22/07/2025
মাইলস্টোন কলেজের বিমান দুর্ঘটনায় লাশের সংখ্যা গোপন করা, দুর্নীতিবাজদের বিমান ক্রয় বাজেট আত্বস্বাত ও জরীত সকলের বিচার ও HSC পরিক্ষার্থীদের রাত ৩ টায় পরিক্ষা স্থগীত করা কে কেন্দ্র করে সাতমাথায় বিক্ষোভ প্রতিবাদ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বগুড়া। এবং জেলা প্রশাসক এর কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ নিয়ন্ত্রণে জেলা প্রশাসক মহাদয় দুর্ঘটনায় আহত ও নিহতদের প্রতি শোক প্রকাশ করেন ও ছাত্রদের দাবি লিখিত আকারে তাদের দাবি পেশ করার জন্য বলেন এবং তা উপদেষ্টা পরিষদ এ ১ কর্ম দিবসের মাঝে প্রেরণের আস্বাস দেন।