Sumon ali blog

Sumon ali blog সব টেনশন ছাড়ো মুচকি হাসো
আর জীবনকে উপভোগ করো
যেটা হবার সেটা হবেই
সেটা তুমি কখনোই আটকাতে পারবে না।
(2)

বেশিরভাগ পুরুষের জীবন*পুরুষ মানুষ হলো খেজুর গাছের মতো। আদর পায় না, যত্ন পায় না, কেউ জল দেয় না, সার দেয় না, গোড়ায় কেউ মাট...
02/07/2025

বেশিরভাগ পুরুষের জীবন

*পুরুষ মানুষ হলো খেজুর গাছের মতো। আদর পায় না, যত্ন পায় না, কেউ জল দেয় না, সার দেয় না, গোড়ায় কেউ মাটি দেয় না, আরো বলে নিজের পায়ের তলার মাটি নিজে শক্ত করো! অযত্নে অবহেলায় বেড়ে উঠে! বেড়ে উঠার পর কিন্তু তার কাছে প্রত্যাশা অনেক।

*তার ফল খুব মিষ্টি, তার রসের জন্য হাহাকার, তার রসের গুড় চিনির চেয়ে কয়েকগুণ বেশি উপকারী। তাকে বছরের পর বছর ক্ষতবিক্ষত করা হয়! যতদিন বেঁচে থাকে তাকে কাটা হয়, তার রস এক ফোঁটা এক ফোঁটা করে নিংড়ে নেওয়া হয়! রস নেওয়া শেষ হয়ে গেলে আর তার কোন কদর থাকে না, পথে ধারে একাকী অযত্নে অবহেলায় পড়ে থাকে।

*তারপরও খেজুর গাছ কোন অভিযোগ করে না, কিছু প্রত্যাশা করে না, ভালোবাসা চায় না। শুধু ফল দিয়ে যায়, রস দিয়ে যায় আর মাথা উঁচু করে বেঁচে থাকে নিঃস্বার্থভাবে।

প্রবাসী জীবন থেকেও ছেলে সন্তানের বাবা হলাম শুভকামনা রইল সবাই দোয়া করবেন সবাই ইনশাআল্লাহ
30/06/2025

প্রবাসী জীবন থেকেও ছেলে সন্তানের বাবা হলাম
শুভকামনা রইল সবাই দোয়া করবেন সবাই ইনশাআল্লাহ

সবাই কে বিদেশি ফুলের ভালোবাসা রইলো
28/06/2025

সবাই কে বিদেশি ফুলের ভালোবাসা রইলো

যারা বিদেশ আসতে আগ্রহী নিচের দেওয়া নাম্বারে +8809696294422  যোগাযোগ করুন
25/06/2025

যারা বিদেশ আসতে আগ্রহী নিচের দেওয়া নাম্বারে
+8809696294422 যোগাযোগ করুন

24/06/2025

আলহামদুলিল্লাহ

দিনের পরে রাত আসে সেই অর্ধেক রাত প্রবাসীদের কাটে অক্লান্ত পরিশ্রমে এটাই বাস্তব।
23/06/2025

দিনের পরে রাত আসে
সেই অর্ধেক রাত প্রবাসীদের কাটে
অক্লান্ত পরিশ্রমে এটাই বাস্তব।

অভিমান হলো চাইনিজ ভাষার মতো।  বুঝলে অর্থ আছে।  না বুঝলে, চুং চাং।
22/06/2025

অভিমান হলো
চাইনিজ ভাষার মতো।
বুঝলে অর্থ আছে।
না বুঝলে, চুং চাং।

সকালটাতে সময় কাটেকাজে যাওয়ার ত্রাসেক্ষুধা তৃষ্ণা চোখ মোছাতেথাকেনা কেউ পাশে,দুপুর বেলায় হাতের কাছেযা পাই তাই খেয়েকাজের ফা...
21/06/2025

সকালটাতে সময় কাটে
কাজে যাওয়ার ত্রাসে
ক্ষুধা তৃষ্ণা চোখ মোছাতে
থাকেনা কেউ পাশে,
দুপুর বেলায় হাতের কাছে
যা পাই তাই খেয়ে
কাজের ফাঁকে সন্ধ্যা নামে
রাধি বাসায় যেয়ে।
কম দামী যা, তাই কিনেছি
বাসায় ফেরার পথে
বাঁচার জন্য খেতে হয় তাই
আপত্তি নেই খেতে।
টেলিফোনে মাকে বলি
আছি ভাল, মুখে একেঁ হাসি
তবুও সুখের স্বপ্ন বুনি আমি যে প্রবাসী।

গাছে ফল পাড়ার দৃশ্য প্রবাস জীবনে
21/06/2025

গাছে ফল পাড়ার দৃশ্য প্রবাস জীবনে

জিবন নাটকে যা কিছু হোক না কেনো এই মিথ্যা হাসি টা হাসতেই হবে ,,❤️🥰🥀🥰
20/06/2025

জিবন নাটকে যা কিছু হোক না কেনো
এই মিথ্যা হাসি টা হাসতেই হবে ,,❤️🥰🥀🥰

আমরা প্রবাসীদের মাঝে মাঝে কারণ ছাড়াই মনটা খারাপ থাকে অল্পতেই  হতাশ হয়ে যায় কি করবো জীবন যুদ্ধে যুদ্ধ করে যেতেই হবে ভা...
18/06/2025

আমরা প্রবাসীদের মাঝে মাঝে কারণ ছাড়াই
মনটা খারাপ থাকে অল্পতেই হতাশ হয়ে যায়
কি করবো জীবন যুদ্ধে যুদ্ধ করে যেতেই হবে
ভালো ফলাফলের আশায় এটাই বাস্তব।

মানুষ বদলায় এটাই বাস্তবমানুষ এর প্রয়োজন ফুরিয়ে গেলে যেমন নৌকায় লাথি দিয়ে পার হয়ে যায় পিছনে ফিরেও তাকাই না এই স্বা...
17/06/2025

মানুষ বদলায় এটাই বাস্তব
মানুষ এর প্রয়োজন ফুরিয়ে গেলে
যেমন নৌকায় লাথি দিয়ে পার হয়ে যায়
পিছনে ফিরেও তাকাই না
এই স্বার্থপর দুনিয়ার মানুষ গুলো ঠিক তেমনি
স্বার্থের টানে আবার কাছেও আসবে এটাই বাস্তব।

Address

South Burungi
Sirajganj
SOUTHBURUNGI

Alerts

Be the first to know and let us send you an email when Sumon ali blog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share