09/08/2025
“উৎসব” র পোস্টারেই লেখা আছে পরিবার ছাড়া দেখা নিষেধ। সিনেমা হলে যাওয়া হয়নি। তবে বাড়িতেই উৎসবমুখর পরিবেশে স্বপরিবারে “উৎসব” দেখলাম।
বাংলাদেশের সিনেমা দেখি না প্রায় অনেকদিন হতে চলল। তবে এই ধরনের সিনেমা মিস করা উচিৎ না।
আমরা দৈনন্দিন, সামাজিক ও পারিবারিক জীবনে অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি, ভুল কাজ করে ফেলি, যা নিজে নিজে বোঝা যায় না। বরং এটা ভেবে বসি আমিই ঠিক সবাই ভুল। ভাবুন, কেউ যদি আমাদের জীবনের গল্পটা ঘুরিয়ে শুরু থেকে দেখাতো! কতো ভালোই না হতো। তাহলে ধরা পড়তো সব ভুল সিদ্ধান্তগুলো, চোখে পড়তো সব অজানা ঘটনা আর গল্প। বাকি জীবনটা শুধরে সবাইকে সাথে নিয়ে আনন্দে কাটানো যেত। এরুপ গল্প নিয়েই নির্মিত “উৎসব” সিনেমাটি।
নায়ক নায়িকার প্রেম ছাড়া তো আবার সিনেমা জমে না। আছে আছে প্রেম-বিচ্ছেদ সব ই আছে। বর্তমান সিনেমা জগতের রঙ মাখানো প্রেম না। এ হলো পারিবারিক, বাস্তবিক ও মানসম্মত প্রেম।
জীবনের কিছু ট্র্যাজেডি, এরর উঠে এসেছে উৎসবে। সিনেমায় অভিনেতারা নিজেরাই নিজেদেরকে রোস্ট করেছেন এইটা মজার ছিল। ডায়লগ ডেলিভারিও ছিল দারুণ।
হোপ ইউ এনজয় দ্যা মুভি উইথ ইওর ফ্যামিলি। হ্যাভ এ গ্রেইট টাইম টুগেদার!