
19/07/2025
পৃথিবীতে ফিনিক ফোটা জোছনা আসবে। শ্রাবণ মাসে টিনের চালে বৃষ্টির সেতার বাজবে। সেই অলৌকিক সঙ্গীত শোনার জন্য আমি থাকব না। কোনো মানে হয়?
_হুমায়ূন আহমেদ
একাডেমিক বইগুলোর সাথে আমার সম্পর্ক প্রায় আদায় কাঁচকলায়। দুই-চার অক্ষর যা পড়ি, তা নেহাত ই ফেইল করে মানসম্মান হারানোর ভয় থেকেই। তবে মাঝে মাঝে দুই একটা গল্পের বই পড়া হয়। গোয়েন্দা কাহিনী, থ্রিলার, লজিক, সায়েন্স ফিকশন আমার পছন্দের। যে কজন লেখক আমার পছন্দের তালিকায় আছেন তার মধ্যে তিনি একজন। তার লেখা অল্প কিছু বই ই পড়া হয়েছে- খান ত্রিশেক।
তার লেখা মিসির আলি আমার সবচেয়ে পছন্দের চরিত্র। বলা চলে মিসির আলি আমার আবেগ।
২০১২ সালের এই দিনে গল্পের যাদুকর, নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ পরলোক গমন করেন।
প্রয়াত দিবসে প্রিয় লেখককে শ্রদ্ধাভরে স্মরণ করছি।💐 আল্লাহ তাকে জান্নাত নসিব করুন আমিন।