Engr Liakat Ali

Engr Liakat Ali Journalist, humanitarian,Muslim, Bengali, online and social activities, secular in politics. Electrical and electronics engineer by profession, non-sectarian.

I am Human,Bengali, Muslim and open-minded

শান্তিপূর্ণ দাসত্তর চেয়ে, প্রশ্নবিদ্ধ স্বাধীনতা কে বেছে নিয়েছি।

আমি!যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না।আমি চির চনচল,চির চলমান। অবস্থান, অস্তিত্বে আমি স্থির না।সততায় এগিয়ে চলছে যে মানব সভ্যতা,আমি একাধারে তার উত্তরাধিকারী এবং কান্ডারী। সততায় এগিয়ে চলা সভ্যতায় আমার জন্ম আর সততায় নিজেকে বদলে নতুন করে নেওয়ার সাধনায় আমার জীবন।সেখানে নতুন করে গড়

বো বলে, ভাঙ্গনের খেলা চলে। সেখানে আমি কভু প্রশান্ত,কভু অশান্ত দারুণ সেচ্ছাচারী।আমি চলমান, প্রতিনিয়ত যুদ্ধ করি।আমৃত্যু যুদ্ধ করবো আঁধারে বিরুদ্ধে আলোর মত।

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার পরিষদের মিশন চালু কেন ? দেশবাসীর সম্মতি আছে?বাংলাদেশে কি হতে যাচ্ছে ?শাদ, কলম্বিয়া, গুয়...
18/07/2025

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার পরিষদের মিশন চালু কেন ?
দেশবাসীর সম্মতি আছে?
বাংলাদেশে কি হতে যাচ্ছে ?

শাদ, কলম্বিয়া, গুয়াতেমালা, গিনি, হন্ডুরাস,বুরকিনা ফাসো, কম্বোডিয়া,, লাইবেরিয়া, মৌরিতানিয়া, মেক্সিকো, নাইজার, ফিলিস্তিন, সুদান, তিউনিসিয়া, ইয়েমেন, সিরিয়ার
দক্ষিন কোরিয়া(উত্তর কোরিয়ায় নজরদারির জন্য),ইউক্রেনের পর বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার পরিষদের মিশন চালু হতে যাচ্ছে।
ঐসব দেশে এই মিশন কেন , খোঁজ নিন।জানুন ।
কি হচ্ছে বাংলাদেশে ? কি হতে যাচ্ছে ?

স্টারলিংকের সাথে চুক্তি প্রসংগে ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে লরেন ড্রেয়ার বলেন, “আমরা ১৫০টি দেশ ও অঞ্চলে কাজ করি। আমরা এত দক্ষতা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণ আগে কখনও দেখিনি।"

রাখাইনে করিডোর, আমেরিকার সাথে গোপন চুক্তি, চট্রগ্রাম বন্দর বিদেশীদের লীজ, কাতারকে সমরাস্ত্র তৈরির কারখানা …..

চলতি হাওয়ায় নয়, দেশ ও দেশের স্বার্থে বিরোধী কর্মকাণ্ড রুখে দাড়াতে হবে ।।
১৮.০৭.২০২৫.
- Ruhin Hossain Prince

সিরাজগঞ্জ -৩ রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা থেকে ৪ বারের সংসদ সদস্য জননেতা,আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদার ইন্তেকাল করেছেন, ইন্...
18/07/2025

সিরাজগঞ্জ -৩ রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা থেকে ৪ বারের সংসদ সদস্য জননেতা,আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদার ইন্তেকাল করেছেন,

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন,

আমি তার বিদেহী আত্মার শান্তি কামনা করি ।
এবং তার শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

জনাব আব্দুর রহমান দিদার নামের একজন সাবেক সেনা সদস্যের বক্তব্য হুবহু তুলে ধরলাম—মাননীয় সেনাপ্রধান স্যার,গত আগস্ট মাসে যদি...
18/07/2025

জনাব আব্দুর রহমান দিদার নামের একজন সাবেক সেনা সদস্যের বক্তব্য হুবহু তুলে ধরলাম—

মাননীয় সেনাপ্রধান স্যার,
গত আগস্ট মাসে যদি বাহিরের অপশক্তি ও টাকার বিনিময়ে মহাজনসহ কয়েকটা বাচ্চা পোলাপানের স্বার্থের জন্য পুরো দেশকে আজ ধ্বংসের দিকে ঠেলে দিয়ে আপনি মাননীয় প্রধানমন্ত্রীকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছেন, সেনাবাহিনীর সম্মান নষ্ট করতে দেন নাই বলে।

তাহলে ১৬ জুলাই, ২০২৫ পুলিশ-সেনাবাহিনীর হামলায় গোপালগঞ্জে এত মানুষ নিহত ও আহত কেন? রাজনৈতিক দলের কাজ, তাদের দল রাজনৈতিকভাবে মোকাবেলা করুক, সেখানে সেনাবাহিনী-পুলিশ কেন?

