষতা আছে যেগুলো আমাদের দৈনন্দিন জীবনের জন্য প্রয়োজনীয়। অবশ্য এটা আপনি জীবনের কোন পর্যায়ে আছেন, তার ওপর নির্ভর করে।

বর্তমান ডিজিটাল যুগে ব্যবসাগুলির মধ্যে অনলাইনে তাদের কার্যক্রম পরিচালনা করার প্রবণতা বেড়েছে। ফলে ডিজিটাল মার্কেটিং দক্ষত...
21/08/2024

বর্তমান ডিজিটাল যুগে ব্যবসাগুলির মধ্যে অনলাইনে তাদের কার্যক্রম পরিচালনা করার প্রবণতা বেড়েছে। ফলে ডিজিটাল মার্কেটিং দক্ষতার চাহিদাও বৃদ্ধি পেয়েছে। ডিজিটাল মার্কেটিং ব্যবসাগুলিকে প্রথাগত বিপণন পদ্ধতির তুলনায় কম খরচে বৃহৎ দর্শকদের কাছে পৌঁছানোর অনুমতি দেয়।

ডিজিটাল বিপণন সরঞ্জাম এবং বিশ্লেষণ প্রদান করে যা রিয়েল-টাইমে প্রচারাভিযানের কার্যকারিতা পরিমাপ করতে সহায়তা করে। এই ডেটা-চালিত পদ্ধতি আরও ভাল সিদ্ধান্ত গ্রহণ এবং অপ্টিমাইজেশান সক্ষম করে।

ইন্টারনেট ব্যবসাগুলিকে ভৌগলিক বাধা ভেঙে বিশ্বব্যাপী দর্শকদের কাছে পৌঁছানোর অনুমতি দেয়। ডিজিটাল বিপণন দক্ষতা কৌশলগুলি তৈরি করতে সাহায্য করে যা কার্যকরভাবে নির্দিষ্ট জনসংখ্যাকে লক্ষ্য করতে পারে। ডিজিটাল মার্কেটিং শেখা পেশাদারদের তাদের ক্যারিয়ারে মানিয়ে নিতে এবং প্রাসঙ্গিক থাকতে সাহায্য করে। উদ্যোক্তাদের জন্য, ডিজিটাল মার্কেটিং ব্র্যান্ড সচেতনতা তৈরি, গ্রাহকদের সাথে জড়িত এবং বিক্রয় চালনা করার জন্য অপরিহার্য।

এই দক্ষতাগুলি আয়ত্ত করা একটি স্টার্টআপের সাফল্যকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলতে পারে। এমনকি ব্যক্তিদের জন্য, একটি ব্যক্তিগত ব্র্যান্ড তৈরি এবং পরিচালনার জন্য ডিজিটাল বিপণন গুরুত্বপূর্ণ। ডিজিটাল মার্কেটিং বোঝা ব্যবসাগুলিকে তাদের গ্রাহকদের সাথে আরও কার্যকরভাবে জড়িত হতে, সম্পর্ক তৈরি করতে এবং আনুগত্য বৃদ্ধি করতে সক্ষম করে।

যত বেশি ব্যবসা ডিজিটাল মার্কেটিংয়ের গুরুত্ব স্বীকার করে, এই ক্ষেত্রে যাদের দক্ষতা রয়েছে তারা মার্কেটপ্লেসে প্রতিযোগিতামূলক অগ্রগতি অর্জন করতে পারে।

#

সময় অত্যন্ত মূল্যবান। সময় আর অর্থের ব্যাপারে একটি মৌলিক সত্য হলো দুটিই আমাদের খুব বেশি প্রয়োজন। এত বেশি প্রয়োজন যে সে চা...
22/06/2024

