
18/07/2025
বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার পরিষদের মিশন চালু কেন ?
দেশবাসীর সম্মতি আছে?
বাংলাদেশে কি হতে যাচ্ছে ?
শাদ, কলম্বিয়া, গুয়াতেমালা, গিনি, হন্ডুরাস,বুরকিনা ফাসো, কম্বোডিয়া,, লাইবেরিয়া, মৌরিতানিয়া, মেক্সিকো, নাইজার, ফিলিস্তিন, সুদান, তিউনিসিয়া, ইয়েমেন, সিরিয়ার
দক্ষিন কোরিয়া(উত্তর কোরিয়ায় নজরদারির জন্য),ইউক্রেনের পর বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার পরিষদের মিশন চালু হতে যাচ্ছে।
ঐসব দেশে এই মিশন কেন , খোঁজ নিন।জানুন ।
কি হচ্ছে বাংলাদেশে ? কি হতে যাচ্ছে ?
স্টারলিংকের সাথে চুক্তি প্রসংগে ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে লরেন ড্রেয়ার বলেন, “আমরা ১৫০টি দেশ ও অঞ্চলে কাজ করি। আমরা এত দক্ষতা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণ আগে কখনও দেখিনি।"
রাখাইনে করিডোর, আমেরিকার সাথে গোপন চুক্তি, চট্রগ্রাম বন্দর বিদেশীদের লীজ, কাতারকে সমরাস্ত্র তৈরির কারখানা …..
চলতি হাওয়ায় নয়, দেশ ও দেশের স্বার্থে বিরোধী কর্মকাণ্ড রুখে দাড়াতে হবে ।।
১৮.০৭.২০২৫.
- Ruhin Hossain Prince