সাংবাদিক ইলিয়াস হোসাইন সমর্থকগোষ্টি

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • সাংবাদিক ইলিয়াস হোসাইন সমর্থকগোষ্টি

সাংবাদিক ইলিয়াস হোসাইন সমর্থকগোষ্টি জুলাই আগস্ট ২০২৪ এর মাধ্যমে স্বৈরাচার হাসিনা সরকার পতন করে বাংলাদেশের যে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে সেটা নিমিষেই শেষ হয়ে যাচ্ছে।

~আহা বাঙ্গালী আফসোস 🖤সকাল থেকে দেখতেছি এই ভিডিও টা দেখে অনেকেই হাসিঠাট্টা করছেন কারণ না জেনেই? এই স্কুলের একটা মেয়ের ক্য...
27/10/2025

~আহা বাঙ্গালী আফসোস 🖤
সকাল থেকে দেখতেছি এই ভিডিও টা দেখে অনেকেই হাসিঠাট্টা করছেন কারণ না জেনেই?

এই স্কুলের একটা মেয়ের ক্যা*ন্সার হওয়ার পর তার সব চুল কেটে পেলছিলো,তাই সে লজ্জায় আসতে চায় নি স্কুলে,পড়ে স্কুলের সকল স্টুডেন্ট তাদের চুল কেটে মাথা ন্যা*রা করে পেলছে,একটু শুধু ভাবেন কত মহত্ত্ব দেখায়ছে তারা,আর আমরা মজা নিচ্চি 💔😢

❌ক্ষমতা যাওয়ার আগে এই অবস্থা।
27/10/2025

❌ক্ষমতা যাওয়ার আগে এই অবস্থা।

কালকে সারাদিন কেউ এই ভিডিও দেখেছেন? সারাদিন দেখতেছি এই ভিডিও টা দেখে,অনেকেই হাসিঠাট্টা করছেন কারণ টা না জেনেই? এই স্কুলে...
26/10/2025

কালকে সারাদিন কেউ এই ভিডিও দেখেছেন?

সারাদিন দেখতেছি এই ভিডিও টা দেখে,অনেকেই হাসিঠাট্টা করছেন কারণ টা না জেনেই?

এই স্কুলেরই একটা মেয়ের ক্যা*ন্সার হওয়ার পর তার সব চুল কেটে ফেলছিলো,কারন কেমোর জন্য চুল পরে যাচ্ছিলো ,তাই সে লজ্জায় আসতে চায় নাই আর স্কুলে,পড়ে স্কুলের সকল স্টুডেন্ট তাদের চুল কেটে মাথা একেবারে ন্যা*রা করে ফেলছে😥

একটু শুধু ভাবেন কত মহত্ত্ব দেখায়ছে তারা,আর আমরা মজা নিচ্ছি 💔🥲

ভদ্রলোক বাস্তব জীবনে কতটা সঠিক কতটা ভুল জানি না।ওনার কথাবার্তার ধরণ শুনেই আন্দাজ করা যায় বদরের প্রান্তরে ৩১৩ জন সাহাবী ক...
26/10/2025

ভদ্রলোক বাস্তব জীবনে কতটা সঠিক কতটা ভুল জানি না।
ওনার কথাবার্তার ধরণ শুনেই আন্দাজ করা যায় বদরের প্রান্তরে ৩১৩ জন সাহাবী কীভাবে ১হাজার শত্রুর বিরুদ্ধে মুকাবিলা করে বিজয় অর্জন করেছিল।

একজন ওসি সাহেব ওনার সাথে হাত মিলাতে চাইলেন।
তিনি মুখের ওপর জবাব দিলেন, আপনার সাথে হাত মেলাব না।
ইউনিফর্ম খুলে আসুন প্রয়োজনে কোলাকুলি পর্যন্ত করব।
কারণ আপনারা এই পোষাকটাকেই অপবিত্র করে ফেলেছেন।

আমি বিক্রমপুরী সাহেবকে দেখে জাস্ট আবারও এতটুকু বুঝেছি, তুমি ভুল মানে রাষ্ট্রের কোন যায়গায় তোমার অবস্থান আমার দেখার সময় নাই।

ভদ্রলোকের চেহারাটাই বাতিলের জন্য আতংক।

জুবায়েদ হ*ত্যার দায় স্বীকার করে এই সরকারের দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ছাত্রদল নেতা হামিম
23/10/2025

জুবায়েদ হ*ত্যার দায় স্বীকার করে এই সরকারের দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ছাত্রদল নেতা হামিম

বাংলাদেশের চার উজ্জ্বল নক্ষত্র, যারা কুটনামীকে ভিন্ন উচ্চতায় নিয়ে গেছেন।(পুরাতন meme অ্যালবাম থেকে রিপোস্ট  by অ্যাডমিন)
23/10/2025

বাংলাদেশের চার উজ্জ্বল নক্ষত্র, যারা কুটনামীকে ভিন্ন উচ্চতায় নিয়ে গেছেন।

(পুরাতন meme অ্যালবাম থেকে রিপোস্ট by অ্যাডমিন)

গাজীপুরে ১১ বছরের মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণ মামলার সাথে পুলিশের বন্ধুত্ব!
23/10/2025

গাজীপুরে ১১ বছরের মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণ মামলার সাথে পুলিশের বন্ধুত্ব!