সময় অত্যন্ত মূল্যবান। সময় আর অর্থের ব্যাপারে একটি মৌলিক সত্য হলো দুটিই আমাদের খুব বেশি প্রয়োজন। এত বেশি প্রয়োজন যে সে চাহিদা সহজে পূরণ হওয়ার নয়। প্রায় সবাই আমরা মনে করি আরও অর্থ পাওয়া গেলে ভালো হতো।
আরও একটু সময় যদি পাওয়া যেত তাহলে কাজটা সুন্দরভাবে করা যেত। কাজ শুরুর আগে লক্ষ্য ঠিক করা জরুরি। লক্ষ্য ধরে এগোতে থাকলে কাজে সাফল্য আসার সম্ভাবনা বেড়ে যায় অনেকাংশেই। প্রতি মুহূর্তেই হাজারটি ভিন্ন ধরনের কাজ করা যায়। তবে এই মুহূর্তে কোন কাজটি বেশি জরুরি, সেটা ঠিক করতে হবে আপনাকেই।
নির্দিষ্ট কাজ কতটুকু সময়ের মধ্যে শেষ করবেন সেটা ঠিক করে ফেলুন শুরুতেই। এতে কাজে উদ্যম আসবে। সময় বাঁচানোর প্রথম পদক্ষেপ হচ্ছে অগ্রাধিকার ভিত্তিতে কর্মতালিকা প্রণয়ন। প্রতি মুহূর্তেই হাজারটি ভিন্ন ধরনের কাজ করা যেতে পারে। কিন্তু এই মুহূর্তে কোন কাজটি বিশেষভাবে করা প্রয়োজন তা নিরূপণ করতে পারা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
আমাদের যে সময় নেই তা নয়, আসলে আমাদের মনে হয় আমরা খুব ব্যস্ত। কিন্তু মূল্যবান সময়ের একটা বিরাট অংশ অপচয় হয়, এটা ঠিক। আমাদের অজ্ঞাতসারেই অনেক সময় অহেতুক নষ্ট হয়ে যায়। এই নষ্ট সময়কে বাঁচাতে পারলেও দিনে একাধিক কর্মঘণ্টা যোগ করা সম্ভব।

কার্যকর কমিউনিকেশন স্কিল সফল ব্যক্তিগত এবং পেশাদার সম্পর্কের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চিন্তাভাবনা, ধা...
02/06/2024

কার্যকর কমিউনিকেশন স্কিল সফল ব্যক্তিগত এবং পেশাদার সম্পর্কের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চিন্তাভাবনা, ধারণা এবং অনুভূতিগুলি কার্যকরভাবে প্রকাশ করার করার জন্য কমিউনিকেশন স্কিল যেনোভাবে একজন মানুষকে অনেক বেশি সাহায্য করে। কর্মক্ষেত্রে, একটি পরিবারের মধ্যে বা একটি সামাজিক বৃত্তের মধ্যেই হোক না কেন, ভাল যোগাযোগ হল বোঝাপড়া, সহযোগিতা এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তি।ভালো যোগাযোগের ক্ষমতা আপনাকে যে কোনো ক্ষেত্রে অন্য অনেক মানুষের থেকে এগিয়ে রাখবে। আপনি এই স্কিলটি কাজে লাগিয়ে মানুষে সাথে ভালো সম্পর্ক তৈরি করতে পারবেন। আপনি যত বেশি মানুষের সাথে পরিচিত হবেন তত বেশি নিজেকে বিকশিত করতে পারবেন যেটি কমিউনিকেশন বা যোগাযোগ স্কিল দ্বারা সম্ভব।

পোর্টফোলিও একটি মাধ্যম যা আপনার জ্ঞান, যোগ্যতা, সৃজনশীলতা, প্রফেশনাল দক্ষতা, এবং অভিজ্ঞতার একটি বড় প্রমাণ। আর যা কাজের ...
26/05/2024

