Rasel Ahmmed

Rasel Ahmmed Travelholic । Social worker । Bookworm ।

সাজেকের সবচেয়ে বড়ো পাহাড়ের চূড়া থেকে ছবিগুলো তুলেছিলাম। সাজেক ভ্যালির সর্বোচ্চ পাহাড়ের নাম “কংলাক পাহাড়”। এটি রাঙা...
19/08/2025

সাজেকের সবচেয়ে বড়ো পাহাড়ের চূড়া থেকে ছবিগুলো তুলেছিলাম। সাজেক ভ্যালির সর্বোচ্চ পাহাড়ের নাম “কংলাক পাহাড়”। এটি রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে অবস্থিত এবং সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় ১,৮০০ ফুট।

কংলাক পাহাড়ের চূড়ায় অবস্থিত কংলাক পাড়া, যা সাজেকের অন্যতম আকর্ষণীয় স্থান। এখানে লুসাই ও ত্রিপুরা জনগোষ্ঠীর বসবাস, এবং পাহাড়ের চূড়া থেকে সাজেক ভ্যালির বিস্ময়কর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যায়।

এই অরণ্য আমাকে ডাকে,একলা নির্জনে বসে থাকতে বলে,সব শব্দ হারিয়ে যেন শুধুই গাছের নিঃশ্বাস শুনি।
18/08/2025

এই অরণ্য আমাকে ডাকে,
একলা নির্জনে বসে থাকতে বলে,
সব শব্দ হারিয়ে যেন শুধুই গাছের নিঃশ্বাস শুনি।

09/08/2025

“উৎসব” র পোস্টারেই লেখা আছে পরিবার ছাড়া দেখা নিষেধ। সিনেমা হলে যাওয়া হয়নি। তবে বাড়িতেই উৎসবমুখর পরিবেশে স্বপরিবারে “উৎসব” দেখলাম।

বাংলাদেশের সিনেমা দেখি না প্রায় অনেকদিন হতে চলল। তবে এই ধরনের সিনেমা মিস করা উচিৎ না।
আমরা দৈনন্দিন, সামাজিক ও পারিবারিক জীবনে অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি, ভুল কাজ করে ফেলি, যা নিজে নিজে বোঝা যায় না। বরং এটা ভেবে বসি আমিই ঠিক সবাই ভুল। ভাবুন, কেউ যদি আমাদের জীবনের গল্পটা ঘুরিয়ে শুরু থেকে দেখাতো! কতো ভালোই না হতো। তাহলে ধরা পড়তো সব ভুল সিদ্ধান্তগুলো, চোখে পড়তো সব অজানা ঘটনা আর গল্প। বাকি জীবনটা শুধরে সবাইকে সাথে নিয়ে আনন্দে কাটানো যেত। এরুপ গল্প নিয়েই নির্মিত “উৎসব” সিনেমাটি।

নায়ক নায়িকার প্রেম ছাড়া তো আবার সিনেমা জমে না। আছে আছে প্রেম-বিচ্ছেদ সব ই আছে। বর্তমান সিনেমা জগতের রঙ মাখানো প্রেম না। এ হলো পারিবারিক, বাস্তবিক ও মানসম্মত প্রেম।

জীবনের কিছু ট্র্যাজেডি, এরর উঠে এসেছে উৎসবে। সিনেমায় অভিনেতারা নিজেরাই নিজেদেরকে রোস্ট করেছেন এইটা মজার ছিল। ডায়লগ ডেলিভারিও ছিল দারুণ।

হোপ ইউ এনজয় দ্যা মুভি উইথ ইওর ফ্যামিলি। হ্যাভ এ গ্রেইট টাইম টুগেদার!

পৃথিবীতে ফিনিক ফোটা জোছনা আসবে। শ্রাবণ মাসে টিনের চালে বৃষ্টির সেতার বাজবে। সেই অলৌকিক সঙ্গীত শোনার জন্য আমি থাকব না। কো...
19/07/2025

পৃথিবীতে ফিনিক ফোটা জোছনা আসবে। শ্রাবণ মাসে টিনের চালে বৃষ্টির সেতার বাজবে। সেই অলৌকিক সঙ্গীত শোনার জন্য আমি থাকব না। কোনো মানে হয়?
_হুমায়ূন আহমেদ

একাডেমিক বইগুলোর সাথে আমার সম্পর্ক প্রায় আদায় কাঁচকলায়। দুই-চার অক্ষর যা পড়ি, তা নেহাত ই ফেইল করে মানসম্মান হারানোর ভয় থেকেই। তবে মাঝে মাঝে দুই একটা গল্পের বই পড়া হয়। গোয়েন্দা কাহিনী, থ্রিলার, লজিক, সায়েন্স ফিকশন আমার পছন্দের। যে কজন লেখক আমার পছন্দের তালিকায় আছেন তার মধ্যে তিনি একজন। তার লেখা অল্প কিছু বই ই পড়া হয়েছে- খান ত্রিশেক।

তার লেখা মিসির আলি আমার সবচেয়ে পছন্দের চরিত্র। বলা চলে মিসির আলি আমার আবেগ।

২০১২ সালের এই দিনে গল্পের যাদুকর, নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ পরলোক গমন করেন।
প্রয়াত দিবসে প্রিয় লেখককে শ্রদ্ধাভরে স্মরণ করছি।💐 আল্লাহ তাকে জান্নাত নসিব করুন আমিন।

Boat Trip ⛵
05/07/2025

Boat Trip ⛵


আজ থেকে শুরু হলো প্রাণের সংগঠন স্মার্ট বয়েজের এ বছরের বৃক্ষ রোপন কর্মসূচী। চলবে  ১সেপটেম্বর, দশম বর্ষে পদার্পণের দিন পর...
29/06/2025