শিক্ষকদের আন্দোলনে সাদিক কায়েম কি করেন? তাহলে কি আমরা বুঝে নেব যে জামাত-শিবিরের ইন্দনে শিক্ষক এই কাজ করতেছে।। দেশকে অস্থ...
20/10/2025

শিক্ষকদের আন্দোলনে সাদিক কায়েম কি করেন? তাহলে কি আমরা বুঝে নেব যে জামাত-শিবিরের ইন্দনে শিক্ষক এই কাজ করতেছে।। দেশকে অস্থিতিশীলতা করার জন্য।

কি নির্মমতা জোবায়েদকে পছন্দ করতেন ছাত্রী, জেনে যাওয়ায় হ*ত্যা করেন বয়ফ্রেন্ড মাহিরজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবা...
20/10/2025

কি নির্মমতা
জোবায়েদকে পছন্দ করতেন ছাত্রী, জেনে যাওয়ায় হ*ত্যা করেন বয়ফ্রেন্ড মাহির

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ হোসাইনকে (২১) পছন্দ করতেন তার প্রাইভেট ছাত্রী। এই ঘটনা জেনে যায় মেয়ের বয়ফ্রেন্ড মাহির রহমান (১৯)। তার সঙ্গে বর্ষার ক্লাস ফোর থেকে ৯ বছরের প্রেম ছিল।

জোবায়েদকে পছন্দ করায় সেই বয়ফ্রেন্ডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করায় ক্ষিপ্ত হয়ে জোবায়েদকে হ*ত্যা করে তার বয়ফ্রেন্ড। সেই বয়ফ্রেন্ডে মাহির রাজধানীর বোরহানউদ্দিন কলেজে উন্মুক্ততে পড়াশোনা করে। বাসা বর্ষার এলাকা আরমানীটোলায়।
জবিয়নস পেইজ

👉টিউশনি করাতে গিয়ে বিল্ডিংয়ের সিড়িতে খু-ন হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ১৫ তম ব্যাচের শিক্ষার্থী জুবায়েদ...
20/10/2025

👉টিউশনি করাতে গিয়ে বিল্ডিংয়ের সিড়িতে খু-ন হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ১৫ তম ব্যাচের শিক্ষার্থী জুবায়েদ হোসেন..

👉ছাত্রীর সাথে কথা বলে বক্তব্য যা পেলাম..

👉নি-হ-ত জুবায়েদ এই বাসায় পড়াতো গত এক বছর ধরে..মেয়ে ইন্টার প্রথম বর্ষে পড়ে..ফিজিক্স..কেমিস্ট্রি..বায়োলজি পড়াতো..আজ পড়ানোর কথা ছিল..বিকেলে মেয়ে জুবায়েদকে 📱কল দিয়ে জিজ্ঞেস করেছে..স্যার আজ পড়াতে আসবেন..জুবায়েদ বললো হ্যাঁ..আসতেছি..মেয়ে জিজ্ঞেস করেছে স্যার..কোথায় আছেন..জুবায়েদ বললো-নূর বক্স লেনে ঢুকেছি..কল কেটে দিয়ে ছাত্রী জুবায়েদের লোকেশন চেক করে কনফার্ম হলো জুবায়েদ নূর বক্স লেনে প্রবেশ করেছে..মেয়ের বাসা নূর বক্স লেনে..পুরো আলাপে ছাত্রীর মা কে উ-দ্বি-গ্ন..বিহ্বল দেখালেও মেয়ের মাঝে এরকম কিছু আমার চোখে ধরা পড়েনি..তদন্ত শেষে সঠিক ঘটনা উঠে আসতে হবে..মেয়ের বাসা ৫ তলায়..র-ক্ত নিচ তলা থেকে ৩ তলা পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে আছে..অথচ এই বিল্ডিং এর কেউ নাকি কিছুই জানে না..অনতিবিলম্বে তদন্তের মাধ্যমে সঠিক তথ্য বের করতে হবে 🙂

সেম সেম নো ডিফরেন্ট!
16/10/2025

সেম সেম নো ডিফরেন্ট!

সেনাবাহিনীর জুনিয়র অফিসারেরা আর সৈনিকেরা আপনার ঈমান আর দেশের নিশান সমুন্নত রাখতে ভারত সমর্থিত দুর্বৃত্ত জেনারেলদের বিপজ্...
14/10/2025

সেনাবাহিনীর জুনিয়র অফিসারেরা আর সৈনিকেরা আপনার ঈমান আর দেশের নিশান সমুন্নত রাখতে ভারত সমর্থিত দুর্বৃত্ত জেনারেলদের বিপজ্জনক আচরণ রুখে দিন। দেশবাসী আপনাদের সাথে আছে।
ইনকিলাব জিন্দাবাদ।

Address

Dhaka
6700

Alerts

Be the first to know and let us send you an email when সাংবাদিক ইলিয়াস হোসাইন সমর্থকগোষ্টি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share