পোর্টফোলিও একটি মাধ্যম যা আপনার জ্ঞান, যোগ্যতা, সৃজনশীলতা, প্রফেশনাল দক্ষতা, এবং অভিজ্ঞতার একটি বড় প্রমাণ। আর যা কাজের উদাহরণ কোন একটা জায়গায় সুন্দর করে সাজিয়ে রাখা হয়। যাতে আপনি কি কাজ পারেন তা উদাহরণ হিসেবে তুলে ধরা হয়। ফলে কেউ যদি আপনার কর্মজীবন সম্পর্কে জানতে চায় তাকে আপনার পোর্টফোলিও দেখাতে পারেন। বিশেষ করে নতুন চাকরি ক্ষেত্রে পোর্টফোলিও বিশেষ ভূমিকা রাখে। পোর্টফোলিও সাধারণত একজন সম্ভাব্য নিয়োগদাতা বা কোম্পানির প্রতিনিধির কাছে আপনার কাজের কোয়ালিটি বুঝতে সহায়তা করে। পোর্টফোলিও একটি প্রভাবশালী প্রদর্শনী যা আপনার দক্ষতা ও কার্যকলাপের সমৃদ্ধতা দেখাতে সাহায্য করেও নতুন কাজের সুযোগ সৃষ্টি করে।

বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। সময়ের পরিক্রমায় তথ্য প্রযুক্তির উৎকর্ষতা বেড়েই চলছে। মানুষের এই তথ্য প্রযুক্তি নির্ভরতায়...
18/05/2024

বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। সময়ের পরিক্রমায় তথ্য প্রযুক্তির উৎকর্ষতা বেড়েই চলছে। মানুষের এই তথ্য প্রযুক্তি নির্ভরতায় ব্যবসা-বাণিজ্যের প্রচার প্রসারেও বৈচিত্রতা এসেছে। আর এই তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের পণ্য বা সেবার প্রচারণাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং।

কম পরিশ্রমে, স্বল্প ব্যয়ে অধিক সংখ্যক গ্রাহকদের নিকট পণ্য বা সেবা পৌছে দেওয়ায় ডিজিটাল মার্কেটিং এর জুড়ি নেই। ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং এর মূল ধারণার বাইরে আলাদা কিছু নয়।

মূলত মার্কেটিং এর যে প্রক্রিয়া বা ধারণা গুলো রয়েছে সে সব ধারণা গুলোকে প্রযুক্তির মাধ্যমে আধুনিকভাবে উপস্থাপন বা ব্যবহার করাই ডিজিটাল মার্কেটিং।

আর তাছাড়া বয়স, লিঙ্গ, অঞ্চল ইত্যাদি একদম নির্দিষ্ট করে দিয়ে প্রচারণা চালানো সম্ভবপর হয়ে উঠে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে।

জীবনে কিছু করে দেখিয়ে দেও৷ নিজেকে যেনো কখনো কোথাও ছোট না হতে হয়, শ্বশুর বাড়িতে যেনো খোটা না শুনতে হয়, কখনো যেনো কালো, খা...
17/05/2024

জীবনে কিছু করে দেখিয়ে দেও৷ নিজেকে যেনো কখনো কোথাও ছোট না হতে হয়, শ্বশুর বাড়িতে যেনো খোটা না শুনতে হয়, কখনো যেনো কালো, খাটো বলে কথা শুনতে না সেই ব্যবস্থা করো৷
তোমার শারীরিক অবস্থা নয়, বরং তোমার যোগ্যতাই যেনো হয়ে উঠে তোমার বড় পরিচয় সেই ব্যবস্থাই করো৷ ফ্রিল্যান্সিং করতে হবে ব্যাপারটা এমন না। তুমি যা-ই হও না কেনো, শুধু হয়ে দেখাও৷
তোমার নিজের একটা পরিচয় বানাও৷
তোমার বাবা কি করে, মা কি করে, হাসবেন্ড কি করে সেটা বড় কথা নয়৷ তুমি কি করো সেটাই বড় কথা৷ তোমার পরিচয়ই বড় পরিচয়।

