Amar চয়েস

Amar চয়েস Shahali joy is a popular online news portal that provides the latest and most accurate news and information about Sirajganj district in Bangladesh.

✍️ ১২টি সংক্ষিপ্ত গল্প ♥1➡️ বিশ্বাস (𝙁𝙖𝙞𝙩𝙝):একবার সব গ্রামবাসী মিলে বৃষ্টির জন্য প্রার্থনা করার সিদ্ধান্ত নিল।প্রার্থনার...
11/05/2025

✍️ ১২টি সংক্ষিপ্ত গল্প ♥

1➡️ বিশ্বাস (𝙁𝙖𝙞𝙩𝙝):
একবার সব গ্রামবাসী মিলে বৃষ্টির জন্য প্রার্থনা করার সিদ্ধান্ত নিল।
প্রার্থনার দিন সবাই একত্রিত হলো, কিন্তু শুধু একটি ছোট ছেলে ছাতা নিয়ে এল।
এটাই বিশ্বাস।

2➡️ ভরসা (𝙏𝙧𝙪𝙨𝙩):
যখন আপনি বাচ্চাদের বাতাসে ছুঁড়ে দেন, তারা হাসে—
কারণ তারা জানে আপনি ধরবেন।
এটাই ভরসা।

3➡️ আশা (𝙃𝙤𝙥𝙚):
প্রতিদিন রাতে আমরা ঘুমোতে যাই,
জানিনা সকালে আর জেগে উঠবো কি না,
তবুও আমরা অ্যালার্ম ঘড়ি সেট করি।
এটাই আশা।

4➡️ আত্মবিশ্বাস (𝘾𝙤𝙣𝙛𝙞𝙙𝙚𝙣𝙘𝙚):
আমরা আগামীকাল নিয়ে বড় পরিকল্পনা করি,
যদিও ভবিষ্যৎ সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই।
এটাই আত্মবিশ্বাস।

5➡️ ভালোবাসা (𝙇𝙤𝙫𝙚):
আমরা পৃথিবীতে অনেক কষ্ট দেখি,
তারপরও আমরা বিয়ে করি, সন্তান নিই।
এটাই ভালোবাসা।

6➡️ দৃষ্টিভঙ্গি (𝘼𝙩𝙩𝙞𝙩𝙪𝙙𝙚):
এক বৃদ্ধের শার্টে লেখা ছিল:
"আমি ৮০ বছর বয়সী নই; আমি ১৬ বছরের মিষ্টি একটি মেয়ে, যার ৬৪ বছরের অভিজ্ঞতা আছে।"
এটাই দৃষ্টিভঙ্গি।

7➡️ নির্ভরতা (𝘿𝙚𝙥𝙚𝙣𝙙𝙚𝙣𝙘𝙚):
এক ছোট মেয়ে বাবার হাতে একটি ভাঙা খেলনা দিল ঠিক করতে।
সে জানে, বাবা ঠিক করে দিতে পারবেন।
এটাই নির্ভরতা।

8➡️ আশাবাদিতা (𝙊𝙥𝙩𝙞𝙢𝙞𝙨𝙢):
একজন কৃষক বীজ বপন করেন, জানেন না বৃষ্টি হবে কি না,
তবুও তিনি মাটি চাষ করেন।
এটাই আশাবাদিতা।

9➡️ কর্তব্যবোধ (𝘿𝙪𝙩𝙮):
একজন শিক্ষক প্রতিদিন ছাত্রদের শেখান—
জানেন না কে সফল হবে, কে হবে বিফল।
এটাই কর্তব্যবোধ।

10➡️ আত্মনির্ভরতা (𝙎𝙚𝙡𝙛-𝙧𝙚𝙡𝙞𝙖𝙣𝙘𝙚):
একটি পাখি ডালে বসে বিশ্রাম নেয়—
সে ডাল ভাঙবে কি না তা নিয়ে ভাবে না, কারণ তার ডানার উপর ভরসা আছে।
এটাই আত্মনির্ভরতা।

11➡️ উদারতা (𝙂𝙚𝙣𝙚𝙧𝙤𝙨𝙞𝙩𝙮):
এক নারী প্রতিদিন দরিদ্র শিশুদের খাওয়ান—
জানেন না আগামীকাল তার নিজের ঘরে খাবার থাকবে কি না।
এটাই উদারতা।

12➡মানবতা (𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙩𝙮):
এক পথচারী বৃষ্টির মধ্যে এক ছাতাহীন মানুষকে নিজের ছাতার নিচে আশ্রয় দিলো।
এটাই মানবতা।

জীবন বড় নয়, গভীর।
এই ১২টি গল্প আমাদের শেখায়—
বিশ্বাস করো, ভরসা রাখো, ভালোবাসো, দায়িত্ব নাও,
আশা ও আত্মবিশ্বাসে জীবনকে আলোকিত করো।

