28/06/2025
কালকে হঠাৎ বাবা ফোন দিয়ে বলছে যে তোমার পছন্দের গাড়ি কি সিরাজগঞ্জ আছে ?
আমি বললাম হ্যাঁ আছে ☺️।
বাবা বললো তাইলে আমি ঢাকা থেকে রওনা দিলাম আর আমি ফোন দিলে তুমি আর তোমার আম্মু সিরাজগঞ্জ আইসো , 😀 ।
আমি তো মহা খুশি , যে অবশেষে এ তাইলে এখন গাড়ি টা পাবো☺️
থাকতো বাবার ফোন এর অপেক্ষা ! 😅
আমি ১০ মিনিট এর মধ্যে রেডি হয়ে আম্মু কে টানতে টানতে রেডি করিয়ে বের হলাম 😀
, আমার বাসা থেকে সিরাজগঞ্জ প্রায় ৩৬-৩৭ কিঃ। যাইতে সময় লাগে ১ ঘণ্টা থেকে ১ ঘণ্টা ১০ মিনিট ☺️
আর বাবা আসতেছে , ঢাকা থেকে ১৪০ কিঃ প্রিয়
আমরা তো ১ ঘণ্টার মধ্যেই সিরাজগঞ্জ পৌঁছাইলাম,😀
অনেকক্ষন অপেক্ষা করার পর আম্মু বলতেছে যে চল ঘুরে আসি ক্লোজার দিয়ে , 🙁
আমি বললাম যে , একটু দেরি করো গাড়ি নিয়ে যাবনি 😀
বসে থাকতে থাকতে আমি ও বিরক্ত 🙁😞
আম্মু কে বললাম চলো যাই ☺️
এক জায়গায় যাওয়ার কথা ছিল কিন্তু , ক্লোজার , চাইনবাধ, রাসেলপার্ক , প্রায় সব যায়যায়ই ঘুরে আবার ও সেই কাঙ্খিত শো রুম এর কাছে আসলাম ,, তার ও অনেক সময় পর বাবা আসলো 😊
আমার পছন্দের গাড়ি দেখলাম ☺️
বাবা পেমেন্ট শেষ করলো , ☺️
আমি তখন চাবি নিয়ে গাড়ি বের করব ,
আম্মু বলছে যে তোর বাবাকে দিয়ে বের কর , 😊
আমি ও বললাম hmm 😀
বাবা বের করো ☺️
বাবা গাড়ি বের করতাসে , , আমি ভাবলাম এত দিন ধোর্য আসলে আর কিছুক্ষুণ কেনো ধোর্য আসবে না । 🙁
বাবা আর আম্মু কে বললাম যে তোমরা যাও গাড়ি নিয়ে বাসায় জাও 😊
আমি cng তে আসি , ☺️
আম্মু আর বাবা গাড়ি নিয়ে বাসায় উদ্দেশে রওনা দিলো☺️
আমি ও cng তে যাইতাছি ☺️
😞
সকাল বেলা ঘুম থেকে উঠে আর গাড়ি খুঁজে পাই না😞
কোই যে রাখলো ,
বাবা ও বাসায় নাই , ঢাকা । 😞
এত শখের baik 😞
নিজে এক বার ও চালাইলাম না😞
কাকে যে জিজ্ঞাস করবো 😞
আল্লাহ কেনো যে এমন স্বপ্ন দেখাইলো😞