Advice । উপদেশ

Advice । উপদেশ পেইজটি লাইক দিয়ে রাখুন কিছু কথা আপনার জীবকেই বদলিয়ে দিবে। Thought become things

14/07/2025

দেখবেন মানুষের জীবনে যখন অনেক নতুন মানুষ এসে যায়, তখন পুরাতন মানুষকে ভুলে যায়।

সিরাজগঞ্জে কামারখন্দে  কুঠির চর গ্রামে ""সৎ মায়ের হাতে খু/ন হল শিশু হাজেরা( ৭) প্রথম শ্রেণী শিশু দুপুর ১২ টার  দিক থেকে...
14/07/2025

সিরাজগঞ্জে কামারখন্দে কুঠির চর গ্রামে ""সৎ মায়ের হাতে খু/ন হল শিশু হাজেরা( ৭) প্রথম শ্রেণী শিশু
দুপুর ১২ টার দিক থেকে শিশু হাজেরা কে পাওয়া যাচ্ছিল না
অনেক খোঁজাখুঁজির পর।স্থানীয় জনগন বলেন তার সৎ মা তাকে হ/ত্যা করে বস্তাবন্দি করে বালতিতে রেখে দেয় ঘরের ভিতরে। পরে আশেপাশের লোকজন টের পেয়ে মৃ/ত হাজেরা কে বের করে

ভিডিপি সেচ্ছাসেবী সদস্য মোতালেব হোসেন সন্ধ্যা ৬ টার দিকে কামারখন্দ থানার ওসি মহোদয় কে ফোন করিলে সাথে সাথে। ডিউটি রত অফিসার ঘটনাস্থলে এসে লা/শ উদ্ধার করে।
শিশু হাজেরার লা/শ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
ডিউটি রত অফিসার জানান হত্যাকারীকে ধরার জন্য তৎপর রয়েছে কামারখন্দ পুলিশ।

10/07/2025
জার্মানির এক নামকরা ব্যাংকে ব্যাংক ডাকাতির সময় ডাকাত দলের সর্দার বন্দুক হাতে নিয়ে সবার উদ্দেশ্যে বললো, "কেউ কোনো নড়াচড়া ...
04/07/2025