এই মানসিক গুণগুলোই আমাদের মানুষ করে তোলে।

সংগৃহীত

এক ভদ্রলোক প্রচুর মদ খেয়ে , জুয়ায় সব টাকা হারিয়ে ... হোটেল থেকে বেরিয়ে নিজের গাড়িতে উঠেছেন ।এমন সময় এক ভিক্ষুক তার কাছে...
16/04/2025

এক ভদ্রলোক প্রচুর মদ খেয়ে ,
জুয়ায় সব টাকা হারিয়ে ... হোটেল থেকে বেরিয়ে
নিজের গাড়িতে উঠেছেন ।

এমন সময় এক ভিক্ষুক তার কাছে ভিক্ষা চায়...
ভিক্ষুক : কটা টাকা দেবেন স্যার ?

বাবু : আমার কাছে একটা পয়সাও নেই ।এক বোতল স্কচ আছে । তুমি এটা নাও ।

ভিক্ষুক : আমি মদ খাইনা স্যার।

বাবু : ( পকেট থেকে দামী সিগারেটের প্যাকেট বার করে) তাহলে এটা রাখ ..

ভিক্ষুক : স্যার আমি
সিগারেট বিড়ি খাইনা ।

বাবু : (গাড়ী থেকে কিছু রেসের টিকিট বার করে)
ঠিক আছে কাল শনিবার .. এটা রাখো ... রেস খেলো ।

ভিক্ষুক : আমি জুয়া খেলি না স্যার ।

বাবু : ( একটু ভেবে) চলো .. তোমাকে একটা মহিলার সাথে আলাপ করিয়ে দিচ্ছি.. ফূর্তি করো।

ভিক্ষুক : আমার বাড়ীতে বউ আছে স্যার । আর আমি তাকে খুব ভালোবাসি ।

বাবু : ( পকেট থেকে নিজের কার্ড বার করে)
কাল আমার বাড়ী যেও। তোমার সাথে আমার বউ এর
পরিচয় করে দেব। তারপর যতো টাকা চাও দেবো ।

ভিক্ষুক : আপনার বউ এর সাথে পরিচয় করতে হবে কেন স্যার ??

বাবু : আমার বউ এর দেখা দরকার যে , মদ না খেলে ..
স্মোক না করলে.. জুয়া না খেললে.. মহিলা নিয়ে ফুর্তি না করলে একটা পুরুষ মানুষের কী দশা হয়...

একটা গল্প শুনি,অন্যকে ফাঁকি দিলে নিজের কত লাভ...একবার এক রাজা তার তিন মন্ত্রীকে ডেকে বললেন,এই নাও তোমাদের একটা করে খালি ...
13/04/2025

একটা গল্প শুনি,অন্যকে ফাঁকি দিলে নিজের কত লাভ...

একবার এক রাজা তার তিন মন্ত্রীকে ডেকে বললেন,এই নাও তোমাদের একটা করে খালি বস্তা দিলাম। তোমাদের কাজ হবে বনে গিয়ে বিভিন্ন ফল কুড়িয়ে এই বস্তা ভরে নিয়ে আসবে, দেখি কে কত তাড়াতাড়ি বস্তা পূর্ণ করে নিয়ে আসতে পার। তিন জন চলে গেল জঙ্গলে।

🔶১ম মন্ত্রী চিন্তা করলো, রাজা বলেছেন তাই ভালো ভালো ফল কুড়িয়ে বস্তা পূর্ণ করি এবং সেই মত জঙ্গলের ভালো ফল কুড়িয়ে বস্তা ভরে ফিরে আসল।

🔶২য় মন্ত্রী চিন্তা করলো, রাজা তো সব ফল দেখবেন না তাই হাবিজাবি পচা ফল দিয়ে সে নীচের দিকে পূর্ণ করে, উপরের দিকে শুধু কিছু ভালো ফল দিয়ে বস্তা পূর্ণ করলো এবং ফিরে আসল।

🔶৩য় মন্ত্রী চিন্তা করলো, রাজার এত সময় কোথায় বস্তা খুলে খুলে দেখবে, সে শুধু দেখবে বস্তা পূর্ণ হয়েছে কিনা। জঙ্গলে মরা পাতা, ঘাস,কাঠ দিয়ে বস্তা পূর্ণ করে নিয়ে এলো।

