Important Sohag

Important Sohag *পাপ কে ঘৃণা করো এবং ফিরে এসে জান্নাতের পথে*

30/07/2025

অকারণে বেশি চিন্তা, শান্ত মনকেও অশান্ত করে তোলে।

গরমে ঠাণ্ডা, বৃষ্টিতে শুকনো—লুঙ্গি সবখানে,যেখানে যাই, লুঙ্গির প্রেমটা রয়ে যায় মনে।
24/07/2025

গরমে ঠাণ্ডা, বৃষ্টিতে শুকনো—লুঙ্গি সবখানে,
যেখানে যাই, লুঙ্গির প্রেমটা রয়ে যায় মনে।

নদীর স্রোত আর পাখির গান,প্রকৃতির প্রেমে জেগে ওঠে প্রাণ।
22/07/2025

নদীর স্রোত আর পাখির গান,
প্রকৃতির প্রেমে জেগে ওঠে প্রাণ।

আকাশ ছুঁতে গিয়েছিলে, মাটির কোলে ঘুমালে,জাতির শ্রেষ্ঠ সন্তান তুমি, চিরদিন থাকবে অন্তরালে।
22/07/2025

আকাশ ছুঁতে গিয়েছিলে, মাটির কোলে ঘুমালে,
জাতির শ্রেষ্ঠ সন্তান তুমি, চিরদিন থাকবে অন্তরালে।

21/07/2025

উড়ে যাওয়া স্বপ্নগুলি ভেঙে পড়লো ধুলায়,
শিশুরা গেলো অকালে, কান্না জমে বুকের ভুলায়।
উত্তরার আকাশ আজ শুধু শোকের ছবি আঁকে,
এমন মৃত্যু দেখে হৃদয়ও থমকে থাকে।

20/07/2025

চিন্তা যদি গভীর হয়, জীবন তখন গভীর অর্থ পায়,
অযথা চিন্তায় ডুবে গেলে স্বপ্নও হারিয়ে যায়।

19/07/2025

হতাশা জীবনের পথকে ধোঁয়াটে করে, কিন্তু ইচ্ছাশক্তি পারে তা পরিষ্কার করতে।

17/07/2025

স্বপ্ন ভাঙলে চোখে নয়, ভাঙে ভিতরের শক্তি।

16/07/2025

গোপালগঞ্জ আজ স্বৈরাচারের ঘাঁটি,
গণতন্ত্র কাঁদে, নেই স্বাধীনতার মাটি।
ভয়-হুমকির রাজ্যে দমছে মানুষের স্বর,
প্রতিরোধ গড়ো, জেগে উঠুক বুকের জ্বালাময় জ্বর।

16/07/2025

চাঁদার জ্বালায় হারালাম আজ সোহাগ ভাইকে,
অন্যায়ের আগুন জ্বলছে শহর থেকে গ্রামে।
এ লাশের দায় কাদের — জবাব চাই সবাইকে,
প্রতিবাদের আগুন উঠুক চোখে আর কলমে।

16/07/2025

টাকা সুখ কিনতে পারে না, কিন্তু প্রয়োজন মেটাতে সাহায্য করে।

15/07/2025

পরকাল অনন্ত জীবনের ঠিকানা,
এই দুনিয়া তারই প্রস্তুতির মাঠখানা।

Address

Sirajganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Important Sohag posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share