Rabi Master

Rabi Master সদস্য সচিব-৮ নং চরগিরিশ ইউনিয়ন সেচ্ছাসেবকদল।
সদস্য -কাজীপুর উপজেলা ছাত্রদল।

ধন্যবাদ ও কৃতজ্ঞতা স্বীকার করছি,আমার প্রিয় সকল শুভাকাঙ্খী,অভিভাবক,বড় ভাই,ছোট ভাই,মামা,ভাগ্নে,স্নেহের ছাত্র/ছাত্রী ও সহযো...
11/07/2025

ধন্যবাদ ও কৃতজ্ঞতা স্বীকার করছি,আমার প্রিয় সকল শুভাকাঙ্খী,অভিভাবক,বড় ভাই,ছোট ভাই,মামা,ভাগ্নে,স্নেহের ছাত্র/ছাত্রী ও সহযোদ্ধাদের প্রতি যারা অনলাইন, অফলাইন ও মেসেঞ্জারে আমার জন্মদিনের শুভেচ্ছা ও নিবিড় ভালোবাসা প্রকাশ করেছেন।
মহান আল্লাহ আপনি/তুমি এবং আপনার/তোমাদের পরিবারের সকল সদস্যদের নেক হায়াত দান করুক।সকলেই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন,আমি যেন ভবিষ্যতে দেশ,ইউনিয়ন তথা আমার ওয়ার্ডের জনগণের সেবক হতে পারি।
#আমিন

01/07/2025

আমাদের জন্য সবাই দোয়া করবেন,আমরা যেন সফল হতে পারি।
#আমিন

30/06/2025
অপ্রচার এবং সমালোচনাই রাজনীতিতে যোগ্য মানুষ গুলোর প্রচার বিভাগের কাজ করে। আপনারাই যোগ্য,আপনারা নেতৃত্বে ছিলেন এবং আপনারা...
16/05/2025

অপ্রচার এবং সমালোচনাই রাজনীতিতে যোগ্য মানুষ গুলোর প্রচার বিভাগের কাজ করে।
আপনারাই যোগ্য,আপনারা নেতৃত্বে ছিলেন এবং আপনারাই আগামী নেতৃত্বে আসবেন ইনসা-আল্লাহ.....।

15/05/2025

কাজীপুর উপজেলার ৮ নং চরগিরিশ ইউনিয়নের ফ্লাডশেল্টার বাজারের উত্তর থেকে ভেটুয়া ঘাট পর্যন্ত নিয়মিতই নদী ভাঙ্গছে।
প্রতিনিয়ত ভাঙ্গনের শিকার হচ্ছে নতুন নতুন বাড়িঘর ও ফসলি জমি। কিন্তুু দেখার যেন কেউ নেই!
পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, নদী ভাঙ্গনের কবল থেকে জনগণকে বাঁচাতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিন।
#জনস্বার্থে_পোস্টটি_শেয়ার_করুন।

একটি হারানো বিজ্ঞপ্তি - ছেলেটির ডাকনাম তানজিল (নুরনবী) ৮ম শ্রেণিতে পড়ে বয়স ১৪ বছর।(৮নং চরগিরিশ ইউনিয়নের চরগিরিশ গ্রামের ...
15/05/2025

একটি হারানো বিজ্ঞপ্তি -
ছেলেটির ডাকনাম তানজিল (নুরনবী) ৮ম শ্রেণিতে পড়ে বয়স ১৪ বছর।
(৮নং চরগিরিশ ইউনিয়নের চরগিরিশ গ্রামের বিশা তাঐয়ের মেয়ের ঘরের ছেলে,আমাদের শহিদুল স্যারের ভাগ্নে)
আজকে আনুমানিক সকাল ৮ ঘটিকার সময় এই চিঠিটা লিখে মা-বাবার সাথে অভিমান করে বাসা হতে চলে যায়।কোনাবাড়ি কুদ্দুস নগর মাঠ সংলগ্ন বাসা হতে কাঁধব্যাগ সহ অজানা উদ্দেশ্যে বের হয়ে যায়।

প্রিয় শুভাকাঙ্ক্ষীদের সহ সকলের দৃষ্টি আকর্ষণ করছি- কেউ ছেলেটির খোঁজ দিতে পারলে উপকৃত হবএবং তাঁর প্রতি চিরকৃতজ্ঞ থাকব।
#জনস্বার্থে_পোস্টটি_শেয়ার_করুন।
০১৩০২-৪৪৭৯১৫ ০১৭৪৩-৯৬৮৪২৫

10/05/2025

জিয়া'র সৈনিক
এক হও লড়াই করো।

শুভ জন্মদিন প্রিয়মুখ,প্রিয় লিডার,উত্তর জনপদের কৃতি সন্তান, সাবেক মন্ত্রী,বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি'র) জাতীয় স্থায়ী...
10/05/2025

শুভ জন্মদিন প্রিয়মুখ,প্রিয় লিডার,উত্তর জনপদের কৃতি সন্তান, সাবেক মন্ত্রী,বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি'র) জাতীয় স্থায়ী কমিটির সদস্য
জনাব ইকবাল হাসান মাহমুদ (টুকু)।

