DELY Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from DELY, Media/News Company, Sirajganj.

04/04/2024

Send a message to learn more

10/03/2024

ধানগড়া রায়গঞ্জ ফ্রি স্বাস্থ সেবা ক্যাম্প ২০২৪

10/03/2024
সিরাজগঞ্জ শিক্ষক এর গুলিতে মেডিকেল ছাত্র আহত
05/03/2024

সিরাজগঞ্জ শিক্ষক এর গুলিতে মেডিকেল ছাত্র আহত

23/02/2024

সিরাজগঞ্জ রায়গঞ্জ ব্রহ্মগাছা ইউনিয়ন হবঁনগাতী গ্রামের মো : গোলাম মোস্তফা এর ছেলে প্রতিবন্ধী মো :ঈদল এর বাস্তব জীবন এর কাহিনী তার চলাফেরা কেমন চলতাছে তার কিছু কথা..!

22/02/2024

সিরাজগঞ্জ রায়গঞ্জ হালকা বৃষ্টি ও শীতল বাতাস
সকাল ৪.৩০ মিনিট

22/02/2024

সিরাজগঞ্জ সরকারি কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আন্তর্জাতিক মহান মাতৃভাষা দিবস এর মাধ্যমে অনুষ্ঠান শেষ হল ২১/০২/২০২৪
প্রতিবেদক : সৌরভ হাসান
সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের প্রবীন সাংবাদিক, সিরাজগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য, দৈনিক ইত্তেফাক এর বগুড়া ব্যুরো চিফ ও সাংস্কৃতিক ব্যক্তি...
08/02/2024

সিরাজগঞ্জের প্রবীন সাংবাদিক, সিরাজগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য, দৈনিক ইত্তেফাক এর বগুড়া ব্যুরো চিফ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব যুদ্বাহত বীরমুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম চৌধুরী সিরাজগঞ্জ ২৫০শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মৃত্যু বরণ করেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে সিরাজগঞ্জ জেলায় সকল গণমাধ্যমকর্মীরা গভীর ভাবে শোকাহত।

তার আত্তার মাগফেরাত কামনায়-
জাকিরুল ইসলাম সান্টু
সাবেক সাধারণ সম্পাদক সিরাজগঞ্জ প্রেসক্লাব।
সম্পাদক দৈনিক DBS News সিরাজগঞ্জ

অবৈধভাবে রড চুরি করে নষ্ট করতেছে সীতাকুণ্ডের সরকারি টিবি হাসপাতালের সৌন্দর্যসীতাকুণ্ড স্টাফ রিপোর্টার মো: রমিজ আলী চট্টগ...
08/02/2024

অবৈধভাবে রড চুরি করে নষ্ট করতেছে সীতাকুণ্ডের সরকারি টিবি হাসপাতালের সৌন্দর্য

সীতাকুণ্ড স্টাফ রিপোর্টার
মো: রমিজ আলী

চট্টগ্রাম : চট্টগ্রাম সীতাকুণ্ড থানায় অবস্থিত কুমিরা ইউনিয়নে অযত্নে অবহেলায় পরিত্যক্ত অবস্থায় পরে থাকা ব্রিটিশদের তৈরি করা কুমিরা রেলস্টেশনের পূর্ব পাশে পাহাড়ের সবুজ অরন্যে সরকারি টিবি হাসপাতাল। এখানেই এখন শুধু বিল্ডিং টায় দাড়িয়ে আছে। মেডিকেলের সকল যন্ত্রপাতি থেকে শুরু করে দরজা,জানালা,পযন্ত চুরি করে নেওয়া হয়েছে। এখন শুধু পরে থাকা দেওয়াল গুলো ভেঙে ভেঙে নিয়ে যাচ্ছে স্থানীয় কিছু চোর।

আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সীতাকুণ্ড কুমিরায় অবস্থিত সরকারি টিবি হাসপাতালে দেখা যায় কিছু কিছু সংখ্যক স্থানীয় নারী পুরুষ মিলে টিবি হাসপাতালের দেওয়ার ভেঙে রড খুলে চুরি করে নেওয়া হয়েছে। এত রড় একটি রাষ্ট্রীয় সম্পদ এভাবে হারিয়ে যাবে। এটাকে সংস্কার করে মেডিকেল এর আওতাধীন আনার জন্য স্থানীয় কিছু মানুষ সরকারের কাছে আহ্বান করেন।
Delynews

রায়গঞ্জে সরকারি রাস্তা থেকে বৃক্ষ  কেটে নেওয়ার অভিযোগ সৌরভ হাসান রায়গঞ্জ সিরাজগঞ্জ প্রতিনিধিসিরাজগঞ্জের রায়গঞ্জে মোড়দিয়া...
29/01/2024

রায়গঞ্জে সরকারি রাস্তা থেকে বৃক্ষ কেটে নেওয়ার অভিযোগ

সৌরভ হাসান
রায়গঞ্জ সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের রায়গঞ্জে মোড়দিয়া উত্তরপাড়া গ্রামের আঞ্চলিক রাস্তার পাশ থেকে লাখ টাকা মূল্যের গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে শংকর ভূষন সরকার (৭০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। শুক্রবার (২৬ জানুয়ারী) সকালে ১৫/২০ টি ইউক্যালিপটাস গাছ কেটে পাশের জমিতে ফেলে রাখে অভিযুক্ত ব্যাক্তি। অভিযুক্ত শংকর ভূষন সরকার মোড়দিয়া গ্রামের মৃত খিতিস চন্দ্র সরকারের ছেলে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার সলঙ্গা থানার মোড়দিয়া গ্রামের আঞ্চলি রাস্তার গাছ জমির মালিক (শংকর সরকার) নিজের হাতে বপণ করেছেন এই মর্মে অবাধে গাছ কর্তন করছেন কাট। স্থানীয়রা বাঁধা দিলেও এই বাঁধায় কোনো কর্ণপাত না করে এরই মধ্যে ১৫/২০টি গাছ কেটে ফেলে। অপরদিকে শংকর সরকারের দাবি করে বলেন, এই গাছগুলো আমি আমার জমিতে বপন করেছি, এই রাস্তা সরকারি রাস্তা নয়।
এ বিষয়ে ঘুড়কা ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক আব্দুল মমিন মুঠোফোনে বলেন, গাছ গুলো স্থানীয় রিপন মেম্বারের জেম্মায় রাখা হয়েছে।

এ ব্যাপারে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, সরকারি রাস্তার
গাছ কাটার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে স্থানীয় মেম্বারের জেম্মায় গাছ গুলো রাখা হয়েছে।

সরকারি রাস্তার গাছ কাটার বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, সরকারি রাস্তার পাশ থেকে গাছ কাটার কোনো সুযোগ নেই। তবে কেউ যদি এই ধরনের কাজ করে থাকে তবে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সিরাজগঞ্জ এক আওয়ামীলীগ এর বাড়িতে আগুন মূহূতেই সব শেষবিস্তারিত কমেন্ট
22/01/2024

সিরাজগঞ্জ এক আওয়ামীলীগ এর বাড়িতে আগুন মূহূতেই সব শেষ
বিস্তারিত কমেন্ট

22/01/2024

News

Address

Sirajganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when DELY posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share