Mitu's Canvas

Mitu's Canvas � Where words meet emotions
� হৃদয়ের কথা • জীবনের ছোঁয়া
� Follow Mitu’s Canvas & feel the vibes
(11)

23/09/2025

আল্লাহর উপর ভরশা 🍁

আসসালামুয়ালাইকুম ওয়ারহমাতুল্লাহ, এই যে দেখছেন যারা আমাকে ফুলের ভালোবাসা দিয়েছেষ সবাই নিঃস্বার্থ ভাবে ভালোবেসেই দিয়েছ...
23/09/2025

আসসালামুয়ালাইকুম ওয়ারহমাতুল্লাহ, এই যে দেখছেন যারা আমাকে ফুলের ভালোবাসা দিয়েছেষ সবাই নিঃস্বার্থ ভাবে ভালোবেসেই দিয়েছেন, 🌸🌸🌸 ভালোবাসার মানুষ গুলো সবসময় ভালো থাকবেন ❤️‍🩹❤️‍🩹❤️‍🩹

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!

Sheak Forid, Md Bodrul Islam Talukdar, Kamal Akhand, Abdul Kuddus, Imamul Mondal, MD Rafiq

সবচেয়ে বড় কষ্টটা তখনই লাগে,  যখন স্বামী ভালোবাসার বদলে অবহেলা দেয়।  একটা বউয়ের হৃদয় ভেঙে যায়,  যখন যত্ন পাওয়ার বদলে  উপে...
23/09/2025

সবচেয়ে বড় কষ্টটা তখনই লাগে,
যখন স্বামী ভালোবাসার বদলে অবহেলা দেয়।
একটা বউয়ের হৃদয় ভেঙে যায়,
যখন যত্ন পাওয়ার বদলে
উপেক্ষা তার সঙ্গী হয়ে দাঁড়ায়।
ভালোবাসা চাইতে হয় না,
ভালোবাসা বুঝে নিতে হয়—
কিন্তু সেই বোঝার মানুষটাই যদি না বোঝে,
তাহলে বউয়ের চোখের জলই হয়ে ওঠে তার নিঃশব্দ অভিযোগ। 💔

23/09/2025

দায়িত্ব শীল পুরুষ 🍁

#দায়িত্বশীলপুরুষ

সকালের নীরবতা হলো আল্লাহর এক বিশেষ রহমত।  যে বান্দা ফজরের পর আল্লাহকে স্মরণ করে,  তার দিনটা বরকতময় হয়। 🌸  আজকের সকাল হ...
23/09/2025

সকালের নীরবতা হলো আল্লাহর এক বিশেষ রহমত।
যে বান্দা ফজরের পর আল্লাহকে স্মরণ করে,
তার দিনটা বরকতময় হয়। 🌸

আজকের সকাল হোক আল্লাহর জিকির,
সেজদার শান্তি আর কৃতজ্ঞতার আলোয় ভরপুর। 💚✨

সতীত্ব একজন মুসলিম নারীর শ্রেষ্ঠ অলঙ্কার। 🌸  আল্লাহ তাআলা কুরআনে বলেছেন—  **“আর মুমিন নারীদের বলুন তারা তাদের দৃষ্টি নত ...
22/09/2025

সতীত্ব একজন মুসলিম নারীর শ্রেষ্ঠ অলঙ্কার। 🌸
আল্লাহ তাআলা কুরআনে বলেছেন—
**“আর মুমিন নারীদের বলুন তারা তাদের দৃষ্টি নত করবে এবং তাদের লজ্জাস্থান হেফাযত করবে। এটিই তাদের জন্য অধিক পবিত্র।”** (সূরা নূর: ৩১)

🔹 সতীত্ব মানুষকে সম্মানিত করে।
🔹 সতীত্বই ইমানকে পূর্ণতা দেয়।
🔹 সতীত্ব রক্ষা করলে আল্লাহর রহমত ও বরকত নাযিল হয়।

🌿 আসুন আমরা সতীত্বকে জীবনের ঢাল বানাই, যেন দুনিয়া ও আখেরাতে সফল হতে পারি।
— Mitu’s Canvas

22/09/2025

ঘৃণার আগুন ভালোবাসার থেকেও ভয়ংকর। 💔🔥


🌿 আল্লাহকে ভালোবাসাই হলো দীনদার হওয়ার প্রথম ধাপ।  যে হৃদয় আল্লাহর প্রেমে ভরে যায়, সে সহজেই গুনাহ থেকে দূরে থাকে  আর ইবাদ...
22/09/2025

🌿 আল্লাহকে ভালোবাসাই হলো দীনদার হওয়ার প্রথম ধাপ।
যে হৃদয় আল্লাহর প্রেমে ভরে যায়, সে সহজেই গুনাহ থেকে দূরে থাকে
আর ইবাদতে শান্তি খুঁজে পায়।

✨ দুনিয়ার ভালোবাসা ক্ষণস্থায়ী,
কিন্তু আল্লাহর ভালোবাসা চিরন্তন।
যে আল্লাহকে ভালোবাসে, আল্লাহও তাকে ভালোবাসেন।

📖 আল-কুরআনে আল্লাহ বলেন:
"নিশ্চয়ই আল্লাহ মুমিনদেরকে ভালোবাসেন, যারা তাঁর পথে তওবা করে ও নিজেদের পরিশুদ্ধ রাখে।"
— সূরা আল-বাকারা: ২২২

21/09/2025

হুম.......🍁

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:  "আল্লাহ বলেন, আমি আমার সৎকর্মশীল বান্দাদের জন্য এমন কিছু প্রস্তুত করেছি,  যা কোনো চোখ কখনো দেখেনি...
21/09/2025

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
"আল্লাহ বলেন, আমি আমার সৎকর্মশীল বান্দাদের জন্য এমন কিছু প্রস্তুত করেছি,
যা কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান কখনো শোনেনি,
এমনকি মানুষের মনে কল্পনাও জাগেনি।"
— সহিহ আল-বুখারি, সহিহ মুসলিম
অর্থাৎ জান্নাতের নেয়ামত আমাদের কল্পনারও বাইরে 🌸🍁
সুবহানাল্লাহ 🌸

#জান্নাত

আল্লাহর প্রেমই হলো মানুষের জীবনের আসল শান্তি।  যখন তুমি আল্লাহকে ভালোবাসো,  তখন আল্লাহ তোমার অন্তরকে প্রশান্তি দান করেন।...
21/09/2025

আল্লাহর প্রেমই হলো মানুষের জীবনের আসল শান্তি।
যখন তুমি আল্লাহকে ভালোবাসো,
তখন আল্লাহ তোমার অন্তরকে প্রশান্তি দান করেন।

দুনিয়ার সব ভালোবাসা একদিন ফুরিয়ে যাবে,
কিন্তু আল্লাহর ভালোবাসা চিরন্তন।
তাই প্রতিটি দোয়া, প্রতিটি সেজদা হোক
আল্লাহর প্রতি ভালোবাসার প্রকাশ। 🤍✨

Address

Sirajganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mitu's Canvas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mitu's Canvas:

Share