তিন মন্ত্রী রাজার দরবারে হাজির, রাজা সবার বস্তা পূর্ণ দেখে খুশী হলেন।তিনি বস্তাগুলো খুলেও দেখলেন না।৩য় মন্ত্রী নিজের বুদ্ধির কথা চিন্তা করে নিজেকে বেশ বুদ্ধিমান মনে করতে লাগলো। রাজা একটু সময় নিয়ে তার মসনদে বসলেন এবং ঘোষণা করলেন, এই তিন মন্ত্রীদের তাদের বস্তা সহ ৭ দিনের জন্য কারাগারে পাঠানো হোক এবং প্রত্যেককে তিনটা আলাদা আলাদা কক্ষে রাখা হোক। এই ৭ দিন তাদের কোন প্রকার খাবার দেওয়া হবে না।

যেই কথা সেই কাজ, তিনজনকেই কারাগারে পাঠানো হলো। ১ম মন্ত্রী এই ৭ দিন তার বস্তার ফলগুলো খেয়ে কাটিয়ে দিলেন।

দ্বিতীয় মন্ত্রী তার যত ভালো ফল ছিল ২ দিন খেতে পারলো, বাকী দিন পচা ফল খেয়ে কাটানোর চেষ্টা করলো কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়লেন।

৩য় মন্ত্রীর বস্তায় কোন ফল ছিলোনা তাই তিনি না খেতে পেরে কারাগারেই মারা গেলেন।

পাশ ফিরলেই তোমাকে দেখতে পাবো,এমন দিনের জন্য কতদিন অপেক্ষা করতে হবে?🖤♥
20/03/2025

পাশ ফিরলেই তোমাকে দেখতে পাবো,
এমন দিনের জন্য কতদিন অপেক্ষা করতে হবে?🖤♥

শ‍্যামলবাবু অবসরের পর পাওয়া ৬২ লাখ টাকা এক ব‍্যাংকে স্ত্রীর সঙ্গে যৌথ অ্যাকাউন্টে রাখেন। ATM কার্ডের PIN-ও স্ত্রীকে জানি...
16/03/2025

শ‍্যামলবাবু অবসরের পর পাওয়া ৬২ লাখ টাকা এক ব‍্যাংকে স্ত্রীর সঙ্গে যৌথ অ্যাকাউন্টে রাখেন। ATM কার্ডের PIN-ও স্ত্রীকে জানিয়ে রাখেন। কখন কি দরকার পড়ে,বলা যায় না।

শ‍্যামলবাবু একদিন বাইরে যাওয়ার সময় ভুল করে নিজের মোবাইল ফোনটি বাড়িতে রেখে যান। "কোথাও কি পড়ে গেল?" এই চিন্তা করতে করতে দ্রুত পায়ে বাড়ি ফিরে আসেন এবং দেখেন মোবাইলটা টেবিলের উপরেই আছে। দু:শ্চিন্তা দূর হতেই স্ত্রীকে জিজ্ঞাসা করলেন,"কোন ফোন এসেছিল?"

স্ত্রী বললেন,"ব‍্যাংক থেকে ম‍্যানেজার ফোন করেছিলেন।"

শ‍্যামলবাবু শুনেই ঘামতে শুরু করলেন। জিজ্ঞাসা করলেন, "ম‍্যানেজার কি বললেন?"

"উনি আমাদের যৌথ অ্যকাউন্ট আপডেট করার জন্য কিছু তথ্য জানতে চাইলেন এবং বললেন একটা OTP যাবে মোবাইলে এবং সেটা জানালেই অ্যাকাউন্ট আপডেট হয়ে যাবে।"-স্ত্রী বললেন।

শ‍্যামলবাবুর অজ্ঞান হয়ে যাওয়ার উপক্রম। সমস্ত সঞ্চয় বোধহয় শেষ হয়ে গেল! গলা শুকিয়ে গেল। খবরের কাগজে রোজ যা দেখেন! উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলেন,"তুমি কি OTP বলে দিয়েছ?"

"ব‍্যাংক ম‍্যানেজার জিজ্ঞাসা করলেন,আমি কি না জানিয়ে পারি?"

শ‍্যামলবাবু চেয়ারে বসে পড়লেন,দরদর করে ঘামতে শুরু করলেন নি:স্ব হয়ে যাওয়ার ভয়ে। ভয়ে ভয়ে মোবাইলটা তুলে নিয়ে অ্যাকাউন্টে ব‍্যালান্স চেক করলেন। অবাক বিস্ময়ে দেখলেন অ্যাকাউন্টে ৬২ লাখ টাকাই আছে। গ‍্যাংটি টাকা সরিয়ে নিতে পারেনি। ঘাম দিয়ে জ্বর ছাড়ল।

স্ত্রীকে জিজ্ঞাসা করলেন - "কত নম্বর OTP এসেছিল?"
স্ত্রী বললেন-৮০৮২
"তুমি ঠিকঠাক বলে দিলে?"
"আমি ৪০৪১ বলেছি। আমিতো পুরোটা বলতে পারিনা। যৌথ অ্যকাউন্ট,তাই হাফ বলেছি। আমি তো ব‍্যাংকের কর্মচারীর স্ত্রী,জানি এ টাকার অর্ধেক তো আমার। তাই OTP-ও হাফ বলেছি।"

শ‍্যামলবাবু স্ত্রীকে কি বলবেন বুঝে উঠতে পারছেন না।

কপি...❣️

14/03/2025
14/03/2025

জীবনে চলার পথে এমন বন্ধু দরকার। যে তোমাকে এভাবে ঠেলে রাস্তা দেখাবে...