এই বছর যেমন তেমন, আগামী বছরটা নিজের জন্য গড়ে তোলো৷ তোমার নিজের পথ তোমাকেই বানাতে হবে৷
নিজের জন্য গড়তে হবে তোমার "তুমিকে"।

আপনি যেভাবে জীবন-যাপন করছেন পরিবারে ঘটা যেকোনো একটি আকস্মিক দুর্ঘটনার জন্য আপনি প্রস্তুত তো ... ?... 😯→ ধরুন সুন্দর সাজা...
16/05/2024

আপনি যেভাবে জীবন-যাপন করছেন পরিবারে ঘটা যেকোনো একটি আকস্মিক দুর্ঘটনার জন্য আপনি প্রস্তুত তো ... ?... 😯

→ ধরুন সুন্দর সাজানো গোছানো জীবন একদিনেই উলটপালট হয়ে গেলো , একটা দুর্ঘটনা জন্য আপনার পরিবারের একমাত্র উর্পাজন কারী ব্যক্তি (যেমন :- বাবা/মা/বড় ভাই / বড় বোন) আর উর্পাজন করতে পারছে না যেমন সম্প্রতি চট্টগ্রাম এর সীতাকুণ্ডে যা হয়েছে...😔...।
তখন দায়িত্ব নামক বোঝাটা নেয়ার জন্য কি আপনি প্রস্তুত...?...😕🤔

আচ্ছা ছোট ছোট শিশুরা কেনো পথে পথে ঘুরে ফুল , চা , paper বিক্রি করে? কারণ দায়িত্ব তার বয়স মেনে আসে নি । ধরুন 30k এর একটা স্যালারি এর চাকরি করছেন 6 মাস যাবত , সব কিছু মিলিয়ে আপনার সেভিংস আছে 50 হাজার টাকা কিন্তু ২ দিনের ভিতর তার পরিবারের একজনের চিকিৎসা এর জন্য 2 লাখ 😲 টাকার প্রয়োজন ,
তখন কি আপনার রুটিন লাইফ উলটপালট হবে না?

এখনই উচিৎ সময় 𝗖𝗲𝗿𝘁𝗶𝗳𝗶𝗰𝗮𝘁𝗲 𝗯𝗮𝘀𝗲𝗱 𝗘𝗱𝘂𝗰𝗮𝘁𝗶𝗼𝗻 এর উপর নির্ভরশীল না হয়ে 𝗦𝗸𝗶𝗹𝗹𝗲𝗱 𝗯𝗮𝘀𝗲𝗱 𝗘𝗱𝘂𝗰𝗮𝘁𝗶𝗼𝗻 নিয়েউ চিন্তাভাবনা করা উচিৎ... 🔥...!

দায়িত্ব কখনো বয়স মেনে বা বলে কয়ে আসে না , তাই সকলের উচিত নিজেকে সময় থাকতে প্রস্তুত করা।

🔥✨→মানসিকতার পরিবর্তন করতে পারে আমাদের অবস্থার পরিবর্তন ←✨🔥

ফ্রিল্যান্সিং-এ ব্যর্থ হওয়ার মূল কারনঃ1️⃣. রিসার্চের অভাব।2️⃣. ধৈর্য্য না থাকা।3️⃣. সঠিকভাবে স্কিল না শিখা।4️⃣. স্কিল ডে...
27/04/2024

