Nur Nahar

Nur Nahar "হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল" আমার জন্য আমার আল্লাহ 'ই যথেষ্ট।

1st time cinema hall a
25/06/2025

1st time cinema hall a

19/06/2025

আল্লাহর কাছে হাজার শুকরিয়া

17/06/2025
13/06/2025

মাঝে মাঝে কঠিন পরিস্থিতির
সম্মুখীন হওয়া ভালো,কারন বিশ্বাসঘাতক ও স্বার্থপর
মানুষ চেনা যায়।।viralpost

13/06/2025

জীবন আরো সুন্দর হইতো।।
সময়ের আগে যদি মানুষ চিনা যেতো..🖤🥀

      nahar
12/06/2025


nahar

12/06/2025

যে মানুষটা কখনো তোমায় ভালোবাসেই নাই, তাকে ভেবে দুঃখ পাওয়াটা শুধুই সময়ের অপচয়!💔😅

12/06/2025

হতাশ হওয়ার কিছু নাই, ঘড়ির কাটা সবসময় এক জায়গায় থাকে না!💔😅

09/06/2025

সে ডুবে যাচ্ছিল।

আর কেউ টের পায়নি...

কেউই টের পায়নি, সে (কোচ) ছাড়া।

সে ছিল ২০২২ সালের জুন, বুদাপেস্টে বিশ্ব চ্যাম্পিয়নশিপে।

মেক্সিকান বংশোদ্ভূত আমেরিকান শৈল্পিক সাঁতারু অনিতা আলভারেজ, একটি নিখুঁত রুটিন সাতার পরিবেশন করছিলেন।

কিন্তু যখন তার পরিবেশনা শেষ হলো... সে বাতাসের জন্য উঠে এলো না।

সে জ্ঞান হারিয়ে ফেলেছিল।

কয়েক সেকেন্ডের জন্য তার শরীর ভেসে উঠল, তারপর ডুবে যেতে শুরু করল।

ধীরে ধীরে। পুলের তলা পর্যন্ত।

দর্শকরাও খেয়াল করেনি। বিচারকরাও তা দেখেনি।

সবাই হাততালি দিচ্ছিল।

কিন্তু তার কোচ, আন্দ্রেয়া ফুয়েন্তেস লক্ষ্য করেছিলেন।

সে অনিতাকে চিনত - ঠিক জানত যে তাকে মাটিতে উঠতে কতক্ষণ সময় লেগবে।

সে (কোচ) মনে মনে অনুভব করেছিল যে কিছু একটা ভুল হয়েছে।

দুবার না ভেবে, সে ভেতরে ঢুকে পড়ে।

পুরো পোশাক পরে। জুতা এবং সবকিছু।

সে সোজা সাঁতার কেটে অনিতার কোমর ধরে,

এবং তাকে আবার উপরে নিয়ে আসে।

সে (কোচ) তার ( আনিতার) জীবন বাঁচিয়েছে।

এই গল্পটা আমাকে ভাবিয়ে দিয়েছে...

কে তোমাকে এত ভালো করে চেনে যে তুমি ঠিক না থাকলেও, এমনকি যদি তুমি এখনও হাসো, তখনও লক্ষ্য করবে?

যখন তোমার আর বাতাসে ওঠার শক্তি থাকবে না, তখন কে দ্বিধা ছাড়াই তোমার জন্য ঝাঁপিয়ে পড়বে?

আর আরও গুরুত্বপূর্ণ বিষয়...

তুমি কি অন্য কারো জন্য সেই ব্যক্তি হবে?

তোমার উপস্থিতি কি তোমার প্রিয়জনের জীবনে এতটুকু যথেষ্ট যে তারা ডুবে যাওয়ার মুহূর্তটি বুঝতে পারবে?

নাকি তুমি কেবল একজন দর্শক, হাততালি দিচ্ছ, বুঝতে পারছো না যে ভেতরে ভেতরে তারা ম্লান হয়ে যাচ্ছে?

এই জীবনে, আমাদের সকলের এমন একজনের ( লিডার, সুপারভাইজার কিংবা গার্ডিয়ান) প্রয়োজন যে কেবল আমাদের দেখে না -

কিন্তু সত্যিই আমাদের লক্ষ্য করে।

এমন একজন যিনি জানেন যে আমরা কখন হাল ছেড়ে দিতে যাচ্ছি।

এবং সাহস আছে যে ঝাঁপিয়ে পড়ে আমাদের বাঁচাবে।

আছে কি কেউ আমাদের জীবনে, এমন একজন আনিতার সুপারভাইজার আন্দ্রেয়া এর মত? যদি থাকে তাহলে তুমি সফল, ভাগ্যবান...

Address

Sirajganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nur Nahar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share