It'z RIYAD HASAN 2.0

It'z RIYAD HASAN 2.0 কোথাও তো লেখা থাকুক ,
এখানে ভাঙ্গা হৃদয়
মেরামত করা হয়....!!

এটা শুধু বাঙালি জাতির দ্বারা সম্ভব 🤣🤣
14/08/2025

এটা শুধু বাঙালি জাতির দ্বারা সম্ভব 🤣🤣

04/08/2025
09/05/2025

কবিতা : নারী জাতি বহুরূপী

বিজ্ঞানীও ফেল মারবে বুঝতে যদি চায়
নারীর মনে কি আছে তা বোঝা বড় দায়।

হঠাৎ নারী কালো থেকে হয় যে সাদা পরি
ময়দা মেখে সুন্দরী হয়ে লাগায় হাতে ঘড়ি।

সবার কাছে বলে বেড়ায় সিঙ্গেল নাকি আছে
ডাবল টাইমিং এ ধরা খায় বয়ফ্রেন্ডের কাছে।

কখনো আবার ফেসবুকে সাজে রাজকন্যা
বাস্তবে দেখি করে সে মাটির চুলায় রান্না।

বাইরে গেলে নারী জাতি মেকাপ ঘসে মুখে
এদিকে দেখি বাড়িতে সে পেত্নী সেজে থাকে।

গ্রামে যে মেয়ে কে সবাই পাগলি বলে ডাকে
কলেজের সব যুবক দেখি এন্জেল বলে তাকে।

ফেসবুকে নারী মাংসভোজী মাথা ভরা উকুন
বাড়িতে রোজ শাকভাত খেয়ে হয় তারা চিকন।

বাইরে ঘোরে পর্দা করে প্রশংসা পায় সবার
নেচে গেয়ে শরীর দেখায় টিকটকে এসে আবার।

গরম কালে থাকে পরে নারী জাতির খোলস
শীতকালে নারী জাতি গোসলে ভীষণ অলস।

সকালে দেখি নারী কয়লা দিয়ে মাজে দাঁত
ফেসবুকে তারা ফুসকা লাভার ভীষণ নাকি স্বাদ।

তাইতো কবি প্রতি যুগেই কলম ধরে কয়
ছোট্ট থেকে আসছি দেখে নারীরা বহুরূপী হয়।

(সংক্ষিপ্ত)

06/05/2025

ভালোবাসা এমনি কেউ না চাইতেই পেয়ে যায়
আর কেউ সারা জীবন অপেক্ষা করেও পায় না.!😅🥀

27/04/2025

Ex এর মান নির্ণয়
আমরা জানি
‌‌ E = 6
X = 2
এবং মান নির্ণয়ের সূত্র = A × B
Suppose ,
A = E
B = X
So, E × X = 6 × 2
= 12
So, E X = 12 ভাতা'রি
[ proved ]😁😁..!!

19/04/2025

পাতা ঝরার আগে,
পাতার রং বদলে যায়,
আর মানুষ বদলানোর
আগে কথা বলার ধরন বদলে যায়...!😅

12/04/2025

স্বপ্ন গুলো
রোজ হারিয়ে যাচ্ছে কুয়াশার আবরনে
হারিয়ে যাওয়া সূর্যের মতো.!

26/03/2025

ছোট ছোট গল্পে অল্প অল্প লেখা।
আমার উপন্যাস জুড়ে
আমি বড্ড একা !

22/02/2025

সময় কারো জন্য অপেক্ষা করে না !! 🥀
যাকে ভালোবাসো বলে দাও ..!🌹
এখনো বলে দাও !! 💐
হাত ধরতে হলে এখনো ধরো !! 🌸
কথা বলতে ইচ্ছে করলে এখনই বলো .. 🍂
ভালোবাসলে বলে দাও ভালোবাসি...?🍁

এটাই বাস্তব 😅😅😅🍁
20/02/2025

এটাই বাস্তব 😅😅😅🍁

03/02/2025

ফুলের সৌরভ ...
আর মানুষের গৌরব...
চিরকাল থাকে না ,🍁🥀

Address

Sirajganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when It'z RIYAD HASAN 2.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share