জার্মানির এক নামকরা ব্যাংকে ব্যাংক ডাকাতির সময় ডাকাত দলের সর্দার বন্দুক হাতে নিয়ে সবার উদ্দেশ্যে বললো, "কেউ কোনো নড়াচড়া করবেন না, টাকা গেলে যাবে সরকারের, কিন্তু জীবন গেলে যাবে আপনার আর তাই ভাবনা চিন্তা করে আপনার পরবর্তী পদক্ষেপ ঠিক করুন।"
এই কথা শোনার পর, সবাই শান্ত হয়ে চুপচাপ মাথা নিচু করে শুয়ে পড়েছিল। এই ব্যাপারটাকে বলে "Mind Changing Concept”, অর্থাৎ মানূষের ব্রেইনকে আপনার সুবিধা অনুযায়ী অন্যদিকে কনভার্ট করে ফেলা।
সবাই যখন শুয়ে পড়েছিল, তখন এক সুন্দরী মহিলার কাপড় অসাবধানতা বসত তার পা থেকে কিছুটা উপরে ঊঠে গিয়েছিল এমন সময় ডাকাত দলের সর্দার তার দিকে তাকিয়ে চিৎকার করে বলে উঠলো, "আপনার কাপড় ঠিক করুন! আমরা এখানে ব্যাংক ডাকাতি করতে এসেছি, রেপ করতে না।"
এই ব্যাপারটাকে বলে "Being Professional”, অর্থাৎ আপনি যেটা করতে এসেছেন, সেটাই করবেন। যতই প্রলোভন থাকুক অন্যদিকে মনোযোগ দেওয়া যাবে না।
যখন ডাকাতরা ডাকাতি করে তাদের আস্তানায় ফিরে এলো তখন এক ছোট ডাকাত(এমবিএ পাশ করা) ডাকাত দলের সর্দার(যে ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা করেছে)কে বললো, "বস চলেন টাকাটা গুনে ফেলি"
ডাকাত দলের সর্দার মুচকি হেসে বললো, তার কোনোই প্রয়োজন নেই, কেনোনা একটু পরে টিভি ছাড়লে নিউজ চ্যানেলগুলোই বলে দেবে আমরা কতো টাকা নিয়ে এসেছি।
এই ব্যাপারটাকে বলে "Experience"। অভিজ্ঞতা যে গতানুগতিক সার্টিফিকেট এর বাইরে গিয়েও কাজ করতে পারে, ইহা তার একটি ঊৎকৃষ্ট প্রমাণ।
ডাকাতরা চলে যাওয়ার সাথে সাথেই ব্যাংক এর এক কর্মচারি ব্যাংক ম্যানেজারের কাছে ছুটে এসে বললো, স্যার তাড়াতাড়ি চলেন পুলিশকে ফোন করি, এখনই ফোন করলে ওরা বেশিদূর যেতে পারবে না। ব্যাংক ম্যানেজার কর্মচারিকে থামিয়ে দিয়ে বললো, ওদেরকে আমাদের সুবিধার জন্যই এই ২০ মিলিয়ন টাকা নিয়ে যেতে দেওয়া উচিৎ, তাহলে আমরা যে ৭০ মিলিয়ন টাকার গরমিল করেছি, তা এই ডাকাতির ভিতর দিয়েই চালিয়ে দেওয়া যাবে।
এই ব্যাপারটাকে বলে, Swim with the tide, অর্থাৎ নিজের বিপদকেও বুদ্ধি দিয়ে নিজের সুবিধা হিসেবে ব্যবহার করা।
কিছু সময় পরেই, টিভিতে রিপোর্ট আসলো, ব্যাংক ডাকাতিতে ১০০ মিলিয়ন টাকা লোপাট। ডাকাতরা সেই রিপোর্ট দেখে বারবার টাকা গুনেও ২০ মিলিয়ন এর বেশি বাড়াতে পারলো না। ডাকাত দলের সর্দার রাগে ক্রুদ্ধ হয়ে বললো, "শালা আমরা আমাদের জীবনের ঝুকি নিয়ে, এতো কিছু ম্যানেজ করে মাত্র ২০ মিলিয়ন টাকা নিলাম আর ব্যাংক ম্যানেজার শুধুমাত্র এক কলমের খোঁচাতেই ৮০ মিলিয়ন টাকা সরিয়ে দিল। শালা চোর-ডাকাত না হয়ে পড়াশোনা করলেই তো বেশি লাভ হত।"
এই ব্যাপারটাকে বলে "Knowledge is worth as much as gold!" অর্থাৎ অসির চেয়ে মসী বড়।
ব্যাংক ম্যনেজার মন খুলে হাসছে, কেনোনা তার লাভ ৮০ মিলিয়ন টাকা। ৭০ মিলিয়ন টাকার গরমিল করেও সে আরও ১০ মিলিয়ন টাকা এই সুযোগে তার নিজের পকেটে ঢুকিয়ে ফেলেছে।
এই ব্যাপারটাকে বলে,
"Seizing the opportunity.” Daring to take risks!
অর্থাৎ সুযোগ থাকলে তাকে কাজে লাগানোই উচিৎ...!

এইভাবেই অনেক লোক অনেক সুযোগ এ এরকম কাজ করে থাকে সবার আড়ালে

বাচ্চাটাকে থোল্লাকান্দি সরকারি বিদ্যালয়ের পাশে, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া সকাল থেকে ভাসমান অবস্থায় দেখা গেছে। কিছুক্ষণ ...
30/06/2025

বাচ্চাটাকে থোল্লাকান্দি সরকারি বিদ্যালয়ের পাশে, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া সকাল থেকে ভাসমান অবস্থায় দেখা গেছে। কিছুক্ষণ আগে পুলিশ এসে বাচ্চাটাকে নিয়ে যায়।
সকাল থেকে দুপুর হয়ে গেলেও বাচ্চাটার পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি।

কারো পরিচিত হলে যোগাযোগ করুন।
পোস্টটি শেয়ার করে দিন, হয়তো পরিবার তাকে পাগলের মতো খুঁজছে।

30/06/2025

দেখবেন সংসারে হোক আর কর্মক্ষেত্রে হোক। যে যত বেশি দায়িত্ব ও কর্তব্য পালন করে তার ঘাড়ে তত বেশি চাপ পড়ে।

29/06/2025

রাতের বেলা বউ স্বামীর কলিজা। সকাল হলেই স্বামী কলিজাটা টুকরা টুকরা করে পরিবারের সবার হাতে ধরিয়ে দেয়। নে এখন সবার কাম কর। 😂😅😆

বিপদের দিনে মাস্তান বন্ধুরাই এগিয়ে আসে, সুশীল বন্ধুরা কেবল নিন্দা জানায়।
20/06/2025

বিপদের দিনে মাস্তান বন্ধুরাই এগিয়ে আসে, সুশীল বন্ধুরা কেবল নিন্দা জানায়।

Address

Sirajganj

Telephone

+8801920622020

Website

Alerts

Be the first to know and let us send you an email when Advice । উপদেশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Advice । উপদেশ:

Share