
13/01/2025
তুমি....
নিজেকে তখনি বদলাতে পারবে!
যখন,তুমি explanation দেওয়া ছেড়ে দেবে।
যখন, কারোর কাছ থেকে তুমি কোনো expectation রাখবে না।
যখন, তোমাকে কেউ hurt করলে তুমি
সেখান থেকে হেসে বেরিয়ে আসবে।
আর,অপমান করলে it's okk বলে।
কেউ যোগ্যতা নিয়ে কথা বললে
সময়ের অপেক্ষায় তাকে ছেড়ে দিয়ে
নিজেকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করবে।
যখন, তুমি ego বা অহংকার নয়,
Self respect নিয়ে বাঁচবে এবং
অন্যের জন্য নয় নিজের জন্য বাঁচবে।
পরিস্থিতিটা কঠিন হলেও
পরিণতিটা সুন্দর হবে।
লাইফটাও better হবে।
জুবলী আক্তার
স্বপ্ন মানুষকে বাঁচতে শেখায়
©