পুলিশকে মেরে রাস্তায় ঝুলিয়ে, থানায় পিটিয়ে পুড়িয়ে কুকুরের মতো হত্যা করলো কার আদেশে? তাদের জন্য আজ সেনাবাহিনী জাতির সামনে কেন প্রশ্নবিদ্ধ হচ্ছে?

সেনাবাহিনীর সকল আধুনিক সুযোগ-সুবিধা, দু'বলাে ভাত, উন্নত খাবার, পোশাক সবই তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান ছিলো!

একজন সাবেক সেনা সদস্য হিসেবে আমি লজ্জিত।

৮ম শ্রেণির এক শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের মর্মান্তিক ঘটনায় উত্তাল খাগড়াছড়ি। ভুক্তভোগী ছাত্রীর সহপাঠী ও স্থানীয় শিক্ষার্থ...
17/07/2025

৮ম শ্রেণির এক শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের মর্মান্তিক ঘটনায় উত্তাল খাগড়াছড়ি। ভুক্তভোগী ছাত্রীর সহপাঠী ও স্থানীয় শিক্ষার্থীরা যখন শান্তিপূর্ণ মানববন্ধনের মাধ্যমে প্রতিবাদ জানাতে চায়,তখন তাদের সেই অধিকারেও বাধা দেওয়ার অভিযোগ উঠেছে সেনাবাহিনীর বিরুদ্ধে।

স্থানীয়দের অভিযোগ:
ঘটনাটি ধামাচাপা দিতে উদ্দেশ্যমূলকভাবে জনমত দমন করা হচ্ছে। বিচারের পরিবর্তে চাপ ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এমন গুরুতর একটি ঘটনার সংবাদ এখনো কোনো প্রধানধারার গণমাধ্যমে প্রকাশিত হয়নি। সামরিক বা প্রশাসনিক চাপের কারণে কি গণমাধ্যম নীরব?
নাকি নির্যাতিতার ন্যায়বিচারের চেয়ে ক্ষমতাবানদের স্বার্থ বড়?

আমরা প্রশ্ন রাখি:
ভুক্তভোগী ছাত্রীর ন্যায়বিচার কোথায়?
সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগের নিরপেক্ষ তদন্ত কি হবে?

গণমাধ্যম এ বিষয়ে কেন নিশ্চুপ?

#খাগড়াছড়ি_ধর্ষণ_কাণ্ড
#ন্যায়বিচার_চাই
#মানববন্ধনে_বাধা_কেন
#গণমাধ্যম_কথা_বলুক

17/07/2025

গোপালগঞ্জে সরকারী বাহিনী কর্তৃক ৪ নাগরিক হত্যার নিন্দা জানাই।

বুট কিংবা পাথর- রক্তের ভাষাটা একই...
16/07/2025

বুট কিংবা পাথর- রক্তের ভাষাটা একই...

স্বাধীনতার ৫৫ বছর পর একই রূপ।
16/07/2025

স্বাধীনতার ৫৫ বছর পর একই রূপ।

ইউনুস চাচার আমের ফিরতি উপহার!
12/07/2025

ইউনুস চাচার আমের ফিরতি উপহার!

12/07/2025

এই কথা গুলোর কোন জবাব আছে এই সমাজে?

এই মৃত্যু উপত্যকাই আমার দেশ এই জল্লাদের উল্লাসমঞ্চই আমার দেশ এই বিস্তীর্ণ শ্মশানই আমার দেশ এই রক্তস্নাত কসাইখানাই আমার দ...
11/07/2025

এই মৃত্যু উপত্যকাই আমার দেশ
এই জল্লাদের উল্লাসমঞ্চই আমার দেশ
এই বিস্তীর্ণ শ্মশানই আমার দেশ
এই রক্তস্নাত কসাইখানাই আমার দেশ

10/07/2025

সত্যি কথা তিতা লাগে..🤔

Address

Sirajganj

Telephone

+8801850563388

Website

https://www.facebook.com/liakat.ali.3110

Alerts

Be the first to know and let us send you an email when Engr Liakat Ali posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Engr Liakat Ali:

Share