আজ থেকে শুরু হলো প্রাণের সংগঠন স্মার্ট বয়েজের এ বছরের বৃক্ষ রোপন কর্মসূচী। চলবে ১সেপটেম্বর, দশম বর্ষে পদার্পণের দিন পর্যন্ত।

আমরা ভালো থাকব-দেশকে ভালো রাখব।
Smart Boyz
অরাজনৈতিক, অলাভজনক,
সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।

The Fiction Based on Fact এই উপন্যাসের স্থান সত্য, কাল সত্য, ইতিহাস সত্য, কাল্পনিক শুধু এর চরিত্রগুলো।আমেরিকার কুখ্যাত ক...
15/06/2025

The Fiction Based on Fact
এই উপন্যাসের স্থান সত্য, কাল সত্য, ইতিহাস সত্য, কাল্পনিক শুধু এর চরিত্রগুলো।

আমেরিকার কুখ্যাত কারাগার গুয়ানতানামো বে থেকে বিনা বিচারে ১২ বছর জেল খেটে মুক্তি পেয়েছে এক বাংলাদেশি। ওয়াশিংটন পোস্টের এই খবরে চমকে গেছে বাংলাদেশ।

পররাষ্ট্র মন্ত্রণালয় সাফ জানিয়ে দিয়েছে এমন সন্ত্রাসীর দায়িত্ব নেবে না বাংলাদেশ।

আমেরিকান আর্মির কার্গো প্লেন তাকে ফেলে গেছে আলবেনিয়ার তিরানা বিমান বন্দরে। ট্রাভেল ডকুমেন্টহীন, দেশহীন মানুষটাকে পৃথিবীর কোনো দেশ রাজনৈতিক আশ্রয় দেয় না। রিফিউজির স্ট্যাটাস নিয়ে তাকে থাকতে হবে রেডক্রসের শেল্টারে।
মানুষটা এখন কোথায় যাবে?

চেনা সব দরজা বন্ধ হয়ে গেলে, একটা অচেনা দরজা খুলে যায়। জীবন বন্দি হয়ে গেলে, সেটা জীবনকেও ছাপিয়ে যায়। সেই জীবনের গল্প জীবনের চেয়েও বড়ো হয়ে যায়...


বৃষ্টি ভেজা কৃষ্ণচূড়া
18/05/2025

বৃষ্টি ভেজা কৃষ্ণচূড়া

“সী টু সামিট” কক্সবাজার থেকে পায়ে হেঁটে এভারেস্ট যাচ্ছেন Ikramul Hasan Sakil ও তার সফর সঙ্গি Masfikul Hasan Tony . তাদে...
20/03/2025

“সী টু সামিট”
কক্সবাজার থেকে পায়ে হেঁটে এভারেস্ট যাচ্ছেন Ikramul Hasan Sakil ও তার সফর সঙ্গি Masfikul Hasan Tony . তাদের সাথে গতকাল প্রায় দুই কিমি হেঁটেছি। কড়া রোদে এই দুই কিলোমিটার ই আমার জুলুম। অথচ তারা নাকি ২৩ দিন ধরে হেঁটেই চলেছেন, আজ ২৪তম দিন! গত পরশু তারা পুরো যমুনা নদী সাঁতরে পার হয়েছেন চিন্তা করা যায়!!! প্লাস্টিক দূষণ ও কার্বন নিঃসরণ কমানোর বিষয়ে সচেতনতা বাড়ানোই তাদের "সী টু সামিট" অভিযানের অন্যতম লক্ষ্য। তাই ব্যাবহার করবেন না কোনো যানবাহন।

এ সফর সফল হলে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে খচিত হবে তাদের নাম। গতকাল তারা সিরাজগঞ্জ ছেড়ে বগুড়ায় ঢুকেছেন। আপনাদের জন্য দোয়া ও শুভকামনা রইল 🤍

13/02/2025

ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইন্সটিটিউট কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান।

আলহামদুলিল্লাহ,,,এই মহৎ কাজে যুক্ত হতে পেরে ভালো লাগলো।আমরা ভালো থাকব-দেশকে ভালো রাখব ।Smart Boyz
05/02/2025

আলহামদুলিল্লাহ,,,এই মহৎ কাজে যুক্ত হতে পেরে ভালো লাগলো।

আমরা ভালো থাকব-দেশকে ভালো রাখব ।
Smart Boyz

বাংলাদেশের অন্যতম আইসিটি কোম্পানি Zayer Tech এর অনুদানে শতবর্ষী অসহায় বৃদ্ধা পোষাগী বেগমের জন্য সাধ্যমতো মাসের বাজার সদাই পৌঁছে দেওয়া হলো। দাতার প্রতি অশেষ কৃতজ্ঞতা ও দোয়া। হিসাবনিকাশ কমেন্টে সংযুক্ত।

Smart Boyz
be good keep good

05/02/2025

সাজেকের স্পেশাল ব্যাম্বু টি ☕

এসব স্টলে রাতের পরিবেশ বেশ জমজমাট থাকে। আমি সন্ধ্যায় শ্যুট করেছি। ছোট করে কাটা বাঁশের পাত্রে এই চা পরিবেশন করেন বলেই একে ব্যাম্বু টি বলা হয়ে থাকে।

🎥: সাজেক জিরোপয়েন্ট সংলগ্ন/হেলিপ্যাডের নিচের দোকান।

Address

Sirajganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rasel Ahmmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share