ফ্রিল্যান্সিং-এ ব্যর্থ হওয়ার মূল কারনঃ
1️⃣. রিসার্চের অভাব।
2️⃣. ধৈর্য্য না থাকা।
3️⃣. সঠিকভাবে স্কিল না শিখা।
4️⃣. স্কিল ডেভলপ না করে টাকার পিছনে ছুটা
5️⃣. কাজ করতে বা শিখতে অলসতা করা।
6️⃣. সঠিক গাইডলাইন না পাওয়া।
7️⃣. সঠিকভাবে ইনভেস্টমেন্ট না করা।
8️⃣. সঠিক সাপোর্ট না পাওয়া।
🔟. ক্রিয়েটিভ চিন্তাভাবনা না থাকা।
11. ক্লাইন্ট কমিউনিকেশন।
12. সহজে হাল ছেড়ে দেওয়া।
13. সময় না দেওয়া।
14. পরিশ্রম করতে না পারা।
15. ভালো মেন্টরশিপ না পাওয়া।
16. নিজের কাজের ক্যাটাগরি পরিবর্তন করা।
17. ধ্রুত ইনকাম শুরু করার প্রবনা।
18. প্রতিযোগিতা অংশগ্রহন করতে না পারা।
19. মার্কেটপ্লেসের ওপর ডিপেন্ড হয়ে থাকা।
20. নিজের কাজ নিজে খুজে বের করতে না পারা।

🔰আসসালামু আলাইকুম ইন্সটাগ্রাম ব্যবহার করেনা এমন মানুষ আজকে খুব কম ই পাওয়া জাবে। জানার বিষয় আপনি ইন্সটাগ্রাম ব্যবহার করছে...
27/04/2024

🔰আসসালামু আলাইকুম

ইন্সটাগ্রাম ব্যবহার করেনা এমন মানুষ আজকে খুব কম ই পাওয়া জাবে। জানার বিষয় আপনি ইন্সটাগ্রাম ব্যবহার করছেন, নাকি ইন্সটাগ্রাম আপনাকে ব্যবহার করছে।

🔰যদি আমাকে প্রশ্ন করেন,আমি বলব ইন্সটাগ্রাম বা আরো যেসকল সোস্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে এসব আপনাদের ব্যবহার করছে।

🔰যখন আপনি সোস্যাল মিডিয়া গুলোলে ব্যবহার করে টাকা ইনকাম করতে পারবেন তখন ই কেবল বলতে পারেন যে আপনিও এগুলোকে ব্যবহার করছেন।

🔰তাই চলে এলাম আপনাদের মাঝে ইন্সটাগ্রাম এর কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে,কিছু অসাধারণ সার্ভিস নিয়ে।

আমার সার্ভিস গুলো 🔻🔻

𝟏. 𝐈𝐧𝐬𝐭𝐚𝐠𝐫𝐚𝐦 𝐀𝐜𝐜𝐨𝐮𝐧𝐭 𝐂𝐫𝐞𝐚𝐭𝐞 & 𝐒𝐞𝐭𝐮𝐩.🔰
𝟐. 𝐎𝐫𝐠𝐚𝐧𝐢𝐜 𝐅𝐨𝐥𝐥𝐨𝐰𝐞𝐫 𝐆𝐫𝐨𝐰𝐭𝐡. 💠🔰
𝟑. 𝐇𝐚𝐬𝐡𝐭𝐚𝐠 𝐫𝐞𝐬𝐞𝐚𝐫𝐜𝐡. 💠🔰
𝟒. 𝐈𝐧𝐟𝐥𝐮𝐞𝐧𝐜𝐞𝐫 𝐫𝐞𝐬𝐞𝐚𝐫𝐜𝐡.💠🔰
𝟓. 𝐈𝐧𝐬𝐭𝐚𝐠𝐫𝐚𝐦 𝐏𝐫𝐞𝐦𝐢𝐮𝐦 𝐩𝐨𝐬𝐭 𝐃𝐞𝐬𝐢𝐠𝐧.💠🔰
𝟔. 𝐍𝐨𝐧𝐃𝐫𝐨𝐩 & 𝐑𝐞𝐟𝐢𝐥𝐥 𝐅𝐨𝐥𝐥𝐨𝐰𝐞𝐫.💠🔰
𝟕. 𝐃𝐢𝐠𝐢𝐭𝐚𝐥 𝐀𝐝𝐯𝐢𝐬𝐞𝐫.💠🔰

Address

Sirajganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abdul Ahad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share