মহান আল্লাহ তায়ালা আপনার সুস্বাস্থ্য ও নেক হায়াত দান করুক।
#আমিন
#সদস্য_সচিব
#৮নং_চরগিরিশ_ইউনিয়ন_সেচ্ছাসেবকদল
#সদস্য
#কাজীপুর_উপজেলা_ছাত্রদলের_আহ্বায়ক_কমিটি

আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের এই দিনে—আসুন, আমরা গণমাধ্যমের স্বাধীনতা এবং সেইসাথে সত্যের পথে ও নৈতিকতার সাথে লড়াই করে য...
04/05/2025

আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের এই দিনে—আসুন, আমরা গণমাধ্যমের স্বাধীনতা এবং সেইসাথে সত্যের পথে ও নৈতিকতার সাথে লড়াই করে যাওয়া সকল সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।

গণমাধ্যম একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অপরিহার্য স্তম্ভ। তাই রাষ্ট্রের উচিৎ সাংবাদিক ও তাঁদের কাজকে আক্রমণ, আঘাত কিংবা সেন্সরের মাধ্যমে দমন না করে; বরং সুরক্ষা প্রদান ও সম্মান করা। কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করেছি, বাংলাদেশে সদ্য অপসারিত স্বৈরশাসকের পৃষ্ঠপোষকতায় কীভাবে ধারাবাহিকভাবে গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ণ করা হয়েছে।

সেই অন্ধকার সময়গুলোতে, দৃঢ় সাহস ও অঙ্গীকারের মাধ্যমে বাংলাদেশের অনেক সাংবাদিক রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ঘটে যাওয়া গভীর দুর্নীতি, ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন এবং সামাজিক-অর্থনৈতিক ব্যর্থতার মতো বিষয়গুলোতে আলোকপাত করেছেন। এদের অনেকে ছিলেন মূলধারার মিডিয়ায়, কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে, কেউ ছিলেন দেশে, কেউ প্রবাসে—তবে সবাই এক সুরে সত্যের পক্ষে অবিচল থেকেছেন। তাঁরা লড়েছেন একটি গণতান্ত্রিক বাংলাদেশের জন্য, মত প্রকাশের মৌলিক অধিকার রক্ষার জন্য।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি সাংবাদিকতার সর্বোচ্চ নৈতিকতা ও সততার মানদণ্ডে উত্তীর্ণ এক নবীন ধারা থেকে অনুপ্রেরিত। আমরা নিঃসঙ্কোচ ও পক্ষপাতহীন সাংবাদিকতাকে শ্রদ্ধা করি—এমনকি যদি সেটা আমাদের দৃষ্টিভঙ্গির সঙ্গে না মেলে তখনও। আমাদের বিশ্বাস, একটি স্বাধীন ও মুক্ত গণমাধ্যমই পারে গণতন্ত্রকে শক্তিশালী করতে কিংবা দুর্বল করে দিতে। নৈতিকতা ও বস্তুনিষ্ঠতায় পূর্ণ সাংবাদিকতা সব সময় জনগণের সেবা করবে, রাজনীতির নয়।

একটি দৃঢ়, টেকসই গণতন্ত্র গড়ে তুলতে হলে গণমাধ্যমের স্বাধীনতা ও নৈতিকতা রক্ষা করতেই হবে। আসুন, সব মতপার্থক্য পাশ কাটিয়ে আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলি, যেখানে জনগণের দ্বারা নির্বাচিত সরকার গণমাধ্যমসহ সকলের মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকার ও আইনের শাসন নিশ্চিত করে।


জনাব তারেক রহমান

সুসময়ের নেতৃত্ব আর দুঃসময়ের নেতৃত্ব এক জিনিস নয়। যে সময় বিএনপি'র নাম নিতে সবাই ভয় পেতো সেই সময় আপনারা চরগিরিশ ইউনি...
04/05/2025

সুসময়ের নেতৃত্ব আর দুঃসময়ের নেতৃত্ব এক জিনিস নয়।
যে সময় বিএনপি'র নাম নিতে সবাই ভয় পেতো সেই সময় আপনারা চরগিরিশ ইউনিয়ন বিএনপি'র হাল ধরেছিলেন।
আমরা চাই এই সময়েও আপনারাই চরগিরিশ ইউনিয়ন বিএনপি'র হাল ধরবেন ইনসা-আল্লাহ.... ।
আলহাজ্ব শহিদুল ইসলাম
কে সভাপতি
এবং
Md Ziaur Rahman কে
সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চাই।

#সদস্য_সচিব
#৮নং_চরগিরিশ_ইউনিয়ন_সেচ্ছাসেবকদল
#সদস্য
#কাজীপুর_উপজেলা_ছাত্রদলের_আহ্বায়ক_কমিটি

Address

দক্ষিণ ছালাল, চাকলাদার বাজার, চরগিরিশ, কাজীপুর, সিরাজগঞ্জ।
Sirajganj
6710

Alerts

Be the first to know and let us send you an email when Rabi Master posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share