স্বামী- স্ত্রী ♥♥স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে। স্বামী রাগ করে বাড়ি থেকে বের হয়ে গেল।দশ মিনিট পর স্ত্রীর ফোন, "আমি ...
02/03/2025

স্বামী- স্ত্রী ♥♥

স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে। স্বামী রাগ করে বাড়ি থেকে বের হয়ে গেল।

দশ মিনিট পর স্ত্রীর ফোন, "আমি যেদিকে দুচোখ যায় চললাম তোমার সংসার, ছেলেমেয়ে সব ফেলে।"
স্বামী "ঠিক আছে, যাও" বলে ফোন কেটে দিল। এটা বিশ্বাস!

দুপুরে স্বামী বাসায় ফিরে দেখে স্ত্রী কোথাও যায়নি, বাসাতেই আছে আর রান্নাবান্না করে টেবিলে খাবার সাজিয়ে রেখেছে। এটা মায়া।

এরপর দুজন দুই রুমে মন খারাপ করে করে শুয়ে আছে, কারো কোনো কথা নেই। কেউ কাউকে খেতেও ডাকছে না, নিজেও খাচ্ছে না। এটা অভিমান।

বিকেলে স্ত্রী বাচ্চাকে নিয়ে কোচিংয়ে চলে গেল। এটা দায়িত্ববোধ।

স্বামী বেচারা প্রচন্ড ক্ষুধার্ত হয়ে ডাইনিং টেবিলে গিয়ে দেখে দুটো প্লেট সাজানো, দুটো গ্লাসে পানি ঢালা। খেতে গিয়েও কি ভেবে খেল না। ঠিক করল স্ত্রী এলে দুজন একসাথে খাবে। এটা অপেক্ষা।

বেডরুমে এসে স্ত্রীর মোবাইলে টেক্সট করল, "তুমি যে কারণে যেতে পার নি, আমিও সে কারণে খেতে পারি নি।" এটা ভালোবাসা!

শুধু ভালোবাসা দিয়ে সংসার টেকে না, সংসার টিকেয়ে রাখার জন্য দরকার বিশ্বাস, মায়া, অভিমান, দায়িত্ববোধ এবং অপেক্ষার।

এক ব‍্যক্তি তাঁর ছেলেকে ডেকে বললেন, যাও তো গাড়িটা বিক্রি করে আসো ! ছেলে ফিরে এসে বলল, বাবা গাড়ির দাম বলতেছে ৩০ হাজার টাক...
26/02/2025

এক ব‍্যক্তি তাঁর ছেলেকে ডেকে বললেন, যাও তো গাড়িটা বিক্রি করে আসো !
ছেলে ফিরে এসে বলল, বাবা গাড়ির দাম বলতেছে ৩০ হাজার টাকা!
বাবা বললেন, অন‍্য দোকানির কাছে যাও।
ছেলে ফিরে এসে বলল, বাবা উনি তো বলতেছেন আরো কম, ২০ হাজার ।
বাবা বললেন, অন্য দোকান দেখো না!

ছেলে এবার গেল এক এন্টিকের দোকানে।

দোকানি গাড়ি দেখে হতবাক।
দ্বিতীয় বিশ্বযু*দ্ধের সময়কার গাড়ি! কেমনে কী! গাড়ির দাম দিতে চাইলেন ৩০ লাখ টাকা!
--
বাবা সব শুনে বললেন, হে আমার সন্তান জীবনে তোমাকে সবাই সমান দাম দেবে না! হয়তো এমন কাউকে পাবে যে তোমার আসল মূল্য বুঝবে! যে বুঝবে সেই তোমার আসল বন্ধু! বাকিরা দরকারের সঙ্গী! দরকারের সঙ্গীসহ সবাইকে ভালোবাইস্স! কেবল বিশ্বাস করিও তাকে যে তোমার মূল্য বোঝে!

কপি--

19/02/2025
18/02/2025

অসাধারণ♥♥

18/02/2025

কথা গুলো অসাধারণ...

Address

Sirajganj
6721

Alerts

Be the first to know and let us send you an email when Amar চয়েস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Amar চয়েস:

Share